Tag Archives: VIVO

Vivo X Fold 3: iPhone, Samsung-এর দিন শেষ! Vivo-র ফোল্ডেবল X Fold 3-র দাম ও ফিচার চমকে দেবে!

ভারতে প্রথম ফোল্ডেবল ফোন ‘X Fold 3’ সিরিজ লঞ্চ করতে চলেছে Vivo। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই খবর নিশ্চিত করেছে কোম্পানি। লঞ্চের আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি এখনও। তবে জুনের শুরুতে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। photo source collected 
ভারতে প্রথম ফোল্ডেবল ফোন ‘X Fold 3’ সিরিজ লঞ্চ করতে চলেছে Vivo। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই খবর নিশ্চিত করেছে কোম্পানি। লঞ্চের আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি এখনও। তবে জুনের শুরুতে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। photo source collected
X Fold 3 সিরিজের স্মার্টফোন ভারতের বাজারে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হতে চলেছে। ভাঁজ করলে এটা ১১.৫ এমএম পুরু হবে। ওজন মাত্র ২৩৬ গ্রাম। Vivo এতে কার্বন ফাইবার ভিত্তিক টেকসই কবজা ব্যবহার করেছে, যাতে দীর্ঘদিন চলে। পরীক্ষা করার জন্য কোম্পানি X Fold 3 ফোন ৫ লাখ বার ওপেন এবং ক্লোজ করে দেখেছে, যা প্রায় ১২ বছরের ব্যবহারের সমান। photo source collected 
X Fold 3 সিরিজের স্মার্টফোন ভারতের বাজারে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হতে চলেছে। ভাঁজ করলে এটা ১১.৫ এমএম পুরু হবে। ওজন মাত্র ২৩৬ গ্রাম। Vivo এতে কার্বন ফাইবার ভিত্তিক টেকসই কবজা ব্যবহার করেছে, যাতে দীর্ঘদিন চলে। পরীক্ষা করার জন্য কোম্পানি X Fold 3 ফোন ৫ লাখ বার ওপেন এবং ক্লোজ করে দেখেছে, যা প্রায় ১২ বছরের ব্যবহারের সমান। photo source collected
বলা হয়, একজন স্মার্টফোন ইউজার একদিনে গড়ে ১০০ বার ফোন খোলেন, বছরে ৩৬,৫০০ বার। ১২ বছর (৪,৩৮৩ দিন) ব্যবহারের জন্য একজন ইউজার কমপক্ষে ৪,৩৮,৩০০ বার ফোল্ডেবল ফোন খুলতে এবং বন্ধ করতে পারেন। photo source collected 
বলা হয়, একজন স্মার্টফোন ইউজার একদিনে গড়ে ১০০ বার ফোন খোলেন, বছরে ৩৬,৫০০ বার। ১২ বছর (৪,৩৮৩ দিন) ব্যবহারের জন্য একজন ইউজার কমপক্ষে ৪,৩৮,৩০০ বার ফোল্ডেবল ফোন খুলতে এবং বন্ধ করতে পারেন। photo source collected
কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন X Fold 3-তে গুগলের জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জেমিনি চালিত ফিচার, রিয়েল টাইম অনুবাদ, অডিও ট্রান্সক্রিপশন, নোট অ্যাসিস্ট্যান্ট থাকছে। নতুন X Fold 3 ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। এতে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। ফোল্ড খুললে ডিসপ্লে-র মাপ হয় ৮.৩ ইঞ্চি। এর পাশাপাশি 4,500nit পিক ব্রাইটনেস, যা এখনও পর্যন্ত যে কোনও ফোল্ডেবল ফোনের জন্য সর্বোচ্চ। photo source collected 
কোম্পানি নিশ্চিত করেছে যে নতুন X Fold 3-তে গুগলের জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স জেমিনি চালিত ফিচার, রিয়েল টাইম অনুবাদ, অডিও ট্রান্সক্রিপশন, নোট অ্যাসিস্ট্যান্ট থাকছে। নতুন X Fold 3 ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। এতে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। ফোল্ড খুললে ডিসপ্লে-র মাপ হয় ৮.৩ ইঞ্চি। এর পাশাপাশি 4,500nit পিক ব্রাইটনেস, যা এখনও পর্যন্ত যে কোনও ফোল্ডেবল ফোনের জন্য সর্বোচ্চ। photo source collected
X Fold 3-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি স্টোরেজ (ইউএফএস ৪.০) এবং ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকছে বলে জানা গিয়েছে। ১০০W চার্জিং স্পিড এবং ৫০W ওয়্যারলেস চার্জিং স্পিড সমর্থন করে। photo source collected 
X Fold 3-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১৬ জিবি র‌্যাম, ৫১২ জিবি স্টোরেজ (ইউএফএস ৪.০) এবং ৫,৭০০ এমএএইচ ব্যাটারি থাকছে বলে জানা গিয়েছে। ১০০W চার্জিং স্পিড এবং ৫০W ওয়্যারলেস চার্জিং স্পিড সমর্থন করে। photo source collected
৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চিনে Vivo X Fold 3 (16GB RAM + 512GB স্টোরেজ)-এর দাম প্রায় ১.১৭ লক্ষ টাকা (সর্বশেষ ফোরেক্স হারের উপর ভিত্তি করে)। এখন কোম্পানি ভারতেও একই দাম রাখে কি না তা দেখার বিষয়। photo source collected 
৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। চিনে Vivo X Fold 3 (16GB RAM + 512GB স্টোরেজ)-এর দাম প্রায় ১.১৭ লক্ষ টাকা (সর্বশেষ ফোরেক্স হারের উপর ভিত্তি করে)। এখন কোম্পানি ভারতেও একই দাম রাখে কি না তা দেখার বিষয়। photo source collected

১৭ এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে Vivo T3x 5G; জানুন এর দাম এবং ফিচার

Vivo T3x 5G launch: জনপ্রিয় Vivo কোম্পানি শীঘ্রই ভারতে তার সর্বশেষ স্মার্টফোন Vivo T3x 5G লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ কোম্পানি সম্প্রতি এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে ১৭ এপ্রিল ভারতীয় সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে এর লঞ্চের ইভেন্ট। এই ঘোষণার সঙ্গে হ্যান্ডসেটের ডিজাইন প্রকাশ করে একটি টিজার ভিডিও শেয়ার করা হয়েছে। ফোনটি দুটি আকর্ষণীয় রঙের বিকল্পে আসবে: সবুজ এবং লাল, যা সম্ভবত সেলেসিয়াল গ্রিন এবং ক্রিমসন ব্লিস নামে বাজারে আনা হবে।

Vivo T3x 5G পিছনের প্যানেলের উপরের বাম দিকে অবস্থিত একটি বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল সহ একটি স্বতন্ত্র ডিজাইন রয়েছে। এই মডিউলটিতে একটি LED ফ্ল্যাশ ইউনিট সহ দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলি সহজে অ্যাক্সেসের জন্য ডান প্রান্তে সুন্দরভাবে স্থাপন করা হয়েছে।

ফ্লিপকার্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে Vivo T3x 5G-এর দাম হতে পারে ১৫,০০০ টাকার নিচে। যা এটিকে বাজেট-সচেতন ভোক্তাদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প করে তুলেছে। ফোনটিতে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে, যার বিশদ বিবরণ ১২ এপ্রিল প্রকাশ করা হবে। উপরন্তু, ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশন ১৫ এপ্রিল প্রকাশ করা হবে।

লিকড হওয়া খবর অনুযায়ী, Vivo T3x 5G ফোন স্ন্যাপড্রাগন ৬ জেন ১ SoC দ্বারা চালিত হতে পারে। এটি ১২৮GB অনবোর্ড স্টোরেজ সহ আসবে বলে আশা করা হচ্ছে এবং ৪GB, ৬GB, এবং ৮GB ভ্যারিয়েন্ট সহ একাধিক RAM বিকল্প অফার করতে পারে। ফোনটিতে একটি প্রশস্ত ৬.৭২-ইঞ্চির ১২০Hz ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ব্যবহারকারীদের ফোন দেখার উন্নত অভিজ্ঞতা প্রদান করতে পারে। এতে একটি ৫০-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, একটি ২-মেগাপিক্সেল ডেপথ শ্যুটার এবং একটি ৮-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারির ক্ষমতার পরিপ্রেক্ষিতে, Vivo T3x 5G ফোনে ৪৪W তারযুক্ত ফ্ল্যাশ চার্জিং-এর সমর্থন সহ একটি বড় ৬০০০mAh ব্যাটারি রয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যবহার এবং দ্রুত রিচার্জ নিশ্চিত করে। উন্নত নিরাপত্তার জন্য হ্যান্ডসেটটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে সজ্জিত হতে পারে এবং ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধের জন্য একটি IP64 রেটিং নিয়ে গর্ব করতে পারে।

৭.৯৯mm মাপ এবং ১৯৯g ওজনের, Vivo T3x 5G একটি মসৃণ এবং পরিচালনাযোগ্য ফর্ম ফ্যাক্টর দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যা এটিকে ধরে রাখতে এবং বহন করতে আরামদায়ক করে তোলে।

২১ মার্চ লঞ্চ করা হতে পারে Vivo T3 5G; আগেভাগে জেনে নিন দাম এবং ফিচার

Vivo T3 5G Launch Date: জনপ্রিয় মোবাইল কোম্পানি Vivo নিশ্চিত করেছে যে ভারতে লঞ্চ করা হতে চলেছে Vivo T3 5G ফোন। Vivo কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই স্মার্টফোনটি আগামী ২১ মার্চ ভারতে আত্মপ্রকাশ করবে। স্মার্টফোনটি ইতিমধ্যেই জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এক্সক্লুসিভ হিসাবে নিশ্চিত করা হয়েছে এবং এই মাসের Nothing Phone 2a, Realme 12, Realme 12+ 5G, iQOO Z9 5G-সহ সাম্প্রতিক মিড-রেঞ্জ ফোনের লঞ্চের সারিতে যোগ দিতে চলেছে। অর্থাৎ আগামী দিনে ভারতে লঞ্চ হতে চলেছে নামীদামী কোম্পানির একাধিক মিড-রেঞ্জ স্মার্টফোন।

Vivo দ্বারা শেয়ার করা তথ্য অনুযায়ী, Vivo T3 5G ফোনে MediaTek Dimensity 7200 চিপসেট রয়েছে এবং এই ফোনের পিছনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Vivo T3 5G ফোন নীল রঙে আসা নিশ্চিত করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক বাজারে আসন্ন Vivo T3 5G ফোনের ফিচার এবং সমস্ত খুঁটিনাটি।

Vivo T3 5G ফোনের প্রত্যাশিত ফিচার এবং দাম –

টিপস্টার অভিষেক যাদবের থেকে লিকড হওয়া তথ্য অনুসারে, Vivo T3 5G ফোন ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৬৭-ইঞ্চির ফুল HD+OLED ডিসপ্লে বৈশিষ্ট্যযুক্ত হতে পারে। স্মার্টফোনটি MediaTek 7200 SoC দ্বারা চালিত হতে পারে এবং সমস্ত গ্রাফিক্সের কাজের জন্য একটি আর্ম মালি G610 GPU-এর সঙ্গে যুক্ত। Vivo T3 5G ফোনে LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ থাকতে পারে।

অপটিক্সের ক্ষেত্রে, স্মার্টফোনটিতে একটি ডুয়াল ক্যামেরা সেন্সর এবং একটি ২MP সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। সমস্ত সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ১৬MP ফ্রন্ট-ফেসিং শ্যুটারও আশা করা হচ্ছে। Vivo T3 5G ফোন একটি ৫০০০mAh ব্যাটারি দ্বারা চালিত হতে পারে, যা একটি ৪৪W দ্রুত চার্জারের সঙ্গে যুক্ত হতে পারে। কানেক্টিভিটির ক্ষেত্রে, এই ফোনে ৫জি ব্যান্ড থাকতে পারে এবং ব্লুটুথ সংস্করণ 5.3, WiFi 6, বোর্ডে ডুয়াল স্টেরিও স্পিকার সেটআপ সহ আসতে পারে। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্প্ল্যাশ এবং ধুলো প্রতিরোধের জন্য একটি IP৫৪ রেটিংও থাকতে পারে।

Vivo-এর আসন্ন স্মার্টফোনের ৮GB RAM/ ১২৮GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা হতে পারে। এই বিষয়ে মনে রাখা প্রয়োজন যে লিকড হওয়া তথ্য অনুযায়ী এইগুলি জানা গিয়েছে। তাই এই ফোনের সঠিক স্পেসিফিকেশন জানতে ২১ মার্চ লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে।

লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Vivo V30 এবং V30 Pro-এর দাম! কেনার আগে জেনে নিন খুঁটিনাটি

Vivo তার নতুন V30 সিরিজ লঞ্চ করতে প্রস্তুত, যেখানে দুটি মডেল রয়েছে – ভ্যানিলা V30 এবং V30 Pro। ভারতে আগামী ৭ মার্চ রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হতে চলেছে এই ফোন। সংস্থাটি এই ফোনের লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। Vivo ওয়েবসাইটে একটি বিশেষ ওয়েবপেজে এই আসন্ন স্মার্টফোনগুলির বৈশিষ্ট্য এবং ডিজাইনগুলির এক ঝলক দেখা যাচ্ছে৷ ফোনের লঞ্চের আগে, এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিশদ তথ্য ইতিমধ্যেই ইন্টারনেটে লিক হয়েছে। এখন আসন্ন স্মার্টফোনের দামের বিবরণও ফাঁস হয়েছে।

Vivo V30 সিরিজের প্রত্যাশিত দাম –

টিপস্টার অভিষেক যাদবের মতে, Vivo V30 সিরিজ প্রিমিয়াম মিড-রেঞ্জ বিভাগে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যাশিত দাম Vivo V30 এর জন্য প্রায় ৩৩,৯৯৯ টাকা এবং V30 Pro-এর জন্য ৪১,৯৯৯ টাকা।

V30-এর রঙের বিকল্পগুলির মধ্যে রয়েছে আন্দামান ব্লু, ক্লাসিক ব্ল্যাক এবং পিকক গ্রিন। এই ফোন ৮GB+১২৮GB, ৮GB+২৫৬GB এবং ১২GB+২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসতে পারে। V30 Pro একই রঙে আসতে পারে এবং ৮GB+২৫৬GB এবং ১২GB+৫১২GB ভ্যারিয়েন্ট অফার করে।

আরও পড়ুন: প্রশ্নচিহ্নের মুখে সাইবার নিরাপত্তা, দেশে বন্ধ হতে পারে পরিচিত মোবাইল গেম! সীমা হায়দারের ঘটনাই কি দায়ী?

Vivo V30 সিরিজের ফিচার –

Vivo V30-তে ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭৮-ইঞ্চির ১.৫K OLED ডিসপ্লে থাকতে পারে। এটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটে চলবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরা সম্পর্কে কথা বললে, ফোনটিতে একটি ৫০-মেগাপিক্সেল VCS OIS প্রধান ক্যামেরা, একটি ৫০-মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল রিয়ার ক্যামেরা এবং বিশদ সেলফির জন্য একটি ৫০-মেগাপিক্সেল আই AF ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

অন্য দিকে, Vivo V30 Pro একটি ৬.৭৮-ইঞ্চির কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ২৮০০-১২৬০ পিক্সেলের রেজোলিউশন সহ ভিজ্যুয়াল অফার করে। HDR10+ সমর্থন, একটি ১২০Hz রিফ্রেশ রেট এবং ২৮০০ নিটস পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা সহ, ডিসপ্লেটি একটি প্রাণবন্ত এবং পরিষ্কার দৃশ্যের প্রতিশ্রুতি দেয়।

ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ ৪nm প্রসেসরে চলবে ৩.১GHz পর্যন্ত বিস্তৃত, যা একটি Mali-G610 MC6 GPU, ১২GB LPDDR5X RAM এবং ৫১২GB UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত।

ডিভাইসটি Android 14-এ Funtouch OS 14 সহ চলবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে, ফোনটিতে একটি Sony IMX920 সেন্সর, OIS এবং LED ফ্ল্যাশ সহ একটি ৫০-মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৫০-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ৫০-মেগাপিক্সেলের টেলিফোটো পোর্ট্রেট ক্যামেরা বিভিন্ন ধরনের ছবি তোলার জন্য রয়েছে। উপরন্তু, V30 Pro উচ্চ মানের সেলফির জন্য একটি ৫০MP অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা থাকবে।

V30 Pro-তে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। এটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি পোর্টেড স্পিকার এবং হাই-রেস অডিও সমর্থনও অফার করে। ধুলো এবং স্প্ল্যাশ সুরক্ষার জন্য ডিভাইসটি একটি IP৫৪ রেটিং সহ আসে। এটি ছাড়াও, V30 Pro একটি ৫০০০mAh ব্যাটারি দ্বারা চালিত বলে জানা গিয়েছে, এবং এটি ৮০W দ্রুত চার্জিং সমর্থন করবে।

Nothing Phone (2a) থেকে Vivo V30 Pro! বাজার কাঁপাবে এইসব ফোন, মার্চেই লঞ্চ

স্মার্টফোনের জগতে, বিগত মাসের তুলনায় ফেব্রুয়ারি তুলনামূলকভাবে শান্ত ছিল। কেউ যদি এই সময়ে একটি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আমরা কয়েকদিন অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি। কারণ মার্চ মাসে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। অনুমান করা হচ্ছে Nothing Phone (2a) থেকে শুরু করে Xiaomi 14 সিরিজ পর্যন্ত বেশ কয়েকটি স্মার্টফোন ২০২৪ সালের মার্চ মাসে লঞ্চ করা হতে পারে।

Nothing Phone (2a) –

বিগত কয়েক মাসে, Nothing Phone (2a) সম্পর্কে বেশ কয়েকটি গুজব অনলাইনে প্রকাশিত হয়েছে। X-এ কোম্পানির অফিসিয়াল হ্যান্ডলের একটি সাম্প্রতিক পোস্ট নিশ্চিত করে যে এটি ডাইমেনসিটি ৭২০০ প্রো দ্বারা চালিত হবে এবং ১২জিবি পর্যন্ত RAM থাকবে। এটি একটি ৬.৭-ইঞ্চির AMOLED স্ক্রিন এবং কোম্পানির আইকনিক গ্লাইফ ইন্টারফেস ছাড়াই একটি পুনরায় ডিজাইন করা ব্যাক প্যানেল বৈশিষ্ট্যযুক্ত হতে পারে।

আরও পড়ুন: Google-এ আসছে বড় পরিবর্তন! সাইন ইন পেজে আসছে নতুন ডিজাইন

গুজব আরও আছে যে Nothing Phone (2a) পারপ্লেক্সিটি AI এর সঙ্গে আসতে পারে, যা একটি AI-চালিত চ্যাটবট Copilot এবং ChatGPT-এর মতো যা অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ক্ষেত্রেই উপলব্ধ। কোম্পানিও নিশ্চিত করেছে যে Nothing Phone (2a) ৫ মার্চ লঞ্চ হবে।

Xiaomi 14 –

Xiaomi-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ সিরিজ, যা বিগত বছর চিনে চালু হয়েছিল, তা আগামী মাসে ভারতেও আসছে। Snapdragon 8 Gen 3 চিপসেট সমন্বিত, কমপ্যাক্ট হ্যান্ডসেটের চাইনিজ ভ্যারিয়েন্টে পূর্বসূরির তুলনায় একটু বড় ৬.৩৬-ইঞ্চির AMOLED স্ক্রিন রয়েছে।

এটি Android 14-এর উপর ভিত্তি করে HyperOS-এ চলে এবং ১৬জিবি RAM এবং ১TB স্টোরেজ সহ আসতে পারে। এর পূর্বসূরির মতো, এটির একটি সেরামিক ব্যাক রয়েছে এবং এতে একটি ৫০MP প্রাইমারি ক্যামেরার পাশাপাশি একটি ৫০MP আল্ট্রাওয়াইড লেন্স এবং ৩.২x জুম সহ একটি ৫০MP টেলিফটো সেন্সর রয়েছে৷

ফোনটিতে একটি ৪৬১০mAh ব্যাটারি রয়েছে যা ৯০W তারযুক্ত চার্জিং এবং ৫০W ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। যদিও এটির দাম কত হবে সে সম্পর্কে কোনও তথ্য নেই, তবে এর পূর্বসূরির দামের দিকে নজর দিলে, Xiaomi এটি প্রায় ৮০,০০০ টাকায় লঞ্চ করতে পারে।

Realme 12 Plus –

Realme 12 Pro সিরিজের লঞ্চের পরে, কোম্পানিটি Realme 12 সিরিজ চালু করবে বলে আশা করা হচ্ছে। যার দুটি মডেল থাকবে এবং যার দাম তাদের প্রো পার্টনারদের থেকে কিছুটা কম।

হার্ডওয়্যার ফ্রন্টে, Realme 12 Plus ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট প্যাক করতে পারে এবং একটি ৬.৬৭-ইঞ্চির ১২০Hz AMOLED স্ক্রিন প্যাক করতে পারে। যদিও Realme এখনও আনুষ্ঠানিক লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। একটি টিপস্টার ইঙ্গিত দিয়েছে যে ফোনটি ৫ মার্চ ভারতে আসবে।

Vivo V30 Pro –

Vivo আগামী মাসে ভিভো V30 প্রো লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ফোনটি ২৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী লঞ্চ হবে এবং শীঘ্রই ভারতীয় বাজারে হিট হবে বলে আশা করা হচ্ছে। যদিও এই মুহুর্তে কিছুই অফিসিয়াল নয়, তবে মনে করা হচ্ছে এটি ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত হতে পারে এবং ১২জিবি RAM এবং ৫১২জিবি স্টোরেজ থাকবে।

আরও পড়ুন: টুকটুকে লাল ফলেই বিপুল লাভ! চাষ করে মালামাল হচ্ছেন এই জেলার কৃষক

Vivo তাদের ক্যামেরার জন্য পরিচিত। 91mobile-এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যে Vivo-এর আসন্ন V সিরিজের ফোনে একটি ৫০MP প্রাইমারি ক্যামেরা, একটি ৫০MP আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ৫০MP টেলিফটো সেন্সর প্যাক করা হবে৷ এর পূর্বসূরির মতো, এটিতে ৮০W চার্জিং সমর্থন সহ একটি ৫০০০mAh ব্যাটারি থাকতে পারে এবং এর দাম ৪০,০০০ টাকা থেকে ৪৫,০০০ টাকার মধ্যে হতে পারে৷

Vivo X100 Pro কিনবেন ভাবছেন? বছরের শুরুতেই বাজার কাঁপাচ্ছে এই ফোন

কলকাতা: স্মার্টফোন ক্রমাগত উন্নত হচ্ছে। আর সেবিষয়ে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে ক্যামেরা, একথা বলাই যায়। Vivo X100 Pro-র কথাই ধরা যাক। শুধুমাত্র অত্যাধুনিক ক্যামেরাই এই ফোনটিকে সকলের কাছে জনপ্রিয় করে তুলতে পারে।

নতুন বছরে বাজার মাতাচ্ছে Vivo X100 সিরিজ। এর মধ্যে Vivo X100 Pro রিলিজ করে ৮৯,৯৯৯ টাকায়। আম নাগরিকের সাধ্যের বাইরে হলেও যাঁরা ছবি তুলতে ভালবাসেন বা পেশাদার চিত্রগ্রাহক তাঁদের জন্য আদর্শ হতে পারে এই ফোনটি।

আরও পড়ুন- পেট্রোল পাম্পে ঠকবাজি কী করে হয়? বাঁচার উপায় কী? টাকা বাঁচাতে দেখে নিন

গত কয়েক বছরে পেশাদার চিত্রগ্রাহকরাও তাঁদের স্মার্টফোনে ছবি তুলতে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাঁরা বেশির ভাগ সময়ই ক্যামেরার বদলে স্মার্টফোন ব্যবহার করেন। সেক্ষেত্রে iPhone যেমন খুব ভাল বিকল্প, তেমনই ভাল হতে পারে Vivo-র এই ফোনটি।

Vivo X সিরিজের অন্যতম আকর্ষণ ক্যামেরা। সেই উত্তরাধিকার মেনেই এসেছে X100 Pro। গত বছর রিলিজ করা X90 Pro-এর মতোই, এই ফোনটিতেও রয়েছে Sony ‘s IMX989 সেন্সর-সহ প্রাইমারি ক্যামেরা।

এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, ১৫ mm ফোকাল লেন্থ। নতুন টেলিফোটো ক্যামেরাটিতে রয়েছে ৪.৩x অপটিক্যাল জুম এবং একটি ১০০mm লেন্স-সহ ৫০ মেগাপিক্সেল সেন্সর।

এটিতে রয়েছে নতুন Vario-Apo-Sonnar এলিমেন্ট এবং Zeiss’ APO ‘ফ্লোটিং ডিজাইন’। এর অর্থ হল, লেন্সটি সামনে এবং পিছনে সরে যেতে পারে, ফলে বিভিন্ন দূরের বিষয়গুলিতে ফোকাস করতে দেয়।

একটি ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স থাকায় X100 Pro দিয়ে তোলা ছবি ৪.৩x অপটিক্যাল জুম ব্যবহার করে নিখুঁত হতে পারে। ৫০ মেগাপিক্সেল জুম লেন্সটি দূরের বিষয়গুলিকে শার্প করে তুলতে পারে৷ শুধু তাই নয়, টেলিফোটো লেন্স কম-আলোতেও দারুণ কাজ করে। যেকোনও স্মার্টফোন ক্যামেরায় এটা বেশ বিরল একথা বলাই যায়।

আরও পড়ুন- সহজে ট্র‍্যাক করা যায় গাড়ি, তার জেরেই বিপদ! প্রযুক্তিই শেষে বুমেরাং

গত তিন বছরে Vivo তার ফ্ল্যাগশিপ X-সিরিজের সঙ্গে MediaTek-কে জড়িয়ে নিয়েছে। X100 Pro-এ অবশ্য এই প্রথমবার দেখা হল টপ-অফ-দ্য-লাইন MediaTek Dimensity 9300 SoC। এতে রয়েছে জিবি ১৬ RAM, ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। ৫,৪০০mAh ব্যাটারি এই ফোনকে আরও বেশি শক্তি জোগায়।