Tag Archives: Squirrel

London News: বিনাটিকিটে উঠে পড়ল দুই ‘যাত্রী’, থেমেই গেল গোটা ট্রেন! জানলে অবাক হবেন!

দুটি কাঠবিড়ালির জন্য গোটা ট্রেনটিই বাতিল করে দেওয়া হল ব্রিটেনে।
দুটি কাঠবিড়ালির জন্য গোটা ট্রেনটিই বাতিল করে দেওয়া হল ব্রিটেনে।
টনাটি হল, বুধবার স্থানীয় সময় সকাল আটটা বেজে ৫৪ মিনিটে প্রতিদিনের মতো ট্রেন এসে হাজির হয়েছিল। সেই ট্রেনেই উঠে পড়ে দুই কাঠবিড়ালি। ট্রেনে ওঠার পর তাঁরা কিছুতেই নামতে চায়নি, ফলে রিডিং স্টেশন থেকে গ্যাটউইক এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত রাখতে হয়। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
টনাটি হল, বুধবার স্থানীয় সময় সকাল আটটা বেজে ৫৪ মিনিটে প্রতিদিনের মতো ট্রেন এসে হাজির হয়েছিল। সেই ট্রেনেই উঠে পড়ে দুই কাঠবিড়ালি। ট্রেনে ওঠার পর তাঁরা কিছুতেই নামতে চায়নি, ফলে রিডিং স্টেশন থেকে গ্যাটউইক এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত রাখতে হয়। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
রেডহিলে ওই দুই জন ওঠার পর সারে একের পর এক স্টেশন পেরিয়ে গেলেও নাছোড় কাঠবিড়ালি কিছুতেই ট্রেন থেকে নামে নি। একটা সময়ে কার্যত নাজেহাল হয়ে রিডিং স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে, রিডিং থেকে গ্যাটউইক এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়।
রেডহিলে ওই দুই জন ওঠার পর সারে একের পর এক স্টেশন পেরিয়ে গেলেও নাছোড় কাঠবিড়ালি কিছুতেই ট্রেন থেকে নামে নি। একটা সময়ে কার্যত নাজেহাল হয়ে রিডিং স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে, রিডিং থেকে গ্যাটউইক এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়।
গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে-এর তরফ থেকে জানানো হয়, ওই দুই কাঠবিড়ালি ট্রেনে ওঠার পর ভয় পেয়ে যায়। এরপরেই হুড়োহুড়ি করে তাঁরা ট্রেনের পিছনে চলে যায়। এই অবস্থা দেখে ট্রেন থামিয়ে দেন ট্রেন ম্যানেজার। ওই দুই কাঠবিড়ালির মধ্যে একটি নেমে গেলেও আর একটি কিছুতেই ট্রেন থেকে নামেনি।
গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে-এর তরফ থেকে জানানো হয়, ওই দুই কাঠবিড়ালি ট্রেনে ওঠার পর ভয় পেয়ে যায়। এরপরেই হুড়োহুড়ি করে তাঁরা ট্রেনের পিছনে চলে যায়। এই অবস্থা দেখে ট্রেন থামিয়ে দেন ট্রেন ম্যানেজার। ওই দুই কাঠবিড়ালির মধ্যে একটি নেমে গেলেও আর একটি কিছুতেই ট্রেন থেকে নামেনি।
ই প্রসঙ্গে রেলের তরফ থেকে জানানো হয়, "আমরা নিশ্চিত করছি ৮টা ৫৪ মিনিটে রিডিং থেকে গ্যাটউইক অবধি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। দুটি কাঠবিড়ালি রেডহিল থেকে ট্রেনে উঠে পড়ে। একটি কাঠবিড়ালি নেমে গেলেও আর একটি রয়ে যায়। ফলে একটা সময় আমাদের এই ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হয়।"
ই প্রসঙ্গে রেলের তরফ থেকে জানানো হয়, “আমরা নিশ্চিত করছি ৮টা ৫৪ মিনিটে রিডিং থেকে গ্যাটউইক অবধি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। দুটি কাঠবিড়ালি রেডহিল থেকে ট্রেনে উঠে পড়ে। একটি কাঠবিড়ালি নেমে গেলেও আর একটি রয়ে যায়। ফলে একটা সময় আমাদের এই ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হয়।”
মজার ব্যাপার হল এর আগেও বহুবার ট্রেনে পশুপাখি উঠে পড়েছে ব্রিটেনে। গত ডিসেম্বরেই লন্ডনের ওয়েব্রিজ থেকে ওয়াটারলু পর্যন্ত একটি সিটের তলায় বসেছিল।এক টিকিট পরীক্ষক এরপর এসে তার থেকে টিকিট চান। গোটা বিষয়টিই তিনি তুলে ধরেন নিজের এক্স হ্যান্ডেলে।
মজার ব্যাপার হল এর আগেও বহুবার ট্রেনে পশুপাখি উঠে পড়েছে ব্রিটেনে। গত ডিসেম্বরেই লন্ডনের ওয়েব্রিজ থেকে ওয়াটারলু পর্যন্ত একটি সিটের তলায় বসেছিল।
এক টিকিট পরীক্ষক এরপর এসে তার থেকে টিকিট চান। গোটা বিষয়টিই তিনি তুলে ধরেন নিজের এক্স হ্যান্ডেলে।