Tag Archives: Rinku Singh

Rinku Singh: নেট দুনিয়ায় ঝড়, কিছুতেই ভোলা সম্ভব নয়, আরও একবার ফিরে দেখা রিঙ্কুর পাঁচ বলে ৫ ছক্কা

আহমেদাবাদ: অনেক দিন ধরেই কেকেআরে রয়েছেন রিঙ্কু সিং। তবে নিয়মিত সুযোগ পেতেন না। ২০২২ আইপিএলে শেষের দিকের ম্যাচগুলিতে সুযোগ আসতেই বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মধ্যে প্রতিভার কোনও ঘাটতি নেই। বড় ম্যাচে দলকে টানার ক্ষমতা রয়েছে তাঁরও। গত মরসুমে খেলেছিলেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। তবে অদৃষ্ট তার জন্য যে আরও বড় কিছু ঠিক করে রেখেছে তা বুঝতেও পারেননি উত্তর প্রদেশের এই ক্রিকেটার। আর ২০২৩ আইপিএল মহাতারকার তকমা এনে দিল রিঙ্কু সিংকে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে ৫টি ছক্কা মেরে যেভাবে দলকে জয় এনে দিয়েছেন রিঙ্কু, তা তাঁকে চিরস্মরণীয় করে রাখল আইপিএলের ইতিহাসে।

গুজরাটের ২০৫ রানের ইনিংস তারা করতে নেমে শেষ ওভারে কেকেআরের দরকার ছিল ২৯ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কু সিংকে স্ট্রাইক দেন উমেশ যাদব। সেই সময় তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরাও ভাবতে পারেননি এই ম্যাচের ভাগ্যের চাকা কেকেআরের পক্ষেও ঘুরতে পারে। গুজরাট টাইটান্সও ধরে নিয়েছিল জয় শুধু আর ৫ বলের অপেক্ষা। তবে একমাত্র রিঙ্কু সিংকে তখনও স্থির ও শান্ত দেখিয়েছে। ম্যাচ জেতার জন্য শেষ মরণ কামড়টা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর আগামি ৫ বলে তৈরি হল নতুন ইতিহাস।

যশ দয়ালকে পরপর ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দেন রিঙ্কু সিং। অসাধ্য সাধন করতেই মাঠে রিঙ্কু ও কেকেআরের আবেগের বিস্ফোরণ। দলকে এমন জয় এনে দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন রিঙ্কু সিং। তার পরপর ৫ ছক্কার ভিডিও ভাইরাল। আট থেকে আশি সকলেই মজেছেন রিঙ্কু সিংয়ে। সচিন তেন্ডুলকর থেকে শাহরু খান, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কেকেআর তারকা।

আরও পড়ুনঃ IPL 2023: কোহলি-ধাওয়ানদের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার, আইপিএলে প্রথম বিদেশি হিসেবে গড়লেন অনন্য নজির

প্রসঙ্গত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে গুজরাট টাইটানস। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া না খেলায় গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেন রাশিদ খান। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন বিজয় শংকর। এছাড়া ৫৩ করেন সাই সুদর্শন ও ৩৯ রান করেন শুভমান গিল। রান তাড়া করতে রুদ্ধশ্বাস ম্যাচে লাস্ট বল থ্রিলারে জয় পায় কেকেআর। ৩ উইকেটে ম্যাচ জেতে নাইটরা। কেকেআরের হয়ে ৪০ বলে ৮৩ রান করেন ভেঙ্কটেশ আইয়র। এছাড়া ২৯ ৪৫ করেনন নীতিশ রানা। আর শেষে রিঙ্কু সিং ঝড়। পরপর ৫ বলে ৫টি ছয় মেরে দলকে জয় এনে দেন তিনি। ২১ বলে ৪৮ রান করেন তিনি। ৬টি ছয় ও একটি চারে সাজানো তাঁর ইনিংস।

IPL 2022: নিজের হাতের তালুতে ‘এই’ বড় কথা লিখে ম্যাচ খেলতে নেমেই রিঙ্কুর কামাল, রইল ভিডিও

#মুম্বই: আইপিএল ২০২২  (IPL 2022) তে ৪৭ তম ম্যাচে কেকেআর , রাজস্থান রয়্যালসকে (KKR vs RR) ৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে হারায়৷ কেকেআর লাগাতার ৫টি হারের পর অবশেষে জয় পেল৷ কলকাতা নাইট রাইডার্সের জয়ের নায়ক রিঙ্কু সিং (Rinku Singh)৷ তিনি রাজস্থানের বিরুদ্ধে ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩ বলে ৪২ রান করেন৷ তাঁর ইনিংসে রিঙ্কু ৬ টি চার, ১ টি ছক্কা মারেন৷ এর আগে রিঙ্কু সিং এক চমৎকার ক্যাচ ধরেন৷ রিঙ্কু ম্যাচে নীতিশ রানার সঙ্গে চতুর্থ উইকেটে ৩৮ বলে ৬৬ রান করে৷ নীতিশ রানা ৩৭ বলে ৪৮ রান করেন৷ এর মধ্যে ৩ টি ছক্কা এবং ২ টি চার মারেন৷ রিঙ্কু সিংয়ের অলরাউন্ডারের প্রদর্শনের জন্য তিনি প্লেয়ার দ্য ম্যাচ হন৷

রিঙ্কু সিং (Rinku Singh) ম্যাচের পর বলেন, ‘‘আমি আলিগড় থেকে আইপিএল খেলা প্রথম ক্রিকেটার৷ যদিও একাধিক রণজি ট্রফি খেলেছেন৷ আইপিএলে ফার্স্টক্লাস  ক্রিকেট মোকাবিলায় বেশি চাপ থাকে৷ গত ৫ বছরে আমার লাগাতার সুযোগ আসছে৷ আসলে দলের জয়ে যোগদান দিতে ভাল লাগে৷ বাজ (ম্যাককালাম) আমায় খেলা শেষ করে ফিরতে বলেছিলেন৷ যখন আমি ময়দানে নীতিশ রানার সঙ্গে ক্রিকেট খেলছিলাম তখন উনিও একই কথা বলেছিলেন৷’’

আরও পড়ুন – শালীনতার মাত্রা ছাড়ালেন গম্ভীর, মুখে চার অক্ষরের অশ্লীল শব্দ, ভাইরাল ভিডিও

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

ম্যাচের আগে লিখে নিয়েছিলাম ফিফটি করব- রিঙ্কু সিং (Viral Video)

ম্যাচের পর কেকেআর রিঙ্কু সিংয়ের এক মজাদার ভিডিও নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন৷ এতে নীতিশ রাণাকে তিনি বলছেন দেখা যায়- ‘‘আমার সকাল থেকে মনে হচ্ছিল আজ আমি রান করব৷ ম্যান অফ দ্য ম্যাচও হব৷ এই জন্য আমি ম্যাচের আগে নিজের হাতের তালুতে লিখেছিলাম আমি আজ ৫০ রান করব৷’’

৫ বছর এই সময়ের জন্য অপেক্ষা করছি

নীতিশ রিঙ্কুকে জিজ্ঞাসা করেন যে কী করে বুঝলেন যে আজ তিনি ভাল ব্যাটিং করবেন? তার উত্তরে রিঙ্কু বলেন, ‘‘আমি পাঁচ বছর এই সুযোগের অপেক্ষা করছি, কিন্তু নিয়মিত সুযোগ পায়নি৷ আমারও মনে হচ্ছিল কবে আমি ম্যান অফ দ্য ম্যাচ পাব৷ ঘরোয়া টুর্নামেন্টে অনেক রান করলে আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়৷ যখন স্বপ্নপূরণ হয় তখন মনে খুশি হয়৷’’