Tag Archives: Sawan Amavasya

Sawan Amavasya 2024: আসছে শ্রাবণী অমাবস্যা, সন্ধ্যায় এই কাজটি করলেই কাটবে বিঘ্ন! জীবনে টাকা, সৌভাগ্যের অভাব থাকবে না

 সনাতনী মতে শ্রাবণ অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ পূর্বপুরুষদের শ্রদ্ধাজ্ঞাপন ও তর্পণের জন্য এই তিথি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷
সনাতনী মতে শ্রাবণ অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ৷ পূর্বপুরুষদের শ্রদ্ধাজ্ঞাপন ও তর্পণের জন্য এই তিথি বিশেষ মাহাত্ম্যপূর্ণ৷

 

এই তিথিতে কী কী করলে পূর্বপুরুষদের আশীর্বাদে জীবন থেকে বাধা বিঘ্ন দূর হয়ে অর্থসম্পদ, শ্রী ও সৌভাগ্যের বর্ষা আসবে, জেনে নিন৷ বলছেন পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷
এই তিথিতে কী কী করলে পূর্বপুরুষদের আশীর্বাদে জীবন থেকে বাধা বিঘ্ন দূর হয়ে অর্থসম্পদ, শ্রী ও সৌভাগ্যের বর্ষা আসবে, জেনে নিন৷ বলছেন পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷

 

পঞ্জিকা মতে শনিবার ৩ অগাস্ট দুপুর ৩.৫০-এ শুরু হচ্ছে অমাবস্যা৷ এই তিথি থাকবে রবিবার, ৪ অগাস্ট বিকেল ৪.৪২ পর্যন্ত৷
পঞ্জিকা মতে শনিবার ৩ অগাস্ট দুপুর ৩.৫০-এ শুরু হচ্ছে অমাবস্যা৷ এই তিথি থাকবে রবিবার, ৪ অগাস্ট বিকেল ৪.৪২ পর্যন্ত৷

 

শ্রাবণমাসের অমাবস্যা তিথিতে ব্রহ্মমুহূর্তে স্নান করুন কোন পুণ্যনদীতে৷ পুজো শুরুর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করুন বাড়ি এবং পুজোর স্থান৷
শ্রাবণমাসের অমাবস্যা তিথিতে ব্রহ্মমুহূর্তে স্নান করুন কোন পুণ্যনদীতে৷ পুজো শুরুর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করুন বাড়ি এবং পুজোর স্থান৷

 

ভোরে স্নানের পর তর্পণ নিবেদন করুন পূর্বপুরুষদের উদ্দেশে৷ দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন৷
ভোরে স্নানের পর তর্পণ নিবেদন করুন পূর্বপুরুষদের উদ্দেশে৷ দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন৷

 

এই তিথিতে গরু, সারমেয়, কাক এবং পিঁপড়ের মতো প্রাণীদের আহার করান৷
এই তিথিতে গরু, সারমেয়, কাক এবং পিঁপড়ের মতো প্রাণীদের আহার করান৷

 

অমাবস্যার উপবাস পালন করলে সাত্তিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন৷ আমিষ বা তামসিক আহার এই তিথিতে গ্রহণ করবেন না৷
অমাবস্যার উপবাস পালন করলে সাত্তিক আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন৷ আমিষ বা তামসিক আহার এই তিথিতে গ্রহণ করবেন না৷

 

এই তিথিতে সন্ধ্যায় কোন মন্দিরে যান৷ অশ্বত্থগাছের নীচে প্রজ্বলন করুন একটি প্রদীপ৷
এই তিথিতে সন্ধ্যায় কোন মন্দিরে যান৷ অশ্বত্থগাছের নীচে প্রজ্বলন করুন একটি প্রদীপ৷