Tag Archives: Sayantika Banerjee

Sayantika Banerjee: রাজ ভবনে যাবেন না সায়ন্তিকারা! শপথ নিয়ে সংঘাত তুঙ্গে, কড়া হবেন রাজ্যপাল?

কলকাতা: বরানগর এবং ভগবানগোলার দুই নবনির্বাচিত বিধায়কের সমর্থনকে কেন্দ্র করে রাজ ভবনের সঙ্গে বিধানসভার অধ্যক্ষ ও শাসক দলের সংঘাত আরও তীব্র হচ্ছে৷ রাজ ভবনের পক্ষ থেকে এ দিন ফের চিঠি দেওয়া হলেও আগামিকাল শপথ নিতে রাজ ভবনে যাচ্ছেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার৷

এ দিন বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন সায়ন্তিকা এবং রেয়াত৷ সেই বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান বিধানসভার অধ্যক্ষ৷

আরও পড়ুন: সাদা টি শার্ট, হাতে সংবিধান! শপথ নিয়ে রাহুল বললেন…

বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিধানসভায় এসে তাঁদের শপথ বাক্য পাঠ করানোর জন্য ফের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দেবেন বরানগর ও ভগবানগোলার বিধায়ক৷ রাজ্যপালের জন্য আগামিকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিধানসভায় অপেক্ষাও করবেন তাঁরা৷ অধ্যক্ষের এই সিদ্ধান্তের পর শপথ গ্রহণ নিয়ে রাজ ভবনের সঙ্গে বিধানসভার সংঘাত আরও তীব্র হল৷

এ দিন রাজ ভবন থেকে দুই বিধায়ককে যে চিঠি দেওয়া হয়, তাতে শপথ না নিলে বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল৷ পাল্টা এ দিন অধ্যক্ষ বলেন, সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭২ সালে বাম বিধায়করা তিন বছর শপথ নেননি। তাঁদের বিধায়ক পদ খারিজ হয়নি।

অধ্যক্ষ আরও বলেন, বি আর আম্বেদকর তার বক্তব্যে বলে গেছেন, কোনও উপনির্বাচনে জিতে আসলে তাকে অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করাবেন। প্রয়োজনে সেই কপি রাজভবনে পাঠানো হবে। যা হচ্ছে তা অত্যন্ত দূর্ভাগ্যজনক। সূত্রের খবর, দুই বিধায়ককে অপেক্ষা করে পরিস্থিতির উপরে নজর রাখার পরামর্শ দিয়েছেন অধ্যক্ষ৷

প্রসঙ্গত, দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন শুরু হয়েছে৷ রাজ্যপাল চাইছেন, দুই বিধায়ক রাজ ভবনে এসে শপথ নিন৷ যদিও সেই প্রস্তাবে রাজি নন বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্যের শাসক দল৷ আগামিকাল শেষ পর্যন্ত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার শপথ নিতে পারেন কি না, সেটাই দেখার৷

Sayantika Banerjee: শপথ নিয়ে অনড় রাজ ভবন, ফের চিঠি সায়ন্তিকাদের! অনুরোধের সুরে এল হুঁশিয়ারি?

কলকাতা: সদ্য নির্বাচিত দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জটিলতা অব্যাহত৷ রাজ ভবনের পক্ষ থেকে এ দিন ফের ২৬ জুন শপথ নিতে আসার জন্য দুই বিধায়ককে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে৷ বরং শপথ না নিলে বিধায়ক পদ খারিজ হয়ে যেতে পারে বলেও চিঠিতে সংবিধানের ধারা উল্লেখ করে সতর্ক করা হয়েছে৷

রাজ ভবনের পক্ষ থেকে এই চিঠি পাওয়ার পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন বরানগর এবং ভগবানগোলার দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার৷ যদিও শপথ বাক্য কে পাঠ করাবেন, রাজ ভবনের চিঠিতে তার উল্লেখ নেই৷

আরও পড়ুন:  স্পিকার নির্বাচনে কাকে সমর্থন, তৃণমূলের অবস্থানে ধোঁয়াশা! সংসদে রাহুল-অভিষেক কথা

গত ৪ জুন লোকসভা ভোটের সঙ্গেই বরানগর এবং ভগবানগোলা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ কিন্তু তার পরে দু সপ্তাহের বেশি কেটে গেলেও এখনও শপথ নিতে পারেননি দুই তৃণমূল বিধায়ক৷ সাধারণত, নতুন বিধায়কদের শপথগ্রহণ বিধানসভায় করাটাই রীতি৷

বিধানসভা সূত্রে খবর, এবার পরিষদীয় দফতরের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই রাজভবনের পক্ষ থেকে শপথ গ্রহণের চিঠি পাঠানো হয় নবনির্বাচিত দুই বিধায়ককে৷ সেই চিঠিতে জানানো হয়, আগামী ২৬ জুন দুই বিধায়য়ককে রাজ ভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সায়ন্তিকা আগেই এই চিঠি পেয়েছিলেন৷ সোমবার এই চিঠি পান ভগবানগোলার বিধায়ক রেয়াতও৷ গতকালই শপথ গ্রহণ অনুষ্ঠান বিধানসভায় করানোর জন্য রাজ্যপালকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন সায়ন্তিকা৷

যদিও শপথ গ্রহণের বিষয়ে অনড় রাজ ভবন৷ এ দিন যে চিঠি দুই বিধায়ককে পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে জয়ের পর বিধায়ক নির্মলচন্দ্র রায় রাজ ভবনে শপথ নিয়েছিলেন৷ নতুন জয়ী দুই বিধায়কও যেন আগামী ২৬ জুন শপথ নিতে বিধানসভাতেই আসেন৷ শেষ পর্যন্ত শপথ জট কাটে নাকি বিষয়টি নিয়ে শাসক দলের সঙ্গে রাজ ভবনের সংঘাত আরও তীব্র হয়, সেটাই দেখার৷

Sayantika Banerjee: জিতেও জটে সায়ন্তিকা, কবে হবে শপথ? রাজভবনে পাল্টা চিঠি বরাহনগরের তারকা বিধায়কের

কলকাতা: সদ্য নির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে বিধানসভা এবং রাজ ভবনের দ্বন্দ্ব অব্যাহত৷ এবার নতুন নির্বাচিত দুই বিধায়কের অন্যতম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে চিঠি দিয়ে বিধানসভাতেই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করলেন৷ একই আর্জি জানিয়েছেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকারও৷

গত ৪ জুন লোকসভা ভোটের সঙ্গেই বরানগর এবং ভগবানগোলা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়৷ কিন্তু তার পরে দু সপ্তাহের বেশি কেটে গেলেও এখনও শপথ নিতে পারেননি দুই তৃণমূল বিধায়ক৷ সাধারণত, নতুন বিধায়কদের শপথগ্রহণ বিধানসভায় করাটাই রীতি৷ বিধানসভা সূত্রে খবর, এবার বিধানসভা অথবা পরিষদীয় দফতরের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই রাজভবনের পক্ষ থেকে শপথ গ্রহণের চিঠি পাঠানো হয় নবনির্বাচিত দুই বিধায়ককে৷ সেই চিঠিতে জানানো হয়, আগামী ২৬ জুন দুই বিধায়য়ককে রাজ ভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ সায়ন্তিকা আগেই এই চিঠি পেয়েছিলেন৷ এ দিন এই চিঠি পেয়েছে ভগবানগোলার বিধায়ক রেয়াতও৷

আরও পড়ুন: দিঘা, পুরীর টিকিট কাটা? একটানা বাতিল অনেক ট্রেন, তারিখ জানিয়ে তালিকা দিল রেল

এ দিন বিধানসভায় আসেন নব নির্বাচিত দুই বিধায়কই৷ বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করে সায়ন্তিকা জানান, ‘পরিষদীয় দফতরকে পাশ কাটিয়ে রাজ ভবনের পক্ষ থেকে রাজ ভবনের পক্ষ থেকে শপথের জন্য ডাকা হয়েছে৷ বিধানসভাতেই যাতে শপথ গ্রহণ হয়, তার জন্য রাজ্যপালকে চিঠি দিয়েছি৷’

সায়ন্তিকার অভিযোগ, শপথ গ্রহণ না মেটায় বিধায়ক হিসেবে জন্য নিজের বিধানসভা এলাকায় পরিষেবা দিতে পারছেন না তিনি৷ সায়ন্তিকার মতোই বিধানসভায় শপথ গ্রহণ করার পক্ষে ভগবানগোলার বিধায়ক রেয়াতও৷ শেষ পর্যন্ত শপথ জটিলতা কাটে কি না, সেটাই এখন দেখার৷

Oath taking of MLAs: সায়ন্তিকা-সহ উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথগ্রহণ ঘিরে জটিলতা

কলকাতা: বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ ঘিরে জটিলতা তৈরি হয়েছে। সূত্রের খবর, রাজভবন থেকে একটি চিঠি দেওয়া হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠিতে ২৬ জুন দুপুর সাড়ে ১২টায় রাজভবনে ডেকে পাঠানো হয়েছে নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকাকে। কিন্তু কে শপথবাক্য পাঠ করাবেন চিঠিতে সেই নাম উল্লেখ নেই, তাই জটিলতা তৈরি হয়েছে সায়ন্তিকার শপথ নিয়ে। শুধু তাই নয়, এই চিঠির বিষয়ে সঠিক কোনও তথ্য নেই বিধানসভার কাছে।

আরও পড়ুন: অবশেষে দক্ষিণবঙ্গে এল বর্ষা! কবে, কোথায় বৃষ্টি, জানিয়ে দিল হাওয়া অফিস

এর আগে বিধানসভার সচিবালয়ের তরফে দুই নব নির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল। বেশ কয়েক দিন পর সেই চিঠির জবাব যায় রাজভবন থেকে। তবে সচিবের কাছে পাঠানো চিঠিতে শপথ কবে, কী ভাবে হবে, সেই সব নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি রাজভবনের তরফে। বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন- দুই নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে চলছে টালবাহানা।

বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রায় ১৫-১৬ দিন কেটে গিয়েছে। শপথ না হওয়ার জন্য ওই দুই এলাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শাসকদলের একাংশের। তাই শপথগ্রহণ করানোর জন্য রাজভবনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করেছে বিধানসভা।

Sayantika Banerjee: QR কোড স্ক্যান করলেই পাওয়া যাবে অভিনেত্রী বিধায়ককে! বরানগরে চালু বিশেষ পরিষেবা, কী কী সুবিধা মিলবে?

বরানগর: বরানগর বিধানসভা উপনির্বাচনে রাস্তায় নেমে বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের সমস্যা শুনে পাশে থাকার আশ্বাস দিয়ে, চেয়েছিলেন ভোট। বরানগরের মানুষ তাকেই রায় দিয়েছে বিধায়ক হিসেবে বিধানসভায় যাওয়ার। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেননি তিনি, তবে তার আগেই বরানগরের মানুষের নানা সমস্যা সমাধানে কিউআর কোডের মাধ্যমে ‘দুয়ারে সায়ন্তিকা পরিষেবা’ চালু করলেন তৃণমূলের নতুন অভিনেত্রী এই বিধায়ক।

বরানগর উপনির্বাচনে সায়ন্তিকার উপরই ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পর্বে এলাকার নানা জায়গায় ঘুরে সায়ন্তিকা নানা ধরনের সমস্যার কথা শুনেছেন মানুষের। বরানগরবাসীদের সেই সব সমস্যা অতি দ্রুত সমাধান করতে এই অত্যাধুনিক পদ্ধতিতে পরিষেবা চালু করলেন বিধায়ক সায়ন্তিকা।

আরও পড়ুনঃ আপনি ফুচকাপ্রেমী? টক-ঝাল-মিষ্টি থেকে আলুরদম, কলকাতার সেরা ১০ ফুচকা মেলে এখানেই, আপনি কোনওটায় খেয়েছেন?

যে কিউআর কোডের উদ্বোধন করা হয়েছে, সেই কিউআর কোড স্ক্যান করলেই নিজেদের যে কোনও সমস্যায় এলাকাবাসীরা সরাসরি নব নির্বাচিত বিধায়ককে জানাতে পারবেন। পাশাপাশি, নানা ধরনের সমস্যা সমাধানে খোলা থাকবে বিধায়কের অফিসও। তবে যাঁরা কোনও কারণে আসতে পারবেন না তাঁরা এই কোড স্ক্যান করে সমস্যা তুলে ধরতে পারবেন।

আধুনিক পদ্ধতিতে বিধায়কের পরিষেবা দেওয়ার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বরানগর এলাকার মানুষজন। এ দিন দলীয় এক সংবর্ধনা সভায় এই কিউআর কোড এর উদ্বোধন করেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ সৌগত রায়-সহ দলীয় নেতৃত্বরা।

Rudra Narayan Roy

Saayoni Sayantika: বিধানসভায় সায়নী, সায়ন্তিকা! এতদিন ‘পা’ রাখেননি কেন…? ফাঁস করলেন ‘আসল’ কারণ!

কলকাতা: লোকসভা নির্বাচনের দুর্দান্ত সবুজ ঝড়ের পাশাপাশি বিধানসভার দুই উপ নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তৃণমূল শিবির। আর সেই দুই জয়ের দুই নতুন মুখের মধ্যে জ্বলজ্বল করছে দুই তারকা নাম, সায়নী ঘোষ ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দু’জনকেই দেখা গেল বিধানসভার অলিন্দে।

সদ্য সমাপ্ত নির্বাচনে সায়নী ঘোষ হলেন সাংসদ। সায়ন্তিকা বিধায়ক। দুই তারকা নেত্রীকেই বিধানসভার অধ্যক্ষ শুক্রবার আসতে বলেন। অন্যদিকে একইদিনে অধ্যক্ষের সঙ্গে দেখা করলেন অরুপ চক্রবর্তীও। তালডাংরার বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী। তিনি সাংসদ হলেন বাঁকুড়া থেকে। তিনিও দেখা করে গেলেন অধ্যক্ষের সাথে। শীঘ্রই বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন বলে জানান অরূপ চক্রবর্তী।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু…! ঝমঝমিয়ে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গেও! ‘দিন-তারিখ’ জানিয়ে বড় সুখবর দিল আলিপুর

কিন্তু এতদিন অধ্যক্ষের তরফে বার বার আমন্ত্রণ থাকলেও কেন কখনই বিধানসভা-মুখো হননি সায়নী-সায়ন্তিকা? দুই নেত্রী প্রকাশ করলেন আসল কারণ। বাস্তবে দুজনকেই ২০২১ সালে বিধানসভা ভোটে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দুজনেই হেরে যান। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন না জিতলে এখানে আসবেন না। সেই মতো গত তিন বছরে একবারও পা রাখেননি বিধানসভার কক্ষে। এবার জয়ী হয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েই পা রাখলেন সাদা বাড়িটিতে।

লোকসভা নির্বাচনে ২৯ কেন্দ্রের জয় দিয়ে বিরাট চমক দিয়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বাংলায় দুটি কেন্দ্রে উপনির্বাচন সংগঠিত হয় একইসঙ্গে। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এবং বরানগর, দুটি কেন্দ্রেই সহজ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রে সহজেই জিতে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন।

অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগরে কিছুটা হাড্ডাহাড্ডি লড়াই হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি প্রার্থীর। যদিও, শেষমেশ জয়ী হন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরপরেই অধ্যক্ষের ডাকে এদিন বিধানসভায় প্রথম উপস্থিত হন সায়নী, সায়ন্তিকা।

West Bengal By Election 2024 : তৃণমূলেই ভরসা বরানগর-ভগবানগোলার! সজলকে হারিয়ে এবার MLA সায়ন্তিকা

কলকাতাঃ আজ, লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ফলঘোষণা নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লির মসনদে কার দখলে তার দিকে তাকিয়ে গোটা দেশ। তবে এদিন বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও চলছে। সেখানে রয়েছে পশ্চিমবঙ্গের দুই আসনও। যার মধ্যে তারকা কেন্দ্র বরানগর (Baranagar Bye Election) এবং ভগবানগোলা। বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৮০১৮ ভোটে জয়ী।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার সাংসদ মহুয়া মৈত্র! কৃষ্ণনগরে রানিমাকে ৬০ হাজার ভোটে হারিয়ে পেলেন জয়

বরানগরে লড়াইটা প্রথম থেকেই ছিল ত্রিমুখী। বিজেপি এখানে প্রার্থী করেছে কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় নেতা সজল ঘোষকে। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়ছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি ২০২১ সালে বিধানসভায় বাঁকুড়া কেন্দ্রে বিজেপির কাছে পরাজিত হয়। অন‍্যদিকে, এই কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যা ইঙ্গিত, তাতে রুদ্ধশ্বাস পরিণতি হতে পারে বরানগর কেন্দ্রে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এগিয়ে রয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা। যেখানে দ্বিতীয় স্থানে থাকা আর সায়ন্তিকার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজল ঘোষ। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য।

অপরদিকে, ভগবানগোলা আসনটি ছিল বিধায়ক ইদ্রিশ আলির। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি প্রয়াত হন। খালি হয় ভগবানগোলা বিধানসভা আসনটি। তাই এখানে উপনির্বাচন হয়। আর সেখানেও কংগ্রেস–বিজেপিকে হারিয়ে জয়ের হাসি হাসল তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকার। লোকসভা নির্বাচনের পাশপাশি বিধানসভার উপনির্বাচনেও সবুজ আবির এবং ঘাসফুল ঝড় দেখা গেল।

Assembly Election Result 2024 : বরানগর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে সায়ন্তিকা

বরানগর উপনির্বাচনে এগিয়ে তৃণমূল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ২ হাজার ৮০০ ভোটে এগিয়ে। ষষ্ঠ রাউন্ড শেষে এগিয়ে সায়ন্তিকা।

Baranagar Bypoll: বরাহনগরে মুখোমুখি সায়ন্তিকা-সজল! জ্যোতি বসুর গড়ে শিকে ছিঁড়বে বাম প্রার্থী তন্ময়ের? নাকি একদা লাল দুর্গে ফুটবে ফের ফুল?

বরাহনগরঃ আজ দেশে শেষ দফার ভোট। মোট ৫৭টি কেন্দ্রে ভোট হবে সারাদেশে। তবে, শনিবার রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রের সঙ্গে উপনির্বাচন হচ্ছে বরাহনগর বিধানসভা কেন্দ্রে। সারাদেশে মোট ৭ কেন্দ্রে আজ উপনির্বাচন হচ্ছে। ২০২১-এ বিধানসভা ভোটে জিতে এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তৎকালীন তৃণমূল নেতা তাপস রায়। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দলবদল করেন তাপস। আজ, ১ জুন সেই কেন্দ্রেই আরও একবার বিধায়ক নির্বাচনের উপভোট।

আরও পড়ুনঃ https://bengali.news18.com/news/kolkata/lok-sabha-election-2024-west-bengal-phase-7-voting-live-news-polling-percentage-updates-kolkata-dumdum-basirhat-tmc-cpim-bjp-smj-1684894.html

এই উপনির্বাচনে, বিজেপি থেকে কলকাতার কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী করা হয়। অন্যদিকে, তৃণমূল প্রার্থীর তারকানেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবং বামফ্রন্টের প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিন হভিওয়েটের লড়াই আজ। বরাহনগর কেন্দ্রটি একটা সময় লাল দুর্গ হিসাবেই পরিচিত ছিল। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন এই কেন্দ্রের ছ’বারের বিধায়ক। ২০১১ সালে পালাবদলের সময়, প্রথম ‘অ-বাম’ বিধায়ক পায় বরাহনগর। টানা তিনবার, ২০১১,২০১৬, ২০১৯ সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেন তাপস রায়।

ভোটে লড়ার অভিজ্ঞতা সায়ন্তিকার থাকলেও জেতার অভিজ্ঞতা এখনও হয়নি। তবে ভোট প্রচারে কোনও খামতি রাখেননি তিনি। তবে, প্রচারে পিছিয়ে থাকেননি বিজেপির সজল ঘোষ এবং বামফ্রন্ট প্রার্থী তন্ময় ভট্টাচার্য। আজ, তিন হেভিওয়েটের লড়াই। ফলাফলের জানা যাবে ৪জুন।

Sougata Roy: ভোটের মাঝেই ঘূর্ণিঝড়, ‘জনদরদী’ প্রার্থীরা! সবচেয়ে বড় চমক সৌগত-সায়ন্তিকার, দেখুন কী কাণ্ড

ভোট বড় বালাই, ভোট প্রচারের মাঝেই ঝড়ে ভেঙে পড়া গাছ জেসিবি চালিয়ে সরালেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়
ভোট বড় বালাই, ভোট প্রচারের মাঝেই ঝড়ে ভেঙে পড়া গাছ জেসিবি চালিয়ে সরালেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়
জেসিবিতে উঠে রীতিমতো হাইড্রোলিক ক্রেন দিয়ে গাছ সরাতে দেখা যায় এই সাংসদকে। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সঙ্গে জেসিবি চালাতে দেখা যায় বরাহনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও
জেসিবিতে উঠে রীতিমতো হাইড্রোলিক ক্রেন দিয়ে গাছ সরাতে দেখা যায় এই সাংসদকে। শুধু তাই নয়, তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সঙ্গে জেসিবি চালাতে দেখা যায় বরাহনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও
স্থানীয়দের সূত্রে জানা যায়, রিমলের দাপটে ভেঙে পড়ে বরাহনগর ১০ নম্বর ওয়ার্ডের তাতিপাড়ার বহু বছরের পুরনো একটি বটগাছ। অল্পের জন্য হলেও রক্ষা পান রাস্তার পাশে বাড়ির বাসিন্দারা। গাছ ভেঙে যাওয়া তাঁতি পাড়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে, ঘটনাস্থলে বরাহনগর থানার পুলিশ ও পৌরসভার কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালাচ্ছেন
স্থানীয়দের সূত্রে জানা যায়, রিমলের দাপটে ভেঙে পড়ে বরাহনগর ১০ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ার বহু বছরের পুরনো একটি বটগাছ। অল্পের জন্য হলেও রক্ষা পান রাস্তার পাশে বাড়ির বাসিন্দারা। গাছ ভেঙে যাওয়া তাঁতি পাড়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে, ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ ও পৌরসভার কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালাচ্ছেন
পাশাপাশি, বরাহনগরের বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানার ৭০ ফুটের লম্বা চিমনি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে থাকা প্রাইভেট আটটি গাড়ি। সেই ঘটনাস্থলে পরিদর্শন করেন তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সায়ন্তিকা
পাশাপাশি, বরানগরের বেঙ্গল ইমিউনিটি ওষুধ কারখানার ৭০ ফুটের লম্বা চিমনি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে থাকা প্রাইভেট আটটি গাড়ি। সেই ঘটনাস্থলে পরিদর্শন করেন তৃণমূল প্রার্থী সৌগত রায় ও সায়ন্তিকা
সেখানেই দেখা যায় রীতিমতো জেসিবি চালিয়ে ক্ষতিগ্রস্ত জায়গা পরিষ্কার করতে। এলাকার বহু গাছও ঝড়ের কারণে ভেঙে পড়েছে। বৃষ্টিতে ভিজেই এলাকা পরিদর্শন করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে আর তার ফাঁকেই চলে জনসংযোগ
সেখানেই দেখা যায় রীতিমতো জেসিবি চালিয়ে ক্ষতিগ্রস্ত জায়গা পরিষ্কার করতে। এলাকার বহু গাছও ঝড়ের কারণে ভেঙে পড়েছে। বৃষ্টিতে ভিজেই এলাকা পরিদর্শন করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে আর তার ফাঁকেই চলে জনসংযোগ