Tag Archives: sunscreen

Sunscreen-Skincare: দিনে কত বার, কতটা সানস্ক্রিন মাখা উচিত? রোদ থেকে ত্বককে রক্ষা করবে এই টিপস! জানুন

গরমকাল মানেই রোদে পোড়া ত্বক! রোদের দাপটে ত্বকের অবস্থা সব থেকে খারাপ হয়! এই সময় ত্বককে রোদ থেকে রক্ষা করতে আমরা সানস্ক্রিন ব্যবহার করে থাকি! কিন্তু দিনে একবার সানস্ক্রিন মাখাই কী যথেষ্ট? কতটা সানস্ক্রিন মাখতে হবে? সঠিক নিয়ম যদি না জানেন তাহলে কিন্তু কোনও কাজ হবে না! photo source collected
গরমকাল মানেই রোদে পোড়া ত্বক! রোদের দাপটে ত্বকের অবস্থা সব থেকে খারাপ হয়! এই সময় ত্বককে রোদ থেকে রক্ষা করতে আমরা সানস্ক্রিন ব্যবহার করে থাকি! কিন্তু দিনে একবার সানস্ক্রিন মাখাই কী যথেষ্ট? কতটা সানস্ক্রিন মাখতে হবে? সঠিক নিয়ম যদি না জানেন তাহলে কিন্তু কোনও কাজ হবে না! photo source collected
প্রথমে জানতে হবে কতটা সানস্ক্রিন মাখা প্রয়োজন! হাতের দুই আঙুলের মাথায় যতটা সানস্ক্রিন ধরে ততটা নিয়ে নিন! ভাল করে গোটা মুখে মাখুন!  photo source collected
প্রথমে জানতে হবে কতটা সানস্ক্রিন মাখা প্রয়োজন! হাতের দুই আঙুলের মাথায় যতটা সানস্ক্রিন ধরে ততটা নিয়ে নিন! ভাল করে গোটা মুখে মাখুন! photo source collected
মনে রাখতে হবে মুখের কোনও অংশ যেন বাদ না যায়! শরীরের যেসব স্থান রোদের সংস্পর্শে আসতে পারে যেমন হাত, পা, গলা সেই সব জায়গাতেও সানস্ক্রিন মাখুন!  photo source collected
মনে রাখতে হবে মুখের কোনও অংশ যেন বাদ না যায়! শরীরের যেসব স্থান রোদের সংস্পর্শে আসতে পারে যেমন হাত, পা, গলা সেই সব জায়গাতেও সানস্ক্রিন মাখুন! photo source collected
বাইরে বেরোনোর আধ ঘণ্টা আগে সানস্ক্রিন মাখতে হবে। ঘরের মধ্যে থাকলেও দিনের বেলা সানস্ক্রিন মেখে রাখা জরুরি। কারণ, শুধু রোদ নয়, রান্নার সময়ে গরম তাপ লেগেও একই ভাবে ত্বকের ক্ষতি হতে পারে। তাই সানস্ক্রিন অবশ্যই মাখুন বাড়িতেও!  photo source collected
বাইরে বেরোনোর আধ ঘণ্টা আগে সানস্ক্রিন মাখতে হবে। ঘরের মধ্যে থাকলেও দিনের বেলা সানস্ক্রিন মেখে রাখা জরুরি। কারণ, শুধু রোদ নয়, রান্নার সময়ে গরম তাপ লেগেও একই ভাবে ত্বকের ক্ষতি হতে পারে। তাই সানস্ক্রিন অবশ্যই মাখুন বাড়িতেও! photo source collected
সারাদিন বাড়ির বাইরে থাকলে দু'বার সানস্ক্রিন মাখতে পারেন! তবে দ্বিতীয়বার সানস্ক্রিন মাখার আগে অবশ্যই ভাল করে মুখ ধুয়ে নেবেন! নয়ত কাজ হবে না! বাড়িতে থাকলে একবার মাখলেই চলবে!  photo source collected
সারাদিন বাড়ির বাইরে থাকলে দু’বার সানস্ক্রিন মাখতে পারেন! তবে দ্বিতীয়বার সানস্ক্রিন মাখার আগে অবশ্যই ভাল করে মুখ ধুয়ে নেবেন! নয়ত কাজ হবে না! বাড়িতে থাকলে একবার মাখলেই চলবে! photo source collected
কোন সানস্ক্রিন ব্যবহার করবেন? সানস্ক্রিন সব সময় এসপিএফের মাত্রা দেখে মাখা উচিত! আপনার ত্বকের জন্য কোনটা সঠিক হবে সেটা জানতে হলে একবার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন! সঠিক সানস্ক্রিন বেছে নিন নিজের ত্বক অনুযায়ী!   photo source collected
কোন সানস্ক্রিন ব্যবহার করবেন? সানস্ক্রিন সব সময় এসপিএফের মাত্রা দেখে মাখা উচিত! আপনার ত্বকের জন্য কোনটা সঠিক হবে সেটা জানতে হলে একবার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন! সঠিক সানস্ক্রিন বেছে নিন নিজের ত্বক অনুযায়ী! photo source collected

সানস্ক্রিন মাখেন অনেকেই, কিন্তু ‘এই’ নিয়ম মেনে মাখেন না! তাই রোদে বেরোলেই ট্যান

কলকাতা: সানবার্ন, পিগমেন্টেশন, এজিং। শব্দগুলো শুনলেই অনেকে ভয় পেয়ে যান। সঙ্গে যদি জুড়ে যায় স্কিন ক্যানসার, তা হলে তো ভয় বেড়ে যাবে কয়েক গুণ।

প্রচণ্ড গরমের দিন শুরু হয়েছে। এখন বাইরে বেরোলেই প্রখর রোদ। এমন অবস্থায় সানস্ক্রিন ,মেখে না বরোলেই নয়। আপনার ত্বককে সুরক্ষিত রাখে সানস্ক্রিন। তাই সানস্ক্রিন ছাড়া রোদের বেরনো একেবারেই উচিত নয়।

কলকাতা-সহ বাংলার বহু জায়গার তাপমাত্রা ৪০ ছুঁয়েছে প্রায়। সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচানোই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যাঁদের কড়া রোদে বাইরে বেরোতে হয়। অনেকেই আছেন যাঁদের দিনের একটা বড় সময় বাইরে কাটাতে হয়।

আরও পড়ুন- ছোট ছুটিতে এখনও সবচেয়ে জনপ্রিয় সমুদ্র পাড়ের অফবিট সস্তার এই ডেস্টিনেশন

সুতির ফুলহাতা জামা এই সময় আপনাকে সান ট্যানের হাত থেকে বাঁচাতে পারে। টুপি, সানগ্লাসের ব্যবহার করতে পারেন। ছাতা, সানগ্লাস, জলের বোতল আর সানস্ক্রিন এই সময় অপরিহার্য জিনিস। তবে সানস্ক্রিন মাখলেই হল না। কিছু নিয়ম মেনে মাখতে হবে সানস্ক্রিন।

 ‘এসপিএফ’ যাচাই করে তবে সানস্ক্রিন কিনুন। ৩০ বা ৫০ যুক্ত এসপিএফ সানস্ক্রিন কেনা ভাল। তবে নিজের ত্বকের হিসেবে সানস্ক্রিন কিনবেন অবশ্যই।

রোদে বেরনোর কমপক্ষে ২০-৩০ মিনিট আগে সানস্ক্রিন মাখতে হবে। হাতে, গলায়, মুখে- অর্থাৎ শরীরের যে জায়গায় রোদ পড়ার সম্ভাবনা, সেখানে সানস্ক্রিন লাগাতে হবে।

আরও পড়ুন- এই গরমে গলদা চিংড়ির মালাইকারির বদলে খান চিংড়ির রসা, সহজ রেসিপি দেখুন

খুব ঘাম হয় যাঁদের তাঁদের সানস্ক্রিন বেছে নেওয়ার ক্ষেত্রে যত্নশীল হতে হবে। কারণ অতিরিক্ত ঘাম হলে বারবার সানস্ক্রিন মাখতে হবে। তেমনটা করা কিন্তু আবার ভাল নয়। তাই এক্ষেত্রে একটু ভেবেচিন্তে সানস্ক্রিন বেছে নিতে হবে।