Tag Archives: Solar System

সূর্যের গায়ে সাপ! সোলার স্নেকের এই ভিডিও তোলপাড় ফেলে দিল বিজ্ঞানী মহলে

#নয়াদিল্লি: একে বলা হচ্ছে ‘সোলার স্নেক’৷ সূর্যের একটি অত্যাধুনিক মহাজাগতিক ভিডিও সম্প্রতি এই কারণেই তোলপাড় ফেলে দিয়েছে বিজ্ঞানী মহলে৷ ইউরোপীয় সোলার অরবিটের দূরবীনে ধরা পড়া এই ভিডিও দেখলে চমকে যেতে পারেন আপনিও৷

কেমন হঠাৎ করে সূর্যের শরীর বেয়ে ছুটে গেল সাপের মতো একট কিলবিলে রেখা৷ গত সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে ঘটে যাওয়া এই ঘটনা দেখে এখন চমকে যাচ্ছেন অনেকেই৷ বিজ্ঞানীদের তরফ থেকে বলা হয়েছে, অপেক্ষাকৃত ঠাণ্ডা গ্যাস এউ আগুনের গোলা সূর্যের শরীরে নিজের যাতায়াতের চেষ্টা চালাচ্ছে, তাতেই এই ঘটনা ঘটেছে৷

এই ভিডিওটি দেখলে বিষয়টি আরও স্পষ্ট করছে বুঝতে পারবেন সাধারণ মানুষ৷ ইউরোপীয় স্পেস এজেন্সির তরফ থেকে একটি বিবৃতি দিয়ে পরবর্তীকালে বলা হয়েছে, এই প্লাজমা দ্বারা এই দীর্ঘ ফিলামেন্ট তৈরি হয়ে সূর্যের একদিক থেকে সেটি অন্যদিকে যাচ্ছে৷

সূর্য়ের প্রচণ্ড তাপের মধ্যেও ঠাণ্ডা গ্যাসের যাতায়াতের কারণেই এই ঘটনা ঘটেছে৷ এটি সূূর্যের একপাশ থেকে অন্যপাশে যাচ্ছে, সেটি বোঝা যাচ্ছে এই ভিডিওতে৷

আরও পড়ুন: আচমকা কার্ডিয়াক অ্যারাস্ট, অতি সঙ্কটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

বিজ্ঞানী ডেভিড লং বলেছেন, আপনারা যা দেখছেন, তাতে প্লাজমা একদিক থেকে অন্যদিকে যাচ্ছে, তবে চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে এটি অভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে৷ তবে যে ভিডিওটি দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে এই প্লাজমা এক দিক ছেড়ে অন্য দিকে যাচ্ছে৷

কিন্তু আসলে এই ঘটনা ঘটতে মোট সময় লেগেছিল তিন ঘণ্টা৷ সেটি টাইম ল্যাপ্স ভিডিওতে এত তাড়াতাড়ি দেখা যাচ্ছে৷ এই যাত্রার সময় প্লাজমান গতি ছিল ১৭০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷