Tag Archives: TMC MLA

TMC MLAs oath taking: চার ঘণ্টা অপেক্ষা দুই বিধায়কের, এলেন না রাজ্যপাল! শপথ নিয়ে কাটল না জট

কলকাতা: বুধবারও হচ্ছে না নব নির্বাচিত দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ। বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজভবনে শপথ নিতে ডেকেছিলেন রাজ্যপাল। মঙ্গলবারও চিঠি দিয়ে রাজভবনে দুই তৃণমূল বিধায়ককে ডেকেছিলেন রাজ্যপাল।  কিন্তু  রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি নন বরানগর এবং ভগবানগোলার বিধায়ক। তাঁরা দু’জনেই চান বিধানসভায় দুই বিধায়কের শপথগ্রহণ হোক।

আরও পড়ুন: আবগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার কেজরিওয়াল

পাশাপাশি রাজ্যপালের চিঠিতে কে শপথবাক্য পাঠ করাবেন তা-ও লেখা নেই, সেই নিয়েও ক্ষোভ রয়েছে উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের। শুধু তাই নয়, বুধবারই দিল্লির উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল, তাই কবে শপথ নেবেন নবনির্বাচিত দুই বিধায়ক তা-ও বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, রাজভবনে গিয়ে এর আগে শপথ নিয়েছিলেন ধূপগুড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায়। তার পরে বরানগর এবং ভগবানগোলা থেকে উপনির্বাচনে জয়ী দুই বিধায়ককেও রাজভবনে শপথ নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। তাঁদের শপথ কবে হবে তা নিয়ে এখনও কিছু বিষয় জানা যায়নি। অন্য দিকে বিধায়ক হিসাবে শপথ না নেওয়ায় সেই এলাকার উন্নয়নের কাজও বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেছিল তৃণমূল। বুধবার বিধানসভায় হাজির হয়েছিলেন দুই বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াত, সেখানে তাঁরা প্রতীকী প্রতিবাদে অংশ নেন।

Oath taking of MLAs: সায়ন্তিকা-সহ উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথগ্রহণ ঘিরে জটিলতা

কলকাতা: বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ ঘিরে জটিলতা তৈরি হয়েছে। সূত্রের খবর, রাজভবন থেকে একটি চিঠি দেওয়া হয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠিতে ২৬ জুন দুপুর সাড়ে ১২টায় রাজভবনে ডেকে পাঠানো হয়েছে নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকাকে। কিন্তু কে শপথবাক্য পাঠ করাবেন চিঠিতে সেই নাম উল্লেখ নেই, তাই জটিলতা তৈরি হয়েছে সায়ন্তিকার শপথ নিয়ে। শুধু তাই নয়, এই চিঠির বিষয়ে সঠিক কোনও তথ্য নেই বিধানসভার কাছে।

আরও পড়ুন: অবশেষে দক্ষিণবঙ্গে এল বর্ষা! কবে, কোথায় বৃষ্টি, জানিয়ে দিল হাওয়া অফিস

এর আগে বিধানসভার সচিবালয়ের তরফে দুই নব নির্বাচিত বিধায়কের শপথ নিয়ে রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল। বেশ কয়েক দিন পর সেই চিঠির জবাব যায় রাজভবন থেকে। তবে সচিবের কাছে পাঠানো চিঠিতে শপথ কবে, কী ভাবে হবে, সেই সব নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি রাজভবনের তরফে। বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন- দুই নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে চলছে টালবাহানা।

বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রায় ১৫-১৬ দিন কেটে গিয়েছে। শপথ না হওয়ার জন্য ওই দুই এলাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শাসকদলের একাংশের। তাই শপথগ্রহণ করানোর জন্য রাজভবনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করেছে বিধানসভা।

West Bengal news: জঙ্গিপুরের তৃণমূলের বিধায়ক জাকির হোসেনকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ

জঙ্গিপুর: বেশ কিছু দিন ধরে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের নিজস্ব মোবাইলের হোয়াটসঅ্যাপ নম্বারে ঝাড়খণ্ড থেকে একটা বিশেষ নাম্বার থেকে ফোন আসছে বলে অভিযোগ। এই ঘটনায় জাকির হোসেন সুতি থানায় অভিযোগ দায়ের করেছেন।

রবিবার রঘুনাথগঞ্জে সাংবাদিক সম্মেলন করে জাকির বলেন, “কয়েক দিন ধরেই হোয়াটসঅ্যাপে ফোন করে আমায় হুমকি দেওয়া হচ্ছে। প্রথমে আমি বিষয়টিকে গুরুত্ব দিইনি। কিন্তু মেসেজও হুমকি দেওয়া হচ্ছে। আমার পরিবারের লোকেদেরও হুমকি দেওয়া হচ্ছে আমি সেই কারণে আতঙ্কিত। সুতি থানায় অভিযোগ দায়ের করেছি”। জাকিরকে এর আগে ২০২১ সালের ১৭ ই ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে আক্রমণ করা হয়। বোমার আঘাতে জাকির হোসেন-সহ আরও ২৭ জন গুরুতর আহত হয়েছিলেন ওই ঘটনায়, কয়েকবার তাঁর অস্ত্রোপচারও হয়। বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের দায়িত্ব নেয় এনআই এ। কয়েকজন গ্রেফতার হলেও সেই তদন্ত এখনও চলছে। এরপরেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু এরই মধ্যে ফোনের হুমকিতে আতঙ্কিত হয়ে রয়েছেন রাজ্য শ্রম দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ঝাড়খণ্ডের একটি নম্বর থেকেই বিধায়ককে ফোন করা হয়েছিল এবং সেই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করা হবে বলে আশাবাদী তদন্তকারী অফিসার।

পরিবার সুত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন কয়ে গালিগালাজ এবং বিধায়ককে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে। ব্যবসায়ী নবাব হোসেন বলেন, “জাকির হোসেন শুধু তৃণমূলের বিধায়ক নয় তিনি একজন বিশিষ্ট শিল্পপতি তাঁর কাছে বার বার হুমকি দিয়ে ফোন আসায় যথেষ্ট ভাবেই আমরা উদ্বিগ্ন। পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নিক”।