Tag Archives: Terror Attacks

terrorist attack ভয়াবহ জঙ্গি হামলা, গোটা গ্রামজুড়ে হামলা! মৃত অন্তত ১৭০, কোথায় ঘটল জানেন?

আবুজা: ৫ সেপ্টেম্বর রবিরার, নাইজেরিয়ায় মারাত্মক জঙ্গী হানা হল৷ ঘটনায় প্রায় ১৭০ জন গ্রামবাসী নিহত হয়েছেন৷

ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের মাফা গ্রামে৷ মনে করা হচ্ছে এটাই এখনও পর্যন্ত সাম্প্রতিক কালের নাইজেরিয়ায় সবচেয়ে ভয়াবহ জঙ্গী হানা৷

আরও পড়ুন: হরিয়াণা ভোটে কি কংগ্রেসের টিকিট পাচ্ছেন ফোগত? রাহুল গান্ধির হাতে হাত রেখে ছবি, জোর জল্পনা

নাইজেরিয়ার ‘বোকা হারাম’ নামক সন্ত্রাসবাদী সংগঠনটিই এই হামলার মূলে রয়েছে৷ এক দশক ধরে তাঁরা নাইজেরিয়ার আন্তঃসীমান্ত স্ক্রাবল্যান্ডে প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে৷

আরও পড়ুন: ‘তেলে চুল তাজা’ করতে চান? চুলে তেল দেওয়ার সঠিক সময় জানুন! রইল ম্যাজিক টিপস

‘বোকা হারাম’ জঙ্গী গোষ্ঠী কয়েকমাস আগেই হামলার হঁশিয়ারি দিয়েছিল৷ তারপরই বাসিন্দাদের অনেকেই নাইজেরিয়ার ইয়োবে রাজ্যের মাফা গ্রামের বাসিন্দারা পালিয়ে গিয়েছেল৷

কিন্তু প্রশাসনের আশ্বাসের পর তাঁরা আবার ফিরে যায়৷ যদিও মাফা গ্রামের গোষ্ঠী প্রধান মিঃ কানেম্বুর তা বিশ্বাস করেননি৷ তাঁর আশঙ্কাই সত্যি হল৷ জঙ্গীরা গ্রাম বাসিন্দাদের মেরে ফেলল৷ নিহতের মধ্যে বেশিরভাগই পুরুষ৷

মিঃ কানেম্বুরের সঙ্গে ইব্রাহিম হাসানও প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে৷ তিনি এখনও পর্যন্ত প্রায় ১৭০ জন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন৷ এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ৷ হামলার আঘাতে স্তম্ভিত হয়ে গিয়েছে, মাফা গ্রামের স্থানীয় বাসিন্দারা৷

Moscow Terror Attack : মস্কোর কনসার্ট হামলায় মৃত বেড়ে ১১৫! পুলিশের জালে ৪ সন্দেহভাজন জঙ্গি

রাশিয়া: রাশিয়ান সংবাদ সংস্থাগুলি জানিয়েছে, রাশিয়ার নিরাপত্তা সেবা সংস্থা এফএসবি-এর প্রধান শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যে তারা হামলার সঙ্গে সরাসরি জড়িত ৪ সন্ত্রাসবাদী-সহ ১১ জনকে আটক করেছে। রাশিয়ান এফএসবি এও জানিয়েছে যে আক্রমণকারীদের ইউক্রেনের সঙ্গে যোগাযোগ ছিল এবং তারা আগুন লাগানোর জন্য গুলি চালানোর পরে ‘দাহ্য তরল’ও ব্যবহার করেছিল।

এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মস্কোর একটি কনসার্ট হলে কনসার্টে অংশগ্রহণকারীদের ওপর গুলি চালানো চার দুষ্কৃতীর মধ্যে দুজনকে প্রথমে ব্রায়ানস্কের কাছে আটক করা হয়।

 

এর আগে রাশিয়ার এক সংবাদ মাধ্যম জানায়, ৪ থেকে ৬ জনের একটি দল হামলা চালিয়ে দামি গাড়িতে করে  পালিয়ে যায়।

 

এক নিউজ এজেন্সির সংবাদ মাধ্যম একটি দামি গাড়ি ও গাড়ির চারপাশে ছড়িয়ে থাকা বস্তু ও অস্ত্রের ছবি প্রকাশ করে।

এই সংবাদ মাধ্যম আরও দাবি করে যে, ক্রোকাসে হামলার সঙ্গে সরাসরি জড়িত  ৪ সন্দেহভাজন-সহ ১১ জনকে আটক করা হয়েছে।

রাশিয়ান সংস্থাগুলি পরে জানায় যে মৃতের সংখ্যা ৬০ থেকে বেড়ে ১১৫ হয়েছে। আটক বন্দুকধারীরা মস্কোর একটি কনসার্ট হলে গুলি চালিয়ে ১১৫ জনেরও বেশি লোককে হত্যা করে এবং ১২০ জনেরও বেশি আহত হয়।

এক সংবাদ মাধ্যমের সাংবাদিকের মতে, হামলাকারীরা শুক্রবার ইউনিফর্ম পরে ছদ্মবেশ নিয়ে বিল্ডিংটিতে প্রবেশ করে, তারপর গুলি চালায় এবং একটি গ্রেনেড বা অগ্নিসংযোগকারী বোমাও নিক্ষেপ করে।