Tag Archives: Vladimir Putin

Russia Ukraine Conflict: নীরবতা ভাঙলেন জেলেনস্কি, রাশিয়ার সীমান্তে অভিযান নিয়ে কী বললেন তিনি?

কিয়েভ: ক্রমেই উত্তাপ বাড়ছে রাশিয়া-ইউক্রেন দ্বৈরথে। ইতিমধ্যেই রাশিয়ার ক্রুস্ক সীমান্ত এলাকায় সামরিক অভিযান চালিয়েছে ইউক্রেন সেনা। শনিবার, নীরবতা ভেঙে মুখ খুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি জানান, আক্রমণকারীদের হাত থেকে নিজেদের জমি তাঁরা ছিনিয়ে আনতে বদ্ধপরিকর।
ইতিমধ্যেই ইউক্রেনের রাজধানি শহর কিয়েভে রাশিয়ার ড্রোন এবং মিসাইল আক্রমণের ফলে রবিবার এক চার বছরের শিশু সহ দুই জনের মৃত্যু হয়েছে। অন্য দিকে, রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে ইউক্রেন মিসাইল ছোড়ে। তা একটি জনবসতিপূর্ণ বাড়িতে ভেঙে পড়লে ১৫ জন আহত হন।
এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেনের উপর চারটি ব্যালিস্টিক মিসাইল, ৫৭টি ড্রোনের মাধ্যমে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের তরফ থেকে জানান হয়েছে।

আরও পড়ুন: চরমসীমা ছাত্রদের, হাসিনার পর এবার পদত্যাগে বাধ্য হলেন বাংলাদেশের প্রধান বিচারপতি
ইতিমধ্যেই কিয়েভের ব্রোভারি এলাকায় এক বছর ৩৫-এর ব্যক্তি এবং তাঁর ছেলের দেহ ধ্বংসস্তূপের মধ্যে থেকে পাওয়া গিয়েছে।
কিন্তু, রাশিয়ার উপরে এখনই আক্রমণের ঝাঁজ কমাতে নারাজ ইউক্রেন। ক্রুস্ক অঞ্চলে সামরিক অভিযান এই নিয়ে ষষ্ঠ দিনে পড়ল। কিন্তু, ইউক্রেনের এই আক্রমণাত্বক মনোভাব ভাল চোখে দেখছেন না বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাসেঙ্কো। এই প্রসঙ্গে তিনি বলেন, “ইউক্রেনের সামরিক বাহিনী সব ধরনের নিয়ম লঙ্ঘন করেছে। তাঁরা বেলারুশের আকাশসীমা বারংবার লঙ্ঘন করছে।”

PM Modi in Moscow India Russia: ‘১৪০ কোটির ভালবাসা নিয়ে এসেছি…’ রাশিয়ায় প্রবাসী ভারতীয়দের একগুচ্ছ আশ্বাস মোদির

মস্কো: তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার রাশিয়া সফর নরেন্দ্র মোদির। পুতিনের আহ্বানে দু’দিনের রাশিয়া সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের জন্য বড় আশার খবর শোনালেন মোদি। মস্কোতে ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরিতে প্রেসিডেন্ট পুতিনের প্রচেষ্টার প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদি।

মঙ্গলবার মোদি বলেন, “রাশিয়া ভারতের নির্ভরযোগ্য বন্ধু। আমাদের এই বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস এবং সম্মানের উপর ভিত্তি করে।” তিনি আরও জানান, কেন্দ্র দুই দেশের মধ্যে যোগাযোগ জোরদার করার চেষ্টা করছে এবং রাশিয়ায় দু-দুটি ভারতীয় কনস্যুলেট চালু করার প্রক্রিয়া শুরু হচ্ছে। মোদিকে গর্বের সঙ্গে বলতে শোনা যায় “আমি আমার সঙ্গে ১৪০ কোটি ভারতীয়দের ভালবাসা এবং দেশের মাটির সুবাস নিয়ে এসেছি।”

মোদির রাশিয়া সফর এদেশে সবথেকে বড় যে খুশির খবর এনে দিয়েছে সেটি হল যুদ্ধবন্দিদের মুক্তি। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণে মোদি জানান, ইউক্রেনে রুশ সেনাবাহিনীর জন্য যুদ্ধে যোগ দেওয়া সমস্ত ভারতীয়দের শীঘ্রই মুক্তি দিয়ে দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। রাশিয়ার এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।

আরও পড়ুন: শাশুড়ি আর মা একই ফ্রেমে! অনন্ত-রাধিকার প্রাকবিবাহ আসরের বিরল মুহূর্ত প্রকাশ্যে

সিদ্ধান্তে স্বভাবতই খুশি মোদি। তিনি বলেন, “আমি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এক মাস হয়ে গিয়েছে। আমি আমার প্রচেষ্টাকে তিনগুণ বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি । ভারত বিশ্বকে সবচেয়ে নির্ভরযোগ্য ডিজিটাল লেনদেনের মডেল দিয়েছে। এটির তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে।” এর পরই রাষ্ট্রপতি পুতিনের নেতৃত্বকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদি জানান, এই পর্যন্ত তিনি ছ’বার রাশিয়া সফর করেছেন এবং ১৭ বার পুতিনের সঙ্গে দেখা করেছেন।

এর পর প্রবাসী ভারতীয়দের উদ্দেশে মোদি জানান, প্যারিস অলিম্পিকে একটি দুর্দান্ত দল পাঠাচ্ছে ভারত। ক্রীড়াবিদরা তাঁদের শক্তি প্রদর্শন করবেন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আন্তর্জাতিক এই ইভেন্টে। মোদির কথায়, তরুণদের এই আত্মবিশ্বাসই ভারতের আসল পুঁজি এবং এই যুবশক্তিই ২১ শতকে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সবচেয়ে বড় সম্ভাবনা দেখায়। মোদি বলেন, “নির্বাচনের সময়, আমি বলতাম যে ভারত গত ১০ বছরে যে উন্নয়ন করেছে তা কেবল একটি ট্রেলার, আগামী ১০ বছরে আমরা আরও দ্রুত বিকশিত হব।”

সেমিকন্ডাক্টর থেকে ইলেকট্রনিক উৎপাদন, গ্রীন হাইড্রোজেন থেকে বৈদ্যুতিক যান এবং বিশ্বমানের পরিকাঠামো, সর্বক্ষেত্রে উন্নয়নে ভারতের নতুন গতি বিশ্বের নিরিখে একটি নতুন অধ্যায় লিখবে বলে আশ্বাস প্রধানমন্ত্রীর। দারিদ্র্য থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন পর্যন্ত, ভারত প্রতিটি পরিস্থিতিতে সব সমস্যা অতিক্রম করবে বলেই বিশ্বাস তাঁর। এর পর রাশিয়াবাসী এবং বন্ধু পুতিনকে ধন্যবাদ জানিয়ে মোদি তাঁর বক্তব্য শেষ করেন।

Putin Praises PM Modi: ‘গোটা জীবন জনসেবায় উৎসর্গ করেছেন…’, মোদির ভূয়সী প্রশংসা পুতিনের ! উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রবাসী ভারতীয়রা

মস্কো: সোমবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটাই মোদির প্রথম মস্কো সফর। এদিন রাশিয়ার রাষ্ট্রপতির নোভো-ওগারিওভোর বাসভবনে চা পান করেন তাঁরা। তার আগে করমর্দন করে মোদিকে বুকে জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি পুতিন।

কথোপকথনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অকুন্ঠ প্রশংসা করে পুতিন বলেন, তিনি পুরো জীবন জনতার সেবার জন্য উৎসর্গ করেছেন। কাজ করছেন ভারতের ভালর জন্য। শুধু তাই নয়, টানা তৃতীয়বার জেতার জন্যও মোদিকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন– উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার প্রবল বর্ষণের আশঙ্কা, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

পুতিন বলেছেন, “আপনার ব্যাপক উদ্যম। ভারতের ভালর জন্য কাজ করে চলেছেন। টানা তৃতীয়বার জয়ের জন্য অভিনন্দন জানাই। আপনি কাজ দিয়েই মানুষের মন জয় করেছেন। সাধারণ মানুষের সেবার জন্য উৎসর্গ করেছেন পুরো জীবন।’’

সঙ্গে পুতিন যোগ করেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারতে প্রতি বছর ২৩ মিলিয়ন শিশুর জন্ম হয়। এর মানে হল, ভারতীয়রা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছে। তাঁদের ভবিষ্যৎ নিরাপদ। আমি আপনাকে দেখে খুব খুশি হয়েছি।’’

আরও পড়ুন– উত্তর-পূর্ব সীমান্ত রেলের স্টাফদের জন্য আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা, দেখে নিন বিশদে

এই জয় সরকারের নীতির উপর দেশের জনগণের আস্থা বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি রাশিয়ায় আমন্ত্রণ জানানোর জন্য তিনি পুতিনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। মোদি বলেছেন, “ভারতের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬৫ কোটি মানুষ ভোট দিয়েছেন। প্রায় ৬০ বছর পর একই সরকার টানা তৃতীয়বার জয় পেল। এর আগে নেহরুর এই কৃতিত্ব রয়েছে। আমি দেশবাসীর আশীর্বাদ পেয়েছি। বন্ধুর বাড়িতে এসে ভাল লাগছে। ডিনার এবং আড্ডার আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।’’

প্রসঙ্গত, তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই মোদির প্রথম রাশিয়া সফর। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে দু’দিনের সফরে রাশিয়া গিয়েছেন তিনি। মস্কো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাশিয়ার প্রথম ডেপুটি মিনিস্টার ডেনিস মানতুরভ (চিনের রাষ্ট্রপতি শি জিনপিংকেও অভ্যর্থনা জানিয়েছিলেন তিনি)। বিমানবন্দরে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে।

রাশিয়ায় পা দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, মস্কো ও নয়াদিল্লির গভীর সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য উপকারী। তাঁর কথায়, “দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অপেক্ষায়। এতে উভয় দেশের জনগণই উপকৃত হবেন।’’

আরও পড়ুন– যেন সাক্ষাৎ ঈশ্বর, মৃত মানুষকেও বাঁচিয়ে তুলতে পারেন ভোলে বাবা; চাঞ্চল্যকর দাবি এক ভক্তের

মানতুরভের সঙ্গে একই গাড়িতে হোটেলে পৌঁছন মোদি। সেখানে রাশিয়ানরা ভজন গেয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। নৃত্য পরিবেশন করেন ভারতীয়রা। মোদিকে উষ্ণ অভয়র্থনায় ভরিয়ে দেন প্রবাসী ভারতীয়রাও। ২০১৯ সালের পর প্রথম রাশিয়া সফরে মস্কোর কার্লটন হটেলে রয়েছেন মোদি।

দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে বার্ষিক শীর্ষ সম্মেলনে বসে ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার রাষ্ট্রপতি। এর আগে ২০২১ সালের ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে বার্ষিক শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন রাষ্ট্রপতি পুতিন। ৯ জুলাই রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন মোদি। গত ৪০ বছরে এটাই হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর।