Tag Archives: US president

Donald Trump: আমেরিকায় ফের হামলা ট্রাম্পের উপর ! গল্ফ ক্লাবে চলল গুলি ! অস্ত্র হাতে গ্রেফতার ১

ওয়াশিংটন: ফের হামলা ডোনাল্ড ট্রাম্পের উপর ! ফের তাঁকে লক্ষ্য করে ছোড়া হল গুলি! তবে এই যাত্রাতেও বেঁচে গেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ৷ ফ্লোরিডায় তাঁর গল্ফ ক্লাবে গুলি চলে রবিবার। ট্রাম্প অবশ্য নিরাপদেই রয়েছেন বলে জানানো হয়েছে। আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আমেরিকার সিক্রেট সার্ভিস। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাই। অন্তত চার বার ওই অভিযুক্ত গুলি চালিয়েছিল বলে জানা গিয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন– রাজ্যে বৃষ্টি চলবে, বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার উন্নতি কবে? জেনে নিন

রবিবার তিনি ফ্লোরিডার একটি গল্ফ কোর্সে খেলছিলেন, সেই সময় গুলির শব্দ শোনা যায় ৷ প্রায় দু’মাস আগে একটি সমাবেশ তাঁর উপর হামলার ঘটনা ঘটে ৷ ট্রাম্পের নির্বাচনী প্রচার টিম রবিবার জানিয়েছে, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই এলাকাটি সিল করে দেওয়া হয় ৷

এর আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের একটি সভায় তাঁর উপর হামলা হয়েছিল। বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক। গুলিও চালিয়েছিল সে। অল্পের জন্য সে বার রক্ষা পেয়েছিলেন ট্রাম্প। গুলি তাঁর কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। তবে কান থেকে রক্ত ঝরেছিল বিস্তর। রবিবার আবার ট্রাম্পের উপর হামলার চেষ্টা হল।

আরও পড়ুন– রাশিফল ১৬ সেপ্টেম্বর – ২২ সেপ্টেম্বর: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

এফবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে , ধৃতের নাম রায়ান ওয়েসলি রাউথ, বয়স ৫৮ বছর।

US President Election: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন, লড়াই সহজ হল ট্রাম্পের?

ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। রবিবার বাইডেন জানান, তিনি আর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে লড়াই করবেন না। তাঁর জায়গায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে সওয়াল করেছেন বাইডেন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে পড়ুয়াদের ফিরিয়ে আনল ভারত, সাহায্য প্রতিবেশী দেশের নাগরিকদেরও

এদিন এক্স হ্যান্ডলে প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের সরে দাঁড়ানোর বিষয় নিয়ে একটি বিবৃতি দিয়েছেন জো বাইডেন। তিনি লেখেন, ‘দলের জন্য এবং দেশের স্বার্থে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আমার না লড়াই উচিত, বরং আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শেষ দিন পর্যন্ত মন দিয়ে আমার দায়িত্ব পালন করা উচিত’। প্রসঙ্গত, ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট থাকবেন বাইডেন।

আরও পড়ুন: জানেন কি পশ্চিমবঙ্গেই রয়েছে ভারতের শেষ স্টেশন, এই স্টেশনের গল্প শুনলে চমকে উঠবেন

কিছু দিন আগেই এক জনসভায় ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনা ঘটে, অল্পের জন্য প্রাণে বেঁচে যান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সুস্থ হয়ে আবার ফিরে এসেছেন লড়াইয়ের ময়দানে। শুধু তাই নয়, বাইডেনকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলেও আক্রমণ করেছিলেন ট্রাম্প। ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মেটানো-সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এমতাবস্থায় বাইডেন সরে দাঁড়ানোয় ট্রাম্পের কিছুটা সুবিধাই হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

‘কোনও ওষুধেই এক বছরের বেশি টিকবেন না গজনি বাইডেন’, কঙ্গনার ট্যুইটে শোরগোল

#নয়াদিল্লি: ফের শিরোনামে কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা ৷ বলিউড, দেশের রাজনীতির সীমানা ছাড়িয়ে কুইনের নজর এখন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ৷ ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আমির খান অভিনীত সিনেমা গজনির তুলনা টানলেন কঙ্গনা রানাওয়াত ৷ বাইডেনকে গজনি সম্বোধন করেন অভিনেত্রী এবং তাই নয় বলেন, তিনি নাকি পাঁচ মিনিট অন্তর সব ভুলে যান ৷ অভিনেত্রীর এমন ট্যুইটে অবাক নেটিজেনরা ৷

প্রায় ৯০ ঘণ্টা, টানা ৪ দিনের অপেক্ষা ও টানটান উত্তেজনা শেষে, আইনি লড়াই, হুমকি, বিক্ষোভ আর জটিলতা কাটিয়ে স্পষ্ট হল প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা পিছনে ফেলে জয় ছিনিয়ে নিলেন জো বাইডেন। আমেরিকায় ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ৭৭ বয়সী ডেমোক্র্যাট, জো বাইডেন। মার্কিন ইতিহাসে সবথেকে বয়স্ক দেশনেতা তিনিই ৷ অন্যদিকে, আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার নেবেন কমলা হ্যারিস। প্রথম কৃষ্ণাঙ্গ। প্রথম ভারতীয়। প্রথম মহিলা। শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অনেকগুলি রেকর্ড গড়ে ফেললেন কমলা হ্যারিস। জো বাইডেনের জয়ের সঙ্গে সঙ্গেই ওয়াশিংটনের পাওয়ার করিডরে ঢুকে পড়লেন ভারতীয় কমলা।

বাইডেন-কমলার জয়ের পর বিভিন্ন দিক থেকে ভেসে আসতে থাকে শুভেচ্ছাবার্তা, ওবামা থেকে বরিস জনসন, মোদি থেকে মমতা, নতুন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান সকলেই ৷ এর মাঝেই কঙ্গনা রানাওয়াতের অদ্ভুত ট্যুইটবার্তায় শোরগোল নেট দুনিয়ায় ৷

মার্কিন নির্বাচনের ফলাফল ঘোষণার পর অভিনেত্রী ট্যুইট করেন, ‘গজনি বাইডেনের বিষয়ে আমি নিশ্চিত হতে পারছি না। কারণ, তিনি পাঁচ মিনিট পরপর সবকিছু ভুলে যান। তাঁকে এত ওষুধ দেওয়া হয়েছে, এক বছরের বেশি টিকবেন না। কমলা হ্যারিসই কাজ চালাবেন। একজন মহিলার উত্থান হলে তিনি বাকি সব মহিলাকেই পথ দেখান। এটি ঐতিহাসিক দিন।’ বলিউডের কুইনের এমন মন্তব্যে অবাক সকলে ৷

‘গজনি’ সিনেমায় আমির খান এক বিজনেস টাইকুনের ভূমিকায় অভিনয় করেছিলেন ৷ সেখানে দেখানো হয় এক দুর্ঘটনার পর সে ১৫ মিনিটের বেশি কিছু মনে রাখতে পারত না ৷ জো বাইডেনের সঙ্গে আমির খানের গজনির কেনও তুলনা টানলেন বলিউডের তন্নু তা কারোরই বোধগম্য হয়নি ৷ তবে একটা বিষয় স্পষ্ট মিডিয়ার লাইমলাইটে কী করে থাকতে হয় তা ভালই জানেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা ৷