Tag Archives: Tennis

Wimbledon 2022: উইম্বলডনে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন রাইবাকিনা, ভেঙে পড়লেন কান্নায়, রইল ভিডিও

#লন্ডন: উইম্বলডনে তৈরি হল নতুন ইতিহাস৷ প্রথমবার কাজাকস্তানের কোনও টেনিস প্লেয়ার উইম্বলডনের মঞ্চে চ্যাম্পিয়ন হলেন৷   এলেনা রাইবাকিনা কাজাখস্তানের প্রথম টেনিস খেলোয়াড় যিনি উইম্বলডনের সিঙ্গলসে  শিরোপা জিতলেন। শনিবার উইম্বলডনের মহিলা সিঙ্গলসের ফাইনালে তিনি ওন্স জাবেরকে ৩-৬, ৬-২, ৬-২ গেমে পরাজিত করেন। প্রথম গেম খোয়ালেও দ্বিতীয় ও তৃতীয় গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি রাইবাকিনা৷

মস্কোতে জন্ম নেওয়া রিবাকিনা ২০১৮ সাল থেকে কাজাখস্তানের প্রতিনিধিত্ব করছেন। উইম্বলডনের সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল কারণ ইউক্রেনের আক্রমণের কারণে ‘অল ইংল্যান্ড ক্লাব’ রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের টুর্নামেন্টে প্রবেশ নিষিদ্ধ করেছিল।

 

আরও পড়ুন – Sourav and Dona: দাদা-বৌদি জুটির রাস্তাতেই তুফানি পারফরম্যান্স, বলিউডি গানে নাচ, ভাইরাল ভিডিও

১৯৬২ সালের পর অল ইংল্যান্ড ক্লাবে এটিই প্রথম মহিলা সিঙ্গলস ম্যাচের ফাইনাল যেখানে দুই টেনিস প্লেয়ারই তাঁদের অভিষেকেই কামাল করলেন। এলেনা রাইবাকিনার র‌্যাঙ্কিং ২৩। ১৯৭৫ সালে ডাব্লু টি এ মহিলাদের টেনিস র‌্যাঙ্কিং শুরু হওয়ার পর থেকে, শুধুমাত্র একজন মহিলা খেলোয়াড় উইম্বলডন শিরোপা জিতেছেন, যার র‌্যাঙ্কিং রিবাকিনার থেকে পিছিয়ে।সেরেনা উইলিয়ামসের বড় বোন ভেনাস উইলিয়ামস ২০০৭ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন ৩১ নম্বরে ছিলেন।

এদিন খেতাব জয়ের পরে সাংবাদিক সম্মেলনে চোখে জল চলে আসে রাইবাকিনার৷ কোনও ক্রমে চোখের জল মুছে উত্তর দেন নতুন চ্যাম্পিয়ন৷

 

দেখে নিন ভাইরাল ভিডিও

 

 

এদিন তাঁকে যখন তাঁর মা -বাবাকে নিয়ে প্রশ্ন করা হয় তখনই কান্নায় ভেঙে পড়লেন রাইবাকিনা৷ তিনি জানিয়েছেন এই শিরোপা তাঁর মা বাবাকে দারুণ আনন্দ দেবে, গর্বিত করবে৷

 

আলিনা রিবাকিনা সেন্টার কোর্টে জাবেরের ‘স্পিন’ এবং ‘স্লাইস’ -র জাল টপকে এদিনের ম্যাচে কামাল করেছেন৷ উইম্বলডনের মহিলা সিঙ্গলসের ফাইনালে তাঁর সার্ভ এবং শক্তিশালী ফোরহ্যান্ড তাঁকে জব্দ করেন৷  রিবাকিনা জাবেরের টানা ১২ ম্যাচের জয়ের ধারা ভাঙলেন।

Viral Video: ম্যাচে হারতেই প্রতিপক্ষকে টেনে চড় কষালেন টেনিস খেলোয়াড়! তুমুল ভাইরাল ভিডিও

#কলকাতা: টেনিস টুর্নামেন্টে ম্যাচ শেষ হতেই এমন দৃশ্য দেখতে হবে, তা হয়তো কেউই ভাবেননি। ঘানায় অনুষ্ঠিত আইটিএফ জুনিয়রদের টুর্নামেন্টে গত সোমবার যা ঘটেছে তা দেখে চমকে উঠছেন টেনিসপ্রেমীরা। ম্যাচ শেষে হেরে যাওয়ার পরই প্রতিপক্ষকে চড় মারেন টেনিস খেলোয়াড়। দুই খেলোয়াড়ের নাম মাইকেল কোউয়ামে ও রাফেল নি আনক্রাহ। এমন ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Video)

কী ঘটেছে আসলে? ১৫ বছরের টেনিস খেলোয়াড় কৌউয়ামে আনক্রাহকে ম্যাচ হেরে যাওয়ার পরই চড় মারেন। সেন্টার কোর্টে সেই ম্যাচ চলছিল। ম্যাচের শেষে নিয়মমাফিক হাত মেলানোর জন্য নেটের দিকে এগিয়ে যান দুই খেলোয়াড়। সেখানেই আচমকা প্রতিপক্ষ রাফেল নি আনক্রাহকে চড় মারেন আরেক টেনিস খেলোয়াড় মাইকেল কোউয়ামে।

আরও পড়ুন: রেল বিদ্যালয়ে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ, জানুন বিশদে

আরও পড়ুন: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে হইচই টিটাগড়ে!

দর্শকাসন থেকে স্বাভাবিক ভাবেই ম্যাচের ভিডিও করছিলেন অনেকে। উঠতি টেনিস খেলোয়াড়দের অনেক ভক্তও হাজির হয়েছিলেন ম্যাচ দেখতে। সেখানেই এমন অনভিপ্রেত ঘটনা দেখে চমকে ওঠেন সকলে। দর্শকের মোবাইলে ভিডিও করা সেই মুহূর্ত নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এবং নজর কাড়ে গোটা বিশ্বের টেনিসপ্রেমীদের। ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

জানা গিয়েছে, ফ্রান্সের টেনিস খেলোয়াড় মাইকেল কোউয়ামে এই টুর্নামেন্টের টপ সিড খেলোয়াড় ছিলেন। ম্যাচের ওপেনিং সেটেই প্রতিপক্ষের কাছে হেরে যান তিনি। দ্বিতীয় সেট তিনি জেতেন তবে সেটি টাই ব্রেকার পর্যন্ত যায়। খুবই প্রতিযোগিতার মাধ্যমে সেই টাই ব্রেকার জেতেন মাইকেল কোউয়ামে। তবে শেষ পর্যন্ত তিনি হেরে যান। এর পরেই ঘানার খেলোয়াড় রাফেল নি আনক্রাহকে চড় কষান কোউয়ামে।

Djokovic Calendar : ইতিহাসের হাতছানি থেকে সামান্য দূরে জকোভিচ

#নিউইয়র্ক: তাঁর ছাত্রের হাতে বিশ্বের এক নম্বর টেনিস তারকার হার হবে, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছিলেন ইতালিয়ান টেনিস তারকা বেরেত্তিনির কোচ। যদিও আজকের আগে পর্যন্ত একবারওই জকোভিচের বিরুদ্ধে জিততে না পারা ছাত্রকে নিয়ে ঠিক কোন কারণে এবার এতটা আত্মবিশ্বাসী ছিলেন তিনি জানা নেই। কিন্তু অঘটন ঘটল না। দিনের শেষে বাজিমাত করলেন সেই সার্বিয়ান তারকা। মাত্তেও বেরেত্তিনির বিরুদ্ধে প্রথম সেট হেরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটানো নোভাক জকোভিচ একই বছর চার গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ডের থেকে দুই কদম দূরে দাঁড়িয়ে রয়েছেন।

অন্যদিকে প্রথম প্রচেষ্টাতেই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে ফ্লাশিং মিডোসে ইতিহাস রচনা করলেন ইংল্যান্ডের এমা রাদুকানু। হারালেন অলিম্পিক চ্যাম্পিয়ন বেলিন্ডা বেনেসিচকে। বৃহস্পতিবার সকালে আর্থার অ্যাশে স্টেডিয়ামে হওয়া কোয়ার্টার ফাইনালে মাত্তেও বেরেত্তিনির মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ। ম্যাচের প্রথম সেটে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়। ওই সেটে হেরেও যান জোকার। ৭-৫ ফলাফলে প্রথম সেট জিতে নোভাক ফ্যানদের ধাক্কা দেন ইতালির টেনিস তারকা।

তবে ম্যাচে যে মোচড় তখনও বাকি, তা ধীরে ধীরে প্রমাণ করেন জকোভিচ। খোলস ছেড়ে বেরিয়ে নিজের সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচে প্রধান্য কায়েম করে প্রমাণ করেন যে কেন তিনি বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ক্যালেন্ডার বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ড গড়বেন জোকার। এর আগে যে রেকর্ডের মালিক হয়েছিলেন কিংবদন্তি রড লেভার ও স্টেফি গ্রাফ।

একই দলে অন্তর্ভূক্ত হতে গেলে জকোভিচকে সেমিফাইনাল ও ফাইনালের ধাপ পেরোতে হবে। শুক্রবার শেষ চারের লড়াইয়ে জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন নোভাক। একদিক থেকে দেখতে গেলে জার্মানির জেরেভের বিরুদ্ধে লড়াই হতে চলেছে তাঁর কাছে প্রতিশোধ ম্যাচ। টোকিও অলিম্পিকে জোকারের স্বপ্ন ভেঙে গিয়েছিল জার্মান তারকার কাছে হেরে। টোকিওর বদলা নিউইয়র্ক হয় কিনা সেটাই দেখার। সার্বিয়ান তারকা অবশ্য আত্মবিশ্বাসী আমেরিকা থেকে তিনি খালি হাতে ফিরবেন না।