Tag Archives: weekeend tour destination

Day Out in Water Park: গরমে সময় বাঁচিয়ে দীঘার আনন্দ নিতে সব বয়সের মানুষের ভিড় জমছে এই ওয়াটার পার্কে

গরমে যখন নাজেহাল জীবন, অস্বস্তিকর এই পরিস্থিতি কাটিয়ে একদিনের ছুটিতে দিঘায় যেতে মন চাইছে, কিন্তু হাতে নেই বেশি টাকা। ছুটি না মেলায় সময়ের চিন্তাও করতে হচ্ছে আপনাকে। এমন পরিস্থিতিতে পরিবার-পরিজন বন্ধু বান্ধব থেকে প্রিয়জন কে নিয়ে জলকেলি করার আদর্শ ঠিকানা হয়ে উঠেছে বিরার হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক।
গরমে যখন নাজেহাল জীবন, অস্বস্তিকর এই পরিস্থিতি কাটিয়ে একদিনের ছুটিতে দিঘায় যেতে মন চাইছে, কিন্তু হাতে নেই বেশি টাকা। ছুটি না মেলায় সময়ের চিন্তাও করতে হচ্ছে আপনাকে। এমন পরিস্থিতিতে পরিবার-পরিজন বন্ধু বান্ধব থেকে প্রিয়জন কে নিয়ে জলকেলি করার আদর্শ ঠিকানা হয়ে উঠেছে বিরার হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক।
গরমে প্রতিদিন সকাল থেকেই ভিড় জমছে এই ওয়াটার পার্কে। জেলার নানা প্রান্তের পাশাপাশি দূর দূরান্ত থেকেও পরিবারকে সঙ্গে নিয়ে মানুষজন আসছেন ওয়াটার পার্কের মজা করতে। গরমের মধ্যে নীল জলে নানা রকম আনন্দদায়ক রাইড আপনাকে দেবে অনেকটাই স্বস্তি।
গরমে প্রতিদিন সকাল থেকেই ভিড় জমছে এই ওয়াটার পার্কে। জেলার নানা প্রান্তের পাশাপাশি দূর দূরান্ত থেকেও পরিবারকে সঙ্গে নিয়ে মানুষজন আসছেন ওয়াটার পার্কের মজা করতে। গরমের মধ্যে নীল জলে নানা রকম আনন্দদায়ক রাইড আপনাকে দেবে অনেকটাই স্বস্তি।
ছোট থেকে বড় সকলের জন্যই রয়েছে মনোরঞ্জন। ফলে, সমুদ্র সৈকতে না গিয়ে অনেকেই এখন অল্প সময়ের মধ্যে বেছে নিচ্ছেন রিরার এই ওয়াটার পার্কের আনন্দ। এখানে রয়েছে মোট দুটি পার্ক। একটি ড্রাই পার্ক অপরটি ওয়াটার পার্ক।
ছোট থেকে বড় সকলের জন্যই রয়েছে মনোরঞ্জন। ফলে, সমুদ্র সৈকতে না গিয়ে অনেকেই এখন অল্প সময়ের মধ্যে বেছে নিচ্ছেন রিরার এই ওয়াটার পার্কের আনন্দ। এখানে রয়েছে মোট দুটি পার্ক। একটি ড্রাই পার্ক অপরটি ওয়াটার পার্ক।
স্বল্প মূল্যের টিকিট কেটে আপনি ঢুকতে পারবেন পার্কে, তবে ওয়াটার পার্কের আনন্দ নিতে চাইলে আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে কাটতে হবে টিকিট। মন চাইলে ওয়াটার পার্কের ভেতরই রয়েছে রাত্রি বাসের ব্যবস্থাও। বাড়ির কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষদেরও এই ওয়াটার পার্কে নিয়ে আসতেই পারেন গরমে একটু আনন্দ দিতে।
স্বল্প মূল্যের টিকিট কেটে আপনি ঢুকতে পারবেন পার্কে, তবে ওয়াটার পার্কের আনন্দ নিতে চাইলে আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে কাটতে হবে টিকিট। মন চাইলে ওয়াটার পার্কের ভেতরই রয়েছে রাত্রি বাসের ব্যবস্থাও। বাড়ির কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষদেরও এই ওয়াটার পার্কে নিয়ে আসতেই পারেন গরমে একটু আনন্দ দিতে।
তবে এই পার্কের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এখন ওয়াটার ওয়েভ। উঁচু জলের ঢেউ আপনাকে মুহূর্তেই পৌঁছে দেবে কোন সমুদ্র সৈকতে। গরমের সিজনে প্রতিদিনই ব্যাপক ভিড় হচ্ছে এই ওয়াটার পার্কে। শিয়ালদহ বনগাঁ শাখার, বিরা স্টেশনে নেমে টোটো ধরে পৌঁছে যেতে পারবেন এই গন্তব্যে।
তবে এই পার্কের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এখন ওয়াটার ওয়েভ। উঁচু জলের ঢেউ আপনাকে মুহূর্তেই পৌঁছে দেবে কোন সমুদ্র সৈকতে। গরমের সিজনে প্রতিদিনই ব্যাপক ভিড় হচ্ছে এই ওয়াটার পার্কে। শিয়ালদহ বনগাঁ শাখার, বিরা স্টেশনে নেমে টোটো ধরে পৌঁছে যেতে পারবেন এই গন্তব্যে।