Tag Archives: Relation

Relationship: চারপাশে ভাঙন, কীভাবে আপনার সম্পর্ক ‘পারফেক্ট’ হবে? রইল কিছু অব্যর্থ টিপস

সুখী পরিবারের জন্য প্রয়োজন স্বাস্থ্যকর দাম্পত্য। দাম্পত্য বা সম্পর্কের ধরণ যেমনই হোক না কেন, সেটা দীর্ঘস্থায়ী ও পরিপূর্ণ করতে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি।
bengali/uploads/2024/09/HYP_4661800_screenshot_2024090915084907_40deb401b9ffe8e1df2f1c_5.jpg” alt=”সুখী পরিবারের জন্য প্রয়োজন স্বাস্থ্যকর দাম্পত্য। দাম্পত্য বা সম্পর্কের ধরণ যেমনই হোক না কেন, সেটা দীর্ঘস্থায়ী ও পরিপূর্ণ করতে কিছু বিষয়ে খেয়াল রাখা জরুরি।
জীবনসঙ্গীর সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কে তিক্ততা চলে আসলে জীবন দুর্বিষহ মনে হতে পারে। কীভাবে সমস্যা থেকে বার হবেন? মেনে চলুন কয়েকটি টিপস।
জীবনসঙ্গীর সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কে তিক্ততা চলে আসলে জীবন দুর্বিষহ মনে হতে পারে। কীভাবে সমস্যা থেকে বার হবেন? মেনে চলুন কয়েকটি টিপস।
যে-কোনও সম্পর্কের ক্ষেত্রেই বিশ্বস্ত হওয়া প্রয়োজন।
যে-কোনও সম্পর্কের ক্ষেত্রেই বিশ্বস্ত হওয়া প্রয়োজন।
আপনাকে ও আপনার পার্টনারকে যে সবকিছুতে একমত হতে হবে এমনটি নয়, তবে একে অপরের অনুভূতি ও চাহিদাকে প্রায়োরিটি দেওয়া শিখতে হবে। সামান্য মনোমালিন্যে দোষারোপ চাপিয়ে দেওয়া উচিত নয়।
আপনাকে ও আপনার পার্টনারকে যে সবকিছুতে একমত হতে হবে এমনটি নয়, তবে একে অপরের অনুভূতি ও চাহিদাকে প্রায়োরিটি দেওয়া শিখতে হবে। সামান্য মনোমালিন্যে দোষারোপ চাপিয়ে দেওয়া উচিত নয়।
বিশ্বাসের অভাবেও প্রতিনিয়ত ভাঙন হচ্ছে সম্পর্কের। আর সম্পর্কের মূলমন্ত্র হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস। দাম্পত্যে বা ভালোবাসার সম্পর্কে থাকতে হবে সততা। তাহলেই তো বন্ধন হবে দৃঢ় ও স্বচ্ছ।
বিশ্বাসের অভাবেও প্রতিনিয়ত ভাঙন হচ্ছে সম্পর্কের। আর সম্পর্কের মূলমন্ত্র হচ্ছে পরস্পরের প্রতি বিশ্বাস। দাম্পত্যে বা ভালোবাসার সম্পর্কে থাকতে হবে সততা। তাহলেই তো বন্ধন হবে দৃঢ় ও স্বচ্ছ।
কাজের দায়িত্ব একজন অন্যজনের উপর চাপিয়ে দিয়ে বোকামি করা উচিত নয়। দাম্পত্য জীবনের দায়িত্বগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার মাধ্যমে পরস্পরের প্রতি সহমর্মিতা প্রকাশ পায়।
কাজের দায়িত্ব একজন অন্যজনের উপর চাপিয়ে দিয়ে বোকামি করা উচিত নয়। দাম্পত্য জীবনের দায়িত্বগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার মাধ্যমে পরস্পরের প্রতি সহমর্মিতা প্রকাশ পায়।

Relationship Tips: ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েননি তো? বুঝে যান এইভাবে

সম্পর্কে জড়ানোর আগে তো আর কেউ হিসেব কষে না। অনেক সময়ই ভুল মানুষের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। কিন্তু বুঝবেন কীভাবে সম্পর্কটা ভুল মানুষের সঙ্গে হল কী না?
সম্পর্কে জড়ানোর আগে তো আর কেউ হিসেব কষে না। অনেক সময়ই ভুল মানুষের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। কিন্তু বুঝবেন কীভাবে সম্পর্কটা ভুল মানুষের সঙ্গে হল কী না?।
সঙ্গী ভুল মানুষ হলে এখনই সাবধান হন, নয়তো সামনের দিনে হতাশা কাজ করবে। কয়েকটি বিষয় খেয়াল করলেই বুঝতে পারবেন ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কী না।
সঙ্গী ভুল মানুষ হলে এখনই সাবধান হন, নয়তো সামনের দিনে হতাশা কাজ করবে। কয়েকটি বিষয় খেয়াল করলেই বুঝতে পারবেন ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কী না।
ধরুন আপনি আপনার খারাপ সময়ের কথা তাঁকে বলছেন,অথচ সে মনোযোগ দিয়ে শুনছে না বরং নিজের মতামত দিয়ে আপনাকে আরও কষ্ট দিচ্ছে, তাহলে সাবধান হন।
ধরুন আপনি আপনার খারাপ সময়ের কথা তাঁকে বলছেন,অথচ সে মনোযোগ দিয়ে শুনছে না বরং নিজের মতামত দিয়ে আপনাকে আরও কষ্ট দিচ্ছে, তাহলে সাবধান হন।
 যদি সবসময় সঙ্গী নিজের মতামত আপনার উপরে চাপিয়ে দেয়, তবে সেই সম্পর্কে আপনার গ্রহণযোগ্যতার অভাব রয়েছে।
যদি সবসময় সঙ্গী নিজের মতামত আপনার উপরে চাপিয়ে দেয়, তবে সেই সম্পর্কে আপনার গ্রহণযোগ্যতার অভাব রয়েছে।
আপনার সঙ্গী যদি শুধু নিজের ভালর কথা ভাবেন, সঙ্গীর প্রতি যত্নশীল না হন, তাহলে আপনার সেই সম্পর্কে থাকা উচিত নয়।
আপনার সঙ্গী যদি শুধু নিজের ভালর কথা ভাবেন, সঙ্গীর প্রতি যত্নশীল না হন, তাহলে আপনার সেই সম্পর্কে থাকা উচিত নয়।
সম্পর্কের বাইরে প্রত্যেকেরই নিজের একটা জীবন আছে, পরিবার আছে, আলাদা বন্ধুমহল আছে। কিন্তু আপনার সঙ্গী সেটা বুঝতে না চেয়ে সবসময় আপনাকে চোখে চোখে রাখে? তবে কিন্তু বিষয়টা গোলমেলে।
সম্পর্কের বাইরে প্রত্যেকেরই নিজের একটা জীবন আছে, পরিবার আছে, আলাদা বন্ধুমহল আছে। কিন্তু আপনার সঙ্গী সেটা বুঝতে না চেয়ে সবসময় আপনাকে চোখে চোখে রাখে? তবে কিন্তু বিষয়টা গোলমেলে।

Relation: সে এক অদম্য আকর্ষণ…কেন বয়সে বড় মহিলাদের প্রতি আকৃষ্ট হন পুরুষেরা? জানাল সমীক্ষা

কথায় বলে, প্রেম আর যুদ্ধক্ষেত্রে সবই সম্ভব, এই দুটি জায়গায় উচিৎ-অনুচিৎ বলে কিছু হয় না! শুধু কথার কথা নয়, প্রেম সত্যি-ই অন্ধ! কার যে কোথায় মজবে মন, তা কেউ বলতে পারে না! তবে, সাম্প্রতিকতম এক সমীক্ষা বলছে, পুরুষেরা বয়সে বড় মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন! এক-ই ভাবে মহিলারাও বেশি পছন্দ করেন বয়সে ছোট পুরুষকে। মাঝ-বয়সে এসে বহু মহিলাই পরকীয়ায় জড়ান! কেন এমনটা হয়? কেন কম বয়সী পুরুষদের পছন্দ মধ্য বয়সী মহিলাদের? কেন বয়সে বড় মহিলাদের পছন্দ পুরুষদের? জানাচ্ছে গবেষকরা–
কথায় বলে, প্রেম আর যুদ্ধক্ষেত্রে সবই সম্ভব, এই দুটি জায়গায় উচিৎ-অনুচিৎ বলে কিছু হয় না! শুধু কথার কথা নয়, প্রেম সত্যি-ই অন্ধ! কার যে কোথায় মজবে মন, তা কেউ বলতে পারে না! তবে, সাম্প্রতিকতম এক সমীক্ষা বলছে, পুরুষেরা বয়সে বড় মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন! এক-ই ভাবে মহিলারাও বেশি পছন্দ করেন বয়সে ছোট পুরুষকে। মাঝ-বয়সে এসে বহু মহিলাই পরকীয়ায় জড়ান! কেন এমনটা হয়? কেন কম বয়সী পুরুষদের পছন্দ মধ্য বয়সী মহিলাদের? কেন বয়সে বড় মহিলাদের পছন্দ পুরুষদের? জানাচ্ছে গবেষকরা–
মাঝ বয়সী মহিলারা জীবনের অনেকটা চরাই-উতরাই পেরিয়ে এসেছেন! ভাল সময় যেমন দেখেছেন, সাক্ষী হয়েছেন সংসারের খারাপ সময়েরও! তাঁরা অনেক বেশি পরিণত। অনেক বেশি পরিপক্ক। অল্প বয়সী পুরুষেরা পরিণত মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন।
মাঝ বয়সী মহিলারা জীবনের অনেকটা চরাই-উতরাই পেরিয়ে এসেছেন! ভাল সময় যেমন দেখেছেন, সাক্ষী হয়েছেন সংসারের খারাপ সময়েরও! তাঁরা অনেক বেশি পরিণত। অনেক বেশি পরিপক্ক। অল্প বয়সী পুরুষেরা পরিণত মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হন।
বয়সের সঙ্গেসঙ্গে একজন মহিলা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তাঁরা তখন অনেক দৃপ্ত। অন্যের জন্য কথায়-কথায় নিজেকে বদলানোর কথা ভাবেন না। অল্প বয়সী পুরুষেরা মহিলাদের এই আত্মবিশ্বাস খুব পছন্দ করে।
বয়সের সঙ্গেসঙ্গে একজন মহিলা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। তাঁরা তখন অনেক দৃপ্ত। অন্যের জন্য কথায়-কথায় নিজেকে বদলানোর কথা ভাবেন না। অল্প বয়সী পুরুষেরা মহিলাদের এই আত্মবিশ্বাস খুব পছন্দ করে।
মাঝ বয়সী মহিলারা সাধারণত অনেক বেশি স্বাধীনচেতা হন। তাঁদের এই বৈশিষ্ট্য অল্প বয়সী পুরুষদের আকৃষ্ট করে।
মাঝ বয়সী মহিলারা সাধারণত অনেক বেশি স্বাধীনচেতা হন। তাঁদের এই বৈশিষ্ট্য অল্প বয়সী পুরুষদের আকৃষ্ট করে।
যে-সমস্ত পুরুষ অভিব্যক্তিপূর্ণ, তাঁরা বয়স্ক মহিলাদের প্রতি আকৃষ্ট হন। একটা বয়সের পর অনেক মহিলাই জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে, অনুভব করতে উন্মুক্ত থাকেন, যা অল্প বয়সী পুরুষদের কাছে আকর্ষণীয় বলে মনে হয়।
যে-সমস্ত পুরুষ অভিব্যক্তিপূর্ণ, তাঁরা বয়স্ক মহিলাদের প্রতি আকৃষ্ট হন। একটা বয়সের পর অনেক মহিলাই জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে, অনুভব করতে উন্মুক্ত থাকেন, যা অল্প বয়সী পুরুষদের কাছে আকর্ষণীয় বলে মনে হয়।
সম্পর্কে আবেগপ্রবণ হওয়া খুব জরুরি। মাঝ বয়সী মহিলারা ইমোশনাল দিন থেকে অনেক বেশি পরিণত হন, তাঁরা পুরুষের মানসিকতা বেশি ভাল বোঝেন।
সম্পর্কে আবেগপ্রবণ হওয়া খুব জরুরি। মাঝ বয়সী মহিলারা ইমোশনাল দিন থেকে অনেক বেশি পরিণত হন, তাঁরা পুরুষের মানসিকতা বেশি ভাল বোঝেন।