Tag Archives: PhD

Jammu and Kashmir: পিএইচডি করেও এ কী করছেন কাশ্মীরের যুবক! শিক্ষা দফতরের কর্মীকে দেখে চোখে জল সকলের

শ্রীনগর: তাঁর পিএইচডি ডিগ্রি রয়েছে, এক দশক ধরে কাজ করেছেন শিক্ষা দফতরে তবু নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা কাশ্মীরের সোপিয়ান জেলার ডঃ মনজুর হাসানের। আপাতত কোনওক্রমে ঠেলাগাড়িতে শুকনো ফল, মশলা বিক্রি করে দিন গুজরান করছেন তিনি। পিএইচডি ডিগ্রি নিয়ে এক দশক ধরে শিক্ষা দফতরে কাজ করার পরে ঠিক মতন মাইনে না পাওয়ার দরুন শেষে ঠেলাগাড়িতে নানান জিনিস বিক্রি করতে তাঁকে। কষ্ট হলেও তাঁর দুই মেয়ে এই বিষয় জানে না বলেই জানান তিনি।

আরও পড়ুন: খুব শীঘ্রই ভোট জম্মু-কাশ্মীরে, জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন
রাষ্ট্রবিজ্ঞান এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দুটি এম এ এবং রাষ্ট্রবিজ্ঞানেও পিএইচডি এবং তারপরেও তিনি দুটি বিএড ডিগ্রি এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে ডিপ্লোমা। কিন্তু এত কিছুর পরেও তাঁর এই জীবন অতিবাহিত করার কাহিনি একটি ইন্টারভিউের মাধ্যমে সামনে আসে। এই ভিডিও সামনে আসতেই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এই ভিডিওতেই তিনি বলেন, “পিএইচডি করার পর আমি অনেকগুলো ডিগ্রিও করি। কিন্তু তারপরেও আমাকে ঠেলাগাড়িতে জিনিস বিক্রি করতে হচ্ছে।”

তাঁকে আরও বলতে শোনা যায়, “অনেক ছাত্র-ছাত্রীরা আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে কাঁদে। কিছু সময় আম্মারও কান্না পায়। আমার বাবা-মায়েরও অনেক বড় স্বপ্ন ছিল আমাকে নিয়ে। তাঁরা চায় আমি অন্তত একটু আগে বাড়ি ঢুকি। কোনওদিন বাড়ি আমি রাত ৯টায় ঢুকি আবারও কোনওদিন পরেরদিন ভোর সাড়ে ছটায় ঢুকি।”
এখনও পর্যন্ত এই ভিডিওটির ভিউ ১২ হাজার ছাড়িয়ে গেছে এবং বেড়ে চলেছে। অনেকেই এই ব্যক্তিকে নিয়ে মন্তব্যও করে চলেছেন।

Arnab Dam: প্রবেশিকা পরীক্ষায় শীর্ষে মাওবাদী নেতা! অর্ণবের পিএইচডিতে ‘বাধা’ উপাচার্যের? জট কাটাতে উদ‍্যোগী কুণাল

কলকাতা: জেলে বসেই পিএইচডি-র প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেব মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডির অ্যাডমিশন টেস্টে প্রথম হন সংশোধনাগারে বন্দি প্রাক্তন মাওবাদী নেতা। কিন্তু এরপরেই তাঁর ভর্তি প্রক্রিয়া নিয়ে দেখা দেয় জটিলতা। সেই জট কাটাতে এবার উদ‍্যোগী রাজ‍্য। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনটাই জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

অর্ণব দামের পড়াশোনার বিষয়ে শিক্ষামন্ত্রী ও কারামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষ। অর্ণবকে বর্ধমান জেলে স্থানান্তরের প্রক্রিয়া নিয়েও হয়েছে আলোচনা। এক্স হ্যান্ডেলে উপাচার্যের ভূমিকার সমালোচনায় কুণাল। এদিন তিনি বলেন, ‘‘মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমের পড়াশোনায় যেন বাধা না আসে।’’

আরও পড়ুন: স্বামীকে হাতেনাতে বান্ধবীর সঙ্গে ধরেন! বিয়ের ১ বছরের মধ‍্যেই সব শেষ! ৩৯-এও সিঙ্গেল নায়িকাকে চিনতে পারছেন?

একদা মাওবাদী বন্দি বলে পরিচিত অর্ণব। তিনি কারাবন্দি মাওবাদী মামলা সংক্রান্ত অভিযোগে৷ কারাবাসেই উচ্চশিক্ষায় এগিয়েছেন তিনি। মেধার জোরে তিনি পিএইচডি-র প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন বর্ধমান বিশ্ববিদ‍্যালয়ে। হুগলি জেলার জেলে আছেন অর্ণব। পড়াশোনার জন‍্য তিনি অনশনের কথাও বলেছেন বলে জানালেন তৃণমূল নেতা।

এদিন কুণাল ঘোষ বলেন, ‘‘ইতিহাস বিভাগের প্রধানের সঙ্গে আমি কথা বলেছি৷ তিনি অত্যন্ত আন্তরিক৷ যা যা সাহায্য করার তিনি করবেন বলেছেন। উপাচার্য এদিকে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন৷ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী কারামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন৷ জেলার আশিষ বণিকের সঙ্গে কথা বলেছি। কারামন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। প্রয়োজনে বর্ধমান জেলার জেলে থাকবেন৷ কিন্তু রাজ্যপাল নিযুক্ত উপাচার্য অকারণে এটা করছেন৷’’

আরও পড়ুন: YouTube-এ ভিডিও বানিয়েই রোজগার হবে লাখ লাখ টাকা! কত সাবস্ক্রাইবার চাই? এই কাজ করলে তবেই আসবে টাকা, এখনই শিখে নিন

উপাচার্যকে তোপ দেগে কুণাল ঘোষ বলেন, ‘‘আমরা চাই সংকীর্ণমনা উপাচার্য নেতিবাচক ভূমিকা না দেখিয়ে, পড়াশোনা করতে দিক৷ আমি তাকে জেলে সহবন্দি হিসাবে দেখেছি কাছ থেকে৷ ওরা জেদ, পড়াশোনা আমি সামনে থেকে দেখেছি৷ তাঁকে পড়াশোনা করতে না দিলে অন্যায় কাজ হবে৷ অধ্যাপকরা সহযোগিতা করছেন৷ বন্দি আসবে যাবে কীভাবে সেটা বলছেন উপাচার্য। যেভাবে আদালতে নিয়ে যাওয়া হয় সেই ভাবেই যাবেন। আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সংগঠনের নেতারা এই বিষয়ে সরব হয়েছেন৷ অর্ণবকে সহযোগিতা করা উচিত।’’

Bardhaman University: মাওবাদী বন্দি অর্ণব PHD ভর্তি পরীক্ষায় শীর্ষে! বর্ধমান বিশ্ববিদ্যালয়ে স্থগিত কাউন্সেলিং, উঠছে প্রশ্ন

বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের পিএইডি ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত। সোমবার ছিল কাউন্সেলিং। কিন্তু নির্ধারিত সময়ে শুরু হল না সেই প্রক্রিয়া। নেপথ্যে কী রয়েছে বড় কারণ? উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডির অ্যাডমিশন টেস্টে প্রথম হন প্রাক্তন মাওবাদী নেতা সংশোধনাগারে বন্দি অর্ণব দাম। সংশোধনাগার থেকে পুলিশি প্রহরায় বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। দৃষ্টান্ত তৈরি করে অর্ণবই শীর্ষ স্থান পেয়েছিলেন মেধা তালিকায়। কিন্তু এখন কোনও নির্দিষ্ট কারণ না দেখিয়েই আপাতত ইতিহাসে পিএইচডির ভর্তি পদ্ধতি স্থগিত রাখল বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: আপনার ‘পালস রেট’ ঠিক আছে তো…? ‘বয়স’ অনুযায়ী পালস রেট ‘কত’ হলে আপনি ফিট? মিলিয়ে দেখে নিন চার্ট

বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, ৯ জুলাই মেধাতালিকার ভিত্তিতে যে কাউন্সেলিং হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী বিজ্ঞপ্তি অবধি অপেক্ষা করতে হবে মেধাতালিকায় নাম থাকা পড়ুয়াদের। স্বভাবতই ইতিহাস বিভাগের পিএইচডি এর ভর্তি পরীক্ষা স্থগিত হওয়ায় শুরু হয়েছে বির্তক।

বাম আমলে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা৷ মৃত্যু হয় ২৪ জন জওয়ানের৷ পাল্টা গুলিতে মৃত্যু হয় পাঁচ জন মাওবাদীরও৷ এই হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন অর্ণব৷ এ বছরের ফেব্রুয়ারি মাসে ওই মামলায় সাজা ঘোষণা করে আদালত৷ যাবজ্জীবন জেলের সাজা হয় অর্ণবের৷ গত মার্চ মাসে তাঁকে মেদিনীপুর সংশোধনাগার থেকে নিয়ে আসা হয় চুঁচুড়া সংশোধনাগারে৷ সাজা ঘোষণার সময়ই বিচারককে পিএইচডি করার ইচ্ছের কথা জানিয়েছিলেন অর্ণব৷ চুঁচুড়া জেলে এসেও জেল কর্তৃপক্ষকে সেই ইচ্ছের কথা জানান তিনি৷ সংশোধনাগারের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনাও শুরু করেন তিনি৷ এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকারা পরীক্ষাতেও নজির গড়লেন অর্ণব।

UGC NET: গবেষণার স্বপ্ন? ইউজিসি নেটের ফর্ম ফিলাপ শুরু! জেনে নিন আবেদনের পদ্ধতি

উত্তর দিনাজপুর: সহকারী অধ্যাপক বা পিএইচডি কোর্সের যোগ্যতা অর্জনের জন্য UGC NET 2024 পরীক্ষার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জুন সেশনের জন্য ইউজিসি নেট ২০২৪ এর আবেদন ফর্ম প্রকাশ করেছে। প্রার্থীরা আজ থেকে ই ইউজিসি নেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট-ugcnet.nta.ac.in-এ UGC NET জুন নিবন্ধন ফর্ম পূরণ করে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ফি লাগবে ১১৫০ টাকা, ওবিসি এর জন্য ৬০০, এবং এসসি/এসটি/পিডবলু ডি-এর জন্য ৩২৫ টাকা।
কবে হবে পরীক্ষা?

আরও পড়ুন: রাস্তার ধারের সামান্য ঘাস! ডায়াবেটিস থেকে শুরু করে রক্তাল্পতা..একাধিক রোগের মারণাস্ত্র এই সামান্য শাক

ইউজিসি নেটের (UGC NET 2024) বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে আগামী ১৬ জুন ২০২৪ হবে আয়োজিত হবে ইউজিসি নেট পরীক্ষা। বছরে দু’বার করে এই পরীক্ষা হয়। একবার জুন মাসে এবং একবার ডিসেম্বর মাসে।

পরীক্ষা পদ্ধতি:মোট ৮৩টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে ইউজিসি নেট ২০২৪-এ। পরীক্ষা হবে কম্পিউটার মোডে। মোট ৮৩ টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে ইউজিসি ২০২৪ এ। এই পরীক্ষায় মূলত দুটি পেপারে হয়।

ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত। ১১ মে পর্যন্ত এই পরীক্ষার আবেদনের ফি জমা দেওয়া যাবে। আবেদনের সময় কোনও ভুল হয়ে থাকলে পরীক্ষার্থীরা আগামী ১৩ মে থেকে ১৫ মে-র মধ্যে সেই ভুল সংশোধন করতে পারবেন ওয়েবসাইট থেকেই। আবেদনের ফি কেবলমাত্র অনলাইনেই জমা করা যাবে।

পিয়া গুপ্তা

Indian Student Died: লন্ডন স্কুল অফ ইকনমিক্সে PhD-র স্বপ্ন শেষ, সাইকেল দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় মেধাবী ছাত্রীর!

কলকাতা: ভারতের মেধাবী গবেষক-ছাত্রীর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল লন্ডনে। বিশ্বের অন্যতম অর্থনীতির বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অফ ইকনিমক্সে পিএইচডি করতে গিয়েছিলেন ৩৩ বছরের চেইস্থা কোছার।

ঘটনাটি ঘটে গত সপ্তাহে। জানা গিয়েছে, সেন্ট্রাল লন্ডনের বাসিন্দা ছিলেন ৩৩ বছর বয়সের এই যুবতী। সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন উত্তরপ্রদেশের বরেলির মেয়ে চেইস্থা কোছার। সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ময়লা ফেলার ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। পিছনের ছিলেন তাঁর স্বামী। কার্যত তাঁর চোখের সামনেই ঘটে এমন মর্মান্তিক ঘটনা।

আরও পড়ুন: বঙ্গসন্তানের জয়, GATE-এ প্রথম বর্ধমানের রাজা! গোটা দেশে অসামান্য সাফল্য

চেইস্থা আগে NITI আয়োগে কাজ করেছিলেন। সম্প্রতি তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ?বিহেভিয়ারাল সায়েন্সে? পিএইচডি করছিলেন। তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডঃ এসপির মেয়ে। শুধু তাই নয় তাঁর বাবা ছিলেন সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI)-এর মহাপরিচালক।

আরও পড়ুন: সন্দেশখালি ?জিইয়ে? রেখেই বসিরহাটে চমকে দিল বিজেপি! রেখার মতে, মোদিই আসলে মুখ

NITI আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন এক্সবার্তায়। তিনি লিখেছেন, চেইস্থা কোছার আমার সঙ্গে নিতি আয়োগের এলআইএফই প্রকল্পে কাজ করতেন। সেখান থেকে লন্ডন স্কুল অফ ইকনমিক্সে তিনি বিহেভিয়েরাল সায়েন্সে গবেষণা করতে গিয়েছিলেন। লন্ডনের পথে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এই সম্ভাবনাময় ছাত্রীর। কোছারকে তিনি মেধাবী, উজ্জ্বল সম্ভাবনাময়, সাহসী এবং প্রাণচঞ্চলতায় ভরপুর একটি মেয়ে হিসেবে স্মৃতিচারণা করেছেন।

IIT Kharagpur : PhD করতে চান? আইআইটি খড়গপুর দিচ্ছে দারুণ সুযোগ! দেখে নিন বিস্তারিত

পশ্চিম মেদিনীপুর: পিএইচডি করার স্বপ্ন? তবে আপনার স্বপ্ন পূরণ করবে কেন্দ্রীয় এই শিক্ষা প্রতিষ্ঠান। এবার আইআইটি থেকে পিএইচডি করার সুযোগ। আইআইটি খড়গপুর থেকে করতে পারবেন পি এইচ ডি। এই মর্মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

একাধিক বিষয়ে করা যাবে এই কোর্স। হাতে সময় অল্প তাই দ্রুত আবেদন জানান এই পোস্টের জন্য। প্রতিষ্ঠানের পক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজ্ঞান, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা ব্যক্তিরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: মস্কোজুড়ে মৃত্যুমিছিল, ১৫০ ছুঁয়ে ফেলল মৃতের সংখ্যা! গ্রেফতার ১১ জন

সে ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর পর্বে অন্তত ৬৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। স্নাতকোত্তর পর্বে ৬৫% নম্বর থাকলেই আবেদন জানাতে পারবেন পিএইচডি করার জন্য। শুধু তাই নয়, কোনও সংস্থায় কর্মরত ব্যক্তিরা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, রুরাল ডেভেলপমেন্ট-সহ একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন এখানে।

আরও পড়ুন: দোল খেলতে খেলতে চোখে রং ঢুকে গেলে কী করবেন? রইল কিছু সহজ টিপস

যদিও আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র কিংবা রাজ্য সরকারি এবং সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের কর্মীরা ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ২ থেকে ১৫ বছরের কর্মজীবনের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা পিএইচডি করার সুযোগ পাবেন। তাঁদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজ্ঞান, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, আইনে স্নাতকোত্তর ডিগ্রি পেতে হবে।

স্নাতকোত্তর পর্বে ৬৫ শতাংশের বেশি নম্বর থাকলে তবে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। প্রসঙ্গত, পিএইচডি কোর্সে পড়াশোনার আগে আবেদনকারীদের একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যাচাই করা হবে।

মেধা ও যোগ্যতা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই এরপর ভর্তি হওয়া যাবে এই নির্দিষ্ট কোর্সের জন্য।ভর্তি হওয়া পড়ুয়াদের কমপক্ষে তিন বছরের মধ্যে থিসিস জমা দিতে হবে। তবে সর্বাধিক আট বছর পর্যন্ত তাঁরা পিএইচডি করার সুযোগ পাবেন। পিএইচডি চলাকালীন টিউশন ফি হিসাবে প্রতি সিমেস্টার পিছু ২৫,০০০ টাকা জমা দিতে হবে। মোট ১২৫ জন একসঙ্গে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।

আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ করা হবে ২৫ মার্চ পর্যন্ত। তবে অফলাইনেও শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৯ মার্চ। ২ মে থেকে ১৫ মে পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। ভর্তিপ্রক্রিয়া শুরু হবে ১৫ জুলাই। এই মর্মে আরও জেনে নিতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

রঞ্জন চন্দ