Tag Archives: Tokyo Paralympics 2020

Sumit Antil Wins Gold: ফের জ্যাভলিনে ভারতের সোনা জয়, প্যারালিম্পিক্সে বিশ্বরেকর্ড সুমিত আন্তিলের

#টোকিও: ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সত্যিই ভারতের সোনার সময় চলছে। টোকিও অলিম্পিক ২০২০ ভারতের ইতিহাসে অমর হয়ে থাকবে। কিছুদিন আগেই অলিম্পিকে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এবার প্যারালিম্পিক্সেও (Tokyo Paralympics 2020) সুমিত আন্তিল (Sumit Antil Wins Gold) সোনা জয় করলেন জ্যাভলিন ছুড়ে। পাশাপাশি, বিশ্বরেকর্ড করে ভারতকে আরও গর্বিত করেছেন তিনি।

সোমবার টোকিও প্যারিলিম্পিক্সে (Tokyo Paralaympics 2020) একদিনে এল দু’টি সোনার পদক। সকালে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে অবনী লেখারার পর, বিকেলে এবার জ্যাভলিন থ্রোয়ের F64 বিভাগে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন সুমিত আন্তিল (Sumit Antil )। গত ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। আর সেই টোকিওতে প্যারালিম্পিক্সের সেই জ্যাভলিন থ্রোয়েই নীরজের ২৩ দিন পর সোনা জিতলেন সুমিত।

জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে সোনা জেতার পথে দু-দুবার বিশ্বরেকর্ড গড়েন সুমিত। দ্বিতীয় বারের চেষ্টাতে ছোঁড়েন ৬৮.০৮ মিটার। তার পর নিজের সেই বিশ্বরেকর্ড ভেঙে পঞ্চমবারের চেষ্টায় ছোঁড়েন ৬৮.৫৫ মিটার। টোকিও প্যারালিম্পিকে কয়েক মিনিটের ব্যবধানে নিজের গড়া বিশ্ব রেকর্ডই তিন তিনবার ভেঙে ফেললেন সুমিত। সকলকে চমকে দিয়ে সোনা জিতে নিলেন নীরজ চোপড়ার মতোই হরিয়ানা থেকে উঠে আসা সুমিত আন্তিল। টোকিও প্যারালিম্পিকে সুমিতের সেরা থ্রো ৬৮.৫৫ মিটার।

তবে একটুর জন্য পদক হাতছাড়া হয় সন্দীপ চৌধুরির। চতুর্থ স্থানে শেষ করেন তিনি। সুমিতের সাফল্যে উচ্ছ্বসিত দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee।

আরও পড়ুন: প্যারালিম্পিক্সে ইতিহাস, অসুস্থতাকে জয় করে দেশকে প্রথম সোনা দিলেন অবনী লেখারা!

Tokyo Paralympics 2020| Vabina Patel| এবার ইতিহাস প্যারাঅলিম্পিকসে! টেবিলটেনিস ফাইনালে দেশের গর্ব ভাবিনা

#টোকিও: অলিম্পিকের পর এবার প্যারাঅলিম্পিকস। ইতিহাস গড়লেন ভারতের টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা পাটেল। শনিবার টেবিল টেনিসের সেমিফাইনালে চিনের মিয়াও ঝাংকে রীতিমতো উড়িয়ে দিলেন ভাবিনা। খেলার ফল ৩-২। প্রথম সেটেই পিছিয়ে শুরু করলেও , গোটা ম্যাচে কার্যত প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি ভাবিনা। এই জয়ের মাধ্যমে রূপো নিশ্চিত করলেন ভাবিনা। রবিবার তিনি মুখোমুখি হতে চলেছেন ইং ঝুংয়ের। সেই ম্যাচে জয়ের অর্থ প্যারাঅলিম্পিক থেকেও ভারতের ঘরে সোনা আসবে।

শুক্রবারে কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথম বড় অঘটন ঘটানোর ভাবিনা। বিশ্বের দুই নম্বর র‍্যাঙ্কিংয়ে থাকা সার্বিয়ান টেবিল টেনিস  তারকা রানকোভিচ পেরিচকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন ভাবিনা।  ভাবিনার বাবাও একপ্রকার নিশ্চিত, এবার স্বর্ণপদক আনবে মেয়ে।

ভাবিনা আজ বলেন, “আমি আমার ১০০% দিয়েছি। ফাইনালের জন্য আমি মানসিকভাবে পুরোপুরি তৈরি। ৩৪ বছরের ভাবিনা ২০ বছর ধরে টেবিল টেনিস খেলছেন। তাঁর পদকের আশায় বুক বাঁধছেন দেশের বহু ক্রিড়াপ্রেমী। উল্লেখ্য অলিম্পিকের মতোই এবার প্যারাঅলিম্পিকসেও ভারতীয়দের পারফরম্যান্স কার্যত নজরকাড়া। এখনও পর্যন্ত ভারতীয়রা প্যারা অলিম্পিকে  তিনটি বিভাগে অন্তত ১২ টি নিশ্চিত করেছেন। এর মধ্যে রয়েছে সাঁতার, ভারোত্তলন, অ্যাথলেটিক্স। ভাবিনার পদক প্যারাঅলিম্পিকসের টেবিল টেনিসে ভারতের প্রথম পদক। এখন অপেক্ষা স্রেফ সোনা নিয়ে ঘরে ফেরার।