Tag Archives: Sawan Somvar 2024

Sawan Somvar Rituals 2024: আজ শ্রাবণের প্রথম সোমবার, জানুন দিনের কোন সময়, কীভাবে মহাদেবের পুজো করলে তাঁর আশীর্বাদে কাটবে বিঘ্ন, হবেন সৌভাগ্যশালী

শ্রাবণমাস মহাদেবের নামে উ‍ৎসর্গীকৃত৷ বলা হয় শ্রাবণমাসের সোমবার তাঁর পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়৷
শ্রাবণমাস মহাদেবের নামে উ‍ৎসর্গীকৃত৷ বলা হয় শ্রাবণমাসের সোমবার তাঁর পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়৷

 

শ্রাবণে দেবাদিদেব মহাদেবের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয়৷ কীভাবে তাঁর পুজো করবেন, কী কী নিয়ম পালন করবেন, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
শ্রাবণে দেবাদিদেব মহাদেবের পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করা হয়৷ কীভাবে তাঁর পুজো করবেন, কী কী নিয়ম পালন করবেন, জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷

 

এ বার শ্রাবণের সোমবারগুলি পড়েছে ২২ জুলাই, ২৯ জুলাই, ৫ অগাস্ট এবং ১২ অগাস্ট৷
এ বার শ্রাবণের সোমবারগুলি পড়েছে ২২ জুলাই, ২৯ জুলাই, ৫ অগাস্ট এবং ১২ অগাস্ট৷

 

শ্রাবণের প্রথম সোমবার অর্থাৎ ২২ জুলাই যাঁরা পুজো করবেন তাঁরা ভোর ৫ টা থেকে সকাল ৯ টা এবং সন্ধ্যা ৬.৩০ টা থেকে রাত ৮ টার মধ্যে পুজো করুন৷ এই মুহূর্ত পুজোর জন্য খুব শুভ ও সেরা৷
শ্রাবণের প্রথম সোমবার অর্থাৎ ২২ জুলাই যাঁরা পুজো করবেন তাঁরা ভোর ৫ টা থেকে সকাল ৯ টা এবং সন্ধ্যা ৬.৩০ টা থেকে রাত ৮ টার মধ্যে পুজো করুন৷ এই মুহূর্ত পুজোর জন্য খুব শুভ ও সেরা৷
শ্রাবণ সোমবারের ব্রতপালন করলে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন৷ এই শুভ তিথিতে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷
শ্রাবণ সোমবারের ব্রতপালন করলে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন৷ এই শুভ তিথিতে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷

 

সকালেই বাড়িঘর এবং পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন৷ পরিচ্ছন্ন স্থানে পুজো করুন৷ শিবলিঙ্গে দুধ, ঘি এবং মধু দিয়ে অভিষেক করতে হবে৷
সকালেই বাড়িঘর এবং পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন৷ পরিচ্ছন্ন স্থানে পুজো করুন৷ শিবলিঙ্গে দুধ, ঘি এবং মধু দিয়ে অভিষেক করতে হবে৷

 

 মহাদেবের ত্রিশূল এবং শিবলিঙ্গের পাশে থাকা নন্দীকে গঙ্গাজল ও দুধ অর্পণ করতে হবে৷ এর পর শিবলিঙ্গে একে একে দিন বেলপাতা, ধুতুরা, চন্দন ও আতপচাল৷
মহাদেবের ত্রিশূল এবং শিবলিঙ্গের পাশে থাকা নন্দীকে গঙ্গাজল ও দুধ অর্পণ করতে হবে৷ এর পর শিবলিঙ্গে একে একে দিন বেলপাতা, ধুতুরা, চন্দন ও আতপচাল৷

 

শিবপুজোয় কেতকী ফুল ও তুলসিপাতা ব্যবহার করবেন না৷ জল নিবেদনের জন্য সব সময় কাঁসা বা পিতলের পাত্র ব্যবহার করুন৷
শিবপুজোয় কেতকী ফুল ও তুলসিপাতা ব্যবহার করবেন না৷ জল নিবেদনের জন্য সব সময় কাঁসা বা পিতলের পাত্র ব্যবহার করুন৷

 

শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে সাবুদানা, ফল, নুনবিহীন ভাজাভুজির মতো সাত্তিক আহার গ্রহণ করুন৷ আমিষ আহার এবং অন্ন গ্রহণ করবেন না৷
শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে সাবুদানা, ফল, নুনবিহীন ভাজাভুজির মতো সাত্তিক আহার গ্রহণ করুন৷ আমিষ আহার এবং অন্ন গ্রহণ করবেন না৷

First Sawan Somwar 2024: প্রথম সোমবারে বিরাট ধামাকা, ৫ বিরল পুণ্য যোগ, আপানার কপালে আছে ধন-সম্পত্তি? মহাদেবকে তুষ্ট করার উপায় জানুন

আজ সোমবার ২২শে জুলাই৷ আর আজই শুরু হচ্ছে শ্রাবণ মাস৷ শুরুতে বিরাট যোগ, শ্রাবণের প্রথম সোমবার পড়েছে মাসের শুরুতে৷ শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসটি ভগবান শিবের মাস বলে মনে করা হয় এবং শিব ভক্তরাও অধীর আগ্রহে এই মাসের জন্য অপেক্ষা করেন।
আজ সোমবার ২২শে জুলাই৷ আর আজই শুরু হচ্ছে শ্রাবণ মাস৷ শুরুতে বিরাট যোগ, শ্রাবণের প্রথম সোমবার পড়েছে মাসের শুরুতে৷ শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসটি ভগবান শিবের মাস বলে মনে করা হয় এবং শিব ভক্তরাও অধীর আগ্রহে এই মাসের জন্য অপেক্ষা করেন।
এবার শ্রাবণের প্রথম সোমবারে একটি বিশেষ যোগ৷ আসলে এই দিনে প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ সহ ৫টি শুভ যোগ তৈরি হচ্ছে৷ যার কারণে এই দিনের গুরুত্ব আরও বেড়েছে। এই শুভ যোগে ভগবান শিব ও পার্বতীর আরাধনা করলে জীবনের যাবতীয় কষ্ট দূর হয় এবং গ্রহ-নক্ষত্রের অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও, শিবের কৃপায় একজন সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করে। আসুন জেনে নিই শ্রাবণের প্রথম সোমবার শুভ যোগের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে...
এবার শ্রাবণের প্রথম সোমবারে একটি বিশেষ যোগ৷ আসলে এই দিনে প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ সহ ৫টি শুভ যোগ তৈরি হচ্ছে৷ যার কারণে এই দিনের গুরুত্ব আরও বেড়েছে। এই শুভ যোগে ভগবান শিব ও পার্বতীর আরাধনা করলে জীবনের যাবতীয় কষ্ট দূর হয় এবং গ্রহ-নক্ষত্রের অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও, শিবের কৃপায় একজন সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করে। আসুন জেনে নিই শ্রাবণের প্রথম সোমবার শুভ যোগের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে…
শ্রাবণ মাসের প্রথম সোমবার সর্বদা সিদ্ধ নামে একটি শুভ যোগও তৈরি হচ্ছে। বিশ্বাস করা হয় যে এই যোগে কোনও শুভ কাজ করলে তা সম্পূর্ণরূপে সফল হয়। এই যোগে ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা করলে শুভ ফল পাওয়া যায় এবং সমস্ত কাজ সহজে সম্পন্ন হয়। এই যোগে আপনি যদি কোনও নতুন ব্যবসা শুরু করতে চান, জমি বা সম্পত্তি কিনতে চান, গৃহস্থালির কাজ শুরু করতে চান, চাকরিতে যোগ দিতে চান, শিক্ষা লাভ করতে চান বা অন্য কোনও শুভ কাজ শুরু করতে চান, তাহলে আপনি অবশ্যই তাতে সফলতা পাবেন।
শ্রাবণ মাসের প্রথম সোমবার সর্বদা সিদ্ধ নামে একটি শুভ যোগও তৈরি হচ্ছে। বিশ্বাস করা হয় যে এই যোগে কোনও শুভ কাজ করলে তা সম্পূর্ণরূপে সফল হয়। এই যোগে ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা করলে শুভ ফল পাওয়া যায় এবং সমস্ত কাজ সহজে সম্পন্ন হয়। এই যোগে আপনি যদি কোনও নতুন ব্যবসা শুরু করতে চান, জমি বা সম্পত্তি কিনতে চান, গৃহস্থালির কাজ শুরু করতে চান, চাকরিতে যোগ দিতে চান, শিক্ষা লাভ করতে চান বা অন্য কোনও শুভ কাজ শুরু করতে চান, তাহলে আপনি অবশ্যই তাতে সফলতা পাবেন।
শ্রাবণ মাসের প্রথম সোমবার আয়ুষ্মান যোগ গঠিত হচ্ছে। শ্রাবণের প্রথম দিনে এই যোগের সংঘটন শিব ভক্তদের জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। শ্রাবণের প্রথম দিনে এই যোগে ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা করলে একজন ব্যক্তি দীর্ঘকাল স্থায়ী ফল লাভ করেন এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পান। ভারতীয় সংস্কৃতিতে, লোকেরা আয়ুষ্মান ভাব বলে আশীর্বাদ দেয়, অর্থাৎ এই আশীর্বাদ দীর্ঘ জীবনের জন্য দেওয়া হয়। বলতে যা বোঝায় তা হল এই যোগে করা কাজ দীর্ঘকাল ধরে শুভ ফল বহন করে বা সারা জীবন সুখ দেয়।
শ্রাবণ মাসের প্রথম সোমবার আয়ুষ্মান যোগ গঠিত হচ্ছে। শ্রাবণের প্রথম দিনে এই যোগের সংঘটন শিব ভক্তদের জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। শ্রাবণের প্রথম দিনে এই যোগে ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা করলে একজন ব্যক্তি দীর্ঘকাল স্থায়ী ফল লাভ করেন এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পান। ভারতীয় সংস্কৃতিতে, লোকেরা আয়ুষ্মান ভাব বলে আশীর্বাদ দেয়, অর্থাৎ এই আশীর্বাদ দীর্ঘ জীবনের জন্য দেওয়া হয়। বলতে যা বোঝায় তা হল এই যোগে করা কাজ দীর্ঘকাল ধরে শুভ ফল বহন করে বা সারা জীবন সুখ দেয়।
শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রীতি যোগ গঠিত হয় এবং এই যোগের অধিপতি স্বয়ং নারায়ণ। এই যোগে করা যে কোনও কাজ সর্বদা সম্পন্ন হয় এবং শুভ ফলও পাওয়া যায়। পুরাণে বলা হয়েছে যে প্রীতি যোগ সর্বদা শুভ এবং সৌভাগ্য বৃদ্ধি করে, তাই প্রীতি যোগকে শুভ যোগও বলা হয়। এই শুভ যোগে ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা করলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হয় এবং শিবের আশীর্বাদও পাওয়া যায়।
শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রীতি যোগ গঠিত হয় এবং এই যোগের অধিপতি স্বয়ং নারায়ণ। এই যোগে করা যে কোনও কাজ সর্বদা সম্পন্ন হয় এবং শুভ ফলও পাওয়া যায়। পুরাণে বলা হয়েছে যে প্রীতি যোগ সর্বদা শুভ এবং সৌভাগ্য বৃদ্ধি করে, তাই প্রীতি যোগকে শুভ যোগও বলা হয়। এই শুভ যোগে ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা করলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হয় এবং শিবের আশীর্বাদও পাওয়া যায়।
শ্রাবণ মাসের প্রথম সোমবার, চাঁদ এবং মঙ্গল একে অপরের থেকে নবম এবং পঞ্চম ঘরে উপস্থিত থাকবে, যার কারণে নবম পঞ্চম রাজযোগ গঠিত হচ্ছে। এই যোগে শিবের আরাধনা করলে উপস্থিত সমস্ত গ্রহ দোষ দূর হয় এবং ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায়। এই যোগের শুভ প্রভাবে শিব ভক্তের সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয় এবং মঙ্গল সারাজীবন শুভ থাকে। শ্রাবণ মাসের প্রথম সোমবার এই যোগের গঠন ভগবান শিবের ভক্তদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয়।
শ্রাবণ মাসের প্রথম সোমবার, চাঁদ এবং মঙ্গল একে অপরের থেকে নবম এবং পঞ্চম ঘরে উপস্থিত থাকবে, যার কারণে নবম পঞ্চম রাজযোগ গঠিত হচ্ছে। এই যোগে শিবের আরাধনা করলে উপস্থিত সমস্ত গ্রহ দোষ দূর হয় এবং ভগবান শিবের আশীর্বাদও পাওয়া যায়। এই যোগের শুভ প্রভাবে শিব ভক্তের সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয় এবং মঙ্গল সারাজীবন শুভ থাকে। শ্রাবণ মাসের প্রথম সোমবার এই যোগের গঠন ভগবান শিবের ভক্তদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয়।
শ্রাবণের প্রথম সোমবার শশ রাজযোগ গঠিত হচ্ছে কারণ এই দিনে শনি কুম্ভ রাশিতে থাকবে। এই যোগে ভগবান শিবের উপাসনা করলে শনির অশুভ প্রভাব কম হয়। শশ যোগের অধিপতি হলেন শনিদেব, যিনি শিবের শিষ্য। শশ যোগের প্রভাবে একজন ব্যক্তি সমাজে তার নিজস্ব পরিচয় তৈরি করে এবং পরিবারের সকল চাহিদা পূরণ করে।এই যোগে উপাসনা করলে সমস্ত সমস্যা দূর হয় এবং সমস্ত ধরণের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও শনির সাড়েসাতি ও ঢাইয়ার কোনও খারাপ প্রভাব পড়ে না। এই যোগ ব্যক্তিকে দীর্ঘজীবী করে এবং চাকরি ও ব্যবসায় শুভ ফল লাভ করে।
শ্রাবণের প্রথম সোমবার শশ রাজযোগ গঠিত হচ্ছে কারণ এই দিনে শনি কুম্ভ রাশিতে থাকবে। এই যোগে ভগবান শিবের উপাসনা করলে শনির অশুভ প্রভাব কম হয়। শশ যোগের অধিপতি হলেন শনিদেব, যিনি শিবের শিষ্য। শশ যোগের প্রভাবে একজন ব্যক্তি সমাজে তার নিজস্ব পরিচয় তৈরি করে এবং পরিবারের সকল চাহিদা পূরণ করে।এই যোগে উপাসনা করলে সমস্ত সমস্যা দূর হয় এবং সমস্ত ধরণের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও শনির সাড়েসাতি ও ঢাইয়ার কোনও খারাপ প্রভাব পড়ে না। এই যোগ ব্যক্তিকে দীর্ঘজীবী করে এবং চাকরি ও ব্যবসায় শুভ ফল লাভ করে।Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷

Sawan Somvar Vrat Rules: শ্রাবণ সোমবারের ব্রতপালনে মহাদেবকে দিন এইসব ফুল! কিন্তু ভুলেও দেবেন না এই পাতা! দিলেই সর্বনাশ

শ্রাবণ মাস মানেই শিব ভক্তদের কাছে উৎসবের দিন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দেবাদীদেবের মাথায় দুধ, গঙ্গাজল ঢেলে অভিষেক করান ভক্তরা। কিন্তু এই দিনগুলিতে মহাদেবকে কি কি ফুল অর্পণ করলে তিনি খুশি হবেন জানেন?
শ্রাবণ মাস মানেই শিব ভক্তদের কাছে উৎসবের দিন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দেবাদীদেবের মাথায় দুধ, গঙ্গাজল ঢেলে অভিষেক করান ভক্তরা। কিন্তু এই দিনগুলিতে মহাদেবকে কি কি ফুল অর্পণ করলে তিনি খুশি হবেন জানেন?
বিশিষ্ট পুরোহিত এবং সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, শ্রাবণ মাসে অবশ্যই শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করতে হয়। তবে বেল পাতা ১১ অথবা ২১ টি অর্পণ করবেন। চেষ্টা করবেন বেলপাতা সোমবার না তুলে আগের দিন তুলে রাখতে।
বিশিষ্ট পুরোহিত এবং সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, শ্রাবণ মাসে অবশ্যই শিবলিঙ্গে বেল পাতা অর্পণ করতে হয়। তবে বেল পাতা ১১ অথবা ২১ টি অর্পণ করবেন। চেষ্টা করবেন বেলপাতা সোমবার না তুলে আগের দিন তুলে রাখতে।
দেবাদীদেবের অন্য আরও একটি প্রিয় ফুল হল ধুতরো। ধুতরো ফুল অর্পণ করলে মহাদেব প্রসন্ন হন। ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ধুতরো ফুল শিবলিঙ্গে দেওয়ার পাশাপাশি ধুতরো ফল অর্পণ করতে পারেন। কিন্তু অবশ্যই সেগুলি আগে গঙ্গাজলে ধুয়ে নেবেন।
দেবাদীদেবের অন্য আরও একটি প্রিয় ফুল হল ধুতরো। ধুতরো ফুল অর্পণ করলে মহাদেব প্রসন্ন হন। ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ধুতরো ফুল শিবলিঙ্গে দেওয়ার পাশাপাশি ধুতরো ফল অর্পণ করতে পারেন। কিন্তু অবশ্যই সেগুলি আগে গঙ্গাজলে ধুয়ে নেবেন।
এই বিশিষ্ট পুরোহিত বলছেন, যাদের সামনেই বিয়ে রয়েছে বা বিয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, তারা শ্রাবণ সোমবার ব্রত পালন করার সময় শিবলিঙ্গে অবশ্যই আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা দেবেন। কারণ এই ফুলটিও মহাদেবের ভীষণ প্রিয়। মহাদেবের কৃপায় বিবাহে বাধা কেটে যাবে, দাম্পত্য জীবন সুখের হবে।
এই বিশিষ্ট পুরোহিত বলছেন, যাদের সামনেই বিয়ে রয়েছে বা বিয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, তারা শ্রাবণ সোমবার ব্রত পালন করার সময় শিবলিঙ্গে অবশ্যই আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা দেবেন। কারণ এই ফুলটিও মহাদেবের ভীষণ প্রিয়। মহাদেবের কৃপায় বিবাহে বাধা কেটে যাবে, দাম্পত্য জীবন সুখের হবে।
দামোদর বাবু বলছেন, শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করার সময় শিবকে গঙ্গা জলে অভিষেক করুন। সেই গঙ্গাজলে অবশ্যই একটি সাদা ফুল দিতে ভুলবেন না । তাছাড়া এদিন মহাদেবকে দিন কলকে ফুল। এই নিয়ম মানলে মহাদেব বিভিন্ন বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন।
দামোদর বাবু বলছেন, শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করার সময় শিবকে গঙ্গা জলে অভিষেক করুন। সেই গঙ্গাজলে অবশ্যই একটি সাদা ফুল দিতে ভুলবেন না । তাছাড়া এদিন মহাদেবকে দিন কলকে ফুল। এই নিয়ম মানলে মহাদেব বিভিন্ন বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন।
কিন্তু মহাদেবের পুজোয় একটি ভুল করা থেকে বিরত থাকুন। এই বিষয়ে সাবধান করেছেন দামোদর চক্রবর্তী। তিনি বলছেন, তুলসী পাতা বিভিন্ন পুজোয় গুরুত্বপূর্ণ হলেও, মহাদেবকে ভুলেও তুলসী অর্পণ করবেন না। এই ভুলটি করলে মহাদেব ভীষণ রুষ্ট হবেন। তাই কোনওভাবেই দেবাদীদেবের পুজোর সময় তাঁকে তুলসী দেবেন না।
কিন্তু মহাদেবের পুজোয় একটি ভুল করা থেকে বিরত থাকুন। এই বিষয়ে সাবধান করেছেন দামোদর চক্রবর্তী। তিনি বলছেন, তুলসী পাতা বিভিন্ন পুজোয় গুরুত্বপূর্ণ হলেও, মহাদেবকে ভুলেও তুলসী অর্পণ করবেন না। এই ভুলটি করলে মহাদেব ভীষণ রুষ্ট হবেন। তাই কোনওভাবেই দেবাদীদেবের পুজোর সময় তাঁকে তুলসী দেবেন না।