Tag Archives: technolo

Air Cooler in Monsoon: বর্ষায় এয়ার কুলারই হল ‘রোগের বাসা’! ঘরে থাকলে এই ছোট কাজ না করলেই ছড়াবে রোগ-ব্যাধি

কেউ কেউ বর্ষাকালে কুলার চালান না। তবে অনেকেই রয়েছেন, যাঁরা জল না ভরেই কুলার ব্যবহার করে থাকেন। কিন্তু, যাঁদের কুলার আছে, তাঁদের অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখতে হবে। গ্রীষ্মের প্রচণ্ড গরমে সবার ঘরেই কুলারের ব্যাপক ব্যবহার হয়। এতে ঠান্ডা জল ঢেলে চালানো হলে ঘর দ্রুত ঠান্ডা হয়ে যায়। কিন্তু, বৃষ্টির মরশুমে এমনটা হয় না।
কেউ কেউ বর্ষাকালে কুলার চালান না। তবে অনেকেই রয়েছেন, যাঁরা জল না ভরেই কুলার ব্যবহার করে থাকেন। কিন্তু, যাঁদের কুলার আছে, তাঁদের অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখতে হবে। গ্রীষ্মের প্রচণ্ড গরমে সবার ঘরেই কুলারের ব্যাপক ব্যবহার হয়। এতে ঠান্ডা জল ঢেলে চালানো হলে ঘর দ্রুত ঠান্ডা হয়ে যায়। কিন্তু, বৃষ্টির মরশুমে এমনটা হয় না।
আসলে বর্ষাকালে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে যায়, যার কারণে ঠান্ডা জলের আর্দ্রতাও বাড়তে থাকে। তাই বর্ষাকালে জল ছাড়াই কুলার চালানোর পরামর্শ দেওয়া হয়। বর্ষায় কুলার চালানো হলে বা না চালানো হলেও এই একটি জিনিস পরীক্ষা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নাহলে এর জন্য অনেক টাকা খরচ হয়ে যেতে পারে।
আসলে বর্ষাকালে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে যায়, যার কারণে ঠান্ডা জলের আর্দ্রতাও বাড়তে থাকে। তাই বর্ষাকালে জল ছাড়াই কুলার চালানোর পরামর্শ দেওয়া হয়। বর্ষায় কুলার চালানো হলে বা না চালানো হলেও এই একটি জিনিস পরীক্ষা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নাহলে এর জন্য অনেক টাকা খরচ হয়ে যেতে পারে।
কিছু মানুষ আছেন, যাঁরা জল না দিয়ে কুলার ব্যবহার করে থাকেন। কিন্তু, জল ট্যাঙ্কে রেখে দেন। অন্য দিকে যাঁরা গ্রীষ্মের পরে কুলার চালানো বন্ধ করে দেন, তাঁদের ক্ষেত্রেও এই একই জিনিস ঘটে।এর ট্যাঙ্কে থাকা জল যেমন আছে, তেমন ভাবেই পড়ে থাকে।
কিছু মানুষ আছেন, যাঁরা জল না দিয়ে কুলার ব্যবহার করে থাকেন। কিন্তু, জল ট্যাঙ্কে রেখে দেন। অন্য দিকে যাঁরা গ্রীষ্মের পরে কুলার চালানো বন্ধ করে দেন, তাঁদের ক্ষেত্রেও এই একই জিনিস ঘটে।এর ট্যাঙ্কে থাকা জল যেমন আছে, তেমন ভাবেই পড়ে থাকে।
কিন্তু, এমনটা করা একেবারেই ঠিক নয়। এর ফলে সেই কুলার খারাপ হয়ে যেতে পারে এবং এর জন্য অনেক টাকা খরচও হয়ে যেতে পারে।
কিন্তু, এমনটা করা একেবারেই ঠিক নয়। এর ফলে সেই কুলার খারাপ হয়ে যেতে পারে এবং এর জন্য অনেক টাকা খরচও হয়ে যেতে পারে।
আসলে বর্ষাকালে কোথাও জল জমতে দেওয়া উচিত নয়। কারণ জমা জলে ডেঙ্গি-সহ নানা রোগের ঝুঁকি থাকে। জমে থাকা জলে মশা দ্রুত বংশবিস্তার করে। যার জেরে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই বর্ষাকালে কুলারের ট্যাঙ্ক সম্পূর্ণ ভাবে খালি রাখা জরুরি। কারণ কুলারের জমে থাকা জলেও মশা দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং ডেঙ্গি-সহ নানা রোগ ছড়াতে পারে।
আসলে বর্ষাকালে কোথাও জল জমতে দেওয়া উচিত নয়। কারণ জমা জলে ডেঙ্গি-সহ নানা রোগের ঝুঁকি থাকে। জমে থাকা জলে মশা দ্রুত বংশবিস্তার করে। যার জেরে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই বর্ষাকালে কুলারের ট্যাঙ্ক সম্পূর্ণ ভাবে খালি রাখা জরুরি। কারণ কুলারের জমে থাকা জলেও মশা দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং ডেঙ্গি-সহ নানা রোগ ছড়াতে পারে।
তাই কেউ কুলার ব্যবহার করুন কিংবা না করুন, একবার দেখে নেওয়া ভাল যে, সেই কুলারের ট্যাঙ্কে জল জমে আছে কি না। কারণ জল জমা হলে ডেঙ্গি বহনকারী মশা এতে বংশবৃদ্ধি শুরু করতে পারে। তাই কেউ যদি ভুল করে কুলারের ট্যাঙ্কে জল রেখে দেন, তাহলে সময় নিয়ে তা অবিলম্বে খালি করতে হবে, যাতে কোনও ধরনের রোগ না হয়।
তাই কেউ কুলার ব্যবহার করুন কিংবা না করুন, একবার দেখে নেওয়া ভাল যে, সেই কুলারের ট্যাঙ্কে জল জমে আছে কি না। কারণ জল জমা হলে ডেঙ্গি বহনকারী মশা এতে বংশবৃদ্ধি শুরু করতে পারে। তাই কেউ যদি ভুল করে কুলারের ট্যাঙ্কে জল রেখে দেন, তাহলে সময় নিয়ে তা অবিলম্বে খালি করতে হবে, যাতে কোনও ধরনের রোগ না হয়।