Tag Archives: Shopping Mall

Hidden Camera in Hotel-Malls: সর্বনাশ! হোটেলের টয়লেটে কিংবা মলের ট্রায়াল রুমে গিয়েই ‘এই’ কাজটি করেন? এখানেই লুকিয়ে মরণফাঁদ! সতর্ক না হলেই কিন্তু…

কেনাকাটার জন্য সকলেই আমরা সকলেই শপিং মলে যাই। এবং বেড়াতে যাওয়ার সময় থাকার জন্য হোটেল রুমও আমরা প্রত্যেকেই বুকিং করি। এছাড়া বাইরেও টয়লেট ব্যবহার করতে হয়। আজকাল এই ধরনের সমস্ত জায়গা সিসিটিভি নজরদারির অধীনে। কিন্তু এখন এমন কিছু ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে যা খুবই আশ্চর্যজনক।
কেনাকাটার জন্য সকলেই আমরা সকলেই শপিং মলে যাই। এবং বেড়াতে যাওয়ার সময় থাকার জন্য হোটেল রুমও আমরা প্রত্যেকেই বুকিং করি। এছাড়া বাইরেও টয়লেট ব্যবহার করতে হয়। আজকাল এই ধরনের সমস্ত জায়গা সিসিটিভি নজরদারির অধীনে। কিন্তু এখন এমন কিছু ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে যা খুবই আশ্চর্যজনক।
অনেক সময় শপিং মল, হোটেল রুম বা ওয়াশরুমের ট্রায়াল রুমে এই ধরনের গোপন ক্যামেরা লাগানো থাকে, যেগুলো সম্পর্কে আপনি অবগতও নন এবং আপনার সমস্ত কাজ ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি যখনই কোনও হোটেলে রুম বুক করবেন বা চেঞ্জিং রুমে যাবেন, তখনই সতর্ক থাকুন। কোথায় লুকানো ক্যামেরা রয়েছে তা সনাক্ত করতে কিছু ট্রিকস জেনে নিন৷ যাতে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন।
অনেক সময় শপিং মল, হোটেল রুম বা ওয়াশরুমের ট্রায়াল রুমে এই ধরনের গোপন ক্যামেরা লাগানো থাকে, যেগুলো সম্পর্কে আপনি অবগতও নন এবং আপনার সমস্ত কাজ ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি যখনই কোনও হোটেলে রুম বুক করবেন বা চেঞ্জিং রুমে যাবেন, তখনই সতর্ক থাকুন। কোথায় লুকানো ক্যামেরা রয়েছে তা সনাক্ত করতে কিছু ট্রিকস জেনে নিন৷ যাতে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন।
যদি কোনও শপিং মলের ট্রায়াল রুমে যান, সেখানে বিশেষ করে সতর্ক হোন, কারণ এই জায়গায় গোপন ক্যামেরার উপস্থিতি বহুবার প্রকাশ্যে এসেছে। আপনি যদি পোশাক বদলান তাহলে সবার প্রথমে ট্রায়াল রুমে নিজের চারপাশে দেখুন অদ্ভুত কিছু দেখা যাচ্ছে কিনা। আপনি যদি কোনও আইটেম রেখেছেন তবে তা পরীক্ষা করুন। এছাড়াও দেওয়াল ঘড়ি, লাইট পরীক্ষা করুন৷ আপনি এই কাজটি শুধুমাত্র মলের ট্রায়াল রুমে নয়, হোটেল রুম, পাবলিক টয়লেট ইত্যাদিতেও করতে পারেন।
যদি কোনও শপিং মলের ট্রায়াল রুমে যান, সেখানে বিশেষ করে সতর্ক হোন, কারণ এই জায়গায় গোপন ক্যামেরার উপস্থিতি বহুবার প্রকাশ্যে এসেছে। আপনি যদি পোশাক বদলান তাহলে সবার প্রথমে ট্রায়াল রুমে নিজের চারপাশে দেখুন অদ্ভুত কিছু দেখা যাচ্ছে কিনা। আপনি যদি কোনও আইটেম রেখেছেন তবে তা পরীক্ষা করুন। এছাড়াও দেওয়াল ঘড়ি, লাইট পরীক্ষা করুন৷ আপনি এই কাজটি শুধুমাত্র মলের ট্রায়াল রুমে নয়, হোটেল রুম, পাবলিক টয়লেট ইত্যাদিতেও করতে পারেন।
চেঞ্জিং রুম এবং টয়লেটের সুইচ বন্ধ করার চেষ্টা করুন। আপনি আপনার মোবাইল চালু রাখুন, এর আলো লুকানো ক্যামেরা থেকে আসা আলোকে প্রতিফলিত করতে শুরু করবে। ক্যামেরা উজ্জ্বলভাবে ফ্ল্যাশ করতে পারে, যা প্রমাণ করে যে সেখানে একটি গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিছু সন্দেহ হলেই বাইরে যান এবং এই সম্পর্কে সকলকে জানান।
চেঞ্জিং রুম এবং টয়লেটের সুইচ বন্ধ করার চেষ্টা করুন। আপনি আপনার মোবাইল চালু রাখুন, এর আলো লুকানো ক্যামেরা থেকে আসা আলোকে প্রতিফলিত করতে শুরু করবে। ক্যামেরা উজ্জ্বলভাবে ফ্ল্যাশ করতে পারে, যা প্রমাণ করে যে সেখানে একটি গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিছু সন্দেহ হলেই বাইরে যান এবং এই সম্পর্কে সকলকে জানান।
অনেক সময় হোটেলের ঘরেও স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম, বিছানা, ফুলদানি, আলমারি, ওয়াশরুম, ড্রেসিং টেবিল ইত্যাদিতে গোপনে ক্যামেরা বসানো হয়, যা আপনি দেখতে পাবেন না। আয়নায় ক্যামেরা ইনস্টল করা আছে কি না তা পরীক্ষা করতে, কয়েক সেকেন্ডের জন্য আয়নার উপর একটি নখ বা অন্য কোনও ধারালো বস্তু রাখুন। আপনি যদি আয়নায় দেখা পেরেক এবং আপনার আসল নখের মধ্যে একটি ফাঁক দেখতে পান তবে বুঝবেন ভুল কিছু নেই। ব্যবধান দৃশ্যমান না হলে সতর্ক থাকুন। মলের ট্রায়াল রুমে লাগানো আয়নায় এই কৌশলটি ব্যবহার করে দেখতে পারেন।
অনেক সময় হোটেলের ঘরেও স্মোক ডিটেক্টর, ফায়ার অ্যালার্ম, বিছানা, ফুলদানি, আলমারি, ওয়াশরুম, ড্রেসিং টেবিল ইত্যাদিতে গোপনে ক্যামেরা বসানো হয়, যা আপনি দেখতে পাবেন না। আয়নায় ক্যামেরা ইনস্টল করা আছে কি না তা পরীক্ষা করতে, কয়েক সেকেন্ডের জন্য আয়নার উপর একটি নখ বা অন্য কোনও ধারালো বস্তু রাখুন। আপনি যদি আয়নায় দেখা পেরেক এবং আপনার আসল নখের মধ্যে একটি ফাঁক দেখতে পান তবে বুঝবেন ভুল কিছু নেই। ব্যবধান দৃশ্যমান না হলে সতর্ক থাকুন। মলের ট্রায়াল রুমে লাগানো আয়নায় এই কৌশলটি ব্যবহার করে দেখতে পারেন।
হোটেলের রুমে টেবিলের উপরে রাখা ফুলদানিতেও একটি গোপন ক্যামেরা লাগানো থাকতে পারে। ধূর্ত লোকেরাও এই নকল ফুলে ক্যামেরা ফিট করে। আপনার নিজেরও এটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা উচিত৷ কিছু দেখা না গেলেও তুলে নিয়ে আলমারিতে রাখুন বা কাপড় দিয়ে ঢেকে রাখুন।
হোটেলের রুমে টেবিলের উপরে রাখা ফুলদানিতেও একটি গোপন ক্যামেরা লাগানো থাকতে পারে। ধূর্ত লোকেরাও এই নকল ফুলে ক্যামেরা ফিট করে। আপনার নিজেরও এটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা উচিত৷ কিছু দেখা না গেলেও তুলে নিয়ে আলমারিতে রাখুন বা কাপড় দিয়ে ঢেকে রাখুন।
হোটেলের ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে হোটেল রুমে লাগানো সুইচ বোর্ড, সকেট, টেবিল ল্যাম্প, অ্যালার্ম ঘড়ি ভাল করে দেখে নিন। এর মাধ্যমে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন।
হোটেলের ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে হোটেল রুমে লাগানো সুইচ বোর্ড, সকেট, টেবিল ল্যাম্প, অ্যালার্ম ঘড়ি ভাল করে দেখে নিন। এর মাধ্যমে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন।
এখন আপনি সহজেই আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও লুকানো ক্যামেরার ইনফ্রারেড লাইট সনাক্ত করতে পারবেন। এমন কিছু অ্যাপও রয়েছে, যার সাহায্যে আপনি শনাক্ত করতে পারবেন কোথায় লুকানো ক্যামেরা আছে কিনা। এর জন্য আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। উপরে উল্লিখিত সমস্ত ব্যবস্থা অনুসরণ করে, আপনি সহজেই শপিং মল, হোটেল, টয়লেট ইত্যাদি জায়গায় গোপন ক্যামেরার উপস্থিতি সনাক্ত করতে পারবেন।
এখন আপনি সহজেই আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও লুকানো ক্যামেরার ইনফ্রারেড লাইট সনাক্ত করতে পারবেন। এমন কিছু অ্যাপও রয়েছে, যার সাহায্যে আপনি শনাক্ত করতে পারবেন কোথায় লুকানো ক্যামেরা আছে কিনা। এর জন্য আপনাকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। উপরে উল্লিখিত সমস্ত ব্যবস্থা অনুসরণ করে, আপনি সহজেই শপিং মল, হোটেল, টয়লেট ইত্যাদি জায়গায় গোপন ক্যামেরার উপস্থিতি সনাক্ত করতে পারবেন।

Acropolis Mall Reopen Date: মিলল ছাড়পত্র, অগ্নিকাণ্ডের স্মৃতি ভুলে ৩ অগাস্ট থেকেই খুলে যাচ্ছে অ্যাক্রোপলিস মল

কলকাতা: প্রতীক্ষার অবসান ৷ বেশ ক’দিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় খুলতে চলেছে কলকাতার কসবার অ্যাক্রোপলিস মল ৷ অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গিয়েছিল মলটি ৷ ৪৯ দিন পর খুলতে চলেছে শহরবাসীর অত্যন্ত প্রিয় হ্যাংআউট এবং শপিংয়ের জায়গা অ্যাক্রোপলিস মল ৷ শনিবার ৩ অগাস্ট থেকে ফের জনসাধারণের জন্য খুলে যাচ্ছে মলটি, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ ৷

শপিং মলের তিনতলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। তার মাঝেই ছিল একটি বুকস্টোর। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় শপিং মলটি ৷ পুজোর আগে খুলবে কী না, তা নিয়েও সন্দেহ দেখা গিয়েছিল ৷ তবে পুনরায় মলটি খোলার ঘোষণা হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ব্যবসায়ীরা ৷ কারণ মলটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন অনেকেই। মল সংলগ্ন এলাকায় থাকা ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছিলেন ৷

আরও পড়ুন– দুই সন্তানের পিতার প্রেমে হাবুডুবু ! পাকিস্তান থেকে ভারতে এলেন ২৫ বছরের মেহভিশ

অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানান, ‘‘আমরা দমকল বিভাগের কাছ থেকে অনুমতি পেয়ে ৩ অগাস্ট মলটি আবার চালু করছি। তবে, সংস্কার কাজের কারণে কিছু ব্র্যান্ড কয়েকদিন পরে চালু হবে। প্রায় ৯০ শতাংশ মল খোলা থাকবে। আমরা অনুমতি পেয়েছি ২৯ জুলাই দমকল বিভাগের থেকে ৷ তারপর থেকে আমরা ৩ অগাস্ট মলটি পুনরায় খোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি ৷ সিনেমা হল এবং ফুড কোর্ট-সহ অন্যান্য বেশিরভাগ স্টোরগুলিই ৩ অগাস্ট থেকে চালু হবে ৷’’

আরও পড়ুন- কন্যা আরাধ্যাকে নিয়ে ছুটি কাটিয়ে ফিরলেন ঐশ্বর্য; আর ফিরেই ভক্তদের মনে ওঠা প্রশ্নের জবাবটা দিয়েই দিলেন অভিনেত্রী

দমকল দফতর থেকে এই মলটি খোলার ব্যাপার প্রয়োজনীয় অনুমতি মিলেছে। সেই অনুসারে শনিবার থেকে ফের খুলতে চলেছে অ্যাক্রোপলিস মল ৷ অন্তত ৯০ শতাংশ দোকান ফের খুলছে। ফুডকোর্টও খুলবে। সেই সঙ্গেই সিনেমা হলও খুলে দেওয়া হবে।

‘ভূতুড়ে শপিং মল’ বাড়ছে গোটা ভারতে! ভয়ঙ্কর ব্যাপার, কলকাতার অবস্থা ভাল নয়

কলকাতা : Ghost Shopping Malls. অর্থাৎ ভূতুড়ে শপিং মল। এর মানে কিন্তু এই নয় যে শপিং মলে ভূতের উপদ্রব রয়েছে! ব্যবসায়িক পরিভাষায়, যে শপিং মলগুলির বেশিরভাগ দোকানই খালি অবস্থায় পড়ে থাকে, এমনকী ক্রেতাদের উপস্থিতিও হয় অত্যন্ত কম হয়, সেগুলিকে ঘোস্ট শপিং মল বলা হয়।

দেশে ভুতুড়ে মলের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে একটি প্রতিবেদন বেরিয়েছে সম্প্রতি। ভুতুড়ে শপিং সেন্টারের সংখ্যা বেড়ে যাওয়ায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে লগ্নিকারীদের।

আরও পড়ুন- তেলঙ্গানায় নরেন্দ্র মোদির রোড শোর ছবি বলে প্রচার,ফ্যাক্টচেকে বেরিয়ে এল অন্য তথ্য

নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া তাদের সর্বশেষ প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে। যা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। Think India, Think Retail 2024 নামে প্রকাশিত এই রিপোর্টে দেশের ৮টি শহরের নামও প্রকাশ করা হয়েছে। দেশের এই শহরগুলিতে ভূতুড়ে শপিং মলের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, দেশে ভুতুড়ে মলের সংখ্যা প্রতি বছর বাড়ছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ভূতুড়ে শপিং সেন্টারের সংখ্যা ৫৭ থেকে ৬৪টি হয়েছে। এই সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসানের অঙ্কও বেড়েছে। ভুতুড়ে শপিং সেন্টারের সংখ্যা বৃদ্ধির কারণে ৬৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

যে মলগুলোর ৪০ শতাংশের বেশি জায়গা খালি থাকে তাকে বলা হয় ঘোস্ট মল। রিপোর্ট অনুযায়ী, দেশের আটটি শহরের মোট ৬৪টি খালি মলের মধ্যে ২১টি মল দিল্লি-এনসিআর-এ রয়েছে।

বেঙ্গালুরুতে ১২টি এবং মুম্বইতে ১০টি রয়েছে। একইভাবে, কলকাতায় ৬, হায়দরাবাদে ৫, আহমেদাবাদে ৪ এবং চেন্নাইতে ও পুনেতে তিনটি। নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভূতুড়ে মলের নিরিখে শীর্ষে রয়েছে দিল্লি। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে অর্থাৎ দিল্লি-এনসিআর-এ ৫৩ লক্ষ বর্গফুট এলাকায় ঘোস্ট শপিং সেন্টার রয়েছে।

আরও পড়ুন- নাবালিকার সঙ্গে সঙ্গম! চার বাচ্চার বাবা, ৭০ বছর বয়সে এবার জেলের গরাদের পিছনে

দিল্লি-এনসিআরের পর মুম্বই। সেখানে ২১ লক্ষ বর্গফুটে ভূতুড়ে শপিং সেন্টার রয়েছে। বেঙ্গালুরু তিন নম্বরে রয়েছে, সেখানে ২০ লক্ষ বর্গফুট ভূতুড়ে শপিং সেন্টার রয়েছে।

এছাড়াও আহমেদাবাদ, কলকাতা, হায়দরাবাদের মতো বড় শহরগুলি অন্তর্ভুক্ত রয়েছে। নাইট ফ্রাঙ্ক তাদের প্রতিবেদনে বলেছে, এক বছরে মহানগরীগুলিতে শপিং সেন্টারের সংখ্যা কমেছে। ২০২৩ সালে মোট শপিং সেন্টারের সংখ্যা কমে ২৬৩ হয়েছিল। গত বছর ১৬টি শপিং মল বন্ধ ছিল দেশজুড়ে।