Tag Archives: SRH vs KKR

কেকেআর চ্যাম্পিয়ন! ১০ বছরের অপেক্ষা শেষ, কলকাতা আবার আইপিএল সেরা

কলকাতা: গৌতম গম্ভীর। নামটা শুনলেই আপনার মন জুড়ে নেবে কেকেআর শব্দটা। লাকি ফ্যাক্টর বলে সত্যিই কি তবে কিছু আছে! সেই লাকি ফ্যাক্টর সব হিসেব গুলিয়ে দিতে পারে!

কেকেআর আবার আইপিএল চ্যাম্পিয়ন। ১০ বছর পর আবার। গৌতম গম্ভীর ফিরতেই। গম্ভীরই যেন কেকেআরের সেই লাকি ফ্য়াক্টর। তিনি ফিরতেই কেকেআরের কপাল ফিরে গেল!

ঝড়ের রাতে আজ বাঙালির চিন্তার শেষ নেই। তবে এই কঠিন সময়ে দাঁড়িয়ে কেকেআর যেন একটু স্বস্তির লহমা বয়ে আনল। রিমলের ভয়ে কুঁকড়ে থাকা বাংলায় কেকেআর একটু সাহস দিল। কলকাতা চাইলে পারে, খেলাধূলায় এখনও কলকাতা ভারতসেরা হতে পারে।

আরও পড়ুন-

প্রথমে ব্যাট করে সানরাইজার্স করল মাত্র ১১৩ রান। আইপিএল ফাইনালের নিরিখে যে স্কোর নিমিত্তমাত্র। সেই স্কোর আত্মবিশ্বাসে টগবগে কেকেআরকে চাপে রাখতে পারবে না, তা আর বলার অপেক্ষা রাখে না। রমমনুল্লাহ গুরবাজ করলেন ৩৯। ভেঙ্কটেশ আইয়ার ২৬ বলে ৫২ রান করে অপরাজিত।

কেকেআর আবার ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন। তবে কেকেআর যে এবারের আইপিএল খেতাব জয়ের সেরা দাবিদার তা অনেকেই মেনে নিয়েছিলেন। গ্রুপ পর্বে কেকেআর শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। শেষ পর্যন্ত সেই কেকেআর চ্যাম্পিয়ন।

—- Polls module would be displayed here —-

বিশ্বকাপের নায়ক ট্রাভিস হেডের সামনে কেকেআর এলেই হল! হিরো জুজু দেখেন যেন! যেমন কোয়ালিফায়ার একে, তেমন ফাইনালে। পর পর ২ বার কেকেআরের সামনে পড়ে গোটা হায়দরাবাদ হাঁটু গেড়ে বসে পড়ল যেন!

আরও পড়ুন- বিশ্বকাপের হিরো, কেকেআরের সামনে অসহায়! ফাইনালে ‘জুুজু’ দেখলেন এই তারকা

মিচেল স্টার্কের ঝুলিতে এদিন ২ উইকেট। যাঁরা টুর্নামেন্টের শুরুেতে তাঁর প্রাপ্য ২৫ কোটি নিয়ে খোটা দিয়েছিলেন, তাঁদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ করতে নেই, এটাই যেন সদর্পে বুঝিয়ে দিলেন কেকেআরের অজি তারকা।

আইপিএল ট্রফি আসছে কলকাতায়! ২০২৪ কেকেআরের! রাস্তা সহজ নাইটদের

কলকাতা:  সকাল দেখে দিনের কিছুটা আন্দাজ তো করাই যায়!

সেই আন্দাজের বশে বলা যায়, কলকাতায় আসছে ২০২৪ আইপিএল ট্রফি। আর কয়েক মিনিটের অপেক্ষা। তার পরই কলকাতার রঙ হবে আবার বেগুনি। ২০১২, ২০১৪, ২০১৪। খেতাব জয়ের হ্যাটট্রিক করে ফেলতে পারে নাইটরা।

সকাল বলছে, কেকেআরের ঘরে রোদ্দুর। সানরাইজার্স যে কেকেআরের রাস্তা এতটা সহজ করে দেবে তা কে জানত! ফাইনাল ঠিক ফাইনালের মতো হল না, এ আক্ষেপ থাকতে পারে অনেকের মনে। তবে সেসব একটু সাইডে রেখে এখন বেগুনি ঢেউয়ে গা ভাসাতে পারেন।

আরও পড়ুন- হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কুছ পরোয়া নেহি! KKR-র সমর্থণে গলা ফাটাবেন SRK

বিশ্বকাপের নায়ক ট্রাভিস হেডের সামনে কেকেআর এলেই হল! হিরো জুজু দেখেন যেন! যেমন কোয়ালিফায়ার একে, তেমন ফাইনালে। পর পর ২ বার কেকেআরের সামনে পড়ে গোটা হায়দরাবাদ হাঁটু গেড়ে বসে পড়ল যেন!

—- Polls module would be displayed here —-

অভিষেক শর্মা, ট্রাভিস হেড, এডেন মার্করাম, হেনরিকের ক্লাসেনের মতো তারকারা ফ্লপ ফাইনালে। গোটা প্রথমার্ধে প্যাট কামিন্সের ক্যাচ দেশোয়ালি স্টার্কের হাত থেকে খসে যাওয়া ছাড়া বলার মতো কিছু নেই। হায়দরাবাদের টপ অর্ডার ফ্লপ, ফলে দলও কম রানে শেষ।

মিচেল স্টার্কের ঝুলিতে এদিন ২ উইকেট। যাঁরা টুর্নামেন্টের শুরুেতে তাঁর প্রাপ্য ২৫ কোটি নিয়ে খোটা দিয়েছিলেন, তাঁদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্বকাচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ করতে নেই, এটাই যেন সদর্পে বুঝিয়ে দিলেন কেকেআরের অজি তারকা।

আরও পড়ুন- বিশ্বকাপের হিরো, কেকেআরের সামনে অসহায়! ফাইনালে ‘জুুজু’ দেখলেন এই তারকা

আরেকজনের নাম আলাদা করে না বললে গল্পটা অসম্পূর্ণ। হর্ষিত প্যাটেল। কেকেআরের অন্যতম সেরা আবিষ্কার। হতে পারেন লম্বা রেসের ঘোড়া। উল্লেখ্য, কেকেআরের বিরুদ্ধে আইপিএল ফাইনালে সানরাইজার্স করল মাত্র ১১৩ রান। ফাইনালের নিরিখে দেখতে গেলে যে রান তাডা় করা সহজ বটে!

আসছে রিমল! আইপিএল ফাইনাল হওয়ার সম্ভাবনা কতটা? চেন্নাই থেকে এল আপডেট

আসছে সাইক্লোন রেমাল। তার প্রভাবে আজ, রবিবার আইপিএল ফাইনালে কি প্রভাব পড়বে!
আসছে সাইক্লোন রেমাল। তার প্রভাবে আজ, রবিবার আইপিএল ফাইনালে কি প্রভাব পড়বে!
রেমালের প্রভাবে বাংলায় প্রবল ঝজড-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে চেন্নাইতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে!
রেমালের প্রভাবে বাংলায় প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তবে চেন্নাইতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে!
চেন্নাইতে আজ কেকেআর-সানরাইজার্স মুখোমুখি হবে। আইপিএল ফাইনালে রেমালের প্রভাব কতটা পড়বে!
চেন্নাইতে আজ কেকেআর-সানরাইজার্স মুখোমুখি হবে। আইপিএল ফাইনালে রেমালের প্রভাব কতটা পড়বে!
কেকেআর বৃষ্টির জন্য চিপকে প্র্যাকটিস করতে পারেনি। তবে রবিবার ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা কম।
কেকেআর বৃষ্টির জন্য চিপকে প্র্যাকটিস করতে পারেনি। তবে রবিবার ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা কম।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সকাল থেকে চেন্নাইয়ের আকাশ মুখ ভার করে থাকলেও বেলা গড়ালে পরিস্থিতির উন্নতি হবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, সকাল থেকে চেন্নাইয়ের আকাশ মুখ ভার করে থাকলেও বেলা গড়ালে পরিস্থিতির উন্নতি হবে।
জানানো হয়েছে, সন্ধের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তবে একটানা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
জানানো হয়েছে, সন্ধের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। তবে একটানা বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে আবহাওয়া দফতর যা আশ্বাস দিয়েছে তাতে বলা যেতে পারে, আজ, রবিবারই ম্যাচ হবে। বৃষ্টির প্রভাব আইপিএল ফাইনালে খুব একটা পড়বে না।
আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। তবে আবহাওয়া দফতর যা আশ্বাস দিয়েছে তাতে বলা যেতে পারে, আজ, রবিবারই ম্যাচ হবে। বৃষ্টির প্রভাব আইপিএল ফাইনালে খুব একটা পড়বে না।