Tag Archives: Subhman Gill

Ind vs Aus: চিন মিউজিকে না কেঁপে, লড়ছেন গিল -পূজারা

#ব্রিসবেন: একের পর এক বল সবেগে ধেয়ে আসছে পঞ্চম দিনে ব্রিসবেনের পিচে৷ মাথার ওপর ৩২৮৷ এই অবস্থায় পঞ্চম দিনে মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেন  রোহিত শর্মা৷ তবে শুরু থেকে পোস্ট লাঞ্চ সেশন শুরু হওয়া অবধি ক্রিজ সামলাচ্ছেন তরুণ শুভমান গিল ও অভিজ্ঞ চেতেশ্বর পূজারা৷ একদিকে সাবলীল খেলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার কাজে যখন ব্যস্ত শুভমান তখন উইকেটের অন্যদিকে ফেভিকুইকের মতো আটকে থাকা পূজারা৷

তাঁর ধৈর্য্যের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বোদ্ধারা৷ এদিন পূজারা নিজের ইনিংসের ১০৩ তম বলে প্রথম চার মারেন৷ এর থেকেই প্রমাণিত হয় ঠিক কী ধরণের ধৈর্য্যশীল ছিল তাঁর ইনিংস৷ অন্যদিকে শুভমান ফের একটা অর্ধশতরান করে নিয়েছেন ইতিমধ্যেই৷

শুভমান ৯০ বলে ৫০ রান করেন৷ তাঁর অর্ধশতরানের ইনিংসে ছিল ৫ টি চার ছিল৷

 

এদিকে এর আগে চতুর্থদিনে ভারতকে প্রথম সাফল্য দিলেন শার্দুল ঠাকুর। হ্যারিসকে ফিরিয়ে দিলেন নিখুঁত আউটসুইং ডেলিভারিতে। আটত্রিশ করেন হ্যারিস। অন্য প্রান্তে ছন্দে থাকা ডেভিড ওয়ার্নার ফিরে গেলেন ওয়াশিংটন সুন্দরের বলে। তাঁর সংগ্রহ আটচল্লিশ। এরপর সিরাজ ফিরিয়ে দিলেন লাবুশানেকে। পঁচিশ করে রোহিত শর্মার হাতে ক্যাচ দিলেন তিনি। ব্যাট হাতে আবার ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন স্টিভ স্মিথ। অফ স্টাম্পের লাইনে হঠাৎ করে লাফিয়ে ওঠা একটা বলে খোঁচা দিয়ে স্লিপে রাহানের হাতে ধরা পড়লেন তিনি। তিনি করলেন পঞ্চান্ন। তবে প্রশংসা করতে হবে সিরাজের। বুদ্ধি করে গুড লেন্থ স্পটে বলটা রেখেছিলেন। সিরাজের বলেই উইকেট রক্ষক পন্থকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ওয়েড। তিনি খাতা খুলতে পারেননি। ক্যামেরন গ্রিন এবং অধিনায়ক টিম পেন খেলাটা ধরে ফেলেছিলেন। কিন্তু দু’জনকেই ফিরিয়ে দিলেন শার্দুল ঠাকুর।

স্টার্ক এবং হ্যাজেল উডকে তুলে নিলেন সিরাজ। লিয়নকে ফিরিয়ে দিলেন শার্দুল। তবে প্যাট কামিন্স লোয়ার অর্ডার দারুণ গুরুত্বপূর্ণ অবদান রেখে গেলেন আঠাশ রান করে। একদিন আগে ব্যাট হাতে লড়াকু ৬৭ করার পর এদিন বল হাতেও নিজেকে প্রমাণ করলেন ঠাকুর। প্রথম ইনিংসেও তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সিরাজের সঙ্গে জুটি বেঁধে নতুন বল বুদ্ধি করে কাজে লাগালেন। শর্ট বল ব্যবহার করলেন দেখার মত। অন্যদিকে মহম্মদ সিরাজ গাব্বায় পাঁচ উইকেট তুলে নিয়ে প্রমাণ করলেন তিনি লম্বা রেসের ঘোড়া। অস্ট্রেলিয়ায় থাকার সময় বাবাকে হারিয়েছেন। জাতীয় সংগীতের সময় বাবার কথা মনে পড়ে চোখের জল সামলাতে পারেননি। দর্শকদের বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন।

কিছুতেই ফোকাস হারিয়ে ফেলেননি। সিরাজ প্রথম টেস্ট সিরিজেই ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি অন্য ধাতুতে গড়া। পাশাপাশি মুম্বইয়ের শার্দুল ঠাকুরের অল রাউন্ড ক্রিকেট, ভারত ব্রিসবেনে জিতুক, হারুক বা ড্র করুক, এই দুজনের লড়াই মনে রাখার মত। আর অবশ্যই অভিষেক হওয়া ওয়াশিংটন সুন্দর আলাদা নজর কেড়েছেন। একের পর এক সিনিয়র ক্রিকেটার ছিটকে যাওয়ার পর এই তরুণ ক্রিকেটাররা একবারও বুঝতে দেননি প্রথম টেস্ট সিরিজ খেলছেন তাঁরা।এদিকে ভারত ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে চার রান ওঠার পর বৃষ্টি নামল। প্রায় আধঘন্টা খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা সিদ্ধান্ত নিলেন এ দিনের মত আর ম্যাচ হবে না।

Ind vs Aus: দলে অনেকগুলি পরিবর্তন, থাকল চমকও

#মেলবোর্ন : ২৬ ডিসেম্বর ভারত ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট  (Boxing Day Test) খেলবে৷ অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্নে হবে খেলা৷ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট ম্যাচ এটি৷ অ্যাডিলেডে লজ্জাজনক হারের পর ভারত এই টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া৷ দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে আউট হওয়ার পর ভারতের সামনে নিজেদের প্রমাণ করার এটা সুযোগ৷ মেলবোর্ন টেস্টে বেশ কয়েকটি বড় বদল আসছে৷

বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছেন৷ এই অবস্থায় দ্বিতীয় টেস্টে অধিনায়ক হচ্ছেন অজিঙ্ক রাহানে৷ পৃথ্বী শ -র বদলে শুভমান গিল খেলবেন৷ গত বছর ওয়ান ডে -তে অভিষেকের পর এবার তাঁর টেস্ট অভিষেক হবে টেস্ট ম্যাচে৷

গত ম্যাচে চোট পেয়েছিলেন মহম্মদ শামি৷ এই ম্যাচে তাঁর জায়গায় খেলবেন মহম্মদ সিরাজ৷ এটা মহম্মদ সিরাজের টেস্ট অভিষেক ৷ ফিটনেস টেস্ট পাস করে রবীন্দ্র জাদেডা প্লেয়িং ইলেভেন থাকবেন৷ জাদেজা হনুমা বিহারীকে রিপ্লেস করবেন৷ কিন্তু ২ জনেই রয়েছেন৷

শুভমান গিল পৃথ্বী শ-কে সরিয়ে দলে ঢুকেছেন৷ পৃথ্বী শ-র টেকনিকজনিত কারণে কিছু সমস্যা হচ্ছে ৷ বিদেশের মাটিতে গিয়ে সেই অসুবিধা সামনে এসেছে৷ পৃথ্বী প্রথম ইনিংসে শূন্য রানে ও দ্বিতীয় ইনিংসে চার রানে আউট হন৷ পৃথ্বী শরীর থেকে দূরে রেখে ক্রিকেট খেলার চেষ্টা করছেন৷ ওঁর ব্যাট ও প্যাডের মধ্যে বড় গ্যাপ রয়েছে৷ তাঁর জন্য তিনি শট খেলতে পারছেন না৷ আইপিএলেও পৃথ্বী-র পারফরম্যান্স বেশ খারাপ ছিল৷ আইপিএলের শেষ আটটি ইনিংসে যথাক্রমে ১৯, ৪, ০,০, ৭, ১০, ৯, ০ রান করেছিলেন৷ এরপর তাঁকে ড্রপ করে দেওয়া হয়৷ অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচ সহ ৬ টি ইনিংসে মাত্র ৬৬ রান করেছেন৷ অন্যদিকে শুভমান গিল নিজের ফার্স্ট ক্লাস রেকর্ড দিয়ে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন৷ গিল মাত্র ২৩ ম্যাচে ৬৮.৭৮ গড়ে ২২৭০ রান করেছেন৷  এতে ৭ টি শতরান ও ১১ টি অর্ধশতরান রয়েছে৷ ফার্স্টক্লাস ক্রিকেটে গিলের গড়ে প্রায় ৭৪৷

অ্যাডিলেডে চোট পাওয়া মহম্মদ শামির জায়গায় অভিষেক হচ্ছে মহম্মদ সিরাজের৷ শামির না খেলাটা ভারতের জন্য বড় ধাক্কা৷ ২০১৮-১৯ মরশুমে তিনি ৮ ইনিংসে ১৬ উইকেট নিয়েছিলেন৷ তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন৷ এদিকে সিরাজ একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টিতে খেলেছেন এবার ভারতের জার্সিতে টেস্ট অভিষেক হবে তাঁর৷ ফার্স্টক্লাস ক্রিকেটে ৬৭ ইনিংসে তিমি ৪৪.৯স্ট্রাইক রেটে ১৫২ উইকেট নিয়েছেন৷