Tag Archives: Tokyo Paralympic Games 2020

Sumit Antil Wins Gold: ফের জ্যাভলিনে ভারতের সোনা জয়, প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড সুমিত আন্তিলের

#টোকিও: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সত্যিই ভারতের সোনার সময় চলছে। টোকিও অলিম্পিক ২০২০ ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে। কিছুদিন আগেই অলিম্পিকে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এবার প্যারালিম্পিক্সেও (Tokyo Paralympics 2020) সুমিত আন্তিল (Sumit Antil Wins Gold) সোনা জয় করলেন জ্যাভলিন ছুড়ে। পাশাপাশি, বিশ্বরেকর্ড করে ভারতকে আরও গর্বিত করেছেন তিনি।

সোমবার টোকিও প্যারিলিম্পিক্সে (Tokyo Paralaympics 2020) একদিনে এল দু’টি সোনার পদক। সকালে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে অবনী লেখারার পর, বিকেলে এবার জ্যাভলিন থ্রোয়ের F64 বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন সুমিত আন্তিল (Sumit Antil )। গত ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আর সেই টোকিওতে প্যারালিম্পিক্সের সেই জ্যাভলিন থ্রোয়েই নীরজের ২৩ দিন পর সোনা জিতলেন সুমিত।

জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে সোনা জেতার পথে দু-দুবার বিশ্বরেকর্ড গড়েন সুমিত। দ্বিতীয় বারের চেষ্টাতে ছোঁড়েন ৬৮.০৮ মিটার। তার পর নিজের সেই বিশ্বরেকর্ড ভেঙে পঞ্চমবারের চেষ্টায় ছোঁড়েন ৬৮.৫৫ মিটার। টোকিও প্যারালিম্পিকে কয়েক মিনিটের ব্যবধানে নিজের গড়া বিশ্ব রেকর্ডই তিন তিনবার ভেঙে ফেললেন সুমিত। সকলকে চমকে দিয়ে সোনা জিতে নিলেন নীরজ চোপড়ার মতোই হরিয়ানা থেকে উঠে আসা সুমিত আন্তিল। টোকিও প্যারালিম্পিকে সুমিতের সেরা থ্রো ৬৮.৫৫ মিটার।

তবে একটুর জন্য পদক হাতছাড়া হয় সন্দীপ চৌধুরির। চতুর্থ স্থানে শেষ করেন তিনি। সুমিতের সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee।

আরও পড়ুন: প্যারালিম্পিক্সে ইতিহাস, অসুস্থতাকে জয় করে দেশকে প্রথম সোনা দিলেন অবনী লেখারা!

Bhavina Patel : ভাবিনা প্যাটেলের গর্বে গুজরাতের গ্রামে ‘গরবা’! আবেগে ভেসে যা বললেন বাবা…

#গুজরাত : রবিবার সকালে টিভির পর্দায় চোখ রেখেছিল দেশ। অনেক স্বপ্ন ও উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় প্রহর গুনছিল ভাবিনা প্যাটেলের (Bhavina Patel) পরিবার। মেয়ে ফাইনাল হেরে গেলেও ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে আবেগে ফেটে আত্মহারা ভারতীয় প্যারা অ্যাথলিটের পরিবার। ভাবিনার সাফল্যে গর্বিত তাঁর পরিবারের সদস্যরা একে অপরকে মিষ্টিমুখ করান। আনন্দে আবির খেলার পাশপাাশি গুজরাতের (Gujrat) সনাতন ‘গরবা’ নাচে মেতে ওঠেন টোকিও প্যারালিম্পিকে রুপোজয়ী পাডলারের প্রিয়জনরা। ভাবিনার সাফল্যে উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়াও।

টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) মহিলাদের টেবিল টেনিস সিঙ্গলসের ফাইনালে উঠে ভাবিনা প্যাটেল দেশের জন্য রুপোর পদক নিশ্চিত করেছিলেন আগেই। রবিবারের ফাইনাল জিতে প্রতিযোগিতায় দেশের সোনার মুখ দেখাতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে ছিলেন ক্রীড়াপ্রেমী। সে আশা পূরণ না হলেও প্যারালিম্পিকের (Tokyo Paralympics) টেবিল টেনিস ইভেন্ট থেকে দেশের হাতে প্রথম পদক তুলে দেওয়া ভাবিনার (Bhavina Patel) গর্বে গর্বিত তাঁর পরিবার। ঘরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় এখন গুজরাতের মেহসানা।

৩৪ বছরের ভাবিনা প্যাটেল এই প্রথমবার প্যারালিম্পিকের মঞ্চে পৌঁছেই ইতিহাস রচনা করেছেন। টোকিও গেমসে মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্ট দ্বিতীয় স্থানাধিকারীর পোডিয়ামে দাঁড়িয়ে তিনি পরিবারের মাথা উঁচু করেছেন বলে বক্তব্য প্যারা অ্যাথলিটের বাবা হাসমুখভাই প্যাটেলের। জানিয়েছেন মেয়ের অপেক্ষায় বসে রয়েছেন তাঁরা। শহরে ফিরলেই রাজকীয় অভ্যর্থনা সহকারে ভাবিনাকে ঘরে তোলা হবে বলেও জানিয়েছেন বাবা হাসমুখভাই। কন্যার সাফল্যে আবেগ ধরে রাখতে না পারা মা গর্বে কেঁদেই ফেলেন। মেয়ে যা করে দেখিয়েছে তাকে ‘ডিভাইন’ অর্থাৎ স্বর্গীয় আখ্যা দিয়েছেন বাবা।

অন্যদিকে টোকিও প্যারালিম্পিক থেকে প্রাপ্ত পদক দেশকে উৎসর্গ করেছেন ভাবিনা প্যাটেল। সঙ্গে এও জানাতে ভোলেননি যে রবিবার তিনি নিজের সেরা ফর্মে ছিলেন না। ম্যাচ শুরুর আগে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলেও জানিয়েছেন ভাবিনা। তাঁর কথায়, ফাইনালে তিনি নিজের গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারেননি। তবে আগামী দিনে দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন প্যারা টেবিল টেনিস তারকা।

মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের সেমিফাইনালে চিনের ঝাং মিয়াওয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতের ভাবিনা। যে ম্যাচ ৭-১১, ১১-৭, ১১-৪, ৯-১১, ১১-৮ পয়েন্টে জিতে তিনি দেশের জন্য রুপো নিশ্চিত করেছিলেন। কোয়ার্টার ফাইনালে রিও প্যারালিম্পিকে সোনাজয়ী সার্বিয়ার বোরিস্লোভা পেরিচকে হারিয়ে দেশের জন্য পদক নিশ্চিত করেও ইতিহাস রচনা করেছিলেন। ওই ম্যাচ ১১-৫, ১১-৬, ১১-৭ ব্যবধানে জিতেছিলেন ভাবিনা।