Tag Archives: shravan amavasya

Shravan Amavasya Rituals 2024: শ্রাবণের অমাবস্যায় পুজো করুন এই গাছকে, পিঁপড়েকে খাওয়ান এই খাবার! পালাবে অভাব, ঝলমল করবে আপনার অর্থভাগ্য

আসছে শ্রাবণের অমাবস্যা৷ বর্ষার শ্যামলিমার জন্য একে হরিয়ালী অমাবস্যাও বলা হয়৷ আগামী ৪ অগাস্ট পালিত হবে শ্রাবণী অমাবস্যা৷
আসছে শ্রাবণের অমাবস্যা৷ বর্ষার শ্যামলিমার জন্য একে হরিয়ালী অমাবস্যাও বলা হয়৷ আগামী ৪ অগাস্ট পালিত হবে শ্রাবণী অমাবস্যা৷

 

এই পুণ্যতিথিতে কী কী করলে সংসারে শুভ হবে৷ আপনার অর্থভাগ্য সুপ্রসন্ন হবে, আপনি ধনসম্পদ, শ্রী এবং সৌভাগ্যের আলোয় উজ্জ্বল হবেন, জানুন৷ বলেছেন উজ্জয়িনীর জ্যোতিষী আচার্য রবি শুক্লা৷
এই পুণ্যতিথিতে কী কী করলে সংসারে শুভ হবে৷ আপনার অর্থভাগ্য সুপ্রসন্ন হবে, আপনি ধনসম্পদ, শ্রী এবং সৌভাগ্যের আলোয় উজ্জ্বল হবেন, জানুন৷ বলেছেন উজ্জয়িনীর জ্যোতিষী আচার্য রবি শুক্লা৷

 

প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই তিথিতে বৃক্ষদেবতার পুজো করা অত্যন্ত শুভ৷ পুজো করা হয় অশ্বত্থ এবং তুলসিগাছের৷ পবিত্র অশ্বত্থগাছকে প্রদক্ষিণ করুন।
প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই তিথিতে বৃক্ষদেবতার পুজো করা অত্যন্ত শুভ৷ পুজো করা হয় অশ্বত্থ এবং তুলসিগাছের৷ পবিত্র অশ্বত্থগাছকে প্রদক্ষিণ করুন।

 

পাশাপাশি এই তিথিতে যে কোনও বীজ রোপণ করাও শুভ বলে মনে করা হয়৷ এই দিন রোপণ করতে পারেন বট, অশ্বত্থ, লেবু বা কলাগাছের চারা।
পাশাপাশি এই তিথিতে যে কোনও বীজ রোপণ করাও শুভ বলে মনে করা হয়৷ এই দিন রোপণ করতে পারেন বট, অশ্বত্থ, লেবু বা কলাগাছের চারা।

 

শ্রাবণ অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশে পিতৃতর্পণ এবং পিণ্ডদান খুবই পুণ্যদায়ী বলে মনে করা হয়।
শ্রাবণ অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশে পিতৃতর্পণ এবং পিণ্ডদান খুবই পুণ্যদায়ী বলে মনে করা হয়।

 

এই তিথিতে সূর্যোদয়ের ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদীতে স্নানের পর সূর্য আরাধনা করুন। সাধ্যমতো দানধ্যান করুন।
এই তিথিতে সূর্যোদয়ের ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদীতে স্নানের পর সূর্য আরাধনা করুন। সাধ্যমতো দানধ্যান করুন।

 

শ্রাবণমাসের অমাবস্যা তিথিতে মাছকে খাবার খাওয়ালে পুণ্যসঞ্চয় করা যায় বলে বিশ্বাস।
শ্রাবণমাসের অমাবস্যা তিথিতে মাছকে খাবার খাওয়ালে পুণ্যসঞ্চয় করা যায় বলে বিশ্বাস।

 

চিনি এবং আটার দানা মিশিয়ে পিঁপড়েকে খাওয়ান অশ্বত্থ বা অন্য কোনও গাছের কাছে গিয়ে।
চিনি এবং আটার দানা মিশিয়ে পিঁপড়েকে খাওয়ান অশ্বত্থ বা অন্য কোনও গাছের কাছে গিয়ে।

Shravani Amavasya 2024 Date & Time: আসছে শ্রাবণী অমাবস্যা! কবে পালিত হবে? জানুন কত ক্ষণ থাকবে এই গুরুত্বপূর্ণ তিথি

চলছে শ্রাবণমাস। এই মাসের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
চলছে শ্রাবণমাস। এই মাসের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

 

এ বছর শ্রাবণ অমাবস্যা পড়েছে আগামী ৩ অগাস্ট।
এ বছর শ্রাবণ অমাবস্যা পড়েছে আগামী ৩ অগাস্ট।

 

৩ অগাস্ট, মঙ্গলবার দুপুর ৩.৫২ মিনিটে শুরু হবে অমাবস্যা।
৩ অগাস্ট, মঙ্গলবার দুপুর ৩.৫২ মিনিটে শুরু হবে অমাবস্যা।

 

অমাবস্যা তিথি থাকবে ৪ অগাস্ট বিকেল ৪.৪৩ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে এ দিনই পালিত হবে শ্রাবণ অমাবস্যা।
অমাবস্যা তিথি থাকবে ৪ অগাস্ট বিকেল ৪.৪৩ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে এ দিনই পালিত হবে শ্রাবণ অমাবস্যা।

 

শ্রাবণী অমাবস্যাকে হরিয়ালী অমাবস্যাও বলা হয়।
শ্রাবণী অমাবস্যাকে হরিয়ালী অমাবস্যাও বলা হয়।

 

পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথি খুবই মাহাত্ম্যপূর্ণ। পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান।
পুণ্যসঞ্চয়ের জন্য এই তিথি খুবই মাহাত্ম্যপূর্ণ। পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান।

 

বর্ষাকালে চারদিক সবুজে শ্যামল হয়ে থাকে। তাই শ্রাবণী অমাবস্যাকে বলা হয় ‘হরিয়ালী অমাবস্যা’ বা ‘সবুজ শ্যামল অমাবস্যা’।
বর্ষাকালে চারদিক সবুজে শ্যামল হয়ে থাকে। তাই শ্রাবণী অমাবস্যাকে বলা হয় ‘হরিয়ালী অমাবস্যা’ বা ‘সবুজ শ্যামল অমাবস্যা’।