Tag Archives: Smartphone sale

Smartphone sale: বিশাল স্টোরেজ, কল্পনার থেকে বেশি র‍্যাম, হাই ডেফিনেশন ক্যামেরা? পুজোর বাজারে সামান্য দামে অসামান্য মোবাইল ফোন

দেখে নেওয়া যাক দুই অনলাইন শপিং ক্ষেত্রে ২০ হাজার টাকার মধ্যে সবথেকে ভাল কী কী ফোন পাওয়া যাবে। কী কী বৈশিষ্ট্য রয়েছে সেইসব ফোনের।
দেখে নেওয়া যাক দুই অনলাইন শপিং ক্ষেত্রে ২০ হাজার টাকার মধ্যে সবথেকে ভাল কী কী ফোন পাওয়া যাবে। কী কী বৈশিষ্ট্য রয়েছে সেইসব ফোনের।
ওয়ানপ্লাস নর্ড সিএ ৪ লাইট ৫জি- ওয়ানপ্লাস এই স্মার্টফোনটি জুন মাসে প্রথম আনে। তখন এই ফোনের দাম রাখা হয়েছিল ১৯ হাজার ৯৯৯ টাকা। আমাজন গ্রেট ইন্ডিয়ান সেলে ডিসকাউন্ট দিয়ে এই ফোনের দাম পড়বে ১৬ হাজার ৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস নর্ড সিএ ৪ লাইট ৫জি- ওয়ানপ্লাস এই স্মার্টফোনটি জুন মাসে প্রথম আনে। তখন এই ফোনের দাম রাখা হয়েছিল ১৯ হাজার ৯৯৯ টাকা। আমাজন গ্রেট ইন্ডিয়ান সেলে ডিসকাউন্ট দিয়ে এই ফোনের দাম পড়বে ১৬ হাজার ৯৯৯ টাকা।
ওয়ানপ্লাস নর্ড সিএ ৪ লাইটে থাকছে ফ্ল্যাট ডিসপ্লে, ৬.৬৭ ইঞ্চির ১০৮০পি ডিসপ্লে, সঙ্গে থাকছে ১২০ হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। এরসঙ্গেই থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট। ৫৫০০ মেগাহার্টজ ব্যাটারি সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। থাকছে ৫০ এমপির ডুয়াল ক্যামেরা এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা।
ওয়ানপ্লাস নর্ড সিএ ৪ লাইটে থাকছে ফ্ল্যাট ডিসপ্লে, ৬.৬৭ ইঞ্চির ১০৮০পি ডিসপ্লে, সঙ্গে থাকছে ১২০ হার্জের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। এরসঙ্গেই থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট। ৫৫০০ মেগাহার্টজ ব্যাটারি সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। থাকছে ৫০ এমপির ডুয়াল ক্যামেরা এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা।
মোটো এজ ৫০ ফিউশন- লেনোভোর মোটোরোলা মোটো এজ ৫০ ফিউশন স্মার্টফোন মে মাসে প্রথম বাজারে আসে ২২ হাজার ৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে তে এই ফোনই পাওয়া যাবে ১৯ হাজার ৯৯৯ টাকায়। গরিলা গ্লাস-সহ ৬.৭ ইঞ্চির এফএইচডি+ওলেড ডিসপ্লে, ১২৮ জিবি আর ২৫৬ জিবি দুই সেগমেন্টেই থাকছে এই ফোন। এছাড়াও অ্যানড্রয়েড ১৪ থাকছে এই ফোনে। ৫০ এমপি মেন ক্যামেরা এবং ৩২ এমপি সেলফি ক্যামেরা থাকছে এই ফোনে।
মোটো এজ ৫০ ফিউশন- লেনোভোর মোটোরোলা মোটো এজ ৫০ ফিউশন স্মার্টফোন মে মাসে প্রথম বাজারে আসে ২২ হাজার ৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে তে এই ফোনই পাওয়া যাবে ১৯ হাজার ৯৯৯ টাকায়। গরিলা গ্লাস-সহ ৬.৭ ইঞ্চির এফএইচডি+ওলেড ডিসপ্লে, ১২৮ জিবি আর ২৫৬ জিবি দুই সেগমেন্টেই থাকছে এই ফোন। এছাড়াও অ্যানড্রয়েড ১৪ থাকছে এই ফোনে। ৫০ এমপি মেন ক্যামেরা এবং ৩২ এমপি সেলফি ক্যামেরা থাকছে এই ফোনে।
 নাথিং ফোন ২এ- নাথিং মিড রেঞ্জের ফোন ২এ শুরু হয়েছিল ২৩ হাজার ৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে তে এই ফোনই পাওয়া যাবে ১৮ হাজার ৯৯৯ টাকায়। এই ফোনে থাকছে ৬.৭ অ্যামোলেড ডিসপ্লে, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি। ৫০ এমপি মেন ক্যামেরা এবং ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
নাথিং ফোন ২এ- নাথিং মিড রেঞ্জের ফোন ২এ শুরু হয়েছিল ২৩ হাজার ৯৯৯ টাকায়। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে তে এই ফোনই পাওয়া যাবে ১৮ হাজার ৯৯৯ টাকায়। এই ফোনে থাকছে ৬.৭ অ্যামোলেড ডিসপ্লে, ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি। ৫০ এমপি মেন ক্যামেরা এবং ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
রিয়েলমি ১২ প্রো রিয়েলমি ১২ প্রো জানুয়ারিতে এসেছিল তখন দাম ছিল ২৫ হাজার ৯৯৯। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে তে এই ফোনই পাওয়া যাবে ১৯ হাজার ৯৯৯ টাকায়। এই ফোনে থাকছে ১২ জিবি র‍্যাম ২৫৬ জিবি স্টোরেজ। ৩২ এমপি টেলিফোটো লেন্স এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা। ভিভো ওয়াই২০০ই ৫জি- ভিভো ওয়াই২০০ই ফেব্রুয়ারিতে যখন প্রথম আসে তখন দাম ছিল ১৯ হাজার ৯৯৯ টাকা আমাজনের এই সেলে ফোন পাওয়া যাবে ১৯ হাজার ৭৪৯ টাকায়। ৫০ এমপি ক্যামেরা, ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপারেটিং সিস্টেমে থাকছে ওএস ১৪।
রিয়েলমি ১২ প্রো রিয়েলমি ১২ প্রো জানুয়ারিতে এসেছিল তখন দাম ছিল ২৫ হাজার ৯৯৯। ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে তে এই ফোনই পাওয়া যাবে ১৯ হাজার ৯৯৯ টাকায়। এই ফোনে থাকছে ১২ জিবি র‍্যাম ২৫৬ জিবি স্টোরেজ। ৩২ এমপি টেলিফোটো লেন্স এবং ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা।

ভিভো ওয়াই২০০ই ৫জি- ভিভো ওয়াই২০০ই ফেব্রুয়ারিতে যখন প্রথম আসে তখন দাম ছিল ১৯ হাজার ৯৯৯ টাকা আমাজনের এই সেলে ফোন পাওয়া যাবে ১৯ হাজার ৭৪৯ টাকায়। ৫০ এমপি ক্যামেরা, ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপারেটিং সিস্টেমে থাকছে ওএস ১৪।
ভিভো ওয়াই২০০ই ৫জি- ভিভো ওয়াই২০০ই ফেব্রুয়ারিতে যখন প্রথম আসে তখন দাম ছিল ১৯ হাজার ৯৯৯ টাকা আমাজনের এই সেলে ফোন পাওয়া যাবে ১৯ হাজার ৭৪৯ টাকায়। ৫০ এমপি ক্যামেরা, ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপারেটিং সিস্টেমে থাকছে ওএস ১৪।