Tag Archives: Vrindavan

‘এখানকার সব ভাল, শুধু ছেলেদের দেখলে…’ মথুরায় এসে এ কী বললেন রাশিয়ান তরুণী! শুনলে তাজ্জব হয়ে যাবেন

বৈচিত্রের দেশ ভারত। অপরূপ প্রকৃতি, অসংখ্য ভাষা। দু’পা হাঁটলেই বদলে যায় পোশাকআশাক থেকে খাদ্যাভ্যাস। এসবের টানে প্রতি বছরই হাজার হাজার পর্যটক ভারতে আসেন। ঘুরে দেখেন এই দেশ, মাটি। আবার মাটির টানে কেউ কেউ পাকাপাকিভাবে থেকেও যান এদেশে।ভারতের যে সব এলাকায় সবচেয়ে বেশি বিদেশি পর্যটক দেখা যায়, তার মধ্যে মথুরা থাকবে সবার আগে। অসংখ্য পর্যটক প্রতিদিন মথুরা আসেন। তাঁদের মধ্যে অনেকই ডেরা বাঁধেন এখানে। Photo Courtesy: Sofya Kuharenok
বৈচিত্রের দেশ ভারত। অপরূপ প্রকৃতি, অসংখ্য ভাষা। দু’পা হাঁটলেই বদলে যায় পোশাকআশাক থেকে খাদ্যাভ্যাস। এসবের টানে প্রতি বছরই হাজার হাজার পর্যটক ভারতে আসেন। ঘুরে দেখেন এই দেশ, মাটি। আবার মাটির টানে কেউ কেউ পাকাপাকিভাবে থেকেও যান এদেশে। ভারতের যে সব এলাকায় সবচেয়ে বেশি বিদেশি পর্যটক দেখা যায়, তার মধ্যে মথুরা থাকবে সবার আগে। অসংখ্য পর্যটক প্রতিদিন মথুরা আসেন। তাঁদের মধ্যে অনেকই ডেরা বাঁধেন এখানে। Photo Courtesy: Sofya Kuharenok
এক রাশিয়ান তরুণীও মথুরা বেড়াতে এসেছিলেন। তারপর যা হয়। শ্রীকৃষ্ণের লীলাভূমি তাঁর এতটাই ভাল লেগে যায়, বৃন্দাবনে পাকাপাকি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।রাশিয়ান তরুণী আগে পেশায় মডেল ছিলেন। এখন খাঁটি ভারতীয় সংস্কৃতি মেনে জীবনযাপন করেন। Photo Courtesy: Sofya Kuharenok
এক রাশিয়ান তরুণীও মথুরা বেড়াতে এসেছিলেন। তারপর যা হয়। শ্রীকৃষ্ণের লীলাভূমি তাঁর এতটাই ভাল লেগে যায়, বৃন্দাবনে পাকাপাকি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রাশিয়ান তরুণী আগে পেশায় মডেল ছিলেন। এখন খাঁটি ভারতীয় সংস্কৃতি মেনে জীবনযাপন করেন। Photo Courtesy: Sofya Kuharenok
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মথুরা এবং বৃন্দাবন তাঁর খুব পছন্দের জায়গা। তবে কখনও কখনও ভারতীয় পুরুষদের দেখে তাঁর ভয় হয়। রাশিয়ান তরুণীর নিজের কথায়, “বৃন্দাবনের সাদামাটা জীবন আমার খুব ভাল লাগে। কিন্তু মাঝে মাঝে চিন্তাও হয়। এখানকার পুরুষরা আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। ভয় লাগে। বিরক্তও হই। ওইভাবে দেখার কী আছে!” Photo Courtesy: Sofya Kuharenok
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মথুরা এবং বৃন্দাবন তাঁর খুব পছন্দের জায়গা। তবে কখনও কখনও ভারতীয় পুরুষদের দেখে তাঁর ভয় হয়। রাশিয়ান তরুণীর নিজের কথায়, “বৃন্দাবনের সাদামাটা জীবন আমার খুব ভাল লাগে। কিন্তু মাঝে মাঝে চিন্তাও হয়। এখানকার পুরুষরা আমার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। ভয় লাগে। বিরক্তও হই। ওইভাবে দেখার কী আছে!” Photo Courtesy: Sofya Kuharenok
হিমাচলের এক ভয়াবহ অভিজ্ঞতার কথাও শোনান তরুণী। তিনি বলেন, “আমাকে দেখার পর থেকেই পিছু নেয় লোকটা। সম্ভবত পরিবারের কাউকে ভিডিও কল করেছিল। আমাকে দেখিয়ে দেখিয়ে বলতে শুরু করে, ‘‘ওই দেখো, ইংরেজ মেয়ে। কিন্তু শাড়ি পরেছে। খুব রেগে গিয়েছিলাম। সোজা বলে দিই, আপনি পাগল না কি। আমার মুখে হিন্দি শুনে তাজ্জব হয়ে যায় লোকটা। আর ঘাঁটায়নি।’’ Photo Courtesy: Sofya Kuharenok
হিমাচলের এক ভয়াবহ অভিজ্ঞতার কথাও শোনান তরুণী। তিনি বলেন, “আমাকে দেখার পর থেকেই পিছু নেয় লোকটা। সম্ভবত পরিবারের কাউকে ভিডিও কল করেছিল। আমাকে দেখিয়ে দেখিয়ে বলতে শুরু করে, ‘‘ওই দেখো, ইংরেজ মেয়ে। কিন্তু শাড়ি পরেছে। খুব রেগে গিয়েছিলাম। সোজা বলে দিই, আপনি পাগল না কি। আমার মুখে হিন্দি শুনে তাজ্জব হয়ে যায় লোকটা। আর ঘাঁটায়নি।’’ Photo Courtesy: Sofya Kuharenok
রুশ তরুণীর আসল নাম সোফিয়া। রাশিয়ার নাগরিক। তবে এখন নাম বদলে রেখেছেন সীমা লাডখা দেবদাসী। পাকাপাকিভাবে বৃন্দাবনেই আস্তানা গেড়েছেন তিনি। এখানেই বাকি জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা তাঁর। ২০২২ সালে ইউটিউবার গৌতম খট্টরকে দেওয়ার সাক্ষাৎকারে এমনই মনোবাসনার কথা জানিয়েছিলেন সোফিয়া ওরফে সীমা। কীভাবে ভারতে এলেন সীমা? কেন হিন্দু ধর্ম গ্রহণ করলেন? Photo Courtesy: Sofya Kuharenok
রুশ তরুণীর আসল নাম সোফিয়া। রাশিয়ার নাগরিক। তবে এখন নাম বদলে রেখেছেন সীমা লাডখা দেবদাসী। পাকাপাকিভাবে বৃন্দাবনেই আস্তানা গেড়েছেন তিনি। এখানেই বাকি জীবন কাটিয়ে দেওয়ার ইচ্ছা তাঁর। ২০২২ সালে ইউটিউবার গৌতম খট্টরকে দেওয়ার সাক্ষাৎকারে এমনই মনোবাসনার কথা জানিয়েছিলেন সোফিয়া ওরফে সীমা। কীভাবে ভারতে এলেন সীমা? কেন হিন্দু ধর্ম গ্রহণ করলেন? Photo Courtesy: Sofya Kuharenok
সীমা বলেন, “তখন আমার ১৩-১৪ বছর বয়স। প্রথমবার ভগবদগীতা পড়ি। মুগ্ধ হয়ে যাই। এরপর ২০১৪ সালে ওড়িশা আসি নাচ শিখতে। সেখান থেকে বৃন্দাবন।’’ ভারতীয় সংস্কৃতির সঙ্গে এভাবেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন সীমা। Photo Courtesy: Sofya Kuharenok
সীমা বলেন, “তখন আমার ১৩-১৪ বছর বয়স। প্রথমবার ভগবদগীতা পড়ি। মুগ্ধ হয়ে যাই। এরপর ২০১৪ সালে ওড়িশা আসি নাচ শিখতে। সেখান থেকে বৃন্দাবন।’’ ভারতীয় সংস্কৃতির সঙ্গে এভাবেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছেন সীমা। Photo Courtesy: Sofya Kuharenok