Tag Archives: Suicide Attempt

Cops In Dramatic Rescue: ক্যাব থামিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মহিলা! এর পর চালক যা করলেন…ভিডিও দেখলে শিউরে উঠবেন

কলকাতা: সেতুর উপর থেকে ঝাঁপ দিলেন এক মহিলা! ক্যাবচালক এবং ট্রাফিক পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল তাঁর। শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানেই ক্যাবচালক এবং ট্রাফিক পুলিশের সাহসিকতার নজির মিলেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নেটিজেনরাও।

আরও পড়ুন- সিবিআই দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টা পরও জট খুলল না! দাবি থেকে না সরার সিদ্ধান্ত আন্দোলনরত চিকিৎসকদের

সূত্রের খবর, নাভা শেভা এলাকায় অটল বিহারী বাজপেয়ী ট্রান্স হারবার লিঙ্ক ব্রিজ (অটল সেতু) থেকে আত্মহত্যা করতে গিয়েছিলেন ৫৭ বছর বয়সি ওই মহিলা। নীচেই আগ্রাসী সমুদ্র। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঝাঁপিয়ে পড়লেন মহিলা। তার পরই ক্যাব চালক ব্রীজের ফোকরের মধ্যে দিয়ে হাত গলিয়ে তাঁর চুল ধরে ফেললেন কোনও মতে। ট্রাফিক পুলিশরাও চলে এলেন এর পর। সম্মিলিত চেষ্টায় টেনে তোলা হল মহিলাকে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। রিপোর্ট অনুসারে, মুলুন্ডের বাসিন্দা সেই মহিলা ৩১ বছর বয়সি ক্যাবচালক সঞ্জয় যাদবকে ব্রিজের উপর ক্যাব থামাতে বলেছিলেন। গাড়ি থেকে নেমে মহিলাটি অটল সেতুর নিরাপত্তা বেষ্টনীতে বসেছিলেন। এর পরেই তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। যদিও পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল বলে জানা যায়। ব্রিজের উপর গাড়ি থামতেই ছুটে আসে পুলিশ।

পুলিশ কর্তা বলেন, “পুলিশকে সতর্ক করার পরে, একটি টহল গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ যখন তাঁর কাছে যায়, তখন তিনি ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যাচ্ছিলেন। কিন্তু ক্যাবচালক এবং ট্রাফিক পুলিশকর্মীরা ঠিক সময়েই তাঁকে ধরে ফেলেন”।

পুলিশ কনস্টেবল ললিত অমরশেট, কিরণ মাহাত্রে, যশ সোনাওয়ানে সমন্বিত দলটি রেলিংয়ের উপরে উঠেছিল। ক্যাবচালকের হাতে তখনও ধরা ছিল চুলের গোছা। তড়িঘড়ি সেই মহিলার হাত এবং কোমর ধরে ফেলেন পুলিশরা। সম্মিলিত চেষ্টায় তাঁকে টেনে তোলার সেই ভিডিও ভাইরাল হয়।

এর পর ওই মহিলাকে নভি মুম্বইয়ের থানায় নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যদেরও সতর্ক করা হয়। নাভা শেভা পুলিশকে দেওয়া বিবৃতিতে মহিলা দাবি করেছেন, কিছু আচারের অংশ হিসাবে দেবতার ছবি ভাসাতে চেয়েছিলেন জলে।

এর আগে জুলাই মাসে, একজন ৩৮ বছর বয়সি এক ইঞ্জিনিয়ার আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে মানসিক চাপে অটল সেতু থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে জানা যায়।

Mr India Manoj Patil Attempted Suicide: আত্মহত্যার চেষ্টা প্রাক্তন মিস্টার ইন্ডিয়া মনোজ প্যাটেলের, অভিযোগ বলিউড অভিনেতার বিরুদ্ধে!

#মুম্বই: আত্মহত্যার চেষ্টা করলেন প্রাক্তন ‘মিস্টার ইন্ডিয়া’ মনোজ প্যাটেল (Mr India Manoj Patil Attempted Suicide)। গতকাল গভীর রাতে তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। তাঁকে (Manoj Patil) মুম্বইয়ের কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই বলিউডের অভিনেতা সাহিল খানের (Sahil Khan) বিরুদ্ধে ওশিয়ারা থানায় অভিযোগ দায়ের করেন মনোজ। তিনি (Manoj Patil) দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর মানহানি করছেন সাহিল (Sahil Khan)। তিনি ব্যক্তিগত জীবনেও সমস্যা তৈরি করছেন। সাহিলের প্ররোচনাতেই এর পর আত্মহত্যার চেষ্টা করেন মনোজ (Mr India Manoj Patil Attempted Suicide)।

মনোজের (Manoj Patil) সুইসাইড নোট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মানসিক চাপের কারণেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বলে সুইসাইড নোটে লিখেছেন মনোজ (Mr India Manoj Patil Attempted Suicide)। পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মুম্বইয়ের ওশিওয়ারায় নিজের বাড়িতেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মনোজ। তাঁকে পরিবারের লোকেরা কুপার হাসপাতালে ভর্তি করান। অভিযোগ, সাহিল খান (Sahil Khan) নামে এক বলিউড অভিনেতা ও ফিটনেস গুরু সোশ্যাল মিডিয়ায় মনোজের নামে কুৎসা রটাচ্ছেন। এই ঘটনা নিয়ে মানসিক চাপে ছিলেন মনোজ।

মনোজের সুইসাইড নোট।
মনোজের সুইসাইড নোট।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন মনোজ। সেখানে সাহিলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ছিলেন তিনি। তাঁর দাবি, গত দু’তিন বছর ধরে তাঁর পরিবারকে নানা ভাবে হেনস্থা করছেন সাহিল। ওই অভিনেতার মুখোশ খুলে দেবেন বলেও ভিডিওতে দাবি করেন মনোজ। সেই ভিডিও পোস্ট করার তিন দিন পরই আত্মহত্যার চেষ্টা করলেন প্রাক্তন মিস্টার ইন্ডিয়া মনোজ প্যাটেল। মনোজের ম্যানেজার পারি নাজ জানিয়েছেন, পেশাগত ক্ষেত্রে কয়েকমাস ধরেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন মনোজ। নাজের কথায়, মনোজের শারীরিক অবস্থা সংকটজনক। তবে এই নিয়ে এখনও অভিনেতা সাহিল খানের তরফ থেকে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মনোজ ওশিয়ারা থানায় সাহিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও, এই থানার আধিকারিকরা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি। মনোজ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে সেখানে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। মনোজের পরিবার ওশিওয়ারা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। বর্তমানে মিস্টার অলিম্পিয়া প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মনোজ। ২০১৬-এ মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

আরও পড়ুন: অভিনয় জগত থেকে চিরবিদায় অরুণা ইরানির! কারণে কী জানালেন অভিনেত্রী?