Tag Archives: tea seller

Singing Tea Seller: অভাবে স্বপ্নভঙ্গ! গায়ক হতে না পেরে এখন তাঁর দোকানে আসা ক্রেতাদের গান শুনিয়েই খুশি এই চা বিক্রেতা

রাহী হালদার, হুগলি: বড় গায়ক হওয়ার স্বপ্ন ছিল চোখে। চা বিক্রি করে সংসার চালাতে গিয়ে সেই স্বপ্ন মিলিয়ে গেছে চোখের তারাতেই। স্বপ্ন বোনা ওই চা বিক্রেতার নাম মহম্মদ শরিফ। ডাকনাম সাহেব। গোঘাট থানার অন্তর্গত বেঙ্গাই বাস স্ট্যান্ডের কাছে চা বিক্রি করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের কাছে  পরিচিত তাঁর গানের জন্য। অধিকাংশ পথচলতি মানুষ ও নিত্যযাত্রীরা তাঁর কাছে চা খেতে আসেন। সঙ্গেএকটা গান ফ্রি পাবেন বলে। স্থানীয়দের কথায় সাহেবের চা যেমনি সুন্দর, তেমনই সুন্দর ওঁর গলার গান।

সাহেব বলেন তাঁর গানবাজনার সঙ্গে পরিচিতি শৈশব থেকেই। আগে পড়াশুনার পাশাপাশি প্রতিনিয়ত রেওয়াজও করতেন তিনি। উচ্চমাধ্যমিক পাশ করে মধ্যমগ্রামে আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে ইন্ডাস্ট্রিয়াল ফিশ এন্ড ফিশারিজ কোর্সে ভর্তি হন তিনি। তারপরই হঠাৎ তাঁর মা অসুস্থ হয়ে পড়েন। মায়ের চিকিৎসা করাতে গিয়ে পড়াশোনা ছাড়তে হয় তাঁকে।  তারপরই সাহেবের জীবনে অন্য একটি মোড় নেয়।

গানবাজনা ছেড়ে রাস্তায় নামেন চা বিক্রেতা হিসাবে। চাকরির পরীক্ষা দিলেও বর্তমান সমাজে চাকরির দুর্দশা দেখে সেই পথও ত্যাগ করেন তিনি। এখন গান শুনিয়ে আর চা বিক্রি করেই অসংখ্য মানুষের মন জয় করছেন । এই মুহূর্তে বউ, ছোট্টো মেয়ে আর বাবাকে নিয়ে তাঁদের ছোট্ট সংসার। সাহেবের কথায়, তাঁর চোখে অনেক রঙিন স্বপ্ন ছিল। তবে শুধুমাত্র পেটের তাগিদে মুছে গিয়েছে সব। কপাল ভাল থাকলে কোনও দিন ৩০০ আবার কোনও দিন ১৫০ টাকা রোজগার তাঁর।

আরও পড়ুন : ব্লাড সুগারেও নিশ্চিন্তে খান এই ফলগুলি! বাড়বে না ডায়াবেটিস! জানুন নামগুলি

সাহেবের বাবা মহঃ আমরুল হক ওরফে সাধন মাস্টার একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে টিউশন করে যৎসামান্য রোজগার করেন তিনি। সাহেবের গানের ভবিষ্য‍ৎ নিয়ে জানতে চাইলে তিনি বলেন ‘‘আমি এই মুহূর্তে লক্ষ্যভ্রষ্ট।’’ তবে তাঁর দোকানে নিত্য চা খেতে আসা এক ব্যক্তি-সহ পরিবারের লোকজন জানান, ‘‘ওঁর অনেক প্রতিভা আছে৷ শুধু টাকার অভাবে তা পূরণ করতে পারছেন না। আমরা প্রত্যেকেই চাই সাহেব একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত হোক ওঁর গানের জন্য। ওর এই প্রতিভা ছড়িয়ে পড়ুক দিকে দিকে।’’