Tag Archives: Share Market News

Share Market Tips on Budget Day: বাজেটের আগে এই শেয়ারগুলো কিনে রাখুন, রকেটের গতিতে বাড়তে চলেছে, বড় ঘোষণা সময়ের অপেক্ষা

কলকাতা: কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে কেন্দ্রীয় বাজেট। টানা সপ্তমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এখন এদিকেই নজর গোটা দেশের। বাজেটের প্রভাব দেখা যাচ্ছে শেয়ার বাজারেও।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছর ধরেই সেনাবাহিনীর আধুনিকীকরণে কাজ করছে কেন্দ্রীয় সরকার। এবারও বাজেটে বড় ঘোষণা হতে পারে। তাই ডিফেন্স স্টকের দিকে বিশেষ নজর দিতে হবে। বাজেটের দিন হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ভারত ডায়নামিক্স লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করা যেতে পারে। লাভের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- বিশ্বের সবথেকে সস্তা মুদ্রা কোনটি? জানা আছে কি? রইল ২০২৪ সালে সবথেকে কম দামি মুদ্রাগুলির হদিশ

ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য চয়েস ব্রোকিং-এর কার্যকরী নির্দেশক সুমিত বাগাড়িয়া ৫ স্টকের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। যার মধ্যে রয়েছে স্পোর্টকিং ইন্ডিয়া, এডব্লিউএইচসিএল, নীতিন স্পিনার্স, আরসিএফ এবং গ্র্যাভিটা ইন্ডিয়া।

এসবিআই কার্ডের শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞ সুগন্ধা সচদেব। এর পাশাপাশি বিনিয়োগকারীরা ওবেরয় রিয়েলিটি, রাইটস, কেপিআই টেক, এইচবিএল পাওয়ারের শেয়ার কিনতে পারেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- ১১ সম্পর্কের পরেও সিঙ্গল, লেগে গিয়েছে ‘গোল্ড ডিগার’ তকমা! ২ সন্তানের মা এই নায়িকার দাবি- ‘আমার জীবনে…’

বাজেটে রেলের বরাদ্দ বৃদ্ধির অনুমান করছেন বাজার বিশ্লেষকরা। আধুনিকীকরণ, নিরাপত্তার পাশাপাশি ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরির দিকে বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন লাইন পাতার কাজও চলছে জোরকদমে। সে কথা মাথায় রেখেই Ircon, RVNL, Siemens, Timken India, HBL Power, ABB, BEML, BHEL, Jupiter এবং Titagarh Wagons এর মতো কোম্পানির শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।

মোট মূলধন ব্যয় জিডিপির ৩.৪ শতাংশ থেকে বেড়ে ৩.৫ শতাংশ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, আল্ট্রাটেক, এলঅ্যান্ডটি, পিএনসি ইনফ্রাটেক প্রভৃতি কোম্পানি এই খাত থেকে লাভ করতে পারে। এই পরিস্থিতিতে এই সব কোম্পানির শেয়ার কেনা লাভজনক হতে চলেছে।

কেন্দ্রীয় সরকার বর্তমানে সৌরশক্তির প্রচার করছে। পাশাপাশি রিনিউয়েবল এনার্জি নিয়েও বাজেটে বড় ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি ১GW অফশোর বায়ু শক্তি উৎপাদনে ৭৫০০ কোটি টাকার ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিংয়ের অনুমোদন দিয়েছে। তাই এনটিপিসি, পাওয়ার গ্রিড, কোল ইন্ডিয়া, টাটা পাওয়ার, সিইএসসি প্রভৃতি এই সেক্টরের সঙ্গে সম্পর্কিত সংস্থার শেয়ার বাজেটের পরে বাড়তে পারে।

Share Market: এই ১০ শেয়ারের দিকে কড়া নজর রাখুন, বড় লাভ পেতে পারেন বিনিয়োগকারীরা

সবদিক বিবেচনা করে যে ১০ কোম্পানির দিকে বিনিয়োগকারীদের নজর দেওয়া উচিত, তার একটা তালিকা এখানে দেওয়া হল।
সবদিক বিবেচনা করে যে ১০ কোম্পানির দিকে বিনিয়োগকারীদের নজর দেওয়া উচিত, তার একটা তালিকা এখানে দেওয়া হল।
ডিক্সন টেকনোলজিস: সোমবার ডিক্সন টেকনোলজিস ঘোষণা করেছে, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এআইএল ডিক্সন টেকের ৫০ শতাংশ শেয়ার আদিত্য ইনফোটেকের কাছে বিক্রি করবে। এই লেনদেনের অংশ হিসাবে, ডিক্সন টেকনোলজিস আদিত্য ইনফোটেকের ৬.৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।
ডিক্সন টেকনোলজিস: সোমবার ডিক্সন টেকনোলজিস ঘোষণা করেছে, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এআইএল ডিক্সন টেকের ৫০ শতাংশ শেয়ার আদিত্য ইনফোটেকের কাছে বিক্রি করবে। এই লেনদেনের অংশ হিসাবে, ডিক্সন টেকনোলজিস আদিত্য ইনফোটেকের ৬.৫ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।
গোদরেজ কনজিউমার প্রোডাক্টস: গোদরেজ কনজিউমার প্রোডাক্টস জুন ত্রৈমাসিকে হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার বিভাগে দ্বিগুণ অঙ্কের ভলিউম বৃদ্ধি এবং উচ্চ সিঙ্গেল ডিজিট মান বৃদ্ধির প্রত্যাশা করছে।
গোদরেজ কনজিউমার প্রোডাক্টস: গোদরেজ কনজিউমার প্রোডাক্টস জুন ত্রৈমাসিকে হোম কেয়ার এবং পার্সোনাল কেয়ার বিভাগে দ্বিগুণ অঙ্কের ভলিউম বৃদ্ধি এবং উচ্চ সিঙ্গেল ডিজিট মান বৃদ্ধির প্রত্যাশা করছে।
সোয়ান এনার্জি: ব্ল্যাকরকের তিন সহযোগী সোমবার খোলা বাজারে সোয়ান এনার্জি লিমিটেডের ৩০৪ কোটি টাকার শেয়ার কিনেছেন। যাঁরা বিক্রি করেছেন তাঁদের মধ্যে দুজন বিদেশি বিনিয়োগকারীও ছিলেন। ১৫ লক্ষ শেয়ার এবং ১২ লক্ষ শেয়ার প্রতি শেয়ার ৬৬৬.২ টাকায় বিক্রি হয়েছে।
সোয়ান এনার্জি: ব্ল্যাকরকের তিন সহযোগী সোমবার খোলা বাজারে সোয়ান এনার্জি লিমিটেডের ৩০৪ কোটি টাকার শেয়ার কিনেছেন। যাঁরা বিক্রি করেছেন তাঁদের মধ্যে দুজন বিদেশি বিনিয়োগকারীও ছিলেন। ১৫ লক্ষ শেয়ার এবং ১২ লক্ষ শেয়ার প্রতি শেয়ার ৬৬৬.২ টাকায় বিক্রি হয়েছে।
নেসলে ইন্ডিয়া: সোমবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নেসলে ইন্ডিয়া লিমিটেডের শেয়ারহোল্ডাররা, সুইস প্যারেন্টকে রয়্যালটি প্রদানের হার ৪.৫ শতাংশ অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন।
নেসলে ইন্ডিয়া: সোমবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নেসলে ইন্ডিয়া লিমিটেডের শেয়ারহোল্ডাররা, সুইস প্যারেন্টকে রয়্যালটি প্রদানের হার ৪.৫ শতাংশ অব্যাহত রাখার অনুমোদন দিয়েছেন।
বাজাজ ফিনসার্ভ: বাজাজ ফিনসার্ভ লিমিটেডের সহযোগী সংস্থা বাজাজ অ্যালিয়াঞ্জ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি এবং বাজাজ অ্যালিয়াঞ্জ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি সোমবার জুনের অস্থায়ী পরিসংখ্যান ঘোষণা করেছে। বাজাজ অ্যালিয়াঞ্জ জেনারেল ইনস্যুরেন্স জুনে ১,২৩৪ কোটি টাকার গ্রস প্রিমিয়াম রয়েছে। জুন মাসে বাজাজ অ্যালিয়াঞ্জ লাইফ ইনস্যুরেন্সের মোট নতুন ব্যবসায়িক প্রিমিয়াম দাঁড়িয়েছে ১,০৮২ কোটি টাকা।
বাজাজ ফিনসার্ভ: বাজাজ ফিনসার্ভ লিমিটেডের সহযোগী সংস্থা বাজাজ অ্যালিয়াঞ্জ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি এবং বাজাজ অ্যালিয়াঞ্জ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি সোমবার জুনের অস্থায়ী পরিসংখ্যান ঘোষণা করেছে। বাজাজ অ্যালিয়াঞ্জ জেনারেল ইনস্যুরেন্স জুনে ১,২৩৪ কোটি টাকার গ্রস প্রিমিয়াম রয়েছে। জুন মাসে বাজাজ অ্যালিয়াঞ্জ লাইফ ইনস্যুরেন্সের মোট নতুন ব্যবসায়িক প্রিমিয়াম দাঁড়িয়েছে ১,০৮২ কোটি টাকা।
বন্ধন ব্যাঙ্ক: সোমবার বন্ধন ব্যাঙ্ক ঘোষণা করেছে, বিশ্বব্যাপী ব্যবসায়িক লেনদেনের সুবিধার্থে বাণিজ্য পণ্যগুলির অ্যারে চালু করতে চলেছে তারা।
বন্ধন ব্যাঙ্ক: সোমবার বন্ধন ব্যাঙ্ক ঘোষণা করেছে, বিশ্বব্যাপী ব্যবসায়িক লেনদেনের সুবিধার্থে বাণিজ্য পণ্যগুলির অ্যারে চালু করতে চলেছে তারা।
মারুতি সুজুকি: রেকর্ড করেছে মারুতি সুজুকি। ভারতীয় রেলের মাধ্যমে ২ মিলিয়ন গাড়ি সরবরাহ করেছে কোম্পানি।
মারুতি সুজুকি: রেকর্ড করেছে মারুতি সুজুকি। ভারতীয় রেলের মাধ্যমে ২ মিলিয়ন গাড়ি সরবরাহ করেছে কোম্পানি।
রেলটেল: ২০২৩-২৪ অর্থবর্ষে ইক্যুইটি শেয়ারে ১.৮৪ টাকা লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে রেলটেল কর্পোরেশন বোর্ড।
রেলটেল: ২০২৩-২৪ অর্থবর্ষে ইক্যুইটি শেয়ারে ১.৮৪ টাকা লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে রেলটেল কর্পোরেশন বোর্ড।
গোদরেজ ইন্ডাস্ট্রিজ: সোমবার গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রোমোটার সংস্থাগুলি খোলা বাজারে ৩,৮০০ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। আরকেএন এন্টারপ্রাইজ ৪.২৫ কোটি শেয়ার বিক্রি করেছে।
গোদরেজ ইন্ডাস্ট্রিজ: সোমবার গোদরেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রোমোটার সংস্থাগুলি খোলা বাজারে ৩,৮০০ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। আরকেএন এন্টারপ্রাইজ ৪.২৫ কোটি শেয়ার বিক্রি করেছে।

How To Make Money: স্রেফ ৩০ দিনেই ভাল টাকা উপার্জন করা যেতে পারে এই ২ স্টক থেকে, জেনে নিন

আগামী সপ্তাহটি শেয়ার বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। শেয়ার বাজার সর্বকালের সর্বোচ্চ এবং শেষ ৭টি ট্রেডিং সেশনের জন্য ক্রমাগত সবুজে বন্ধ হচ্ছে৷ লোকসভা নির্বাচনের ফল আসবে ৪ জুন। এমন পরিস্থিতিতে ভবিষ্যতেও অস্থিরতা থাকবে বলে আশা করা হচ্ছে।
আগামী সপ্তাহটি শেয়ার বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। শেয়ার বাজার সর্বকালের সর্বোচ্চ এবং শেষ ৭টি ট্রেডিং সেশনের জন্য ক্রমাগত সবুজে বন্ধ হচ্ছে৷ লোকসভা নির্বাচনের ফল আসবে ৪ জুন। এমন পরিস্থিতিতে ভবিষ্যতেও অস্থিরতা থাকবে বলে আশা করা হচ্ছে।
Axis Direct পরবর্তী ৩০ দিনের জন্য অবস্থানগত ব্যবসায়ীদের জন্য ২টি স্টক নির্বাচন করেছে, তাদের নাম আরসিএফ এবং বায়োকন। ৩০ দিনে ভাল টাকা উপার্জন করা যেতে পারে, এই ২ স্টক থেকে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
Axis Direct পরবর্তী ৩০ দিনের জন্য অবস্থানগত ব্যবসায়ীদের জন্য ২টি স্টক নির্বাচন করেছে, তাদের নাম আরসিএফ এবং বায়োকন। ৩০ দিনে ভাল টাকা উপার্জন করা যেতে পারে, এই ২ স্টক থেকে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
বায়োকন শেয়ারের মূল্য লক্ষ্য -ফার্মা সেক্টর কোম্পানি বায়োকনের শেয়ার এই সপ্তাহে ৩১৯ টাকার স্তরে বন্ধ হয়েছে। শুক্রবার, এটি ইন্ট্রাডে ৩৩১-এ একটি নতুন ৫২ সপ্তাহের উচ্চতা তৈরি করেছে। ওইদিন কোম্পানিটি দক্ষিণ কোরিয়ার একটি ওষুধ কোম্পানির সঙ্গে সরবরাহ চুক্তি করে। এই স্টকটি ৪টি ট্রেডিং সেশন ধরে ক্রমাগত বাড়ছে। ব্রোকারেজ ৩১৭-৩২৩ টাকার মধ্যে তা কেনার পরামর্শ দিয়েছে। ৩৬০ টাকার টার্গেট এবং ৩০৫ টাকার স্টপলস দেওয়া হয়েছে।
বায়োকন শেয়ারের মূল্য লক্ষ্য –
ফার্মা সেক্টর কোম্পানি বায়োকনের শেয়ার এই সপ্তাহে ৩১৯ টাকার স্তরে বন্ধ হয়েছে। শুক্রবার, এটি ইন্ট্রাডে ৩৩১-এ একটি নতুন ৫২ সপ্তাহের উচ্চতা তৈরি করেছে। ওইদিন কোম্পানিটি দক্ষিণ কোরিয়ার একটি ওষুধ কোম্পানির সঙ্গে সরবরাহ চুক্তি করে। এই স্টকটি ৪টি ট্রেডিং সেশন ধরে ক্রমাগত বাড়ছে। ব্রোকারেজ ৩১৭-৩২৩ টাকার মধ্যে তা কেনার পরামর্শ দিয়েছে। ৩৬০ টাকার টার্গেট এবং ৩০৫ টাকার স্টপলস দেওয়া হয়েছে।
বায়োকনের শেয়ার এই সপ্তাহে সর্বোচ্চ ৩৩১ টাকা এবং নিম্ন ৩০৪ টাকা করেছে। এই মাসের সর্বোচ্চ ৩৩১ টাকা এবং নিম্ন ২৯২ টাকা। রিটার্ন সম্পর্কে কথা বললে, এই সপ্তাহে ৪.৪%, দুই সপ্তাহে ৫% এবং এক মাসে ১০.৩% বৃদ্ধি হয়েছে। এর তিন মাসের রিটার্ন ১৭%।
বায়োকনের শেয়ার এই সপ্তাহে সর্বোচ্চ ৩৩১ টাকা এবং নিম্ন ৩০৪ টাকা করেছে। এই মাসের সর্বোচ্চ ৩৩১ টাকা এবং নিম্ন ২৯২ টাকা। রিটার্ন সম্পর্কে কথা বললে, এই সপ্তাহে ৪.৪%, দুই সপ্তাহে ৫% এবং এক মাসে ১০.৩% বৃদ্ধি হয়েছে। এর তিন মাসের রিটার্ন ১৭%।
নআরসিএফ শেয়ারের মূল্য লক্ষ্য -দালাল স্ট্রিটের দ্বিতীয় পছন্দ সরকারি সার কোম্পানি আরসিএফ। এই সপ্তাহে এই শেয়ারটি ১৫৭ টাকায় বন্ধ হয়েছে। শুক্রবার, এই স্টক ৬.৫% বেড়েছে এবং ট্রেডিং ভলিউমে বহুগুণ লাফ দিয়েছে। ১৫৪ -১৫৭.৫ টাকার মধ্যে তা কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরসিএফ শেয়ারের মূল্য লক্ষ্য –
দালাল স্ট্রিটের দ্বিতীয় পছন্দ সরকারি সার কোম্পানি আরসিএফ। এই সপ্তাহে এই শেয়ারটি ১৫৭ টাকায় বন্ধ হয়েছে। শুক্রবার, এই স্টক ৬.৫% বেড়েছে এবং ট্রেডিং ভলিউমে বহুগুণ লাফ দিয়েছে। ১৫৪ -১৫৭.৫ টাকার মধ্যে তা কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।
১৭৪ টাকার টার্গেট এবং ১৫২ টাকার স্টপলস দেওয়া হয়েছে। এই সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ ১৬২ টাকা এবং সর্বনিম্ন ১৪৫ টাকা করেছে। মে মাসের জন্য সর্বনিম্ন ১৩৬ টাকা। স্টক এই সপ্তাহে ৬%, দুই সপ্তাহে ১২% এবং এক মাসে ৩.৫% বেড়েছে।
১৭৪ টাকার টার্গেট এবং ১৫২ টাকার স্টপলস দেওয়া হয়েছে। এই সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ ১৬২ টাকা এবং সর্বনিম্ন ১৪৫ টাকা করেছে। মে মাসের জন্য সর্বনিম্ন ১৩৬ টাকা। স্টক এই সপ্তাহে ৬%, দুই সপ্তাহে ১২% এবং এক মাসে ৩.৫% বেড়েছে।
(এখানে স্টকগুলিতে বিনিয়োগের পরামর্শ ব্রোকারেজ হাউস দ্বারা দেওয়া হয়েছে। এটি নিউজ 18 বাংলার মতামত নয়। বিনিয়োগ করার আগে নিজেদের আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত।)
(এখানে স্টকগুলিতে বিনিয়োগের পরামর্শ ব্রোকারেজ হাউস দ্বারা দেওয়া হয়েছে। এটি নিউজ 18 বাংলার মতামত নয়। বিনিয়োগ করার আগে নিজেদের আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত।)

Share Market: ভোটের ফল বেরনোর আগে শেয়ার বাজারে টাকা রাখবেন না তুলে নেবেন ? বিশেষজ্ঞরা কী বলছেন

পোড় খাওয়া শেয়ার বাজার বিনিয়োগকারী থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টর, সবাই এখন ৪ জুনের অপেক্ষা করছেন। ২০২৪ লোকসভা ভোটের রেজাল্ট বেরবে ওই দিন। বোঝা যাবে, হাওয়া কোন দিকে বইছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নির্বাচনের রেজাল্ট বেরনোর সঙ্গে শেয়ার বাজার চড়চড়িয়ে উঠতে শুরু করবে।
পোড় খাওয়া শেয়ার বাজার বিনিয়োগকারী থেকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টর, সবাই এখন ৪ জুনের অপেক্ষা করছেন। ২০২৪ লোকসভা ভোটের রেজাল্ট বেরবে ওই দিন। বোঝা যাবে, হাওয়া কোন দিকে বইছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নির্বাচনের রেজাল্ট বেরনোর সঙ্গে শেয়ার বাজার চড়চড়িয়ে উঠতে শুরু করবে।
নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগের কারণে ইক্যুইটি মার্কেট দ্বিধাগ্রস্ত কি না, প্রশ্নের জবাবে মোদি বলেছিলেন, “জেনে রাখুন, যেদিন ভোটের ফল সেদিন তো বটেই, গোটা সপ্তাহ জুড়েই লেনদেন করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন ট্রেডাররা”। ২০২৪-এর নির্বাচনে ভোটদানের হার অপেক্ষাকৃত কম। ফলে ভোটের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই কারণেই শেয়ার বাজার অস্থির।
নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগের কারণে ইক্যুইটি মার্কেট দ্বিধাগ্রস্ত কি না, প্রশ্নের জবাবে মোদি বলেছিলেন, “জেনে রাখুন, যেদিন ভোটের ফল সেদিন তো বটেই, গোটা সপ্তাহ জুড়েই লেনদেন করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন ট্রেডাররা”। ২০২৪-এর নির্বাচনে ভোটদানের হার অপেক্ষাকৃত কম। ফলে ভোটের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই কারণেই শেয়ার বাজার অস্থির।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী ফলাফল বেরনো পর্যন্ত এমনটাই চলবে। কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনিয়োগকারীদের ৪ জুনের আগে শেয়ার কিনে রাখার পরামর্শ দিয়েছিলেন। তাঁর মতে, ভোটের রেজাল্ট বেরলেই বাজার উঠতে শুরু করবে। তবে তিনি এও বলেছিলেন, শেয়ার বাজারের ওঠাপড়ার জন্য নির্বাচনের দিকে আঙুল তোলা ঠিক নয়।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী ফলাফল বেরনো পর্যন্ত এমনটাই চলবে। কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনিয়োগকারীদের ৪ জুনের আগে শেয়ার কিনে রাখার পরামর্শ দিয়েছিলেন। তাঁর মতে, ভোটের রেজাল্ট বেরলেই বাজার উঠতে শুরু করবে। তবে তিনি এও বলেছিলেন, শেয়ার বাজারের ওঠাপড়ার জন্য নির্বাচনের দিকে আঙুল তোলা ঠিক নয়।
এখন প্রশ্ন হল, এই মুহূর্তে বিনিয়োগকারীদের কী করণীয়? তাঁরা বিনিয়োগ করবেন না কি আপাতত হাত গুটিয়ে থাকবেন? টেইলউইন্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের জয়েন্ট এমডি বিবেক গোয়েল বলেছেন, “মুনাফা চাইলে এই সময় পোর্টফোলিওর স্টক এবং মিউচুয়াল ফান্ডগুলো পর্যালোচনা করতে হবে। বিশেষ করে যেখানে ঝুঁকি রয়েছে বলে মনে হচ্ছে”। পেস ৩৬০-এর সহ প্রতিষ্ঠাতা এবং চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েল বলছেন, “ট্রিপল-ডিজিট PE রেশিওতে স্টক বিক্রি করার এটাই দুর্দান্ত সুযোগ”।
এখন প্রশ্ন হল, এই মুহূর্তে বিনিয়োগকারীদের কী করণীয়? তাঁরা বিনিয়োগ করবেন না কি আপাতত হাত গুটিয়ে থাকবেন? টেইলউইন্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের জয়েন্ট এমডি বিবেক গোয়েল বলেছেন, “মুনাফা চাইলে এই সময় পোর্টফোলিওর স্টক এবং মিউচুয়াল ফান্ডগুলো পর্যালোচনা করতে হবে। বিশেষ করে যেখানে ঝুঁকি রয়েছে বলে মনে হচ্ছে”। পেস ৩৬০-এর সহ প্রতিষ্ঠাতা এবং চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েল বলছেন, “ট্রিপল-ডিজিট PE রেশিওতে স্টক বিক্রি করার এটাই দুর্দান্ত সুযোগ”।
যে সব বিনিয়োগকারীরা নির্বাচনের ফলাফল নিয়ে নিশ্চিত নন, তাঁরা বিনিয়োগকে দুটো ভাগে ভাগ করে নিতে পারেন। একটা অংশ দিয়ে এখনই বিনিয়োগ করতে হবে। বাকি টাকা বিনিয়োগ করতে হবে ফলাফল বেরনোর পর। এমন পরামর্শ দিয়েছেন ওমনিসায়েন্স ক্যাপিটালের সিইও এবং প্রধান বিনিয়োগ কৌশলবিদ বিকাশ গুপ্তা।
যে সব বিনিয়োগকারীরা নির্বাচনের ফলাফল নিয়ে নিশ্চিত নন, তাঁরা বিনিয়োগকে দুটো ভাগে ভাগ করে নিতে পারেন। একটা অংশ দিয়ে এখনই বিনিয়োগ করতে হবে। বাকি টাকা বিনিয়োগ করতে হবে ফলাফল বেরনোর পর। এমন পরামর্শ দিয়েছেন ওমনিসায়েন্স ক্যাপিটালের সিইও এবং প্রধান বিনিয়োগ কৌশলবিদ বিকাশ গুপ্তা।
নুভামা প্রফেশনাল ক্লায়েন্ট গ্রুপের এক্সিকিউটিভ ভায়েস প্রেসিডেন্ট সন্দীপ রায়না বলছেন, “বাজার দেখে মনে হচ্ছে, সরকারের চেষ্টা ইতিবাচক ফলাফল দিচ্ছে এবং আগামীদিনেও তা অব্যাহত থাকবে। শিপিং, বন্দর, প্রতিরক্ষা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাত বৃদ্ধির জন্য প্রস্তুত। এর ফলে সামগ্রিক অর্থনীতি উপকৃত হবে”।
নুভামা প্রফেশনাল ক্লায়েন্ট গ্রুপের এক্সিকিউটিভ ভায়েস প্রেসিডেন্ট সন্দীপ রায়না বলছেন, “বাজার দেখে মনে হচ্ছে, সরকারের চেষ্টা ইতিবাচক ফলাফল দিচ্ছে এবং আগামীদিনেও তা অব্যাহত থাকবে। শিপিং, বন্দর, প্রতিরক্ষা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাত বৃদ্ধির জন্য প্রস্তুত। এর ফলে সামগ্রিক অর্থনীতি উপকৃত হবে”।
এই সময় কি সোনায় বিনিয়োগ করা উচিত? বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাসে সোনা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এখন সোনার বাজারে বিনিয়োগ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অমিত গোয়েল বলছেন, “সোনা দীর্ঘমেয়াদে লাভজনক ঠিকই, কিন্তু এই সময় সোনায় বিনিয়োগ না করাই ভাল”। সোনায় মোটা টাকা বিনিয়োগ করতে চাইলে বর্তমান বাজারের অবস্থা মূল্যায়ন করা উচিত।
এই সময় কি সোনায় বিনিয়োগ করা উচিত? বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক মাসে সোনা প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এখন সোনার বাজারে বিনিয়োগ কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। অমিত গোয়েল বলছেন, “সোনা দীর্ঘমেয়াদে লাভজনক ঠিকই, কিন্তু এই সময় সোনায় বিনিয়োগ না করাই ভাল”। সোনায় মোটা টাকা বিনিয়োগ করতে চাইলে বর্তমান বাজারের অবস্থা মূল্যায়ন করা উচিত।