Tag Archives: Sayantika Banerjee

Sayantika Banerjee: বাবার জন্য গর্বিত সায়ন্তিকা, পুলিশ দিবসে বিশেষ বার্তা অভিনেত্রীর

#কলকাতা: আজ পুলিশ দিবস। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা আজ পুলিশদের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি তারকারাও। অভিনেত্রী তথা তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও (Sayantika Banerjee) এদিন পুলিশ দিবস উপলক্ষে একটি বিশেষ পোস্ট করেছেন। আর এই বিশেষ পোস্ট এর কারণ হলো সায়ন্তিকার বাবা গুরুপ্রসাদ বন্দোপাধ্যায় পেশায় ছিলেন একজন পুলিশকর্মী।

তাই পুলিশের উর্দিতে বাবার বেশ কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি। সেই ছবিগুলি শেয়ার করে সায়ন্তিকা জানিয়েছেন একজন পুলিশকর্মীর মেয়ে হিসেবে তিনি গর্ববোধ করেন। সায়ন্তিকা সেই ছবিগুলো পোস্ট করে লিখছেন, “আমি একজন পুলিশকর্মীর মেয়ে হিসেবে খুবই গর্ব বোধ করি এবং নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আমি সমস্ত পুলিশকর্মীদের স্যালুট জানাই। কারণ আমি দেখেছি, অনুভব করেছি এবং আমার অভিজ্ঞতা আছে সমাজের জন্য এই পুলিশকর্মীরা কতটা ত্যাগ করেছেন। তারা আমাদের কাছে স্পেশাল।”

সায়ন্তিকা প্রায়ই তার বাবার কিছু পোস্ট শেয়ার করেন। বর্তমানে গুরু প্রসাদ বন্দোপাধ্যায় অবসর প্রাপ্ত। কিন্তু নিজে তিনি খুবই কড়া নিয়মের মধ্যে থাকেন। ফিটনেস সর্ম্পকে তিনি এখনও খুবই সচেতন। সায়ন্তিকাও বাবার থেকে ফিটনেস এর ব্যাপারে অনুপ্রাণিত। তিনিও জিম এর বেশ কিছু মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। প্রসঙ্গত কিছুদিন আগেই, বাগবাজারে একটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সায়ন্তিকা। সেখান থেকেই সোজা চলে যান গালিব স্ট্রিট পশুপাখির হাটে। কুকুরছানা দের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটানো অভিনেত্রী। সেসব ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।

উল্লেখ্য, পুলিশ দিবস উপলক্ষে অভিনেত্রী তথা তৃণমূলের আর এক নেত্রী সায়নী ঘোষও এদিন একটি টুইট করেন। তিনি লেখেন, “সমাজে শৃঙ্খলার প্রতিরক্ষায় এবং আমাদের জীবনে শান্তির রক্ষণাবেক্ষণে যারা নিয়োজিত প্রতিদিন, সেই পুলিশদের আজ পুলিশ দিবসে জানাই কুর্নিশ।”

WB Election 2021: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব সায়ন্তিকা

#কলকাতা: প্রত্যক্ষ রাজনীতির আঙিনায় এই প্রথম পা রেখেছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)৷ বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে গত শুক্রবার তাঁর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস৷ তবে এখনও নিজেকে নেত্রী মানতে নারাজ সায়ন্তিকা৷ দলের প্রতিনিধি হয়েই কাজ করতে চান বলেই জানিয়েছেন তিনি৷

রবিবার পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে ‘সিলিন্ডার মিছিল’ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ ‘কেন সিলিন্ডারের দাম ৯০০ টাকা হল?’ এই মর্মেই কলকাতায় ব্রিগেড সমাবেশ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন তৃণমূল সুপ্রিমো৷

এদিন সন্ধ্যায় সায়ন্তিকা এই ইস্যুতেই ট্যুইট করেন৷ তিনি লেখেন, “এলপিজির লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথে নেমেছিলেন বাংলার মেয়েরা। শিলিগুড়িতে হওয়া এই ঐতিহাসিক মহিলা মিছিলে পা মেলালেন উত্তরবঙ্গের হাজার হাজার অধিবাসী। এই বিশাল পদযাত্রা আজ শপথ নিল বিজেপির লুটের রাজের বিরুদ্ধে৷” এর সঙ্গে সায়ন্তিকা #IndiaAgainstLPGLoot জুড়ে দেন৷

 

এর পাশাপাশি এদিন সায়ন্তিকা আরও একটি ট্যুইট করেন৷ বাঁকুড়ায় তাঁর নামে যে, দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, সেই ছবিও পোস্ট করে সায়ন্তিকা লেখেন “বাঁকুড়া আমি তোমাদের কাছে আসছি”৷ এদিন শিলিগুড়িতে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান তৃণমূলের পদযাত্রায় পা মেলান৷ সেই ছবি  নুসরত ট্যুইট করেছেন “দিদির সাথে, দিদির পাশে” লিখে৷