Tag Archives: Indian Woman Cricket Team

Ind W vs Ban W: বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারতের মেয়েরা, ১০ উইকেটে মেগা জয় স্মৃতি-রেণুকারা

ডাম্বুলা: Ind W vs Ban W -মহিলাদের এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারাল মহিলা ব্লু ব্রিগেড৷ এদিন জয়ের জন্য ভারত মাত্র ১১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷

ভারতীয় মহিলাদের বিরুদ্ধে একেবারেই ছন্নছাড়া ব্যাটিং বাংলাদেশ মহিলাদের৷ শুক্রবার সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷ ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানই তুলতে পারেন বাংলাদেশের বাঙালি মেয়েরা৷

এদিকে জয়ের জন্য প্রয়োজনীয় ৮১ রান তাড়া করতে নেমে ভারতীয় মেয়েরা একটাও উইকেট হারাননি৷ এদিন স্মৃতি মন্ধানার ব্যাট আগুন ঝরায়৷ তিনি ৩৯ বলে ৫৫ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ১ টি ছক্কা দিয়ে৷

অন্যদিকে ধামাকা ক্রিকেট খেলা শাফালি এদিন একটু সংযত ছিলেন৷ তিনিও অপরাজিত ছিলেন ২৬ রানে৷ তিনি ২৮ বল খেলে ২৬ রান করেন৷ তাঁর ইনিংসে ছিল ২ টি চার৷

 

৭ রানে প্রথম উইকেট হারানো দিয়ে শুরু করে বাংলাদেশের মেয়েরা৷ কিন্তু কোনও সময়েই এই ধাক্কা কাটাতে পারেনি৷ নিয়মিত ব্যবধানে হারাতে থাকে উইকেট৷

আরও পড়ুন – School Holiday List August 2024: রয়েছে পরপর ছুটি! অগাস্ট মাসে স্কুল বন্ধ থাকবে ১০ দিনেরও বেশি, দেখে নিন কবে, কবে বন্ধ থাকবে

বাংলাদেশের হয়ে নিগার সুলতানা সর্বোচ্চ ৩২ রান করেন৷ তিনি ৫১ বলে ৩২ রানের ইনিংসে রয়েছে শুধুমাত্র ২ টি চার দিয়ে৷ তবে এদিন বাকি বাংলাদেশি ক্রিকেটার শ্রোনা আকটের ১৯ করেন৷

—- Polls module would be displayed here —-

এই দুই ক্রিকেটার ছাড়াই সব ক্রিকেটার এক অঙ্কের রানই করতে পারেন মহিলা এশিয়া কাপের ফাইনালে৷

ভারতীয় মহিলা দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল রেণুকা সিং৷ তিনি ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন৷ এছাড়াও রাধা যাদবও ৩ উইকেট নেন৷ তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন৷ এছাড়া পূজা বস্ত্রাকার ও দীপ্তি শর্মা ১ টি করে উইকেট নেন৷

Ind W vs Ban W: বাংলাদেশের মেয়েরা উড়ে গেলেন খড়কুটোর মতো, এশিয়া কাপের সেমিতে অল্প রানেই বন্দি বাংলাদেশ

ডাম্বুলা: Ind W vs Ban W -মহিলাদের এশিয়া কাপ সেমিফাইনালে ভারতীয় মহিলাদের বিরুদ্ধে একেবারেই ছন্নছাড়া ব্যাটিং বাংলাদেশ মহিলাদের৷ শুক্রবার সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷ ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানই তুলতে পারেন বাংলাদেশের বাঙালি মেয়েরা৷

৭ রানে প্রথম উইকেট হারানো দিয়ে শুরু করে বাংলাদেশের মেয়েরা৷ কিন্তু কোনও সময়েই এই ধাক্কা কাটাতে পারেনি৷ নিয়মিত ব্যবধানে হারাতে থাকে উইকেট৷

বাংলাদেশের হয়ে নিগার সুলতানা সর্বোচ্চ ৩২ রান করেন৷ তিনি ৫১ বলে ৩২ রানের ইনিংসে রয়েছে শুধুমাত্র ২ টি চার দিয়ে৷ তবে এদিন বাকি বাংলাদেশি ক্রিকেটার শ্রোনা আকটের ১৯ করেন৷

—- Polls module would be displayed here —-

এই দুই ক্রিকেটার ছাড়াই সব ক্রিকেটার এক অঙ্কের রানই করতে পারেন মহিলা এশিয়া কাপের ফাইনালে৷

ভারতীয় মহিলা দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল রেণুকা সিং৷ তিনি ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন৷ এছাড়াও রাধা যাদবও ৩ উইকেট নেন৷ তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন৷ এছাড়া পূজা বস্ত্রাকার ও দীপ্তি শর্মা ১ টি করে উইকেট নেন৷

বাংলার মেয়ে কাঁপাল এশিয়া কাপ, টিম ইন্ডিয়ার জন্য আজ মনে রাখার মতো রবিবার

ডাম্বুলা: শ্রীলঙ্কার মাঠে বাংলার মেয়ের জয়জয়কার।

ক্যাপ্টেন হরমনপ্রীত কউর (৬৬ রান) এবং উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের অর্ধশতকের সৌজন্যে রবিবার মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে পাঁচ উইকেটে ২০১ রানের বিশাল স্কোর করে ভারতীয় মহিলা দল।

এই প্রথম ভারতীয় মহিলা দল টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ২০০-র বেশি রান করল। ভারত এর আগে ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল।

আরও পড়ুন- কী চাইছেন গম্ভীর? হার্দিককে নিয়ে এবার আরও কঠিন পদক্ষেপ টিম ইন্ডিয়ার হেডস্যারের

এদিন ভারত যা করল তা মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে যে কোনও দলের করা সর্বোচ্চ স্কোর। এর আগে মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপে সর্বোচ্চ রানের রেকর্ডও ছিল ভারতের নামেই। ২০২২ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছিল ভারত।

হরমনপ্রিত এদিন ৪৭ বলের ইনিংসে সাতটি চার এবং একটি ছক্কা মারেন। হরমনপ্রিত টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ১২তম হাফ সেঞ্চুরি করলেন। অধিনায়ক হিসাবে এটি তাঁর ১১তম অর্ধশতক।

রিচা ‘ফিনিশার’-এর ভূমিকা ভালভাবে পালন করেছেন। ২৯ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ইনিংসের শেষ ওভারে হেনা হোচান্দানিকে পাঁচটি চার মারেন তিনি। টি-টোয়েন্টিতে এটি রিচার প্রথম হাফ সেঞ্চুরি।

আরও পড়ুন- Hardik Pandya: শুধু সংসার নয়, এবার স্বপ্নও ভেঙে চুরমার! কী জানালেন হার্দিক

হরমনপ্রীত দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন এদিন। যার মধ্যে রয়েছে চতুর্থ উইকেটে জেমিমাহ রদ্রিগেসের সঙ্গে ৩৯ বলে ৫৪ রান এবং পঞ্চম উইকেটে রিচার সঙ্গে ৪৫ বলে ৭৫ রানের জুটি।

ওপেনার স্মৃতি মান্ধানা (১৩ রান) একটি ছক্কা ও একটি চার মেরে আউট হন। শেফালি ভার্মা ১৮ বলে ৩৭ রান করেন। সংযুক্ত আরব আমিরশাহী ৭ উইকেটে ১২৩ রান তুলতে পারে। এদিনের জয়ের পর এশিয়া কাপের সেমিফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে  গেল ভারত।