Tag Archives: Wimbledon

Bengali In Wimbledon: বিশ্বমানের টেনিসে বাঙালি আম্পায়ার! উইম্বলডনে আম্পায়ারিং-এর জন্য লন্ডন যাচ্ছেন শ্রীরামপুরের ২ বাঙালি

হুগলি: উইম্বলডন চ্যাম্পিয়নশিপে আম্পায়ারিং করানোর জন্য লন্ডন পাড়ি দিচ্ছেন হুগলির শ্রীরামপুরের দুই ব্যাক্তি। আগামী কুড়ি তারিখ তাঁরা পাড়ি দিচ্ছেন লন্ডনের উদ্দেশে। সেখানেই লাইন আম্পায়ার হিসেবে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন হুগলির শ্রীরামপুরের ২ আম্পায়ার সৈকত রায় ও সোমনাথ মান্না।

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ক্রীড়া প্রেমী মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা। যেখানে সারা বিশ্বের তাবড় টেনিস প্লেয়াররা প্রতিদ্বন্দ্বিতা করেন। রাফায়েল নাদাল, পিট সাম্প্রাস, ইভান ল্যান্ডল, বরিস বেকার, রজার ফেদেরার, নোভাক জকোভিচ, ভেনাস উইলিয়ামস, সেরেনা উইলিয়ামস, এর মতন নামজাদা লন টেনিস প্লেয়ার দের লক্ষ্য থাকে উইম্বলডন মতন গ্র্যান্ড স্ল্যাম জেতার। সেই খেলা পরিচালনা করার মতন গুরু দায়িত্বের কাজ করতে এইবার লন্ডন পাড়ি দিচ্ছেন শ্রীরামপুরের দুই আম্পেয়ার সৈকত ও সোমনাথ।

আরও পড়ুনT20 World Cup: এক কামড়ে খেয়ে ফেলুন বিশ্বকাপের স্টেডিয়াম, জেনে নিন বিস্তারিত

দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে এই প্রতিযোগিতায় আম্পায়ারিং করিয়ে আসছেন সৈকত রায়। হুগলির শ্রীরামপুরের মাসির বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা সৈকত বাবু। প্রথম জীবনে হাত খরচ চালানোর জন্য লন টেনিস এর প্রতিযোগিতায় আম্পায়ারিং করা শুরু করেন। ১৯৯৮ তে কলকাতায় উইম্বলডন এর মূল রেফারি মিস্টার জেরী আমস্ট্রং এসেছিলেন এক প্রতিযোগিতামূলক কাজে। সেখানে সৈকত বাবুর সঙ্গে তার আলাপ। সেই থেকেই মিস্টার আমস্ট্রং অনুপ্রেরণা যোগান তাদের যাতে তারা এই আম্পায়ারিং বিষয়টিকেই প্রফেশন হিসেবে বেছে নেয়। এরপর থেকে বছর দশেক পেরিয়ে যাওয়ার পর হঠাৎই একদিন ডাক আসে লন্ডনে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে যোগদান দেওয়ার জন্য। সেই ২০১০ সালের শুরু তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সৈকত রায়কে। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম টেনিস চ্যাম্পিয়নশিপের আম্পেয়ারিং করিয়ে আসছেন সৈকত রায়।

একই সঙ্গে ২০১১ সাল থেকে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে সুযোগ পেয়েছেন শ্রীরামপুর নগার বাসিন্দা সোমনাথ মান্না। তিনিও এই বছর ২০ তারিখ রওনা দেবেন লন্ডনের উদ্দেশে। বাংলার এই দুই আম্পায়ারের কৃতিত্বে গর্বিত সমস্ত বাঙালি। এই বছর উইম্বলডন শুরু হবে জুলাই মাসের ১ তারিখ থেকে সেখানে গোটা বিশ্বের নামজাদা লন টেনিস প্রতিযোগীদের খেলার আম্পেয়ারিং এর দায়িত্বে থাকবেন শ্রীরামপুরের সৈকত ও সোমনাথ দুই বাঙালি আম্পায়ার।

রাহী হালদার

Wimbledon 2022: উইম্বলডনে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন রাইবাকিনা, ভেঙে পড়লেন কান্নায়, রইল ভিডিও

#লন্ডন: উইম্বলডনে তৈরি হল নতুন ইতিহাস৷ প্রথমবার কাজাকস্তানের কোনও টেনিস প্লেয়ার উইম্বলডনের মঞ্চে চ্যাম্পিয়ন হলেন৷   এলেনা রাইবাকিনা কাজাখস্তানের প্রথম টেনিস খেলোয়াড় যিনি উইম্বলডনের সিঙ্গলসে  শিরোপা জিতলেন। শনিবার উইম্বলডনের মহিলা সিঙ্গলসের ফাইনালে তিনি ওন্স জাবেরকে ৩-৬, ৬-২, ৬-২ গেমে পরাজিত করেন। প্রথম গেম খোয়ালেও দ্বিতীয় ও তৃতীয় গেমে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি রাইবাকিনা৷

মস্কোতে জন্ম নেওয়া রিবাকিনা ২০১৮ সাল থেকে কাজাখস্তানের প্রতিনিধিত্ব করছেন। উইম্বলডনের সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল কারণ ইউক্রেনের আক্রমণের কারণে ‘অল ইংল্যান্ড ক্লাব’ রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের টুর্নামেন্টে প্রবেশ নিষিদ্ধ করেছিল।

 

আরও পড়ুন – Sourav and Dona: দাদা-বৌদি জুটির রাস্তাতেই তুফানি পারফরম্যান্স, বলিউডি গানে নাচ, ভাইরাল ভিডিও

১৯৬২ সালের পর অল ইংল্যান্ড ক্লাবে এটিই প্রথম মহিলা সিঙ্গলস ম্যাচের ফাইনাল যেখানে দুই টেনিস প্লেয়ারই তাঁদের অভিষেকেই কামাল করলেন। এলেনা রাইবাকিনার র‌্যাঙ্কিং ২৩। ১৯৭৫ সালে ডাব্লু টি এ মহিলাদের টেনিস র‌্যাঙ্কিং শুরু হওয়ার পর থেকে, শুধুমাত্র একজন মহিলা খেলোয়াড় উইম্বলডন শিরোপা জিতেছেন, যার র‌্যাঙ্কিং রিবাকিনার থেকে পিছিয়ে।সেরেনা উইলিয়ামসের বড় বোন ভেনাস উইলিয়ামস ২০০৭ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন ৩১ নম্বরে ছিলেন।

এদিন খেতাব জয়ের পরে সাংবাদিক সম্মেলনে চোখে জল চলে আসে রাইবাকিনার৷ কোনও ক্রমে চোখের জল মুছে উত্তর দেন নতুন চ্যাম্পিয়ন৷

 

দেখে নিন ভাইরাল ভিডিও

 

 

এদিন তাঁকে যখন তাঁর মা -বাবাকে নিয়ে প্রশ্ন করা হয় তখনই কান্নায় ভেঙে পড়লেন রাইবাকিনা৷ তিনি জানিয়েছেন এই শিরোপা তাঁর মা বাবাকে দারুণ আনন্দ দেবে, গর্বিত করবে৷

 

আলিনা রিবাকিনা সেন্টার কোর্টে জাবেরের ‘স্পিন’ এবং ‘স্লাইস’ -র জাল টপকে এদিনের ম্যাচে কামাল করেছেন৷ উইম্বলডনের মহিলা সিঙ্গলসের ফাইনালে তাঁর সার্ভ এবং শক্তিশালী ফোরহ্যান্ড তাঁকে জব্দ করেন৷  রিবাকিনা জাবেরের টানা ১২ ম্যাচের জয়ের ধারা ভাঙলেন।

৪১ বছর পর অস্ট্রেলিয়ান হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি

#লন্ডন: বেশ কয়েক বছর ধরে মহিলাদের টেনিসে তিনি নিজের পরিচয় দিয়েছেন। ভবিষ্যতের লম্বা রেসের ঘোড়া প্রমাণ করেছিলেন আগেই। কিন্তু টেনিস বিশ্বের প্রতিষ্ঠা পেতে গেলে কুলীন উইম্বলডন জেতা বড় মাপকাঠি। সেটাই এতদিন ছিল না বর্টির। অনেক টেনিস পন্ডিত মনে করেন নিজেকে ধরে রাখতে পারলে আধুনিক প্রজন্মের অন্যতম সেরা মহিলা খেলোয়াড় হতে পারেন এই মেয়েটি। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণই থাকে মহিলাদের সিঙ্গলস লড়াইকে ঘিরে। এবার সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেলেন বিশ্বের এক নম্বর তারকা, অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি।

প্রত্যাশা মতোই জিতলেন বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার তারকা অ্যাশলে বার্টি। দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ ছিল ফাইনালটি। একেবারে নজরকাড়া। এই ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন বার্টি। ৬-৩, ৭-৬, ৬-৩ সেটে জিতলেন তিনি। ২০১২ সালের পর এই প্রথম নারীদের কোনো ফাইনাল গড়াল তিন সেটে।

এদিন শুরু থেকেই চেনা ফর্মেই খেলা শুরু করেন বার্টি। প্রথম সেটটি জিতে নেন ৬-৩ সেটে। সবাই যখন ধরে নিয়েছে সহজে দ্বিতীয় সেটেও জিতে যাবেন বার্টি। তখনই ঘুরে দাঁড়ালেন ক্যারোলিনা। দ্বিতীয় সেটটি ৭-৬ ব্যবধানে জিতে নেন রাশিয়ান টেনিস খেলোয়াড়। কিন্তু তৃতীয় সেটেই বার্টি প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।

৬-৩ ব্যবধানে ওই সেট এবং ম্যাচটি জিতে নেন বার্টি। এটি তার প্রথম উইম্বলডন। শেষ বার অস্ট্রেলীয় হিসেবে উইম্বলডন জিতেছিলেন এভোনে গুলাগং, যাঁকে বার্টি নিজের আদর্শ বলে মানেন। শুধু তাই নয়, ১৯৭১ সালের সেই ফাইনালে গুলাগং যে পোশাক পরে নেমেছিলেন, সেই ধাঁচে নিজের ফাইনালের পোশাক তৈরি করেছিলেন বার্টি। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই আবেগে ভেসে যান তিনি।

Ravi Shastri at Wimbledon: উইম্বলডনে ফেডেরারের খেলা দেখতে গ্যালারিতে শাস্ত্রী, সেলফি পোস্ট করে কী লিখলেন টিম ইন্ডিয়ার হেড কোচ ?

লন্ডন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গেলেও ইংল্যান্ড সফর এখনও শেষ হয়ে যায়নি টিম ইন্ডিয়ার ৷ এবার জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবেন বিরাটরা ৷ যদিও তা শুরু হত এখনও ঢের দেরি ৷ সিরিজ শুরুর আগে অবসর সময়টা তাই এখন ভালমতোই কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী ৷ বৃহস্পতিবার উইম্বলডনে ফেডেরারের ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ৷

সম্প্রতি ওয়েম্বলিতে ইউরো কাপের একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন ঋষভ পন্থ ৷ এবার রবি শাস্ত্রীকে দেখা গেল উইম্বলডনের দর্শক গ্যালারিতে ৷  বৃহস্পতিবার ম্যাচ চালাকলীন একটি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন রবি শাস্ত্রী ৷ লেখেন, “উইম্বলডনে একটি রৌদ্রোজ্জ্বল দিনে ফিরে আসতে পেরে দারুণ লাগছে ৷’’