Tag Archives: Britain

London News: বিনাটিকিটে উঠে পড়ল দুই ‘যাত্রী’, থেমেই গেল গোটা ট্রেন! জানলে অবাক হবেন!

দুটি কাঠবিড়ালির জন্য গোটা ট্রেনটিই বাতিল করে দেওয়া হল ব্রিটেনে।
দুটি কাঠবিড়ালির জন্য গোটা ট্রেনটিই বাতিল করে দেওয়া হল ব্রিটেনে।
টনাটি হল, বুধবার স্থানীয় সময় সকাল আটটা বেজে ৫৪ মিনিটে প্রতিদিনের মতো ট্রেন এসে হাজির হয়েছিল। সেই ট্রেনেই উঠে পড়ে দুই কাঠবিড়ালি। ট্রেনে ওঠার পর তাঁরা কিছুতেই নামতে চায়নি, ফলে রিডিং স্টেশন থেকে গ্যাটউইক এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত রাখতে হয়। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
টনাটি হল, বুধবার স্থানীয় সময় সকাল আটটা বেজে ৫৪ মিনিটে প্রতিদিনের মতো ট্রেন এসে হাজির হয়েছিল। সেই ট্রেনেই উঠে পড়ে দুই কাঠবিড়ালি। ট্রেনে ওঠার পর তাঁরা কিছুতেই নামতে চায়নি, ফলে রিডিং স্টেশন থেকে গ্যাটউইক এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল স্থগিত রাখতে হয়। গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
রেডহিলে ওই দুই জন ওঠার পর সারে একের পর এক স্টেশন পেরিয়ে গেলেও নাছোড় কাঠবিড়ালি কিছুতেই ট্রেন থেকে নামে নি। একটা সময়ে কার্যত নাজেহাল হয়ে রিডিং স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে, রিডিং থেকে গ্যাটউইক এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়।
রেডহিলে ওই দুই জন ওঠার পর সারে একের পর এক স্টেশন পেরিয়ে গেলেও নাছোড় কাঠবিড়ালি কিছুতেই ট্রেন থেকে নামে নি। একটা সময়ে কার্যত নাজেহাল হয়ে রিডিং স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে, রিডিং থেকে গ্যাটউইক এয়ারপোর্ট স্টেশন পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়।
গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে-এর তরফ থেকে জানানো হয়, ওই দুই কাঠবিড়ালি ট্রেনে ওঠার পর ভয় পেয়ে যায়। এরপরেই হুড়োহুড়ি করে তাঁরা ট্রেনের পিছনে চলে যায়। এই অবস্থা দেখে ট্রেন থামিয়ে দেন ট্রেন ম্যানেজার। ওই দুই কাঠবিড়ালির মধ্যে একটি নেমে গেলেও আর একটি কিছুতেই ট্রেন থেকে নামেনি।
গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে-এর তরফ থেকে জানানো হয়, ওই দুই কাঠবিড়ালি ট্রেনে ওঠার পর ভয় পেয়ে যায়। এরপরেই হুড়োহুড়ি করে তাঁরা ট্রেনের পিছনে চলে যায়। এই অবস্থা দেখে ট্রেন থামিয়ে দেন ট্রেন ম্যানেজার। ওই দুই কাঠবিড়ালির মধ্যে একটি নেমে গেলেও আর একটি কিছুতেই ট্রেন থেকে নামেনি।
ই প্রসঙ্গে রেলের তরফ থেকে জানানো হয়, "আমরা নিশ্চিত করছি ৮টা ৫৪ মিনিটে রিডিং থেকে গ্যাটউইক অবধি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। দুটি কাঠবিড়ালি রেডহিল থেকে ট্রেনে উঠে পড়ে। একটি কাঠবিড়ালি নেমে গেলেও আর একটি রয়ে যায়। ফলে একটা সময় আমাদের এই ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হয়।"
ই প্রসঙ্গে রেলের তরফ থেকে জানানো হয়, “আমরা নিশ্চিত করছি ৮টা ৫৪ মিনিটে রিডিং থেকে গ্যাটউইক অবধি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। দুটি কাঠবিড়ালি রেডহিল থেকে ট্রেনে উঠে পড়ে। একটি কাঠবিড়ালি নেমে গেলেও আর একটি রয়ে যায়। ফলে একটা সময় আমাদের এই ট্রেন পরিষেবা বন্ধ রাখতে হয়।”
মজার ব্যাপার হল এর আগেও বহুবার ট্রেনে পশুপাখি উঠে পড়েছে ব্রিটেনে। গত ডিসেম্বরেই লন্ডনের ওয়েব্রিজ থেকে ওয়াটারলু পর্যন্ত একটি সিটের তলায় বসেছিল।এক টিকিট পরীক্ষক এরপর এসে তার থেকে টিকিট চান। গোটা বিষয়টিই তিনি তুলে ধরেন নিজের এক্স হ্যান্ডেলে।
মজার ব্যাপার হল এর আগেও বহুবার ট্রেনে পশুপাখি উঠে পড়েছে ব্রিটেনে। গত ডিসেম্বরেই লন্ডনের ওয়েব্রিজ থেকে ওয়াটারলু পর্যন্ত একটি সিটের তলায় বসেছিল।
এক টিকিট পরীক্ষক এরপর এসে তার থেকে টিকিট চান। গোটা বিষয়টিই তিনি তুলে ধরেন নিজের এক্স হ্যান্ডেলে।

RG Kar Protest: বিচারে দেরি নিয়ে বিলেতেও পোস্টার! বাঙালির হাত ধরে গ্লোবাল প্রোটেস্টে নজির

বিলেতকে প্রতিবাদের নতুন ভাষা শেখাল বাঙালি। তা ছড়িয়ে পড়ল ইউরোপের দেশে দেশে
বিলেতকে প্রতিবাদের নতুন ভাষা শেখাল বাঙালি। তা ছড়িয়ে পড়ল ইউরোপের দেশে দেশে
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কল্লোলিনী কলকাতা গোটা বিশ্বের কাছে প্রতিবাদ নগরী হিসেবে আর‌ও একবার পরিচিত হয়ে উঠেছে। রাজ্যের পাশাপাশি দেশ তো বটেই, এমনকগ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিশ্বের অন্যান্য দেশের মানুষও।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে কল্লোলিনী কলকাতা গোটা বিশ্বের কাছে প্রতিবাদ নগরী হিসেবে আর‌ও একবার পরিচিত হয়ে উঠেছে। রাজ্যের পাশাপাশি দেশ তো বটেই, এমনকগ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে বিশ্বের অন্যান্য দেশের মানুষও।
সুইডেনের স্টকহোম, কানাডার মন্ট্রিল বা ব্রিটেনের পিটারবরো, সর্বত্রই গ্লোবাল প্রটেস্টে সামিল হন সেখানে বসবাসরত বাঙালিরা।
সুইডেনের স্টকহোম, কানাডার মন্ট্রিল বা ব্রিটেনের পিটারবরো, সর্বত্রই গ্লোবাল প্রটেস্টে সামিল হন সেখানে বসবাসরত বাঙালিরা।
শুধু বাঙালিরা নয়, সুইডেন, কানাডা, ব্রিটেনের বহু স্থানীয় বাসিন্দাও আরজি কর কাণ্ডে 'জাস্টিস' চেয়ে প্রতিবাদে যোগ দেন।
শুধু বাঙালিরা নয়, সুইডেন, কানাডা, ব্রিটেনের বহু স্থানীয় বাসিন্দাও আরজি কর কাণ্ডে ‘জাস্টিস’ চেয়ে প্রতিবাদে যোগ দেন।
ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাতেও প্ল্যাকার্ড লিখে নিয়ে এসেছিলেন বহু অনাবাসী বাঙালি। সকলের একটাই দাবি, দ্রুত বিচার চাই।
ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় ইংরেজির পাশাপাশি মাতৃভাষা বাংলাতেও প্ল্যাকার্ড লিখে নিয়ে এসেছিলেন বহু অনাবাসী বাঙালি। সকলের একটাই দাবি, দ্রুত বিচার চাই।
বিলেতের পিটারবরোতে এক কিশোর প্ল্যাকার্ডে ইংরেজিতে লিখে এনেছিল, "ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানে বিচার থেকে বঞ্চিত হওয়া"!
বিলেতের পিটারবরোতে এক কিশোর প্ল্যাকার্ডে ইংরেজিতে লিখে এনেছিল, “ন্যায় বিচার বিলম্বিত হওয়া মানে বিচার থেকে বঞ্চিত হওয়া”!

UK Election Keir Starmer: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্টার্মারের বংশপরিচয় জানলে চমকে যাবেন! কেমন মানুষ তিনি জেনে নিন কিছু তথ্য

ব্রিটেন:  পালাবদলের জন্য তৈরি ছিল ব্রিটেন। অতঃপর, নির্বাচন শেষ। ঋষি সুনকের দল কনজারভেটিভ পার্টিকে হারিয়ে লেবার পার্টির পক্ষ থেকে বিপুল ভোটে জয়ী হয়ে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কেইর স্টার্মার। ৬১ বছর বয়সি মানবাধিকার আইনজীবী স্টার্মার শুরু থেকেই  আত্মবিশ্বাসী ছিলেন। সমীক্ষার ফল প্রকাশ্যে আসার পর স্টার্মার বলেছিলেন, “ভোটারেরা পরিবর্তনের জন্য প্রস্তুত।” লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে ১৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন স্টার্মার। নিজের জয় নিশ্চিত হতেই ভোটারদের ধন্যবাদ জানিয়ে স্টার্মার বলেন, “বদল শুরু হল এই মুহূর্ত থেকে। কারণ এটা আপনাদেরই গণতন্ত্র। আপনাদের এলাকা এবং আপনাদেরই ভবিষ্যৎ। আপনারাই আমাদের ভোট দিয়েছেন। এ বার আমাদের পালা আপনাদের মুখ রাখা। আপনাদের ভরসার প্রতিদান দেওয়া।” এ হেন স্টার্মারের সম্পর্কে জেনে নেওয়া যাক চমকপ্রদ কিছু তথ্য।

১। ১৯৬২ সালের ২ সেপ্টেম্বর লন্ডনের এক দরিদ্র পরিবারে জন্ম নেন কেইর। ঘরে অসুস্থ মা শয্যাশায়ী। একই বাড়িতে থাকলেও বাবা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন না বললেই চলে। অনেক সময়েই পরিবারের কথা বলতে গিয়ে কেইর নিজেকে শ্রমজীবির সন্তান হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর মা ছিলেন পেশায় নার্স। আর বাবা কাঠের আসবাব বানাতেন। অত্যন্ত কষ্টের মধ্যে তাঁর শৈশব কেটেছে।

২। রাজনীতিতে প্রবেশের আগে কেইর ছিলেন মানবাধিকার আইনজীবী। পাবলিক প্রসিকিউটর হিসাবে কাজ শুরু করেছিলেন। পাবলিক প্রসিকিউশনের ডিরেক্টর হিসাবে, স্টারমার মন্ত্রীদের খরচ এবং ফোন হ্যাকিং কেলেঙ্কারি সহ হাই-প্রোফাইল মামলাগুলি তদারকি করেছিলেন।

৩। কেইর বিবাহিত এবং তাঁর দুই সন্তান। সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। কাজ এবং ব্যক্তিজীবনের ভারসাম্য রাখাকে গুরুত্ব দেন। এমনিতে তিনি খুবই হাসিখুসি। বন্ধুদের নিয়ে সময় কাটাতে ভালবাসেন। বন্ধুদের কাছে কেইর অত্যন্ত বিশ্বস্ত এবং অনুগত।

৪। ফুটবল খেলার ভক্ত কেইর। ব্রিটিশ সংস্কৃতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা প্রমাণ করে ফুটবলের প্রতি অনুরাগ। আরসেনালের ফ্যান তিনি।

৫। আইন থেকে রাজনীতিতে রূপান্তর, স্টারমারের নেতৃত্বের শৈলী রাজনৈতিক কৌশলের সঙ্গে আইনি নির্ভুলতাকে মিশ্রিত করেছে। তিনি প্রায়ই অবস্থান পরিবর্তন এবং ক্যারিশমার অভাবের জন্য সমালোচনার সম্মুখীন হন। অবশ্য, সমর্থকরা তাঁর পরিচালনা পদ্ধতির প্রশংসা করেন।

৬। 2020 সালে নির্বাচিত লেবার নেতা, জেরেমি করবিনের মেয়াদের পরে পার্টিকে কেন্দ্রের মাঠে ফিরিয়ে আনার দিকে মনোনিবেশ করেছিলেন কেইর। 2015 সালে তিনি বাম ঘনিষ্ঠ উত্তর লন্ডনের একটি আসনের প্রতিনিধিত্ব করে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি পেয়েছিলেন কিন্তু খুব কমই ‘স্যার’ ব্যবহার করেন।

৭। কেইর অত্যন্ত বাস্তববাদী। তিনি বিশ্বাস করেন, “দেশ আগে, দল পরে।” তিনি আরও জানান, ব্যক্তিগত সমস্যা পুষে রেখে কখনও দশের জন্য ঝাঁপিয়ে পরা যায় না। কোনও সংস্থার কাছে আত্মসমর্পণ করার আগে নিজের সমস্যাগুলোর সমাধান করার পক্ষপাতী কেইর।

 

 

UK Election Results: হার নিশ্চিত ঋষি সুনকের! ব্রিটেনে ক্ষমতায় আসছে লেবার পার্টি! তোলপাড় বিশ্ব

লন্ডন: ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। ভারতীয় সময় সকাল ৯টা পর্যন্ত বিরোধী দল লেবার পার্টি প্রায় ২০০ আসনে জয়ী হয়েছে। আর কনজারভেটিভ পার্টি ২৭টি আসনে জয় পেয়েছে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ৩২টি আসনে। যা ট্রেন্ড, তাতে লেবার পার্টি ৪১০ আসনে জয় পেতে পারে বলে মনে করা হচ্ছে। আর কনজারভেটিভ পার্টি জয় পেতে পারে ১৩১ আসনে।

১৪ বছর পরে ক্ষমতার পালাবদল হতে চলেছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৩২৬টি আসন। জনমত সমীক্ষার ফল সত্যি হলে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির (টোরি) দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি।

আরও পড়ুন: চিনকে নিয়ে চিন্তা বাড়ছে সব দেশের! কারণ নাকি একটি মাইক্রোওয়েভ! ঘটনা শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

সোশ্যাল মিডিয়ায় লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার হলবন ও সেন্ট প্যানক্রাস আসনে জয়ের পর বলেছেন, ‘পরিবর্তন শুরু হয়েছে। এখন আমাদের দেওয়ার সময়।’

লেবার পার্টির এই নেতা হলবন ও সেন্ট প্যানক্রাসের জয়কে বড় পাওয়া হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এটা আমার বাড়ি। যেখানে আমার সন্তানেরা বড় হয়েছে। আমার স্ত্রীর জন্ম হয়েছে।’ তিনি ভালোবাসা ও সমর্থনের জন্য পরিবারকে ধন্যবাদ জানান। কনজারভেটিভ পার্টির জ্যাকব রিসমগ বলেন, এই রাত দলের জন্য খুবই হৃদয়বিদারক।

Snake Facts: বলুন তো, পৃথিবীর কোন দেশে একটি মাত্রই বিষাক্ত সাপ আছে! ৯০% মানুষই উত্তর দিতে গিয়ে হিমশিম! আপনি কি নামটা জানেন?

সাপ এমন একটি প্রাণী যা মানুষের সামনে এলে প্রত্যেকেই ভয়ে কাঁপতে থাকে। সেটা বিষাক্ত হোক বা না হোক তা যাচাই করে না।
সাপ এমন একটি প্রাণী যা মানুষের সামনে এলে প্রত্যেকেই ভয়ে কাঁপতে থাকে। সেটা বিষাক্ত হোক বা না হোক তা যাচাই করে না।
ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, বিশ্বে ৩০০০-টিরও বেশি প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে ৬০০ টি প্রজাতি বিষাক্ত, যার মধ্যে ২০০টি মানুষকে হত্যা করতে পারে বা মারাত্মক ক্ষতি করতে পারে। এমন কিছু দেশ আছে যেখানে একটি সাপও নেই। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, অ্যান্টার্কটিকার মতো জায়গায় একটিও সাপ নেই।
ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, বিশ্বে ৩০০০-টিরও বেশি প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে ৬০০ টি প্রজাতি বিষাক্ত, যার মধ্যে ২০০টি মানুষকে হত্যা করতে পারে বা মারাত্মক ক্ষতি করতে পারে। এমন কিছু দেশ আছে যেখানে একটি সাপও নেই। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, অ্যান্টার্কটিকার মতো জায়গায় একটিও সাপ নেই।
তেমনই আবার অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মতো জায়গাগুলি বিষাক্ত সাপে পরিপূর্ণ। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মাত্র একটা প্রজাতির বিষধর সাপ আছে বাকি সাপগুলো বিপজ্জনক নয়। বেশিরভাগ মানুষই জানেন না আসল উত্তরটা৷
তেমনই আবার অস্ট্রেলিয়া এবং আফ্রিকার মতো জায়গাগুলি বিষাক্ত সাপে পরিপূর্ণ। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে মাত্র একটা প্রজাতির বিষধর সাপ আছে বাকি সাপগুলো বিপজ্জনক নয়। বেশিরভাগ মানুষই জানেন না আসল উত্তরটা৷
এই দেশটির নাম হল ব্রিটেন। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের রিপোর্ট অনুযায়ী, ব্রিটেনে  মোট ৪ প্রজাতির সাপ বাস করে । এর মধ্যে তিনটি স্থানীয় এবং একটি প্রজাতিকেই বাইরে থেকে আনা হয়েছে। কমন ইউরোপিয়ান অ্যাডার, ব্যারেড গ্রাস স্নেক, স্মুথ স্নেক, অ্যাসকুলাপিয়ান সাপ ব্রিটেনে পাওয়া যায়। জেনে নিন এর মধ্যে কোনটি বিষাক্ত।
এই দেশটির নাম হল ব্রিটেন। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের রিপোর্ট অনুযায়ী, ব্রিটেনে মোট ৪ প্রজাতির সাপ বাস করে । এর মধ্যে তিনটি স্থানীয় এবং একটি প্রজাতিকেই বাইরে থেকে আনা হয়েছে। কমন ইউরোপিয়ান অ্যাডার, ব্যারেড গ্রাস স্নেক, স্মুথ স্নেক, অ্যাসকুলাপিয়ান সাপ ব্রিটেনে পাওয়া যায়। জেনে নিন এর মধ্যে কোনটি বিষাক্ত।
কমন ইউরোপিয়ান অ্যাডার বা কমন ইউরোপীয় ভাইপার হল ব্রিটেনের একমাত্র বিষাক্ত সাপ। এগুলো ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের এলাকায় পাওয়া যায়। এগুলি বন এবং জলাভূমিতে পাওয়া যায়। এই সাপগুলি প্রায় ১ মিটার পর্যন্ত লম্বা হয়। তাদের শরীরে একটি জিগজ্যাগ প্যাটার্ন তৈরি হয়। তাদের কামড় একজন ব্যক্তির মৃত্যুর কারণ হবে না, তবে বিষটি কয়েক দিনের জন্য ফোলা, বমি এবং এমনকি মাথা ঘোরা হতে পারে।
কমন ইউরোপিয়ান অ্যাডার বা কমন ইউরোপীয় ভাইপার হল ব্রিটেনের একমাত্র বিষাক্ত সাপ। এগুলো ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের এলাকায় পাওয়া যায়। এগুলি বন এবং জলাভূমিতে পাওয়া যায়। এই সাপগুলি প্রায় ১ মিটার পর্যন্ত লম্বা হয়। তাদের শরীরে একটি জিগজ্যাগ প্যাটার্ন তৈরি হয়। তাদের কামড় একজন ব্যক্তির মৃত্যুর কারণ হবে না, তবে বিষটি কয়েক দিনের জন্য ফোলা, বমি এবং এমনকি মাথা ঘোরা হতে পারে।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ মে, এসেক্সের একটি প্রকৃতি সংরক্ষণে ১১ বছর বয়সী একটি মেয়েকে একটি অ্যাডার সাপ কামড়ায়। ২০ মিনিটের মধ্যে তাকে অ্যান্টি-ভেনম দেওয়া হয়েছিল, যার কারণে তার অবস্থা গুরুতর হয়নি। তবে তার শরীর ফুলতে শুরু করে।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ মে, এসেক্সের একটি প্রকৃতি সংরক্ষণে ১১ বছর বয়সী একটি মেয়েকে একটি অ্যাডার সাপ কামড়ায়। ২০ মিনিটের মধ্যে তাকে অ্যান্টি-ভেনম দেওয়া হয়েছিল, যার কারণে তার অবস্থা গুরুতর হয়নি। তবে তার শরীর ফুলতে শুরু করে।
এই সাপটি ব্রিটেনের নয়, তারা ১.৩ মিটার পর্যন্ত লম্বা হয়। এগুলি প্রায়শই বাগান, ক্ষেত্র এবং শস্যাগারগুলির কাছে দেখা যায়। Aesculapian সাপ ফ্রান্স এবং ইউক্রেনে পাওয়া যায়। এটি ইউরোপের বৃহত্তম সাপগুলির মধ্যে একটি। যার দৈর্ঘ্য ১.৩ থেকে ১.৬ মিটার পর্যন্ত।
এই সাপটি ব্রিটেনের নয়, তারা ১.৩ মিটার পর্যন্ত লম্বা হয়। এগুলি প্রায়শই বাগান, ক্ষেত্র এবং শস্যাগারগুলির কাছে দেখা যায়। Aesculapian সাপ ফ্রান্স এবং ইউক্রেনে পাওয়া যায়। এটি ইউরোপের বৃহত্তম সাপগুলির মধ্যে একটি। যার দৈর্ঘ্য ১.৩ থেকে ১.৬ মিটার পর্যন্ত।

Vicky Donor: প্রায় ১৩ বছরে ১৮০ সন্তানের পিতা, ব্রিটেনের এই ‘ভিকি ডোনার’ সামনে আনলেন কঠোর সত্য

ব্রিটেন: এ যেন অবিকল ‘ভিকি ডোনার’-এর গল্প! আসলে ব্রিটেনের এক ব্যক্তি এখন ১৮০ সন্তানের জনক। তবে এই বিষয়ে নিজের ব্যক্তিগত লড়াইয়ের চরম সত্যটা সকলের সামনে খোলসা করেছেন ব্রিটেনের ওই বিখ্যাত স্পার্ম ডোনার।একটি সাক্ষাৎকারে ওই ডোনার বলেন যে, “আমি এই নিঃস্বার্থ ভাবে অন্যদের সাহায্য করার জন্য আমার নিজের ভালবাসাকেও বিসর্জন দিয়েছি। আবার বিরল কিছু ক্ষেত্রে সংক্ষিপ্ত ইন্টারকোর্সে আমি একটু চুম্বন কিংবা একটু আদর-ভালবাসা পর্যন্ত পাই না।”

ব্রিটেনের ট্যাবলয়েড মেট্রো-র তরফে বলা হয়েছে যে, জো ব্রিটেনের সবথেকে প্রসিদ্ধ বাবার তকমা পেয়েছেন। বছরের পর বছর ধরে যে নৃশংস নিষ্ঠুর মন্তব্য তাঁকে সহ্য করতে হয়েছে, সেই প্রসঙ্গেও কথা বলেছেন তিনি। আসলে অনেকেরই দাবি, “জো শুধুমাত্র সেক্স-এর সঙ্গেই যুক্ত।” ব্যাখ্যা করে জো বলেন, “আমি নিশ্চিত, যাঁরাই আমার প্রসঙ্গে পড়বেন, তিনি ভাববেন যে, আমার জীবনটা অনেকটা বড় আইসক্রিম খাওয়ার মতো। বিশেষ করে তখন আমার মনে আঘাত লাগে, যখন আমার নিন্দুকরা ভাবেন যে, আমি শুধুমাত্র সেক্সের জন্য ডোনেট করি। আপনারা হয়তো ভাববেন যে, একজন স্বাভাবিক দাতা হিসেবে আমার উপরে অনেক দায় থাকে।”

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

জো ডোনার নিজের পদবী প্রকাশ্যে আনতে চাননি। প্রায় ১৩ বছরেরও বেশি সময় ধরে তিনি শুক্রাণু দান করে আসছেন। ৫২ বছর বয়সী এই ব্যক্তি বিভিন্ন কৌশল অবলম্বন করে এই কাজ করে আসছেন। এর মধ্যে অন্যতম হল ন্যাচারাল ইনসেমিনেশন (সেক্স), পার্শিয়াল ইনসেমিনেশন এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন।

জো-এর ব্যাখ্যা, “কিন্তু আমাকে সব সময় বলা হয় যে, তোমার যখন এতই সেক্স করার ইচ্ছা, তখন একজন প্রেমিকা নিয়ে এসো। অথবা বিয়ে করে নাও। আসলে আমি সাধারণত মাসে একবার অথবা দু’বার শুধুমাত্র মহিলাদের সঙ্গে সাক্ষাৎ করি। কারণ আমার শুক্রাণু অত্যন্ত কার্যকর। ফলে একবার কিংবা দু’বার কোনও মহিলার সঙ্গে সাক্ষাৎ হলেই তিনি তার মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে যান। এরপর ১ অথবা ২ বছরে তাঁর সঙ্গে আর দেখাই হয় না। তবে যদি তিনি দ্বিতীয় সন্তান চান, তবেই তাঁর সঙ্গে আবার দেখা হতে পারে।”

নিউক্যাসেলের বাসিন্দা জো এই সমালোচকদের ‘কিবোর্ড ওয়ারিয়র্স’ বলে বিশ্লেষণ করেছেন। সেই সঙ্গে এ-ও ব্যাখ্যা করেছেন যে, ইন্টারনেটের সাধারণত মানুষকে টেনে নিচে নামানোর জন্য একটা পন্থা রয়েছে। জো-এর কথায়, “মানুষের পক্ষে অনলাইনে ক্ষতিকর মন্তব্য করা খুবই সহজ। কারণ আমি তো তাঁদের কাছে প্রকৃত মানুষই নই। যেটা তাঁরা আমার মুখের উপর কখনওই এটা বলতে পারবেন না।”

India UK Travel Update: করোনা টিকার দুই ডোজ নেওয়া ভারতীয় যাত্রীদের কোয়ারান্টিন নয়, জানাল ব্রিটেন

#নয়াদিল্লি: ভারতীয় যাত্রীদের জন্য করোনাবিধি শিথিল করল ব্রিটেন (India UK Travel Update)। আগামী ১১ অক্টোবর, সোমবার থেকে করোনাভাইরাসের টিকার দুই ডোজ নেওয়া ভারতীয়রা ব্রিটেনে গেলে, তাঁদের কোয়ারান্টিনে থাকতে হবে না (India UK Travel Update)। ব্রিটেন হাই কমিশন থেকে বৃহস্পতিবার ভারতকে একথা জানানো হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, যে ভারতীয়রা কোভিশিল্ডের দু’টি টিকা বা ব্রিটেন অনুমোদিত যে কোনও করোনা টিকা পেয়েছেন, ব্রিটেনে আসার পর আর তাঁদের ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে না (India UK Travel Update)।

বৃহস্পতিবার এই নিয়ে ট্যুইট করেছেন ভারতে ব্রিটেনের রাষ্ট্রদূত এলেক্স এল্লিস। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘যে ভারতীয়রা টিকা পেয়েছেন, ব্রিটেনে তাঁদের নিভৃতবাসে থাকতে হবে না। কোভিশিল্ড বা ব্রিটেনের ছাড়পত্র পাওয়া যে কোনও করোনা টিকা নেওয়া থাকলেই হবে। শেষ এক মাস ধরে ভারত সরকারের সহযোগিতাকে ধন্যবাদ জানাই।’ এতদিন ব্রিটেনে গেলেই ভারতীয় যাত্রীদের ১০ দিন কোয়ারান্টিনে থাকার নির্দেশ ছিল।

কয়েকদিন ধরেই ব্রিটেন ও ভারত উভয় দেশ থেকে আগত যাত্রীদের জন্য কার্যকর করা করোনা বিধিনিষেধ নিয়ে নানারকম আলোচনা চলছিল। প্রথম ব্রিটেন এই নিয়ে কড়া বিধিনিষেধ আরোপ করে। তার পর ভারত আবার ব্রিটেন থেকে আগত যাত্রীদের বিষয়ে বিশেষ বিধিনিষেধ আরোপ করে। সেখানে বাধ্যতামূলক কোয়ারান্টিনের কথা বলা হয়। সেই নির্দেশের কিছু দিনের মধ্যেই ফের ব্রিটেনের তরফে নির্দেশ দিয়ে তুলে নেওয়া হল।

এতদিন ব্রিটেনের নিয়মে কোনও ব্যক্তি যদি ব্রিটেন অনুমোদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার বায়োটেক, মডার্না ও জ্যানসেন, কোভিশিল্ডের দুটি ডোজই নিয়ে থাকেন তাঁদের রওনা দেওয়ার আকে করোনাভাইরাসের পরীক্ষা করাতে হত। ব্রিটেনে পৌঁছনোর ২ দিন আগে এবং পৌঁছনোর ৮ দিনের মাথায় পরীক্ষা করাতে হত। সেই সঙ্গে ১০ দিন সেল্ফ কোয়ারান্টিনে থাকতে হচ্ছিল।

আরও পড়ুন: ইউরো ২০২৪-এর লোগো প্রকাশ, চোখধাধানো লাইট-শো দেখে মুগ্ধ হবেন

UK-India Restrictions: ভারত থেকে ব্রিটেনে গেলে ১০ দিনের কোয়ারান্টিন বন্ধ, নিয়ম শিথিল প্রশাসনের

#লন্ডন: করোনাভাইরাসের দু’টি ডোজ (Coronavirus Vaccine) নেওয়া ভারতীয় যাত্রীদের ব্রিটেনে ঢোকার ক্ষেত্রে (UK-India Restrictions) নিয়মে বড় বদল আনল বরিস জনসনের সরকার। এবার থেকে ব্রিটেনে নামার পর ১০ দিন হোটেলে কোয়ারান্টিন থাকতে হবে না। লাল তালিকা থেকেও ভারতের নাম সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে ভারতীয় বহু পড়ুয়া ও পরিবারের লোকেরা সহজেই ব্রিটেনে ফিরে যেতে পারবেন এবং সমস্যার সমাধান সম্ভব হবে।

ব্রিটেনে পা রেখে ভারতীয়রা এখন থেকে নিজেদের পছন্দের জায়গাতেই ১০ দিন কোয়ারান্টিনে থাকতে পারবেন। কোয়ারান্টিন চলাকালীন পাঁচ দিনের মাথায় করোনা পরীক্ষাও করানো যাবে। সেই রিপোর্ট অনুযায়ী বাইরে বেরনোও সম্ভব হবে। লাল তালিকা থেকে অ্যাম্বর তালিকায় আন্তর্জাতিক যাত্রীদের নিয়ে যাওয়া মানেই নিজেদের পছন্দের জায়গাতেই কোয়ারান্টিন থাকতে পারার সুযোগ। পরিবহণ দফতরের থেকে বুধবার এই ঘোষণা করা হয়েছে। আগামী রবিবার, ৮ অগস্ট বিকেল ৪টে থেকে এই নিয়ম লাগু করা হবে।

ব্রিটেনের পরিবহণ সচিব ট্যুইট করে জানিয়েছেন, ‘আরব আমিরশাহী, কাতার, ভারত ও বাহরিনকে লাল তালিকা থেকে সরানো হল। আগামী ৮ অগস্ট বিকেল ৪টে থেকে এই নিয়ম শুরু করা হবে।’ তিনি আরও বলেছেন, ‘সাবধানতা এখনই কোনও ভাবেই শিথিল করা হচ্ছে না। তবে এই নিয়মের মাধ্যমে বিশ্বের আরও অনেক জায়গা থেকে পরিবার, বন্ধু ও কাজের সুযোগে মানুষ মিলিত হতে পারবেন। দেশের টিকাকরণ কর্মসূচিরই সুফল এটি।’

এতদিন করোনার ভারতীয় প্রজাতি ভাইরাস নিয়ে চিন্তায় ছিল ব্রিটেন। যেভাবে ভারতে করোনা  সংক্রমণ বাড়ছিল, তাতে এ দেশ থেকে কোনও ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না জানানো হয়েছিল। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক অবশ্য ভারত থেকে কোনও আইরিশ বা ব্রিটিশ নাগরিকেরা দেশে ফিরলে,  তাঁদের এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে না বলে জানিয়েছিলেন। যদিও এই সময়ে যে ব্রিটিশ নাগরিকেরা দেশে ফিরবেন, তাঁদের ১০ দিনের কোয়ারান্টিন বাধ্যতামূলক করেছিল ব্রিটিশ সরকার। দেশে ঢোকার দ্বিতীয় ও অষ্টম দিনে তাঁদের করোনা পরীক্ষা করাতে হবে। নিজের খরচে থাকতে হবে আইসোলেশন সেন্টারে। ভারতীয়দের জন্যও একই নিয়ম চালু করা হয় পরে।

অ্যাম্বার তালিকায় থাকা দেশের যাত্রীদের যাত্রার তিন দিন আগে করোনার পরীক্ষা করাতে হবে। এবং একইসঙ্গে ইংল্যান্ডে পৌঁছনোর পর দু’টি করোনা পরীক্ষা করাতে হবে। এরই সঙ্গে ১০ দিন নিজেদের পছন্দের জায়গায় ১০ দিন কোয়ারান্টিনে থাকতে হবে।