Tag Archives: technology news

২০২৪-এর শেষ দিকে লঞ্চ করবে OnePlus 13! কী কী ফিচার থাকতে পারে? জেনে নিন এখনই

চলতি বছরের শেষ দিকে বাজারে আসতে চলেছে OnePlus 13। কিন্তু তার আগেই নেট দুনিয়ায় OnePlus-এর এই ফ্ল্যাগশিপ ফোন নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। উইবো-তে এক টিপস্টার ডিসপ্লে স্পেসিফিকেশন নিয়ে নানা দাবি করেছেন। তাঁর মতে, OnePlus 13-এ ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে, একেবারে OnePlus 12-র মতো।

আসন্ন OnePlus 13 কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 4 এসওসি চালিত হতে চলেছে বলে জানা গিয়েছে। বলে রাখা ভাল, OnePlus 12 জানুয়ারিতে Qualcomm-এর Snapdragon 8 Gen 3 SoC এর সঙ্গে লঞ্চ হয়েছিল। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছে যে OnePlus 13-এ 2K রেজোলিউশন-সহ 6.8 ইঞ্চি মাইক্রো-কার্ভড LTPO স্ক্রিন থাকবে। শুধু তাই নয়, কিছু সাধারণ অদলবদল ছাড়া ডিসপ্লের আকার হবে অবিকল OnePlus 12-র মতো।

OnePlus 13-এর ডিজাইনে বড়সড় বদল আসতে চলেছে বলে জানা গিয়েছে। থাকতে পারে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর আগে অপটিক্যাল স্ক্যানার ছিল। ফলে উল্লেখযোগ্য আপগ্রেড হতে চলেছে, বলতেই হয়। টিপস্টারের এর দাবি, OnePlus 13-এ Snapdragon 8 Gen 4 SoC এবং পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে।

আরও পড়ুন: বাজেটে ফ্ল্যাগশিপ ফোন চাই? ২০২৪-এও কিনতে পারেন পুরনো জেনারেশনের এই ৫ স্মার্টফোন

আরও পড়ুন: এসএমএসে স্প্যাম লিঙ্ক খুলতে গেলেই সতর্ক করবে গুগল মেসেজিং অ্যাপ, আসছে নয়া ফিচার

এর আগেই OnePlus 13-এর একাধিক ফিচার নিয়ে বিভিন্ন দাবি করা হয়েছে। মোটামুটি সবাই একটা বিষয়ে একমত যে হ্যাসেলব্লাড-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে পারে। ক্যামেরা ইউনিটে একটি আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি টেলিফটো সেন্সরের পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে।

২০২৪-এর শেষ দিকে ধুমধাম করে আনুষ্ঠানিক লঞ্চ হতে পারে OnePlus 13-এর। জানুয়ারিতে ভারতে লঞ্চ হয়েছিল OnePlus 12। 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ বেস মডেলের দাম ৬৪,৯৯৯ টাকা।

OnePlus 12-এ 6.82-ইঞ্চি কোয়াড-এইচডি+ (1,440 x 3,168 পিক্সেল) LTPO 4.0 AMOLED স্ক্রিন রয়েছে এবং এটি Qualcomm-এর Snapdragon 8 Gen 3 SoC-তে চলে। এটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার নেতৃত্বে রয়েছে 50 মেগাপিক্সেল Sony LYT-808 ক্যামেরা। ফোনে 32 মেগাপিক্সেনের সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। এবং 100W সুপারভিওওসি চার্জিং-সহ 5,400mAh ব্যাটারি সমর্থিত।

Best Old Flagship Phones: বাজেটে ফ্ল্যাগশিপ ফোন চাই? ২০২৪-এও কিনতে পারেন পুরনো জেনারেশনের এই ৫ স্মার্টফোন

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কে না চায়! অত্যাধুনিক ফিচার, ডিজাইনার লুক। সঙ্গে অনন্য অভিজ্ঞতা। তবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে মোটা টাকা দরকার। সবসময় তো আর পকেটে রেস্ত থাকে না। তাহলে উপায়?
ফ্ল্যাগশিপ স্মার্টফোন কে না চায়! অত্যাধুনিক ফিচার, ডিজাইনার লুক। সঙ্গে অনন্য অভিজ্ঞতা। তবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে মোটা টাকা দরকার। সবসময় তো আর পকেটে রেস্ত থাকে না। তাহলে উপায়?
ঠিক এই মুহূর্তে ‘এন্ট্রি’ নেয় পুরনো ফ্ল্যাগশিপ ফোন। লেটেস্ট ভার্সনের প্রায় সমস্ত ফিচারই এতে থাকে, দামও কিছুটা সস্তা হয়। তাছাড়া সফটওয়্যার আপডেট করে নিলেই পুরনো জেনারেশনের ফ্ল্যাগশিপ ফোনে নতুন জেনারেশনের ফিচার চলে আসবে। পুরনো জেনারেশনের যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ২০২৪ সালে দাঁড়িয়েও কেনা যায়, তার তালিকা রইল এখানে।
ঠিক এই মুহূর্তে ‘এন্ট্রি’ নেয় পুরনো ফ্ল্যাগশিপ ফোন। লেটেস্ট ভার্সনের প্রায় সমস্ত ফিচারই এতে থাকে, দামও কিছুটা সস্তা হয়। তাছাড়া সফটওয়্যার আপডেট করে নিলেই পুরনো জেনারেশনের ফ্ল্যাগশিপ ফোনে নতুন জেনারেশনের ফিচার চলে আসবে। পুরনো জেনারেশনের যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ২০২৪ সালে দাঁড়িয়েও কেনা যায়, তার তালিকা রইল এখানে।
Samsung Galaxy S23 Ultra: স্যামসংয়ের Galaxy S23 Ultra পুরনো জেনারেশনের সেরা ফ্লতাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। ২০২৪ সালে দাঁড়িয়েও অনায়াসে কেনা যায়। বিশেষ করে OneUI 6.1 আপডেটের পরে। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ অনলাইন এবং অফলাইনে ১ লাখ বা তার কমে পাওয়া যাচ্ছে।
Samsung Galaxy S23 Ultra: স্যামসংয়ের Galaxy S23 Ultra পুরনো জেনারেশনের সেরা ফ্লতাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে অন্যতম। ২০২৪ সালে দাঁড়িয়েও অনায়াসে কেনা যায়। বিশেষ করে OneUI 6.1 আপডেটের পরে। 12 জিবি র‍্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ অনলাইন এবং অফলাইনে ১ লাখ বা তার কমে পাওয়া যাচ্ছে।
Apple iPhone 14 Plus: আইফোন ১৪ প্লাস ২০২৪-এও কেনা যায়। চওড়া স্ক্রিন। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ বেস ভেরিয়েন্টের দাম পড়ছে ৬৮,৯৯৯ টাকা। ডায়নামিক আইল্যান্ড, ইউএসবি-সি পোর্ট এবং ৪৮ মেগা পিক্সলের ক্যামেরা ছাড়া বাদবাকি অনেকটা আইফোন ১৫-এর মতোই। দামও প্রায় ১৫ হাজার কম।
Apple iPhone 14 Plus: আইফোন ১৪ প্লাস ২০২৪-এও কেনা যায়। চওড়া স্ক্রিন। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ-সহ বেস ভেরিয়েন্টের দাম পড়ছে ৬৮,৯৯৯ টাকা। ডায়নামিক আইল্যান্ড, ইউএসবি-সি পোর্ট এবং ৪৮ মেগা পিক্সলের ক্যামেরা ছাড়া বাদবাকি অনেকটা আইফোন ১৫-এর মতোই। দামও প্রায় ১৫ হাজার কম।
Google Pixel 7 Pro: গুগলের সেরা ফিচার খুঁজলে Pixel 7 Pro আদর্শ। এতে রয়েছে পয়েন্ট-অ্যান্ড-শ্যুট ক্যামেরা। বর্তমানে ৬৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাওয়া স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে Pixel 7 Pro। এতে গুগল প্রিমিয়াম বিল্ডও দিয়েছে।
Google Pixel 7 Pro: গুগলের সেরা ফিচার খুঁজলে Pixel 7 Pro আদর্শ। এতে রয়েছে পয়েন্ট-অ্যান্ড-শ্যুট ক্যামেরা। বর্তমানে ৬৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন পাওয়া স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে Pixel 7 Pro। এতে গুগল প্রিমিয়াম বিল্ডও দিয়েছে।
OnePlus 11: লঞ্চের সময়ই বলা হয়েছিল, OnePlus 11 স্মার্টফোন কিনলে টাকা জলে যাবে না। বর্তমানে দাম আরও কমেছে। এখন পাওয়া যাচ্ছে ৪৯,৯৯৯ টাকায়। এতে রয়েছে হাসেলব্লাড-টিউনড ক্যামেরা সেটআপ। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। Snapdragon 8 Gen 2 SoC দ্বারা চালিত। এতে প্রিমিয়াম গ্লাস-মেটা স্যান্ডউইচ বিল্ড রয়েছে।
OnePlus 11: লঞ্চের সময়ই বলা হয়েছিল, OnePlus 11 স্মার্টফোন কিনলে টাকা জলে যাবে না। বর্তমানে দাম আরও কমেছে। এখন পাওয়া যাচ্ছে ৪৯,৯৯৯ টাকায়। এতে রয়েছে হাসেলব্লাড-টিউনড ক্যামেরা সেটআপ। 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। Snapdragon 8 Gen 2 SoC দ্বারা চালিত। এতে প্রিমিয়াম গ্লাস-মেটা স্যান্ডউইচ বিল্ড রয়েছে।
Nothing Phone (2): Nothing Phone (2)-কে ফ্ল্যাগশিপ ফোন বলা যায় না, তবে কোম্পানির জন্য এটা ফ্ল্যাগশিপ বটেই। Snapdragon 8+ Gen 1 SoC চালিত Nothing Phone (2) ভেরিয়েন্ট ৩৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর ডিজাইন বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় সবচেয়ে স্মার্ট।
Nothing Phone (2): Nothing Phone (2)-কে ফ্ল্যাগশিপ ফোন বলা যায় না, তবে কোম্পানির জন্য এটা ফ্ল্যাগশিপ বটেই। Snapdragon 8+ Gen 1 SoC চালিত Nothing Phone (2) ভেরিয়েন্ট ৩৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর ডিজাইন বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় সবচেয়ে স্মার্ট।

Android Phone: ফোনকেই ব্যবহার করা যাবে পিসি-র মতো, অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সোনা ফলাচ্ছে গুগল

বড় স্ক্রিনে ফোন কানেক্ট করার স্বপ্ন বহুদিন ধরে দেখে আসছেন অ্যান্ড্রয়েড ইউজাররা। পুরোদস্তুর পিসি-র মতো। এই নিয়ে কাজ চলছে। কিন্তু এতদিন স্যামসাং-এর DeX মোড ছাড়া উন্নতি বলতে আর কিছু দেখা যায়নি।

অবশেষে অপেক্ষার প্রহর ফুরোল। এবার আশায় বুক বাঁধতে পারেন অ্যান্ড্রয়েড ইউজাররা। আসলে কিছু অ্যান্ড্রয়েড ফোনে এক্সটার্নাল ডিসপ্লে সাপোর্ট করে। কিন্তু সেই সফটওয়্যারের মাধ্যমে ফোনকে পিসিতে রূপান্তর করা যায় না। একমাত্র স্যামসাং-এই এই সুবিধা রয়েছে। এবার গুগল ইউজারদের জন্য সেই সুবিধা আনতে চলেছে।

স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড ভার্সান এবার পিসি মোডে ব্যবহার করা যাবে। পরবর্তী অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে কিছু কোড স্ট্রিং করার পরামর্শ দেওয়া হয়েছে একাধিক প্রতিবেদনে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ১৪ ইউজারদের জন্য বড় আপগ্রেডের প্রস্তুতি নিচ্ছে। আর মাত্র এক মাস। মে-তেই Google I/O 2024 কি-নোট আসতে চলেছে। অ্যান্ড্রয়েড ১৪ বিটাতে অ্যান্ড্রয়েডের ডেস্কটপ মোডের লেটেস্ট ভার্সনে ইউজাররা অ্যাপগুলিকে বড় স্ক্রিনের চারপাশে সরাতে তো পারেনই, পাশাপাশি তাঁরা একসঙ্গে কতগুলি অ্যাপ ব্যবহার করছেন তার উপর নির্ভর করে আকারও পরিবর্তন করতে পারেন।

আরও পড়ুন-   শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

হ্যাঁ, এই ফিচার নতুন নয়। কিন্তু বড় স্ক্রিনে যখন অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার ব্যবহারের কথা ওঠে, তখন ইউজাররা অবশ্যই আশায় বুক বাঁধতে পারেন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুগল কী কী আনতে পারে, তার ঝলক ইতিমধ্যেই সবাই দেখেছে।

২০২৩ সালে বাজারে আসে Pixel 8। এতে USB C পোর্টের মাধ্যমে বড় স্ক্রিনে মোবাইল ব্যবহার করতে পারেন ইউজাররা। পিসি মোডকে পিক্সল সিরিজে আনা গুগলের জন্য গেম চেঞ্জার হতে চলেছে বলে মনে করছেন অনেক টেক বিশেষজ্ঞই। প্রযুক্তির দৌড় দেখতে গ্রাহকরা যে এমন ফোনের জন্য ঝাঁপাবেন বলাই বাহুল্য।অ্যাপল ইতিমধ্যেই এই ফিচার চালু করেছে। তবে তা শুধুমাত্র অ্যাপল ইউজারদের মধ্যেই সীমাবদ্ধ। অ্যান্ড্রয়েড ওপেন সোর্স হওয়া মানে ইউজাররা প্রিমিয়াম ফোনের সঙ্গে পিসিও ব্যবহার করতে পারবেন, তাও কম টাকায়।