Tag Archives: Uganda

World Largest Family: ১২ স্ত্রী, ১০২ সন্তান নিয়ে বিশাল পরিবার বৃদ্ধের! জেলা ঘোষণা করার দাবী নেটিজনদের

কামপালা: একজন মানুষের অগুনতি স্ত্রী৷ সন্তানের সংখ্যাও সেঞ্চুরি অতিক্রান্ত৷ নাতি-নাতনির সংখ্যা এত যে, তা না কি গুনে শেষ করা যায় না৷ নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগেছে সে কে? সেটাই এবার ভালো করে জানা যাক৷

আজকালকার দিনে শহরে হোক বা গ্রামে, যৌথ পরিবারের সংখ্যা হাতে গোনা৷ অথচ একটা সময়, সবাই যৌথ পরিবারেরই সদস্য ছিলেন৷ এখনকার দিনে পরিবার টুকরো টুকরো হয়ে গিয়েছে৷ আগের মতো সন্তান সংখ্যাও এখন লোকেরা বুঝে শুনে বেছে নেন৷ কারণ আর কিছুই না, কাজের চাপ, সময়ের সঙ্গে সঙ্গে জীবনধারণের খরচ বৃদ্ধি৷ কিন্তু এমন পরিস্থিতিতেও উগান্ডার এক ব্যক্তি অবিচল৷ এক ছবিতে দেখা গিয়েছে, তাঁর এত বড় পরিবার যে, এক ছবিতে সবাইকে আটানো সম্ভব হয়নি৷ জানা গিয়েছে সব মিলিয়ে এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় ৭০০৷ যা দেখে লোকজন বলতে শুরু করেছে, পরিবারটিকে আলাদা করে জেলা হিসাবে ঘোষণা করে দেওয়াই ভালো৷

আরও পড়ুন : সোনা-রুপো ফেল, বিয়েতে মূল্যবান উপহার পেতেই শ্বশুরকে জড়িয়ে ধরল জামাই!

ব্যাপারটা কী? ভারতের বিখ্যাত ট্র্যাভেল ব্লগার হর্ষ রাই৷ প্রায় এক লাখের বেশি ফলোয়ার রয়েছে তাঁর৷ তিনি উগান্ডায় ঘুরতে গিয়েছিলেন৷ সেখানেই বিশেষ এই ব্যক্তির সঙ্গে দেখা হয় তাঁর৷ কথা প্রসঙ্গে হর্ষ জানতে পারেন, সেই ব্যক্তির বয়স ৬৭৷ তাঁর বউ-এর সংখ্যা ১২! রয়েছে ১০২-এর বেশি সন্তান৷ নাতি নাতনিদের সংখ্যা ৫০০-এরও বেশি৷ এই ব্যক্তির নাম মুসা হাসিয়া কাসেরা৷ প্রায় সাতশো লোকের পরিবারের প্রধান তিনি৷ যা কার্যত রেকর্ড৷

আরও পড়ুন : বউকে বিকিনিতে দেখতে চান, বিশেষ ‘তোফা’ স্বামীর, দাম শুনলে চোখ কপালে উঠবে!

বিবিসি-এর তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে বড় পরিবার এতদিন ছিল ভারতে৷ মিজোরামের জিওনা চানা পরিবার। ২০২১ সালে ৭৬ বছর বয়সে জিওনা মারা যান। তাঁর ৩৯ জন স্ত্রী, ৯৪ জন সন্তান ছিল৷ শত শত নাতি-নাতনি রেখে গিয়েছেন তিনি। তবে সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছেন মুসা৷ তিনিই এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের মালিক৷ তাঁর ১০২টি সন্তান এবং ৫৭০ এর বেশি নাতি-নাতনি রয়েছে বলেই খবর৷ মুসা ২০ থেকে ৩০টি বাড়ির মালিকও!

হর্ষের শেয়ার করা ভিডিওটি ৫৫ লাখ ভিউ পেয়েছে৷ অনেকে কমেন্টও করেছেন। একজন ব্যক্তি লিখেছেন, “…তাহলে জেলা হিসেবে ঘোষণা করছেন না কেন?” অন্য একজন জিজ্ঞেস করেছেন, ওই ব্যক্তির বয়স অনেক৷ সবার নাম কী করে মনে রাখবে? আর একজন বলেছেন, ব্যক্তিটি পৃথক সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন।