Tag Archives: Srinagar

Jammu and Kashmir: পিএইচডি করেও এ কী করছেন কাশ্মীরের যুবক! শিক্ষা দফতরের কর্মীকে দেখে চোখে জল সকলের

শ্রীনগর: তাঁর পিএইচডি ডিগ্রি রয়েছে, এক দশক ধরে কাজ করেছেন শিক্ষা দফতরে তবু নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা কাশ্মীরের সোপিয়ান জেলার ডঃ মনজুর হাসানের। আপাতত কোনওক্রমে ঠেলাগাড়িতে শুকনো ফল, মশলা বিক্রি করে দিন গুজরান করছেন তিনি। পিএইচডি ডিগ্রি নিয়ে এক দশক ধরে শিক্ষা দফতরে কাজ করার পরে ঠিক মতন মাইনে না পাওয়ার দরুন শেষে ঠেলাগাড়িতে নানান জিনিস বিক্রি করতে তাঁকে। কষ্ট হলেও তাঁর দুই মেয়ে এই বিষয় জানে না বলেই জানান তিনি।

আরও পড়ুন: খুব শীঘ্রই ভোট জম্মু-কাশ্মীরে, জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন
রাষ্ট্রবিজ্ঞান এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দুটি এম এ এবং রাষ্ট্রবিজ্ঞানেও পিএইচডি এবং তারপরেও তিনি দুটি বিএড ডিগ্রি এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে ডিপ্লোমা। কিন্তু এত কিছুর পরেও তাঁর এই জীবন অতিবাহিত করার কাহিনি একটি ইন্টারভিউের মাধ্যমে সামনে আসে। এই ভিডিও সামনে আসতেই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এই ভিডিওতেই তিনি বলেন, “পিএইচডি করার পর আমি অনেকগুলো ডিগ্রিও করি। কিন্তু তারপরেও আমাকে ঠেলাগাড়িতে জিনিস বিক্রি করতে হচ্ছে।”

তাঁকে আরও বলতে শোনা যায়, “অনেক ছাত্র-ছাত্রীরা আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে কাঁদে। কিছু সময় আম্মারও কান্না পায়। আমার বাবা-মায়েরও অনেক বড় স্বপ্ন ছিল আমাকে নিয়ে। তাঁরা চায় আমি অন্তত একটু আগে বাড়ি ঢুকি। কোনওদিন বাড়ি আমি রাত ৯টায় ঢুকি আবারও কোনওদিন পরেরদিন ভোর সাড়ে ছটায় ঢুকি।”
এখনও পর্যন্ত এই ভিডিওটির ভিউ ১২ হাজার ছাড়িয়ে গেছে এবং বেড়ে চলেছে। অনেকেই এই ব্যক্তিকে নিয়ে মন্তব্যও করে চলেছেন।

Cloudburst Hits Jammu and Kashmir: উত্তরাখণ্ড, হিমাচলের পর এবার ভূস্বর্গ! মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা, লাদাখ থেকে বিচ্ছিন্ন কাশ্মীর

কাশ্মীরঃ মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর ভারত।

আরও পড়ুনঃ কেরলের আতঙ্ক কাটতে না কাটতেই ফের ধস! মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃত ৬, নিখোঁজ প্রায় ৫০

গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত যাত্রীদের এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমেছে বলেও জানানো হয়েছে। এর কারণে ওই জেলার একাধিক বাড়ি, আবাসনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টির তদারকিতে ঘটনাস্থলে একাধিক আধিকারিকদের পাঠানো হয়েছে।

ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে, আগামী ৬ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের র দশটি জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জন‍্য হলুদ সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি চলবে দেশের অন‍্যান‍্য রাজ‍্যেও। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, বিহার, মধ‍্য প্রদেশ, মহারাষ্ট্র ছত্তিশগঢ়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জানিয়েছে মৌসম ভবন। বিহারের ৯ টি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। ইতিমধ‍্যেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজধানী শহর দিল্লি।