Tag Archives: Telengana

Heavy rain: টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ভারতের একাংশ, তেলেঙ্গনা-অন্ধ্রপ্রদেশে মৃত ২০, বাতিল ১৪০ ট্রেন , এখনই কাটছে না দুর্যোগ

নয়াদিল্লি: ভারী বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ ভারতের দুই রাজ্য। তেলেঙ্গনা এবং অন্ধ্রপ্রদেশে টানা দুইদিন বৃষ্টির জেরে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। দুই রাজ্যে এই ভারী বর্ষণের জেরে বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ব্যাপক বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে রেল পরিসেবা। যান চলাচল হচ্ছে শ্লথ গতিতে।
দক্ষিণ মধ্য রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২রা সেপ্টেম্বর অর্থাৎ সোমবার মোট ছয়টি ট্রেন বাতিল করা হয়েছে। রেললাইনে জল জমে যাওয়ার জন্যেই এই ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে রেলওয়ের তরফ থেকে। এছাড়াও দুই রাজ্যে একাধিক জায়গায় রেললাইনে জল জমে থাকার দরুন পয়লা সেপ্টেম্বর, রবিবার রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, এখনও পর্যন্ত মোট ১৪০টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও ৯৭টি ট্রেন ঘুরপথে চালানোর কথা বলা হয়েছে।


ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী নদী পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাসিন্দাদের অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছেন।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিপাতে দেওয়াল ভেঙে মৃত্যু দুই মহিলার,তেলেঙ্গানায় জারি ‘কমলা’ সতর্কতা
দুই রাজ্যের উপর নিম্নচাপ বিস্তৃত থাকার দরুন দুই রাজ্য জুড়েই বন্যার ন্যায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত বহু মানুষ বিভিন্ন এলাকায় আটকে আছেন। শহরের বহু বাড়িতে জল ঢুকে যাওয়ায় পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। অনেক গাড়ি জলে ডুবে রাস্তাতেই থমকে গেছে। ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ হায়দরাবাদের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছেন। ঘটনায় চিন্তিত কেন্দ্রও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। যেকোনো সাহায্যের জন্য কেন্দ্র প্রস্তুত বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

Heavy Rainfall: প্রবল বৃষ্টিপাতে দেওয়াল ভেঙে মৃত্যু দুই মহিলার, তেলেঙ্গানা জুড়ে জারি ‘কমলা’ সতর্কতা

তেলেঙ্গানা: ৩১ অগাস্ট শনিবার, তেলেঙ্গানায় রাতভর প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ এর ফলে রাজ্য ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে৷ খবর পাওয়া গিয়েছে বৃষ্টিপাতের জেরে দেওয়াল ভেঙে মৃত্যু ঘটেছে দুই মহিলার৷

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নারায়ণপেট জেলার কোথাপল্লিতে৷ রাত থেকেই প্রবল বৃষ্টিপাত হয় ওই অঞ্চলে৷ এর ফলে দেওয়াল ভেঙে পড়ে৷ তার জেরেই মৃত্যু ঘটে ওই দুই মহিলার৷


আরও পড়ুন: মাঝ আকাশে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক, স্থগিত যাত্রা, নামানো হল যাত্রীদের

অতি বৃষ্টিপাতের কারণে রাজধানী হায়দরাবাদের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে৷ শহরের বেশ কিছু অঞ্চলে গাছ পড়ারও খবর পাওয়া গিয়েছে৷

আরও পড়ুন: ‘ধর্ষণ বিরোধী নতুন আইনের প্রয়োজন নেই’, মমতার দ্বিতীয় চিঠির জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী

ভারতের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আশার খবর নেই৷ বরং আইএমডির থেকে হায়দরাবাদ-সহ বেশ কয়েকটি শহরে ‘কমলা সতর্কতা’ জারি রয়েছে৷

ইতিমধ্যেই তেলেঙ্গানা মূখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি রবিবার ১লা সেপ্টেম্বর, এই বিষয়ে কিছু মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন৷ বন্যা কবলিত এলাকায় অবিলম্বে ত্রাণ পাঠানোরও নির্দেশ দিয়েছেন৷

Accident: মুহূর্তে তুবড়ে গেল গোটা গাড়ি, ভিতরে কাতরাতে-কাতরাতে মৃত্যু ৫ জনের! ভয়ঙ্কর ঘটনা

মুম্বই: ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের পুনে-সোলাপুর হাইওয়েতে। ভয়াবহ ওই দুর্ঘটনায় পুনে-সোলাপুর হাইওয়েতে একটি চার চাকা গাড়ি অপর একটি গাড়িতে ধাক্কা মারে। তাতেই তেলেঙ্গানার পাঁচ বাসিন্দার মৃত্যু হয়েছে। এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ভিগওয়ান থানার দালাজ গ্রামের কাছে। দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, পুনে থেকে তেলেঙ্গানার উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। সেই সময়ই চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাড়িতে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে গাড়িটি চিঁড়েচ্যাপ্টা হয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে। ততক্ষণে অবশ্য পাঁচ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত অবস্থায় গাড়ির মধ্যে ছিলেন একজন। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: হাথরসে কেন শুরু হল হুড়োহুড়ি? সামনে এল ভয়ঙ্কর ‘সত্য’! গোপনও করা হচ্ছিল ‘প্রমাণ’

এদিকে, স্কুল বাসের ধাক্কা ম্যাক্সিক্যাবে। আর সেই ক্যাবের ধাক্কায় মৃত্যু এক মহিলা পথচারীর! মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হাসমিচকে। হাসমিচক টার্নিংয়ে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল ম্যাক্সি ক্যাবটি। সিগন্যাল পেয়ে পেছন থেকে আসা একটি স্কুল বাস সজোরে ধাক্কা মারে ম্যাক্সিকাবে। ফুটপাতে উঠে যায় ম্যাক্সিকাবটি।

ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন দুই মহিলা। ম্যাক্সিকাবের ধাক্কায় ছিটকে পড়েন তাঁদের মধ্যে এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম রাখী বোস রায়। তিনি শিলিগুড়ির রবীন্দ্রনগরের বাসিন্দা। তদন্তে শিলিগুড়ি থানার পুলিশ।