Tag Archives: rare success

Rare Success: রাজ্যে প্রথম! বিরল কুড়মালি ভাষায় পিএইচডি ডিগ্রি! দুর্লভ কৃতিত্বের পালক পুরুলিয়ার ভূমিপুত্রের শিরোপায়

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : শিল্প সংস্কৃতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও অনেকখানি এগিয়ে গিয়েছে লালমাটির জেলা পুরুলিয়া। এই জেলারই ভূমিপুত্র পুলকেশ্বর মাহাতো। বাগমুন্ডি থানার ডাংডুং গ্রামের বাসিন্দা তিনি। পুরুলিয়া জেলার প্রত্যন্ত সুইসান নেতাজীিসুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে কুড়মালি ভাষায় পাঠদান করেন তিনি। ‌এবার রাজ্যের মধ্যে প্রথম কুড়মালি ভাষায় পি.এইচ.ডি ডিগ্রি লাভ করলেন তিনি। ‌

এ বিষয়ে তিনি বলেন , বহু পরিশ্রমে ঝাড়খন্ডের রাঁচিতে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ইউনিভার্সিটি থেকে কুড়মালি ভাষায় তাঁর গবেষণার কাজ সম্পূর্ণ করেছেন। কুড়মালি ভাষা দেশের অন্যান্য বিকশিত ভাষার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে। তাই অন্যান্য ভাষার মত এই ভাষাকেও কিভাবে দেশের অন্যান্য ভাষার সমতুল্য করা যায়, সেই চিন্তা-ভাবনা থেকেই তাঁর পথ চলা শুরু। বহু মানুষের সহযোগিতা ও সাহায্যে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন তিনি।

আরও পড়ুন : বিশ্বকর্মাপুজোর দিন একটি ঘুড়ি রাখুন এই বিশেষ জায়গায়, আর্থিক মন্দা কেটে আসবে টাকার স্রোত

এ বিষয়ে ঝালদা অচ্ছ্রুরাম মেমোরিয়াল কলেজের গণিত বিভাগের অধ্যাপক ডঃ শিবাজি সিংহ দেও বলেন, ডঃ পুলকেশ্বর মাহাতোর এই সাফল্যে তিনি খুবই খুশি। পুলকেশ্বর কুড়মালি ভাষাকে অন্য ভাষার সমকক্ষে নিয়ে যেতে চাইছেন। তার সাফল্যে পুরুলিয়াবাসী হিসাবে তিনি গর্ববোধ করছেন। আগামিদিনে তিনি আরও এগিয়ে যান।

কুড়মালি ভাষাকে রাজ্য তথা দেশের সবারই কাছে তুলে ধরতে চান পুলকেশ্বর মাহাতো। তাই তিনি এই ব্যতিক্রমী ভাষাতে পিএইচডি করেছেন। পুকেশ্বর মাহাতোর এই সাফল্য জেলা পুরুলিয়ার নাম রাজ্যের মধ্যে আরও বিস্তার করেছে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত, গর্বিত এলাকার মানুষ-সহ গোটা পুরুলিয়া জেলার মানুষ।