Tag Archives: SIP

How To Become Crorepati: কোটিপতি হতে চান? SIP-র মাধ্যমে কি আদৌ সেটা সম্ভব? কী বলছেন আর্থিক বিশেষজ্ঞরা?

অনেকেই কোটিপতি হতে চান। কোটি কোটি টাকার সম্পদ তৈরি করতে চাইলেও সেই স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ৫, ৭, ১০, ১২ অথবা ১৫ বছরে কি কোটিপতি হওয়া সম্ভব?
অনেকেই কোটিপতি হতে চান। কোটি কোটি টাকার সম্পদ তৈরি করতে চাইলেও সেই স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ৫, ৭, ১০, ১২ অথবা ১৫ বছরে কি কোটিপতি হওয়া সম্ভব?
এই প্রশ্নের জবাবে আর্থিক বিশেষজ্ঞদের বক্তব্য, দীর্ঘমেয়াদে সিস্টেমেটিক ইনভেস্ট প্ল্যান বা এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে এই সুবিধা লাভ করা যায়। কারণ এক্ষেত্রে বিনিয়োগকারীরা চক্রবৃদ্ধি হারে সুদ পেয়ে থাকেন।
এই প্রশ্নের জবাবে আর্থিক বিশেষজ্ঞদের বক্তব্য, দীর্ঘমেয়াদে সিস্টেমেটিক ইনভেস্ট প্ল্যান বা এসআইপি-র মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে এই সুবিধা লাভ করা যায়। কারণ এক্ষেত্রে বিনিয়োগকারীরা চক্রবৃদ্ধি হারে সুদ পেয়ে থাকেন।
ফান্ডসইন্ডিয়া রিসার্চ এমএফআই-এর তথ্য বলছে, ১০০০০ টাকার এসআইপি করলে ২০ বছরে আরামসে কোটিপতি হতে পারবেন বিনিয়োগকারী। আবার সেরকম ভাবে ১৫ বছরের জন্য ২০০০০ টাকার এসআইপি, ১৩ বছরের জন্য ২৫০০০ টাকার এসআইপি এবং ১২ বছরের বেশি সময়ের জন্য ৩০০০০ টাকার এসআইপি বিনিয়োগকারীর কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।
ফান্ডসইন্ডিয়া রিসার্চ এমএফআই-এর তথ্য বলছে, ১০০০০ টাকার এসআইপি করলে ২০ বছরে আরামসে কোটিপতি হতে পারবেন বিনিয়োগকারী। আবার সেরকম ভাবে ১৫ বছরের জন্য ২০০০০ টাকার এসআইপি, ১৩ বছরের জন্য ২৫০০০ টাকার এসআইপি এবং ১২ বছরের বেশি সময়ের জন্য ৩০০০০ টাকার এসআইপি বিনিয়োগকারীর কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।
আবার কোনও রকম অ্যানুয়াল স্টেপ-আপ ছাড়াই ৪০০০০ টাকার মাসিক এসআইপি-র হাত ধরে ১০ বছরের বেশি সময়ে কোটিপতি হতে পারবেন বিনিয়োগকারী। আবার ৫০০০০ টাকার মাসিক এসআইপি বিনিয়োগকারীকে প্রায় ৯ বছরে কোটিপতি বানিয়ে দিতে পারে। আবার ৭৫০০০ টাকার মাসিক এসআইপি-র মাধ্যমে মাত্র ৭ বছরেই বিনিয়োগকারী কোটিপতি হয়ে যেতে পারেন।
আবার কোনও রকম অ্যানুয়াল স্টেপ-আপ ছাড়াই ৪০০০০ টাকার মাসিক এসআইপি-র হাত ধরে ১০ বছরের বেশি সময়ে কোটিপতি হতে পারবেন বিনিয়োগকারী। আবার ৫০০০০ টাকার মাসিক এসআইপি বিনিয়োগকারীকে প্রায় ৯ বছরে কোটিপতি বানিয়ে দিতে পারে। আবার ৭৫০০০ টাকার মাসিক এসআইপি-র মাধ্যমে মাত্র ৭ বছরেই বিনিয়োগকারী কোটিপতি হয়ে যেতে পারেন।
মিউচুয়াল ফান্ড এসআইপি রিটার্নের প্রসঙ্গে ট্রানসেন্ড কনসালট্যান্টস-এর ওয়েলথ ম্যানেজমেন্ট ডিরেক্টর কার্তিক ঝাভেরি বলেন, দীর্ঘ সময়ের জন্য একজন বিনিয়োগকারী এসআইপি থেকে ১২-১৬ শতাংশ রিটার্ন প্রত্যাশা করতে পারেন।
মিউচুয়াল ফান্ড এসআইপি রিটার্নের প্রসঙ্গে ট্রানসেন্ড কনসালট্যান্টস-এর ওয়েলথ ম্যানেজমেন্ট ডিরেক্টর কার্তিক ঝাভেরি বলেন, দীর্ঘ সময়ের জন্য একজন বিনিয়োগকারী এসআইপি থেকে ১২-১৬ শতাংশ রিটার্ন প্রত্যাশা করতে পারেন।
অপ্টিমা মানি ম্যানেজার্সের এমডি অ্যান্ড সিইও পঙ্কজ মথপাল বলেন, মিউচুয়াল ফান্ডের ১৫X১৫X১৫ নীতি মাথায় রাখা আবশ্যক। এই নীতির অর্থ হল, একজন বিনিয়োগকারী যদি ১৫ বছরের জন্য ১৫০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রায় ১৫ শতাংশ রিটার্ন আশা করতে পারেন। আর মেয়াদপূর্তির পরে দেখা যাবে, সেই বিনিয়োগের পরিমাণ হবে ১ কোটি টাকা।
অপ্টিমা মানি ম্যানেজার্সের এমডি অ্যান্ড সিইও পঙ্কজ মথপাল বলেন, মিউচুয়াল ফান্ডের ১৫X১৫X১৫ নীতি মাথায় রাখা আবশ্যক। এই নীতির অর্থ হল, একজন বিনিয়োগকারী যদি ১৫ বছরের জন্য ১৫০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রায় ১৫ শতাংশ রিটার্ন আশা করতে পারেন। আর মেয়াদপূর্তির পরে দেখা যাবে, সেই বিনিয়োগের পরিমাণ হবে ১ কোটি টাকা।
দীর্ঘমেয়াদে সম্পদ আহরণের জন্য আজকাল বিনিয়োগকারীরা এসআইপি-র উপর ব্যাপক ভাবে নির্ভর করছেন। ভারতের অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডসের জুলাই মাসের ডেটা থেকে এমনটাই জানা যাচ্ছে।
দীর্ঘমেয়াদে সম্পদ আহরণের জন্য আজকাল বিনিয়োগকারীরা এসআইপি-র উপর ব্যাপক ভাবে নির্ভর করছেন। ভারতের অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডসের জুলাই মাসের ডেটা থেকে এমনটাই জানা যাচ্ছে।
জুলাই মাসে মাসিক এসআইপি-র কন্ট্রিবিউশন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এর ইনফ্লো ছিল প্রায় ১৪৭৩৪ কোটি টাকারও বেশি।
জুলাই মাসে মাসিক এসআইপি-র কন্ট্রিবিউশন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এর ইনফ্লো ছিল প্রায় ১৪৭৩৪ কোটি টাকারও বেশি।

SIP-তে দিনে ১০০ টাকা বিনিয়োগ, ৫ বছরে কত রিটার্ন পাওয়া যেতে পারে? রইল হিসাব

একজন মধ্যবিত্তের কাছে কোটিপতি হওয়া একটি বড় স্বপ্ন। এই শ্রেণীর লোকেরা তাদের মাসিক আয় থেকে অল্প পরিমাণ সঞ্চয় করে তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করে, কারণ তাদেরও অনেক দায়িত্ব রয়েছে।
একজন মধ্যবিত্তের কাছে কোটিপতি হওয়া একটি বড় স্বপ্ন। এই শ্রেণীর লোকেরা তাদের মাসিক আয় থেকে অল্প পরিমাণ সঞ্চয় করে তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করে, কারণ তাদেরও অনেক দায়িত্ব রয়েছে।
আয়ের সামান্য উৎসের সঙ্গে তারা চায় যে তাদের বিনিয়োগ তাদের উচ্চ রিটার্ন দেয় এবং সর্বোপরি তা যেন নেতিবাচক না হয়ে যায়। ভাল আয়ের লক্ষ্যে একজন ব্যক্তির জন্য, SIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে।
আয়ের সামান্য উৎসের সঙ্গে তারা চায় যে তাদের বিনিয়োগ তাদের উচ্চ রিটার্ন দেয় এবং সর্বোপরি তা যেন নেতিবাচক না হয়ে যায়। ভাল আয়ের লক্ষ্যে একজন ব্যক্তির জন্য, SIP অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে।
এসআইপি বিনিয়োগের জন্য, যে কেউ প্রতি মাসে নিজেদের বেতন থেকে নিজেদের সঞ্চয়ের একটি ছোট অংশ বিনিয়োগ করতে পারেন, মিউচুয়াল ফান্ডে গড় রিটার্ন ১২ শতাংশ। যদিও এই রিটার্ন সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
এসআইপি বিনিয়োগের জন্য, যে কেউ প্রতি মাসে নিজেদের বেতন থেকে নিজেদের সঞ্চয়ের একটি ছোট অংশ বিনিয়োগ করতে পারেন, মিউচুয়াল ফান্ডে গড় রিটার্ন ১২ শতাংশ। যদিও এই রিটার্ন সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
কেউ যদি দীর্ঘ সময়ের জন্য একটি SIP মিউচুয়াল ফান্ড প্ল্যানে টাকা বিনিয়োগ করেন, তাহলে তাঁর কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন। এমনকি কেউ যদি প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করেন, তাহলেও কয়েক বছরে নিজেকে কোটিপতি বানাতে পারেন, যা অনেক আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
কেউ যদি দীর্ঘ সময়ের জন্য একটি SIP মিউচুয়াল ফান্ড প্ল্যানে টাকা বিনিয়োগ করেন, তাহলে তাঁর কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন। এমনকি কেউ যদি প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করেন, তাহলেও কয়েক বছরে নিজেকে কোটিপতি বানাতে পারেন, যা অনেক আর্থিক লক্ষ্য পূরণে সাহায্য করতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
দৈনিক ১০০ টাকা সঞ্চয় করে কোটিপতি হওয়ার উপায় -কেউ যদি প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করেন, তাহলে তিনি মাসে ৩,০০০ টাকা সাশ্রয় করবেন। কেউ এই পরিমাণ টাকা যদি SIP-তে ৩০ বছর ধরে একটানা বিনিয়োগ করেন, তাহলে এসআইপি ক্যালকুলেটর অনুসারে, তিনি ৩০ বছরে মাত্র ১০,৮০,০০০ টাকা বিনিয়োগ করবেন, যেখানে ১২ শতাংশে ৯৫,০৯,৭৪১ টাকা ফেরত পাবেন।
দৈনিক ১০০ টাকা সঞ্চয় করে কোটিপতি হওয়ার উপায় –
কেউ যদি প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করেন, তাহলে তিনি মাসে ৩,০০০ টাকা সাশ্রয় করবেন। কেউ এই পরিমাণ টাকা যদি SIP-তে ৩০ বছর ধরে একটানা বিনিয়োগ করেন, তাহলে এসআইপি ক্যালকুলেটর অনুসারে, তিনি ৩০ বছরে মাত্র ১০,৮০,০০০ টাকা বিনিয়োগ করবেন, যেখানে ১২ শতাংশে ৯৫,০৯,৭৪১ টাকা ফেরত পাবেন।
এমন পরিস্থিতিতে, ৩০ বছর পরে তিনি ১,০৫,৮৯,৭৪১ টাকার মালিক হবেন। প্রতি মাসে ১৫ হাজার টাকা আয় করার পরেও, কেউ যদি প্রতি মাসে ৩০০০ টাকা সাশ্রয় করেন, তাহলে কোটিপতি হওয়া সম্ভব।
এমন পরিস্থিতিতে, ৩০ বছর পরে তিনি ১,০৫,৮৯,৭৪১ টাকার মালিক হবেন। প্রতি মাসে ১৫ হাজার টাকা আয় করার পরেও, কেউ যদি প্রতি মাসে ৩০০০ টাকা সাশ্রয় করেন, তাহলে কোটিপতি হওয়া সম্ভব।
আর্থিক নিয়ম বলে যে নিজেদের আয়ের কমপক্ষে ২০ শতাংশ সঞ্চয় করা উচিত এবং এটি কোনও স্কিমে বিনিয়োগ করা উচিত। এমনকি কেউ যদি মাসে ১৫,০০০ টাকা উপার্জন করেন, তাহলে সেই পরিমাণের ২০ শতাংশ হল ৩,০০০ টাকা, নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, সেই পরিমাণ টাকা বিনিয়োগ করা উচিত।
আর্থিক নিয়ম বলে যে নিজেদের আয়ের কমপক্ষে ২০ শতাংশ সঞ্চয় করা উচিত এবং এটি কোনও স্কিমে বিনিয়োগ করা উচিত। এমনকি কেউ যদি মাসে ১৫,০০০ টাকা উপার্জন করেন, তাহলে সেই পরিমাণের ২০ শতাংশ হল ৩,০০০ টাকা, নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, সেই পরিমাণ টাকা বিনিয়োগ করা উচিত।
যেহেতু কারও আয় স্থির থাকবে না এবং এটি সময়ের সঙ্গে বাড়বে, তাই নিজেদের বেতন বৃদ্ধি পেলে একবার এসআইপিতে মাসে ৩,০০০ টাকা বিনিয়োগ করা কারও পক্ষে কঠিন হবে না।
যেহেতু কারও আয় স্থির থাকবে না এবং এটি সময়ের সঙ্গে বাড়বে, তাই নিজেদের বেতন বৃদ্ধি পেলে একবার এসআইপিতে মাসে ৩,০০০ টাকা বিনিয়োগ করা কারও পক্ষে কঠিন হবে না।

সন্তানের শিক্ষার জন্য প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করে পেয়ে যাবেন ২২.৭০ লাখ টাকা, দেখে নিন হিসেব

মধ্যবিত্ত পরিবারগুলোতে প্রায়ই টাকা খরচ করার আগে, টাকা বাঁচানোর পরিকল্পনা করতে হয়। একই সঙ্গে তারা সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে চিন্তিত থাকে। কিন্তু, অনেকেই জানেন না যে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে একটি ভাল তহবিল তৈরি করা যেতে পারে।
মধ্যবিত্ত পরিবারগুলোতে প্রায়ই টাকা খরচ করার আগে, টাকা বাঁচানোর পরিকল্পনা করতে হয়। একই সঙ্গে তারা সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে চিন্তিত থাকে। কিন্তু, অনেকেই জানেন না যে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে একটি ভাল তহবিল তৈরি করা যেতে পারে।
এর জন্য প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে না। অল্প পরিমাণে সঞ্চয় করে এবং সেগুলি বিনিয়োগ করে, মোটা তহবিল গড়ে তোলা যেতে পারে।
এর জন্য প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে না। অল্প পরিমাণে সঞ্চয় করে এবং সেগুলি বিনিয়োগ করে, মোটা তহবিল গড়ে তোলা যেতে পারে।
যদি কারও সন্তানের বয়স ২০২৪ সালে ৩ বছর হয়, তাহলে তিনি ২২ লাখ টাকার একটি ম্যাচিউরিটি ফান্ড গড়ে তুলতে পারেন যখন তারা ১৮ বছর বয়সী হবে অর্থাৎ ২০৪২ সালের মধ্যে তা পূর্ণ হবে। এর জন্য নিচে উল্লিখিত SIP পরিকল্পনা অনুসরণ করতে হবে। যে কেউ এটি সন্তানের শিক্ষা এবং উচ্চ শিক্ষার জন্য ব্যবহার করতে পারেন।
যদি কারও সন্তানের বয়স ২০২৪ সালে ৩ বছর হয়, তাহলে তিনি ২২ লাখ টাকার একটি ম্যাচিউরিটি ফান্ড গড়ে তুলতে পারেন যখন তারা ১৮ বছর বয়সী হবে অর্থাৎ ২০৪২ সালের মধ্যে তা পূর্ণ হবে। এর জন্য নিচে উল্লিখিত SIP পরিকল্পনা অনুসরণ করতে হবে। যে কেউ এটি সন্তানের শিক্ষা এবং উচ্চ শিক্ষার জন্য ব্যবহার করতে পারেন।
এসআইপি বিনিয়োগ -পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনাকে এসআইপি বলা হয়। এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। মিউচুয়াল ফান্ডগুলি বাজারের সঙ্গে যুক্ত এবং শেয়ার বাজারে সবসময় অর্থ হারানোর ভয় থাকে। কিন্তু, যেহেতু মিউচুয়াল ফান্ডগুলি যোগ্য তহবিল পরিচালকদের দ্বারা পরিচালিত হয়, সেহেতু তাদের অর্থ হারানোর সম্ভাবনা কম থাকে।
এসআইপি বিনিয়োগ –
পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনাকে এসআইপি বলা হয়। এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। মিউচুয়াল ফান্ডগুলি বাজারের সঙ্গে যুক্ত এবং শেয়ার বাজারে সবসময় অর্থ হারানোর ভয় থাকে। কিন্তু, যেহেতু মিউচুয়াল ফান্ডগুলি যোগ্য তহবিল পরিচালকদের দ্বারা পরিচালিত হয়, সেহেতু তাদের অর্থ হারানোর সম্ভাবনা কম থাকে।
এসআইপি-তে প্রতি মাসে অর্থ বিনিয়োগ করলে, বাজার ভাল পারফর্ম না করলেও, একবার ভাল পারফরম্যান্স শুরু করলে তা ভারসাম্য বজায় রাখে। সুতরাং এসআইপি বিনিয়োগের মাধ্যমে, দীর্ঘমেয়াদে অর্থ হারানোর ঝুঁকি অনেক কম। এসআইপি-এর মাধ্যমে যত বেশি সময় ধরে বিনিয়োগ করা যাবে, ততই ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে।
এসআইপি-তে প্রতি মাসে অর্থ বিনিয়োগ করলে, বাজার ভাল পারফর্ম না করলেও, একবার ভাল পারফরম্যান্স শুরু করলে তা ভারসাম্য বজায় রাখে। সুতরাং এসআইপি বিনিয়োগের মাধ্যমে, দীর্ঘমেয়াদে অর্থ হারানোর ঝুঁকি অনেক কম। এসআইপি-এর মাধ্যমে যত বেশি সময় ধরে বিনিয়োগ করা যাবে, ততই ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে।
SIP ক্যালকুলেটর: ১৫০ টাকা থেকে ২২ লাখ টাকা -এই SIP প্ল্যানে দৈনিক ১৫০ টাকা বিনিয়োগ করতে হবে। তার মানে কেউ এক মাসে ৪,৫০০ টাকা এবং বছরে ৫৪,০০০ টাকা বিনিয়োগ করবেন৷

এই বিষয়ে মনে রাখতে হবে যে, এই বিনিয়োগটি ১৫ বছরের জন্য করতে হবে অর্থাৎ ১৫ বছরে SIP-এ মোট ৮,১০,০০০ টাকা বিনিয়োগ করা হবে। সাধারণত, SIP-তে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বার্ষিক ১২ শতাংশ রিটার্ন দিতে পারে।
SIP ক্যালকুলেটর: ১৫০ টাকা থেকে ২২ লাখ টাকা –
এই SIP প্ল্যানে দৈনিক ১৫০ টাকা বিনিয়োগ করতে হবে। তার মানে কেউ এক মাসে ৪,৫০০ টাকা এবং বছরে ৫৪,০০০ টাকা বিনিয়োগ করবেন৷
এই বিষয়ে মনে রাখতে হবে যে, এই বিনিয়োগটি ১৫ বছরের জন্য করতে হবে অর্থাৎ ১৫ বছরে SIP-এ মোট ৮,১০,০০০ টাকা বিনিয়োগ করা হবে। সাধারণত, SIP-তে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বার্ষিক ১২ শতাংশ রিটার্ন দিতে পারে।
সুতরাং ১২ শতাংশ রিটার্ন অনুযায়ী, ১৫ বছরে বছরে ১৪,৬০,৫৯২ টাকা সুদ পাওয়া যাবে। একই সময়ে, যখন SIP ম্যাচিওর হবে, বিনিয়োগের পরিমাণ (৮,১০,০০০ টাকা) এবং সুদের পরিমাণ (১৪,৬০,৫৯২ টাকা) একসঙ্গে পাওয়া যাবে। অর্থাৎ মোট পরিমাণ হবে ২২,৭০,৫৯২ টাকা।
সুতরাং ১২ শতাংশ রিটার্ন অনুযায়ী, ১৫ বছরে বছরে ১৪,৬০,৫৯২ টাকা সুদ পাওয়া যাবে। একই সময়ে, যখন SIP ম্যাচিওর হবে, বিনিয়োগের পরিমাণ (৮,১০,০০০ টাকা) এবং সুদের পরিমাণ (১৪,৬০,৫৯২ টাকা) একসঙ্গে পাওয়া যাবে। অর্থাৎ মোট পরিমাণ হবে ২২,৭০,৫৯২ টাকা।
কিন্তু, মনে রাখতে হবে যে বিনিয়োগ করার আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত, যা নিজেদের এসআইপি রিটার্ন উন্নত করতে পারে।
কিন্তু, মনে রাখতে হবে যে বিনিয়োগ করার আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার সঙ্গে পরামর্শ করা উচিত, যা নিজেদের এসআইপি রিটার্ন উন্নত করতে পারে।

মাসের পর মাস টাকা দিয়েই যাচ্ছেন ! জানেন তো SIP-তে টাকা দেওয়া ঠিক কখন বন্ধ করতে হবে ?

একটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি হল বিনিয়োগের একটি চমৎকার হাতিয়ার, যেখানে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে মোটা টাকার তহবিল গড়ে তোলা যেতে পারে। এটি সকলকে নিয়মিত সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে এবং টাকা বিনিয়োগের ক্ষেত্রে আরও শৃঙ্খলাবদ্ধ হতে সাহায্য করে।
একটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি হল বিনিয়োগের একটি চমৎকার হাতিয়ার, যেখানে দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে মোটা টাকার তহবিল গড়ে তোলা যেতে পারে। এটি সকলকে নিয়মিত সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে এবং টাকা বিনিয়োগের ক্ষেত্রে আরও শৃঙ্খলাবদ্ধ হতে সাহায্য করে।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) বিনিয়োগগুলি নিজেদের বিনিয়োগের সামগ্রিক খরচ কমাতে সাহায্য করার জন্য গড় টাকার খরচ ব্যবহার করে। কিন্তু যদি বাজার প্রত্যাশা অনুযায়ী প্রতিক্রিয়া না দেখায় তাহলে কি এসআইপি বিনিয়োগের ভারসাম্য বজায় রাখা উচিত, না কি সেগুলি হোল্ডে রাখা উচিত? যদি তাই হয়, তাহলে কখন এটি করার সেরা সময় হতে পারে? এক নজরে জেনে নেওয়া যাক সেই সকল গুরুত্বপূর্ণ বিষয়।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) বিনিয়োগগুলি নিজেদের বিনিয়োগের সামগ্রিক খরচ কমাতে সাহায্য করার জন্য গড় টাকার খরচ ব্যবহার করে। কিন্তু যদি বাজার প্রত্যাশা অনুযায়ী প্রতিক্রিয়া না দেখায় তাহলে কি এসআইপি বিনিয়োগের ভারসাম্য বজায় রাখা উচিত, না কি সেগুলি হোল্ডে রাখা উচিত? যদি তাই হয়, তাহলে কখন এটি করার সেরা সময় হতে পারে? এক নজরে জেনে নেওয়া যাক সেই সকল গুরুত্বপূর্ণ বিষয়।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হোল্ড করে রাখার সেরা মুহূর্ত -বিনিয়োগে একটি সংক্ষিপ্ত বিরতি হল সমস্ত SIP-এ উপলব্ধ একটি বিকল্প। অনেক বিনিয়োগকারী এই বিরতি বৈশিষ্ট্য সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞাত এবং এটির অপব্যবহার করেন। যখন বাজার অস্থির এবং চ্যালেঞ্জিং হয়, অনেক বিনিয়োগকারী ঘন ঘন SIP বিনিয়োগ বিরতি ফাংশন ব্যবহার করেন।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) হোল্ড করে রাখার সেরা মুহূর্ত –
বিনিয়োগে একটি সংক্ষিপ্ত বিরতি হল সমস্ত SIP-এ উপলব্ধ একটি বিকল্প। অনেক বিনিয়োগকারী এই বিরতি বৈশিষ্ট্য সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞাত এবং এটির অপব্যবহার করেন। যখন বাজার অস্থির এবং চ্যালেঞ্জিং হয়, অনেক বিনিয়োগকারী ঘন ঘন SIP বিনিয়োগ বিরতি ফাংশন ব্যবহার করেন।
কিন্তু, যদি বাজার অস্থির হয় বিনিয়োগকারীদের তাঁদের এসআইপিগুলির সঙ্গে লেগে থাকা উচিত। যখন বাজার অবশেষে ঘুরে দাঁড়ায়, বাজারের নিম্নমুখী সময়ে বিনিয়োগ অব্যাহত রাখা বিনিয়োগকারীদের আরও ইউনিট তৈরি করতে সক্ষম করে, যা শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদে ভাল লাভের কারণ হতে পারে।
কিন্তু, যদি বাজার অস্থির হয় বিনিয়োগকারীদের তাঁদের এসআইপিগুলির সঙ্গে লেগে থাকা উচিত। যখন বাজার অবশেষে ঘুরে দাঁড়ায়, বাজারের নিম্নমুখী সময়ে বিনিয়োগ অব্যাহত রাখা বিনিয়োগকারীদের আরও ইউনিট তৈরি করতে সক্ষম করে, যা শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদে ভাল লাভের কারণ হতে পারে।
একটি এসআইপি-তে বিরতি বৈশিষ্ট্যটি শুধুমাত্র সেই ক্ষেত্রে ব্যবহার করা উচিত, যেখানে মূলধনের অস্থায়ী ঘাটতি বা চাকরি হারানো হয়। কিছুক্ষণের জন্য এসআইপি বিনিয়োগ থামিয়ে দিলে নিজেদের অর্থ বের করার সময় সুবিধা হবে। যখন নিজেদের অ্যাকাউন্টে প্রয়োজনীয় তহবিল থাকে, তখন SIP বিনিয়োগের সঙ্গে এগিয়ে যাওয়া যেতে পারে।
একটি এসআইপি-তে বিরতি বৈশিষ্ট্যটি শুধুমাত্র সেই ক্ষেত্রে ব্যবহার করা উচিত, যেখানে মূলধনের অস্থায়ী ঘাটতি বা চাকরি হারানো হয়। কিছুক্ষণের জন্য এসআইপি বিনিয়োগ থামিয়ে দিলে নিজেদের অর্থ বের করার সময় সুবিধা হবে। যখন নিজেদের অ্যাকাউন্টে প্রয়োজনীয় তহবিল থাকে, তখন SIP বিনিয়োগের সঙ্গে এগিয়ে যাওয়া যেতে পারে।
এসআইপি সম্পূর্ণভাবে বন্ধ করা বনাম এসআইপি হোল্ড করা -এসআইপি বিনিয়োগে সম্পূর্ণ স্থগিত করা অনেকগুলি ত্রুটির সঙ্গে আসে। কেউ যদি নিজেদের এসআইপি বিনিয়োগ বন্ধ করার কথা বিবেচনা করেন, সেই সম্পর্কে সচেতন হওয়ার জন্য নিম্নোক্ত কিছু ত্রুটি রয়েছে -
এসআইপি সম্পূর্ণভাবে বন্ধ করা বনাম এসআইপি হোল্ড করা –
এসআইপি বিনিয়োগে সম্পূর্ণ স্থগিত করা অনেকগুলি ত্রুটির সঙ্গে আসে। কেউ যদি নিজেদের এসআইপি বিনিয়োগ বন্ধ করার কথা বিবেচনা করেন, সেই সম্পর্কে সচেতন হওয়ার জন্য নিম্নোক্ত কিছু ত্রুটি রয়েছে –
কেউ যদি নতুন বিনিয়োগ শুরু না করেন, তাহলে নিজের জন্য যে আর্থিক লক্ষ্য নির্ধারণ করেছেন, তাতে পৌঁছানো সম্ভব হবে না। একবার থামলে, আবার নতুন করে শুরু করতে হবে। কেউ যখন ধারাবাহিকভাবে বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগগুলি বজায় রাখেন, তখন চক্রবৃদ্ধির সুবিধা সর্বাধিক হয়।
কেউ যদি নতুন বিনিয়োগ শুরু না করেন, তাহলে নিজের জন্য যে আর্থিক লক্ষ্য নির্ধারণ করেছেন, তাতে পৌঁছানো সম্ভব হবে না। একবার থামলে, আবার নতুন করে শুরু করতে হবে। কেউ যখন ধারাবাহিকভাবে বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগগুলি বজায় রাখেন, তখন চক্রবৃদ্ধির সুবিধা সর্বাধিক হয়।
কেউ যদি প্রক্রিয়াটি শেষ করেন, তবে সেই সুবিধা আর পাওয়া যাবে না। কেউ যদি হঠাৎ করে SIP পেমেন্ট করা বন্ধ করে দেন, তাহলে তিনি গড়ে তোলা টাকার খরচের সুবিধা হারাবেন। উপরে উল্লিখিত কারণগুলির জন্য, SIP বিরাম দেওয়া সর্বদা এটিকে সম্পূর্ণরূপে বন্ধ করার চেয়ে ভাল।
কেউ যদি প্রক্রিয়াটি শেষ করেন, তবে সেই সুবিধা আর পাওয়া যাবে না। কেউ যদি হঠাৎ করে SIP পেমেন্ট করা বন্ধ করে দেন, তাহলে তিনি গড়ে তোলা টাকার খরচের সুবিধা হারাবেন। উপরে উল্লিখিত কারণগুলির জন্য, SIP বিরাম দেওয়া সর্বদা এটিকে সম্পূর্ণরূপে বন্ধ করার চেয়ে ভাল।
SIP পজ বিকল্পের জন্য মূল সুপারিশ -সাম্প্রতিক সময়ে, বেশ কয়েকটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMCs) এবং অনলাইন প্ল্যাটফর্ম একটি টুল চালু করেছে, যা SIP পজ ফাংশন নামে পরিচিত। কারণ কেউ যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পূর্ণভাবে ছেড়ে দেন, তাহলে তিনি সম্পূর্ণভাবে শিল্প থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে যান। এই কারণেই এই অপশনটি এটি করার বিকল্প দেয় এবং এখনও এটির সঙ্গে নিজেদের সংযোগ বজায় রাখে।
SIP পজ বিকল্পের জন্য মূল সুপারিশ –
সাম্প্রতিক সময়ে, বেশ কয়েকটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMCs) এবং অনলাইন প্ল্যাটফর্ম একটি টুল চালু করেছে, যা SIP পজ ফাংশন নামে পরিচিত। কারণ কেউ যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পূর্ণভাবে ছেড়ে দেন, তাহলে তিনি সম্পূর্ণভাবে শিল্প থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে যান। এই কারণেই এই অপশনটি এটি করার বিকল্প দেয় এবং এখনও এটির সঙ্গে নিজেদের সংযোগ বজায় রাখে।
SIP পজ বিকল্পের জন্য মূল সুপারিশ -সাম্প্রতিক সময়ে, বেশ কয়েকটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMCs) এবং অনলাইন প্ল্যাটফর্ম একটি টুল চালু করেছে, যা SIP পজ ফাংশন নামে পরিচিত। কারণ কেউ যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পূর্ণভাবে ছেড়ে দেন, তাহলে তিনি সম্পূর্ণভাবে শিল্প থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে যান। এই কারণেই এই অপশনটি এটি করার বিকল্প দেয় এবং এখনও এটির সঙ্গে নিজেদের সংযোগ বজায় রাখে।
SIP পজ বিকল্পের জন্য মূল সুপারিশ –
সাম্প্রতিক সময়ে, বেশ কয়েকটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMCs) এবং অনলাইন প্ল্যাটফর্ম একটি টুল চালু করেছে, যা SIP পজ ফাংশন নামে পরিচিত। কারণ কেউ যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পূর্ণভাবে ছেড়ে দেন, তাহলে তিনি সম্পূর্ণভাবে শিল্প থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে যান। এই কারণেই এই অপশনটি এটি করার বিকল্প দেয় এবং এখনও এটির সঙ্গে নিজেদের সংযোগ বজায় রাখে।
এই বিরতি বিকল্পটি যে সময়ের জন্য উপলব্ধ তা AMC দ্বারা নির্ধারিত হয় এবং এটি ১ মাস থেকে ৬ মাস পর্যন্ত হতে পারে। যাই হোক, এই পরিষেবাটি ব্যবহার করার জন্য, SIP প্রদানের ১০-১৫ দিন আগে বিনিয়োগ স্থগিত করার জন্য নিজেদের অনুরোধ জমা দিতে হবে। এটা বাঞ্ছনীয় যে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে (AMCs) বিনিয়োগ করা হয়েছে তা চেক করতে হবে।
এই বিরতি বিকল্পটি যে সময়ের জন্য উপলব্ধ তা AMC দ্বারা নির্ধারিত হয় এবং এটি ১ মাস থেকে ৬ মাস পর্যন্ত হতে পারে। যাই হোক, এই পরিষেবাটি ব্যবহার করার জন্য, SIP প্রদানের ১০-১৫ দিন আগে বিনিয়োগ স্থগিত করার জন্য নিজেদের অনুরোধ জমা দিতে হবে। এটা বাঞ্ছনীয় যে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিতে (AMCs) বিনিয়োগ করা হয়েছে তা চেক করতে হবে।
এসআইপি বিনিয়োগগুলিকে এলোমেলো করার জন্য বছরের কোন সময়টি আদর্শ -
এসআইপি বিনিয়োগগুলিকে এলোমেলো করার জন্য বছরের কোন সময়টি আদর্শ –
একটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের অনেক নমনীয়তা রয়েছে, যা এর অন্যতম প্রধান সুবিধা। এসআইপি বিনিয়োগের সঙ্গে যে কোনও সময় নিজেদের বরাদ্দ পরিবর্তন করার স্বাধীনতা রয়েছে। উদাহরণস্বরূপ, যদি কারও ইক্যুইটি ফান্ডে অর্থ থাকে এবং তিনি আরও বৈচিত্র্য আনতে চান বা অস্থিরতার কারণে ঋণ তহবিলে স্যুইচ করতে চান, তাহলে ঋণ তহবিলে পরিবর্তন করে তা করা যেতে পারে। বাজারের মন্দার সময় SIP হোল্ডিংগুলিকে ভারসাম্য বজায় রাখার সুযোগটি প্রায়শই ঘটে।
একটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের অনেক নমনীয়তা রয়েছে, যা এর অন্যতম প্রধান সুবিধা। এসআইপি বিনিয়োগের সঙ্গে যে কোনও সময় নিজেদের বরাদ্দ পরিবর্তন করার স্বাধীনতা রয়েছে। উদাহরণস্বরূপ, যদি কারও ইক্যুইটি ফান্ডে অর্থ থাকে এবং তিনি আরও বৈচিত্র্য আনতে চান বা অস্থিরতার কারণে ঋণ তহবিলে স্যুইচ করতে চান, তাহলে ঋণ তহবিলে পরিবর্তন করে তা করা যেতে পারে। বাজারের মন্দার সময় SIP হোল্ডিংগুলিকে ভারসাম্য বজায় রাখার সুযোগটি প্রায়শই ঘটে।
একই তহবিলে বিনিয়োগ রেখে বাজারে হার্ড প্যাচ বের করা যেতে পারে অথবা নিজেদের পোর্টফোলিওর ভারসাম্য বজায় রাখতে তা পুনরায় বেছে নেওয়া যেতে পারে। কেউ যদি এটি করেন, তাহলে বাজার যাই হোক না কেন, তিনি সম্পদ সংগ্রহ করতে আরও ভালভাবে প্রস্তুত থাকবেন। বাজার রুক্ষ পর্যায়ে যেতে পারে এবং এটি বিনিয়োগকারীদের জন্য আর্থিকভাবে ক্লান্তিকর হতে পারে।
একই তহবিলে বিনিয়োগ রেখে বাজারে হার্ড প্যাচ বের করা যেতে পারে অথবা নিজেদের পোর্টফোলিওর ভারসাম্য বজায় রাখতে তা পুনরায় বেছে নেওয়া যেতে পারে। কেউ যদি এটি করেন, তাহলে বাজার যাই হোক না কেন, তিনি সম্পদ সংগ্রহ করতে আরও ভালভাবে প্রস্তুত থাকবেন। বাজার রুক্ষ পর্যায়ে যেতে পারে এবং এটি বিনিয়োগকারীদের জন্য আর্থিকভাবে ক্লান্তিকর হতে পারে।

Recurring Deposit না SIP? এক নজরে দেখে নিন কোথায় বিনিয়োগ করলে বেশি রিটার্ন আসবে

কেউ যদি ভবিষ্যতের জন্য একটি বড় তহবিল প্রস্তুত করতে চান, তাহলে তাঁকে সঞ্চয় এবং বিনিয়োগের মন্ত্রটি মনে রাখতে হবে। প্রতি মাসে নিজেদের আয়ের কিছুটা সঞ্চয় করতে হবে এবং এটি একটি ভাল স্কিমে বিনিয়োগ করতে হবে। যদিও আজকাল অনেক বিনিয়োগের বিকল্প পাওয়া যায়।
কেউ যদি ভবিষ্যতের জন্য একটি বড় তহবিল প্রস্তুত করতে চান, তাহলে তাঁকে সঞ্চয় এবং বিনিয়োগের মন্ত্রটি মনে রাখতে হবে। প্রতি মাসে নিজেদের আয়ের কিছুটা সঞ্চয় করতে হবে এবং এটি একটি ভাল স্কিমে বিনিয়োগ করতে হবে। যদিও আজকাল অনেক বিনিয়োগের বিকল্প পাওয়া যায়।
কিন্তু, যখনই মাসিক বিনিয়োগের কথা আসে, যে দুটি স্কিমগুলির কথা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়, তা হল রেকারিং ডিপোজিট (RD) এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)৷ যে কোনও ব্যক্তি এই দুটি স্কিমে মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন।
কিন্তু, যখনই মাসিক বিনিয়োগের কথা আসে, যে দুটি স্কিমগুলির কথা সবচেয়ে বেশি উল্লেখ করা হয়, তা হল রেকারিং ডিপোজিট (RD) এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)৷ যে কোনও ব্যক্তি এই দুটি স্কিমে মাত্র ১০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন।
ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যে কোনও জায়গায় RD শুরু করা যেতে পারে। যেখানে টাকা মিউচুয়াল ফান্ডে SIP-এর মাধ্যমে বিনিয়োগ করা হয়, তাই বিনিয়োগকারীদের একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। আরডি এবং এসআইপি উভয়ের সুবিধা এবং অসুবিধা আলাদা। তাই এক নজরে দেখে নেওয়া যাক কোন স্কিমটি কার জন্য ভাল।
ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যে কোনও জায়গায় RD শুরু করা যেতে পারে। যেখানে টাকা মিউচুয়াল ফান্ডে SIP-এর মাধ্যমে বিনিয়োগ করা হয়, তাই বিনিয়োগকারীদের একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। আরডি এবং এসআইপি উভয়ের সুবিধা এবং অসুবিধা আলাদা। তাই এক নজরে দেখে নেওয়া যাক কোন স্কিমটি কার জন্য ভাল।
রেকারিং ডিপোজিট -কেউ যদি একটি ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট শুরু করেন, তাহলে তাঁর পছন্দ অনুযায়ী যে কোনও সময়ের জন্য RD শুরু করতে পারেন - ১, ২, ৩, ৪, ৫ বা ১০ বছর। বছর অনুযায়ী প্রতিটি ব্যাঙ্কে সুদের হার ভিন্ন হয়। কিন্তু, কেউ যদি পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট শুরু করতে চান, তাহলে তাঁকে কমপক্ষে ৫ বছরের জন্য এটিতে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। কারণ পোস্ট অফিস RD-র সময়কাল ৫ বছরের জন্য।
রেকারিং ডিপোজিট –
কেউ যদি একটি ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট শুরু করেন, তাহলে তাঁর পছন্দ অনুযায়ী যে কোনও সময়ের জন্য RD শুরু করতে পারেন – ১, ২, ৩, ৪, ৫ বা ১০ বছর। বছর অনুযায়ী প্রতিটি ব্যাঙ্কে সুদের হার ভিন্ন হয়। কিন্তু, কেউ যদি পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট শুরু করতে চান, তাহলে তাঁকে কমপক্ষে ৫ বছরের জন্য এটিতে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। কারণ পোস্ট অফিস RD-র সময়কাল ৫ বছরের জন্য।
রেকারিং ডিপোজিটের সুবিধা ও অসুবিধা -- RD-র সুবিধা হল এতে নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে।

- যেহেতু এটি একটি নিরাপদ বিনিয়োগ, তাই অনেকে এটিকে সঞ্চয় এবং বিনিয়োগের একটি ভাল উপায় বলে মনে করেন।

- বেশিরভাগ লোক RD-র মাধ্যমে অর্থ সঞ্চয় করেন, এতে সুদ নেন এবং তারপরে RD-র মাধ্যমে সংগৃহীত পরিমাণ FD-তে রূপান্তরিত করেন।
রেকারিং ডিপোজিটের সুবিধা ও অসুবিধা –
– RD-র সুবিধা হল এতে নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে।
– যেহেতু এটি একটি নিরাপদ বিনিয়োগ, তাই অনেকে এটিকে সঞ্চয় এবং বিনিয়োগের একটি ভাল উপায় বলে মনে করেন।
– বেশিরভাগ লোক RD-র মাধ্যমে অর্থ সঞ্চয় করেন, এতে সুদ নেন এবং তারপরে RD-র মাধ্যমে সংগৃহীত পরিমাণ FD-তে রূপান্তরিত করেন।
- যে পরিমাণ মাসিক RD শুরু করা হবে, পুরো মেয়াদের জন্য প্রতিটি ক্ষেত্রে একটি নির্দিষ্ট তারিখে সেই পরিমাণ টাকা জমা করতে হবে।- কেউ যদি মেয়াদ শেষ হওয়ার আগে আরডি বন্ধ করেন, তাহলে এর জন্য জরিমানা দিতে হবে।

- SBI-এ, RD-র সুদ ৬.৮০ শতাংশ থেকে ৭.০০ শতাংশ পর্যন্ত, যেখানে সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ বেশি সুদ পান।
– যে পরিমাণ মাসিক RD শুরু করা হবে, পুরো মেয়াদের জন্য প্রতিটি ক্ষেত্রে একটি নির্দিষ্ট তারিখে সেই পরিমাণ টাকা জমা করতে হবে।
– কেউ যদি মেয়াদ শেষ হওয়ার আগে আরডি বন্ধ করেন, তাহলে এর জন্য জরিমানা দিতে হবে।
– SBI-এ, RD-র সুদ ৬.৮০ শতাংশ থেকে ৭.০০ শতাংশ পর্যন্ত, যেখানে সিনিয়র সিটিজেনরা ০.৫০ শতাংশ বেশি সুদ পান।
- বর্তমানে, পোস্ট অফিসে RD-র উপর ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।- RD-র বিরুদ্ধে লোন বা ওভারড্রাফ্ট-এর সুবিধাও পাওয়া যেতে পারে।

- এটি কারও জমার পরিমাণের ৮০ থেকে ৯০ শতাংশ হতে পারে।

- RD-র মেয়াদপূর্তিতে প্রাপ্ত সুদের উপর ট্যাক্স ধার্য করা হয়।
– বর্তমানে, পোস্ট অফিসে RD-র উপর ৬.৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
– RD-র বিরুদ্ধে লোন বা ওভারড্রাফ্ট-এর সুবিধাও পাওয়া যেতে পারে।
– এটি কারও জমার পরিমাণের ৮০ থেকে ৯০ শতাংশ হতে পারে।
– RD-র মেয়াদপূর্তিতে প্রাপ্ত সুদের উপর ট্যাক্স ধার্য করা হয়।
- যদি RD-র সুদের আয় ৪০,০০০ টাকা পর্যন্ত হয় (সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা), তাহলে এতে কোনও কর দিতে হবে না।- এর বেশি হলে ১০ শতাংশ টিডিএস কেটে নেওয়া হয়।
– যদি RD-র সুদের আয় ৪০,০০০ টাকা পর্যন্ত হয় (সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা), তাহলে এতে কোনও কর দিতে হবে না।
– এর বেশি হলে ১০ শতাংশ টিডিএস কেটে নেওয়া হয়।
এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান -এসআইপি, আরডির মতো ছোট বিনিয়োগ দিয়েও শুরু করা যেতে পারে। কিন্তু এসআইপি-তে, বাজারে অর্থ বিনিয়োগ করা হয়, তাই রিটার্ন নিশ্চিত করা যায় না। তবুও, বেশিরভাগ বিশেষজ্ঞ সম্পদ সৃষ্টির ক্ষেত্রে এসআইপিকে সেরা বিনিয়োগের বিকল্প বলে মনে করেন। ফান্ড ম্যানেজাররা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অর্থ পরিচালনা করেন।
এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান –
এসআইপি, আরডির মতো ছোট বিনিয়োগ দিয়েও শুরু করা যেতে পারে। কিন্তু এসআইপি-তে, বাজারে অর্থ বিনিয়োগ করা হয়, তাই রিটার্ন নিশ্চিত করা যায় না। তবুও, বেশিরভাগ বিশেষজ্ঞ সম্পদ সৃষ্টির ক্ষেত্রে এসআইপিকে সেরা বিনিয়োগের বিকল্প বলে মনে করেন। ফান্ড ম্যানেজাররা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অর্থ পরিচালনা করেন।
এই কারণে, ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়। RD-র মতো, এতেও ১, ২, ৩, ৪, ৫ বা তার বেশি সময়ের জন্য SIP-তে বিনিয়োগ চালিয়ে যাওয়া যায়। কিন্তু কেউ যদি এসআইপি থেকে আরও ভাল মুনাফা অর্জন করতে চান, তবে এটি দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যাওয়া উচিত। কারণ এতে চক্রবৃদ্ধির সুবিধা রয়েছে এবং দীর্ঘমেয়াদে দ্রুত সম্পদ সৃষ্টির দিকে নিয়ে যায়।
এই কারণে, ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়। RD-র মতো, এতেও ১, ২, ৩, ৪, ৫ বা তার বেশি সময়ের জন্য SIP-তে বিনিয়োগ চালিয়ে যাওয়া যায়। কিন্তু কেউ যদি এসআইপি থেকে আরও ভাল মুনাফা অর্জন করতে চান, তবে এটি দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যাওয়া উচিত। কারণ এতে চক্রবৃদ্ধির সুবিধা রয়েছে এবং দীর্ঘমেয়াদে দ্রুত সম্পদ সৃষ্টির দিকে নিয়ে যায়।
এসআইপির সুবিধা এবং অসুবিধা -- এতে লক-ইন পিরিয়ডের মতো কোনও বাধ্যবাধকতা নেই। এতে নমনীয়তা পাওয়া যাবে।

- কেউ যে কোনও সময় বিরতি নিতে পারেন ও পুনরায় শুরু করতে পারেন। আবার যে কোনও সময় টাকা তুলতে পারে।

- বিশেষজ্ঞদের মতে, এসআইপি-তে গড় রিটার্ন প্রায় ১২ শতাংশ। কখনও কখনও, এটি এর চেয়ে বেশি হয়। এমন পরিস্থিতিতে দেখা যায় এই রিটার্ন আরডি থেকে অনেক বেশি।
এসআইপির সুবিধা এবং অসুবিধা –
– এতে লক-ইন পিরিয়ডের মতো কোনও বাধ্যবাধকতা নেই। এতে নমনীয়তা পাওয়া যাবে।
– কেউ যে কোনও সময় বিরতি নিতে পারেন ও পুনরায় শুরু করতে পারেন। আবার যে কোনও সময় টাকা তুলতে পারে।
– বিশেষজ্ঞদের মতে, এসআইপি-তে গড় রিটার্ন প্রায় ১২ শতাংশ। কখনও কখনও, এটি এর চেয়ে বেশি হয়। এমন পরিস্থিতিতে দেখা যায় এই রিটার্ন আরডি থেকে অনেক বেশি।
- যে কেউ দীর্ঘমেয়াদী SIP-এর মাধ্যমে একটি ভাল তহবিল তৈরি করতে পারেন।- এসআইপি-তে, টাকার গড় খরচের সুবিধা পাওয়া যায়।

- এর মানে হল যে, যদি বাজার পতনের মধ্যে থাকে এবং কেউ অর্থ বিনিয়োগ করেছেন, তাহলে তাঁকে আরও ইউনিট বরাদ্দ করা হবে। যদি বাজার তেজ হয়, তাহলে কম ইউনিট বরাদ্দ করা হবে।
– যে কেউ দীর্ঘমেয়াদী SIP-এর মাধ্যমে একটি ভাল তহবিল তৈরি করতে পারেন।
– এসআইপি-তে, টাকার গড় খরচের সুবিধা পাওয়া যায়।
– এর মানে হল যে, যদি বাজার পতনের মধ্যে থাকে এবং কেউ অর্থ বিনিয়োগ করেছেন, তাহলে তাঁকে আরও ইউনিট বরাদ্দ করা হবে। যদি বাজার তেজ হয়, তাহলে কম ইউনিট বরাদ্দ করা হবে।
- বাজার পড়ে গেলেও বিনিয়োগকারীর ক্ষতি হবে না।- এমন পরিস্থিতিতে, যখন বাজার বেড়ে যায়, গড় বিনিয়োগে আরও ভাল রিটার্ন পাওয়ার সুযোগ পাওয়া যেতে পারে।
– বাজার পড়ে গেলেও বিনিয়োগকারীর ক্ষতি হবে না।
– এমন পরিস্থিতিতে, যখন বাজার বেড়ে যায়, গড় বিনিয়োগে আরও ভাল রিটার্ন পাওয়ার সুযোগ পাওয়া যেতে পারে।

SIP Investment: যাঁরা SIP করছেন তাঁদের জন্য সুখবর, SEBI মিউচুয়াল ফান্ডের সহযোগিতায় করছে এই বড় কাজ

নিউ দিল্লি: বাজার নিয়ন্ত্রক SEBI মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য ২৫০ টাকার মতো একটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) শুরু করার কথা বিবেচনা করছে। SEBI চেয়ারপারসন মাধবী পুরি বুচ বলেছেন যে, বাজার নিয়ন্ত্রক মিউচুয়াল ফান্ড বিনিয়োগকে আরও সুরক্ষিত করতে চায় এবং এসআইপিগুলিকে বর্তমান ৫০০ টাকার নিচে নামিয়ে আনতে চায়।

বিজনেস টুডে আয়োজিত একটি ইভেন্টে বক্তৃতাকালে, SEBI চেয়ারপারসন বলেছিলেন যে, বাজার নিয়ন্ত্রক শিল্প সংস্থা ২৫০ টাকা SIP কার্যকর করার জন্য মিউচুয়াল ফান্ডের সঙ্গে কাজ করছে। তিনি জানিয়েছিলেন যে, “আমরা তাদের সঙ্গে কাজ করছি যে সেই খরচটি কোথায় এবং সেবি কি করতে পারে, যাতে এটি প্রতি মাসে ২৫০ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়”।

SIP কী? SIP নিয়মিত বিনিয়োগের নীতিতে কাজ করে। এটি বিনিয়োগকারীর পুনরাবৃত্ত আমানতের মতো, যেখানে তাঁরা প্রতি মাসে একটি ছোট পরিমাণ টাকা রাখেন। এটি বিনিয়োগকারীদের একটি বিশাল এককালীন বিনিয়োগ করার পরিবর্তে ছোট পর্যায়ক্রমিক বিনিয়োগ (মাসিক বা ত্রৈমাসিক) করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে দেয়।

শিল্পের AUM ৫০ ট্রিলিয়নের কাছাকাছি – বুচের বিবৃতি এমন সময়ে এসেছে যখন ভারতীয় মিউচুয়াল ফান্ড শিল্পের মোট সম্পদের অধীনে ব্যবস্থাপনা (AUM) ৫০ ট্রিলিয়নের কাছাকাছি। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ট্রেড বডি অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া (এএমএফআই) দ্বারা ৮ ডিসেম্বর প্রকাশিত তথ্য অনুসারে, মিউচুয়াল ফান্ড শিল্পের AUM নভেম্বর মাসে ৪৯.০৪ ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে।

দেশীয় বিনিয়োগকারীরা বাজারকে ধাক্কা থেকে বাঁচিয়েছে – নিশ্চিত হওয়ার জন্য, কিছু মিউচুয়াল ফান্ড হাউস ইতিমধ্যেই ১০০ টাকার কম SIP অফার করছে। কিন্তু বিকল্পগুলি সীমিত কারণ তাদের পক্ষে সেই স্তরে SIP অফার করা কার্যকর নাও হতে পারে।

আরও পড়ুন, ‘জোটসঙ্গী’ সিপিএমকে বাংলায় আসন ছাড়বে তৃণমূল? কংগ্রেসের জন্যও কী ভাবনা শাসক দলের

আরও পড়ুন, নজরে ২০২৪! মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মাস্টার স্ট্রোক’ উত্তরবঙ্গে! জলপাইগুড়িতে বড় ঘোষণা? চর্চা তুঙ্গে

কীভাবে কম এসআইপিগুলি ভারতীয় ইক্যুইটি বাজারে আরও স্থিতিস্থাপকতা আনতে পারে তা ব্যাখ্যা করে, বুচ উদাহরণ দিয়েছেন যে কীভাবে দেশীয় বিনিয়োগকারীরা গত এক বছরে বিশ্বব্যাপী ধাক্কা থেকে বাজারগুলিকে রক্ষা করেছে৷

SEBI চেয়ারপারসন মাধবী পুরি বুচ বলেছেন যে, SEBI-তে তার মেয়াদের অবশিষ্ট সময়ে অর্থাৎ যতদিন তিনি আছেন, তিনি বর্তমান ৫০০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত এসআইপিগুলিকে কার্যকর করার জন্য কাজ করবেন৷ “আমি মনে করি এটি আগামী কয়েক বছরের জন্য ভবিষ্যতের বৃদ্ধি এবং বাজারের স্থিতিস্থাপকতার ভিত্তি স্থাপন করবে”, বলছেন তিনি।

মাত্র ৩ হাজার টাকা বিনিয়োগ করেই লাখপতি, এভাবে SIP-তে টাকা জমালে মালামাল হতে পারেন

বর্তমানে এসআইপি সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। বিশেষ করে যাঁরা ঝুঁকি নিতে পছন্দ করেন। তবে হ্যাঁ, সঠিক স্কিম বেছে নিতে হবে। সঙ্গে বজায় রাখতে হবে বিনিয়োগ।
বর্তমানে এসআইপি সবচেয়ে জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম। বিশেষ করে যাঁরা ঝুঁকি নিতে পছন্দ করেন। তবে হ্যাঁ, সঠিক স্কিম বেছে নিতে হবে। সঙ্গে বজায় রাখতে হবে বিনিয়োগ।
বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা শেয়ার বাজারের ওঠানামাকে ভয় পান তাঁদের জন্য এসআইপি আদর্শ। সামান্য ঝুঁকি আছে বটে, কিন্তু মোটা টাকা রিটার্ন মেলে। আসলে এসআইপি মিউচুয়াল ফান্ডের ডিজাইন করা বিনিয়োগ বিকল্প যা বিনিয়োগকারীকে পরোক্ষে স্টক মার্কেটে বিনিয়োগ করতে দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, যাঁরা শেয়ার বাজারের ওঠানামাকে ভয় পান তাঁদের জন্য এসআইপি আদর্শ। সামান্য ঝুঁকি আছে বটে, কিন্তু মোটা টাকা রিটার্ন মেলে। আসলে এসআইপি মিউচুয়াল ফান্ডের ডিজাইন করা বিনিয়োগ বিকল্প যা বিনিয়োগকারীকে পরোক্ষে স্টক মার্কেটে বিনিয়োগ করতে দেয়।
ভবিষ্যতের কথা ভেবেই বিনিয়োগ করা হয়। তাই বিশেষজ্ঞরা বলেন, উপার্জন শুরু করার দিন থেকে বিনিয়োগ করা উচিত। অনেকে কম বেতন দেখে ভাবেন, আগে বাড়ুক, তারপর বিনিয়োগ করব। এটা সবচেয়ে বড় ভুল। অল্প টাকা বিনিয়োগেও মোটা রিটার্ন পাওয়া যায়।
ভবিষ্যতের কথা ভেবেই বিনিয়োগ করা হয়। তাই বিশেষজ্ঞরা বলেন, উপার্জন শুরু করার দিন থেকে বিনিয়োগ করা উচিত। অনেকে কম বেতন দেখে ভাবেন, আগে বাড়ুক, তারপর বিনিয়োগ করব। এটা সবচেয়ে বড় ভুল। অল্প টাকা বিনিয়োগেও মোটা রিটার্ন পাওয়া যায়।
মাত্র ৫০০ টাকা দিয়ে এসআইপিতে বিনিয়োগ করতে পারেন যে কেউ। আর যদি কেউ মাসিক ৩ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে ২০ বছর পর তিনি কয়েক লাখ টাকার মালিক হবেন। এটাই এসআইপির কামাল।
মাত্র ৫০০ টাকা দিয়ে এসআইপিতে বিনিয়োগ করতে পারেন যে কেউ। আর যদি কেউ মাসিক ৩ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে ২০ বছর পর তিনি কয়েক লাখ টাকার মালিক হবেন। এটাই এসআইপির কামাল।
বাজারে অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন দিয়েছে। ৩ হাজার মাসিক বিনিয়োগে ২০ বছর পর কত টাকা হবে? উত্তর হল, প্রায় ৪৫ লাখ টাকা। ২০ বছর ধরে একটানা ৩ হাজার টাকা বিনিয়োগ করলে মোট জমার পরিমাণ হয় ৭.২০ লাখ টাকা।
বাজারে অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন দিয়েছে। ৩ হাজার মাসিক বিনিয়োগে ২০ বছর পর কত টাকা হবে? উত্তর হল, প্রায় ৪৫ লাখ টাকা। ২০ বছর ধরে একটানা ৩ হাজার টাকা বিনিয়োগ করলে মোট জমার পরিমাণ হয় ৭.২০ লাখ টাকা।
এর সঙ্গে ১৫ শতাংশ রিটার্ন ধরলে আরও ৩৮ লাখ টাকা। অর্থাৎ সব মিলিয়ে হাতে আসছে ৪৫ লাখ ২০ হাজার টাকা। সোজা কথায়, এসআইপির মাধ্যমে গড় বিনিয়োগ অর্জন করা যায়। বিনিয়োগের ঝুঁকি হ্রাস পায়। বৃদ্ধি পায় ভাল লাভের সম্ভাবনা।
এর সঙ্গে ১৫ শতাংশ রিটার্ন ধরলে আরও ৩৮ লাখ টাকা। অর্থাৎ সব মিলিয়ে হাতে আসছে ৪৫ লাখ ২০ হাজার টাকা। সোজা কথায়, এসআইপির মাধ্যমে গড় বিনিয়োগ অর্জন করা যায়। বিনিয়োগের ঝুঁকি হ্রাস পায়। বৃদ্ধি পায় ভাল লাভের সম্ভাবনা।
এই কারণেই এসআইপিকে জাদুকাঠি বলা হয়। ভ্যালু রিসার্চের প্রতিষ্ঠাতা এবং সিইও ধীরেন্দ্র কুমার বলছেন, ‘এসআইপি সেই জাদুকাঠি যা বিনিয়োগকে বহু গুণ বৃদ্ধি করার ক্ষমতা রাখে।
এই কারণেই এসআইপিকে জাদুকাঠি বলা হয়। ভ্যালু রিসার্চের প্রতিষ্ঠাতা এবং সিইও ধীরেন্দ্র কুমার বলছেন, ‘এসআইপি সেই জাদুকাঠি যা বিনিয়োগকে বহু গুণ বৃদ্ধি করার ক্ষমতা রাখে।
শুধু এর অঙ্কটা বুঝতে হবে। সঙ্গে চালিয়ে যেতে হবে বিনিয়োগ’। আসলে এসআইপি বিনিয়োগে চক্রবৃদ্ধির সুবিধা পাওয়া যায়। তাই তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করলে সময় বেশি পাওয়া যায়, ফলে লাভও মেলে বেশি।
শুধু এর অঙ্কটা বুঝতে হবে। সঙ্গে চালিয়ে যেতে হবে বিনিয়োগ’। আসলে এসআইপি বিনিয়োগে চক্রবৃদ্ধির সুবিধা পাওয়া যায়। তাই তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করলে সময় বেশি পাওয়া যায়, ফলে লাভও মেলে বেশি।

PPF না কি SIP, একই মেয়াদে কোটিপতি হওয়ার সহজ সুযোগ দেবে কে?

একটা সময় পর্যন্ত বিনিয়োগ নিয়ে খুব একটা ভাবিত ছিল না মধ্যবিত্ত সমাজ। রোজগার এবং সঞ্চয়ই ছিল একমাত্র লক্ষ্য। কিন্তু ক্রমবর্ধান মুদ্রাস্ফীতি মানুষের মধ্যে ভবিষ্যতের তহবিল বাড়ানোর প্রবণতা তৈরি করছে।
একটা সময় পর্যন্ত বিনিয়োগ নিয়ে খুব একটা ভাবিত ছিল না মধ্যবিত্ত সমাজ। রোজগার এবং সঞ্চয়ই ছিল একমাত্র লক্ষ্য। কিন্তু ক্রমবর্ধান মুদ্রাস্ফীতি মানুষের মধ্যে ভবিষ্যতের তহবিল বাড়ানোর প্রবণতা তৈরি করছে।
আর সেই কারণে প্রয়োজন বিনিয়োগের। যে কোনও বিনিয়োগে ঝুঁকি থাকে। তবে কম ঝুঁকির পথও রয়েছে। নিজস্ব ক্ষমতা অনুযায়ী ঝুঁকি নিতে হবে, এটাই বিনিয়োগের মূলমন্ত্র।
আর সেই কারণে প্রয়োজন বিনিয়োগের। যে কোনও বিনিয়োগে ঝুঁকি থাকে। তবে কম ঝুঁকির পথও রয়েছে। নিজস্ব ক্ষমতা অনুযায়ী ঝুঁকি নিতে হবে, এটাই বিনিয়োগের মূলমন্ত্র।
ভারতে সব থেকে ভাল বিনিয়োগ প্রকল্প হিসেবে বিবেচিত হয় PPF। বহু বছর ধরেই মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করে আসছেন। প্রায় ঝুঁকিহীন এই সরকার নিয়ন্ত্রিত প্রকল্প যথেষ্ট ভাল রিটার্ন দিয়ে থাকে।
ভারতে সব থেকে ভাল বিনিয়োগ প্রকল্প হিসেবে বিবেচিত হয় PPF। বহু বছর ধরেই মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করে আসছেন। প্রায় ঝুঁকিহীন এই সরকার নিয়ন্ত্রিত প্রকল্প যথেষ্ট ভাল রিটার্ন দিয়ে থাকে।
বছরে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করা যায়। যে কোনও রোজগারসীমার মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। ১৫ বছর ধরে এই প্রকল্পে বিনিয়োগ করে যেতে হবে।
বছরে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করা যায়। যে কোনও রোজগারসীমার মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। ১৫ বছর ধরে এই প্রকল্পে বিনিয়োগ করে যেতে হবে।
ধরা যাক, কোনও ব্যক্তি প্রতিদিন ২০০ টাকা করে সঞ্চয় করতে পারেন। অর্থাৎ, এক মাসে ৬,০০০ টাকা। তিনি বার্ষিক ৭২ হাজার টাকা জমা করতে পারেন PPF-এ। ১৫ বছর পর বিনিয়োগকারী হাতে পাবেন বর্তমান সুদের হারে প্রায় ১৯ লক্ষ ৫২ হাজার ৭৪০ টাকা।
ধরা যাক, কোনও ব্যক্তি প্রতিদিন ২০০ টাকা করে সঞ্চয় করতে পারেন। অর্থাৎ, এক মাসে ৬,০০০ টাকা। তিনি বার্ষিক ৭২ হাজার টাকা জমা করতে পারেন PPF-এ। ১৫ বছর পর বিনিয়োগকারী হাতে পাবেন বর্তমান সুদের হারে প্রায় ১৯ লক্ষ ৫২ হাজার ৭৪০ টাকা।
এই পরিমাণ অর্থ কেউ ২০ বছরের জন্য বিনিয়োগ করলে তা দাঁড়াবে ৩১,৯৫,৯৭৮ টাকায়, আরও পাঁচ বছর মেয়াদ বাড়ালে তা দাঁড়াবে ৪৯,৪৭,৮৪৭ টাকায়। শুধু তাই নয় এই রিটার্ন সম্পূর্ণ করমুক্ত।
এই পরিমাণ অর্থ কেউ ২০ বছরের জন্য বিনিয়োগ করলে তা দাঁড়াবে ৩১,৯৫,৯৭৮ টাকায়, আরও পাঁচ বছর মেয়াদ বাড়ালে তা দাঁড়াবে ৪৯,৪৭,৮৪৭ টাকায়। শুধু তাই নয় এই রিটার্ন সম্পূর্ণ করমুক্ত।
কিন্তু এই পরিমাণ অর্থই যদি কেউ SIP-তে বিনিয়োগ করেন, তাহলে রিটার্ন আসতে পারে বহুগুণ। ধরা যাক কোনও ব্যক্তি ওই একই পরিমাণ অর্থ PPF-এর বদলে বিনিয়োগ করলেন SIP-তে, ২৫ বছরের জন্যই।
কিন্তু এই পরিমাণ অর্থই যদি কেউ SIP-তে বিনিয়োগ করেন, তাহলে রিটার্ন আসতে পারে বহুগুণ। ধরা যাক কোনও ব্যক্তি ওই একই পরিমাণ অর্থ PPF-এর বদলে বিনিয়োগ করলেন SIP-তে, ২৫ বছরের জন্যই।
সেক্ষেত্রে যদি সব থেকে কম ১০ শতাংশ হারে বার্ষিক রিটার্নও পাওয়া যায়, তাহলেও মেয়াদ শেষে বিনিয়োগকারী হাতে পাবেন প্রায় ৮০,২৭,৩৪২ টাকা। আরও পাঁচ বছর মেয়াদ বাড়াতে পারলে এই অঙ্ক গিয়ে পৌঁছবে ১,৩৬,৭৫,৯৫২ টাকায়।
সেক্ষেত্রে যদি সব থেকে কম ১০ শতাংশ হারে বার্ষিক রিটার্নও পাওয়া যায়, তাহলেও মেয়াদ শেষে বিনিয়োগকারী হাতে পাবেন প্রায় ৮০,২৭,৩৪২ টাকা। আরও পাঁচ বছর মেয়াদ বাড়াতে পারলে এই অঙ্ক গিয়ে পৌঁছবে ১,৩৬,৭৫,৯৫২ টাকায়।
সাধারণত, রক্ষণশীল ফান্ডে ১০ শতাংশ রিটার্ন প্রত্যাশা করা হয়। যদি বিচক্ষণতার সঙ্গে ডাইভারসিফায়েড ফান্ডে বিনিয়োগ করা যায়, তাহলে রিটার্ন ১২ শতাংশই হওয়ার কথা। সেক্ষেত্রে প্রায় ১,১৩,৮৫,৮১১ টাকা পাওয়া যেতে পারে ২৫ বছরের মেয়াদেই। ৩০ বছর টাকা রাখলে সেই পরিমাণ দাঁড়াবে ২,১১,৭৯,৪৮৩ টাকায়।
সাধারণত, রক্ষণশীল ফান্ডে ১০ শতাংশ রিটার্ন প্রত্যাশা করা হয়। যদি বিচক্ষণতার সঙ্গে ডাইভারসিফায়েড ফান্ডে বিনিয়োগ করা যায়, তাহলে রিটার্ন ১২ শতাংশই হওয়ার কথা। সেক্ষেত্রে প্রায় ১,১৩,৮৫,৮১১ টাকা পাওয়া যেতে পারে ২৫ বছরের মেয়াদেই। ৩০ বছর টাকা রাখলে সেই পরিমাণ দাঁড়াবে ২,১১,৭৯,৪৮৩ টাকায়।

প্রতি মাসে ৪০০০ টাকা বিনিয়োগ করেই পাওয়া যাবে ১০ লক্ষ টাকা, জেনে নিন কীভাবে ফল দেবে SIP

বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ভবিষ্যতের জন্য বিশাল আয় পাওয়ার পরিকল্পনা থাকলে এই ভাবে বিনিয়োগ করা যেতে পারে।কিন্তু এখনও অনেকে জানেন না SIP জিনিসটা ঠিক কী!
বিনিয়োগের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিয়েছে SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। ভবিষ্যতের জন্য বিশাল আয় পাওয়ার পরিকল্পনা থাকলে এই ভাবে বিনিয়োগ করা যেতে পারে।
কিন্তু এখনও অনেকে জানেন না SIP জিনিসটা ঠিক কী!
ধরা যাক, একটি সংস্থার মিউচুয়াল ফান্ডের NV হল ১০০ টাকা। যদি এই ফান্ডে ১০,০০০ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে বিনিয়োগকারী এই কোম্পানির ১০০টি ইউনিট পাবেন।কোনও ব্যক্তি যদি প্রতি মাসে ৪ হাজার টাকার SIP প্ল্যানের অধীনে বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রায় ১০ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। কীভাবে এটা সম্ভব, দেখে নেওয়া যাক।
ধরা যাক, একটি সংস্থার মিউচুয়াল ফান্ডের NV হল ১০০ টাকা। যদি এই ফান্ডে ১০,০০০ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে বিনিয়োগকারী এই কোম্পানির ১০০টি ইউনিট পাবেন।
কোনও ব্যক্তি যদি প্রতি মাসে ৪ হাজার টাকার SIP প্ল্যানের অধীনে বিনিয়োগ করেন, তাহলে তিনি প্রায় ১০ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। কীভাবে এটা সম্ভব, দেখে নেওয়া যাক।
SIP ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে হিসেব করা যেতে পারে। ধরা যাক কোনও ব্যক্তি, প্রতি মাসে ৪,০০০ টাকার SIP করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামী ১১ বছরের জন্য এই প্রকল্প চালিয়ে যেতে চান, তাহলে মেয়াদ শেষে তিনি ১০ লক্ষ টাকা পেতে পারেন। তবে এই পরিমাণ অর্থ লাভের জন্য বার্ষিক ১২ শতাংশ রিটার্ন পেতে হবে। সেই অনুসারে, বিনিয়োগ করা অর্থ বেড়ে দাঁড়াবে ১০,৯৮,৪৫৯ টাকায়।
SIP ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে হিসেব করা যেতে পারে। ধরা যাক কোনও ব্যক্তি, প্রতি মাসে ৪,০০০ টাকার SIP করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামী ১১ বছরের জন্য এই প্রকল্প চালিয়ে যেতে চান, তাহলে মেয়াদ শেষে তিনি ১০ লক্ষ টাকা পেতে পারেন। তবে এই পরিমাণ অর্থ লাভের জন্য বার্ষিক ১২ শতাংশ রিটার্ন পেতে হবে। সেই অনুসারে, বিনিয়োগ করা অর্থ বেড়ে দাঁড়াবে ১০,৯৮,৪৫৯ টাকায়।
তবে মনে রাখতে হবে, যদি কেউ লার্জ ক্যাপ তহবিলে বিনিয়োগ করেন, তবে তিনি সাধারণ রিটার্ন পাবেন। যদিও এক্ষেত্রে বিনিয়োগ ঝুঁকি অনেকটা কম। কিন্তু কেউ যদি স্মল ক্যাপ তহবিল বেছে নেন, তাহলে ঝুঁকি যেমন বাড়বে, তেমন রিটার্নও ভাল হবে।
তবে মনে রাখতে হবে, যদি কেউ লার্জ ক্যাপ তহবিলে বিনিয়োগ করেন, তবে তিনি সাধারণ রিটার্ন পাবেন। যদিও এক্ষেত্রে বিনিয়োগ ঝুঁকি অনেকটা কম। কিন্তু কেউ যদি স্মল ক্যাপ তহবিল বেছে নেন, তাহলে ঝুঁকি যেমন বাড়বে, তেমন রিটার্নও ভাল হবে।
তাই বিনিয়োগের আগেই নিজের লক্ষ্য স্থির করে নিতে হবে। অর্থাৎ আগামী দিনে ঠিক কত টাকা প্রত্যাশা করছেন বিনিয়োগকারী তা জেনে নিতে হবে। পাশাপাশি বিবেচনা করতে হবে তাঁর আর্থিক অবস্থা এবং কতটা ঝুঁকি তিনি নিতে পারবেন। সুনির্দিষ্ট ও সুচিন্তিত পরিকল্পনা থাকলে মিউচুয়াল ফান্ড দারুন লাভ দিতে পারে।
তাই বিনিয়োগের আগেই নিজের লক্ষ্য স্থির করে নিতে হবে। অর্থাৎ আগামী দিনে ঠিক কত টাকা প্রত্যাশা করছেন বিনিয়োগকারী তা জেনে নিতে হবে। পাশাপাশি বিবেচনা করতে হবে তাঁর আর্থিক অবস্থা এবং কতটা ঝুঁকি তিনি নিতে পারবেন। সুনির্দিষ্ট ও সুচিন্তিত পরিকল্পনা থাকলে মিউচুয়াল ফান্ড দারুন লাভ দিতে পারে।
দীর্ঘমেয়াদে লাভ—SIP থেকে বড় আয় পেতে চাইলে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করাই ভাল। ধরা যাক কেউ ১৫ লক্ষ টাকা পেতে চান, তাঁর উচিত প্রতি মাসে ৪,০০০ টাকা করে বিনিয়োগ করা, ১৩ বছরের জন্য। সেক্ষেত্রে বার্ষিক রিটার্ন অবশ্য ১২ শতাংশ হতে হবে।
দীর্ঘমেয়াদে লাভ—
SIP থেকে বড় আয় পেতে চাইলে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করাই ভাল। ধরা যাক কেউ ১৫ লক্ষ টাকা পেতে চান, তাঁর উচিত প্রতি মাসে ৪,০০০ টাকা করে বিনিয়োগ করা, ১৩ বছরের জন্য। সেক্ষেত্রে বার্ষিক রিটার্ন অবশ্য ১২ শতাংশ হতে হবে।
আসলে মিউচুয়াল ফান্ড SIP প্ল্যানে, চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়। তাই দৃঢ় ভাবে নিয়মিত বিনিয়োগ করে গেলে দীর্ঘমেয়াদে বড় রিটার্ন পাওয়া যায়।
আসলে মিউচুয়াল ফান্ড SIP প্ল্যানে, চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়। তাই দৃঢ় ভাবে নিয়মিত বিনিয়োগ করে গেলে দীর্ঘমেয়াদে বড় রিটার্ন পাওয়া যায়।
SIP-র সুবিধা—- এর উপর বাজারের ওঠানামার খুব বেশি প্রভাব পড়ে না।
- দীর্ঘমেয়াদে প্রচুর আয় হতে পারে, যদি নিয়মিত বিনিয়োগ করা যায়। সেক্ষেত্রে বিনিয়োগ করতে হবে ভেবেচিন্তে।
- মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়ে এবং সম্পদ তৈরি করে।

কোনও ব্যক্তি প্রতি মাসে ১০০ টাকা বিনিয়োগ করলেও ভাল রিটার্ন পেতে পারেন।
SIP-র সুবিধা—
– এর উপর বাজারের ওঠানামার খুব বেশি প্রভাব পড়ে না।
– দীর্ঘমেয়াদে প্রচুর আয় হতে পারে, যদি নিয়মিত বিনিয়োগ করা যায়। সেক্ষেত্রে বিনিয়োগ করতে হবে ভেবেচিন্তে।
– মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়ে এবং সম্পদ তৈরি করে।
কোনও ব্যক্তি প্রতি মাসে ১০০ টাকা বিনিয়োগ করলেও ভাল রিটার্ন পেতে পারেন।

একটা SIP নাকি আলাদা আলাদা SIP-তে টাকা ভাগ করে রাখবেন ? জেনে নিন কোনটা লাভজনক

বর্তমানে বিনিয়োগ ক্ষেত্রে খুবই জনপ্রিয় হল SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় নিয়মিত ব্যবধানে। সাধারণত এক মাস অন্তর কোনও মিউচুয়াল ফান্ড অথবা ETF (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড)-এ বিনিয়োগ করতে হয়।
বর্তমানে বিনিয়োগ ক্ষেত্রে খুবই জনপ্রিয় হল SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় নিয়মিত ব্যবধানে। সাধারণত এক মাস অন্তর কোনও মিউচুয়াল ফান্ড অথবা ETF (এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড)-এ বিনিয়োগ করতে হয়।
এক্ষেত্রে বিনিয়োগকারীর আর্থিক লক্ষ্য কী, তার উপর নির্ভর করে বিভিন্ন রকম SIP বেছে নেওয়া যেতে পারে। সাধারণত বিশেষজ্ঞরা বলে একাধিক SIP করলে সেখানে বৈচিত্র্য রাখা প্রয়োজন। একই রকম খাতে বিনিয়োগ করলে ঝুঁকি বাড়ে। পোর্টফোলিও-তে বৈচিত্র্য ঝুঁকি কমে।
এক্ষেত্রে বিনিয়োগকারীর আর্থিক লক্ষ্য কী, তার উপর নির্ভর করে বিভিন্ন রকম SIP বেছে নেওয়া যেতে পারে। সাধারণত বিশেষজ্ঞরা বলে একাধিক SIP করলে সেখানে বৈচিত্র্য রাখা প্রয়োজন। একই রকম খাতে বিনিয়োগ করলে ঝুঁকি বাড়ে। পোর্টফোলিও-তে বৈচিত্র্য ঝুঁকি কমে।
লক্ষ্য স্থির করে বিনিয়োগ—এক একজন মানুষের জীবনের চাহিদা এক একরকম। তাই প্রত্যেকের অর্থনৈতিক লক্ষ্যও আলাদা। যেমন যিনি খুব অল্প সময়ের জন্য বিনিয়োগ করছেন তার থেকে অনেক বেশি রক্ষণশীল হতে হবে তাঁকে, যিনি অবসরের লক্ষ্যে বিনিয়োগ করতে চাইছেন। আলাদা আলাদা চাহিদার কথা মাথায় রেখে নিজের মতো করে আলাদা আলাদা বিনিয়োগের কথা ভাবাই ভাল।
লক্ষ্য স্থির করে বিনিয়োগ—
এক একজন মানুষের জীবনের চাহিদা এক একরকম। তাই প্রত্যেকের অর্থনৈতিক লক্ষ্যও আলাদা। যেমন যিনি খুব অল্প সময়ের জন্য বিনিয়োগ করছেন তার থেকে অনেক বেশি রক্ষণশীল হতে হবে তাঁকে, যিনি অবসরের লক্ষ্যে বিনিয়োগ করতে চাইছেন। আলাদা আলাদা চাহিদার কথা মাথায় রেখে নিজের মতো করে আলাদা আলাদা বিনিয়োগের কথা ভাবাই ভাল।
শৃঙ্খলা প্রয়োজন—নিয়মিত সময়ের ব্যবধানে অর্থ বিনিয়োগ করে যেতেই হবে। এই প্রক্রিয়ায় বাধা পড়লে সমস্যা হতে পারে। নিজের আর্থিক লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। অনেকগুলি SIP একসঙ্গে করার অর্থই হল, একাধিক চাহিদার কথা মাথায় রেখে বিনিয়োগ করা। কিন্তু কোনটিকেই অবহেলা করা যাবে না।
শৃঙ্খলা প্রয়োজন—
নিয়মিত সময়ের ব্যবধানে অর্থ বিনিয়োগ করে যেতেই হবে। এই প্রক্রিয়ায় বাধা পড়লে সমস্যা হতে পারে। নিজের আর্থিক লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। অনেকগুলি SIP একসঙ্গে করার অর্থই হল, একাধিক চাহিদার কথা মাথায় রেখে বিনিয়োগ করা। কিন্তু কোনটিকেই অবহেলা করা যাবে না।
এক্ষেত্রে আরও একটা কথা মাথায় রাখতে হবে লোভ যেমন করা ঠিক নয়, তেমন ভয় পাওয়াও ঠিক নয়। তাতে বেশিরভাগ সময়ই ভুল পথে চালিত হওয়ার আশঙ্কা থাকে। SIP নিয়মিত, সুসংবদ্ধ বিনিয়োগে উৎসাহিত করে। দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার ক্ষেত্রে এটি খুবই ভাল উপায়।
এক্ষেত্রে আরও একটা কথা মাথায় রাখতে হবে লোভ যেমন করা ঠিক নয়, তেমন ভয় পাওয়াও ঠিক নয়। তাতে বেশিরভাগ সময়ই ভুল পথে চালিত হওয়ার আশঙ্কা থাকে। SIP নিয়মিত, সুসংবদ্ধ বিনিয়োগে উৎসাহিত করে। দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার ক্ষেত্রে এটি খুবই ভাল উপায়।৷
নমনীয়তা—এক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখা উচিত, একাধিক SIP থাকলে একদিকে যেমন লক্ষ্য স্থির করে বিনিয়োগ করতে হবে। তেমনই সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনায় আদলবদল করে নিতে হবে। কোনও একটি লক্ষ্য পূরণ হওয়ার খুব কাছাকাছি চলে এলেই দ্বিতীয় পরিকল্পনার কথা ভেবে বিনিয়োগ করতে হবে।
নমনীয়তা—
এক্ষেত্রে আরও একটি বিষয় মনে রাখা উচিত, একাধিক SIP থাকলে একদিকে যেমন লক্ষ্য স্থির করে বিনিয়োগ করতে হবে। তেমনই সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনায় আদলবদল করে নিতে হবে। কোনও একটি লক্ষ্য পূরণ হওয়ার খুব কাছাকাছি চলে এলেই দ্বিতীয় পরিকল্পনার কথা ভেবে বিনিয়োগ করতে হবে।
একথা বলাই যায়, একাধিক আর্থিক লক্ষ্য নিয়ে এগোতে চাইলে অবশ্যই একাধিক SIP করা প্রয়োজন। তাতে আরও বেশি সুসংবদ্ধ বিনিয়োগ কৌশল অবলম্বন করা যায়।
একথা বলাই যায়, একাধিক আর্থিক লক্ষ্য নিয়ে এগোতে চাইলে অবশ্যই একাধিক SIP করা প্রয়োজন। তাতে আরও বেশি সুসংবদ্ধ বিনিয়োগ কৌশল অবলম্বন করা যায়।