Tag Archives: West Bengal Election 2021

Dev Adhikari : ‘এ দেশে রাজনীতিকরাই ইচ্ছেমত নিয়ম ভাঙ্গতে গড়তে পারেন’- ট্যুইট-‘খোঁচা’ দেবের

 

#কলকাতা : নির্বাচনী প্রচারে গিয়েও মানুষকে বার বার সচেতন করেছেন করোনা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে। জনসভার মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক চাপান উতোরের পথে না হেঁটে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (dev) মন দিয়েছেন মাস্ক ব্যবহার, সোশ্যাল ডিস্ট্যানসিং-এর পাঠ পড়ানোর কাজে। অনুরোধ করেছেন স্থানীয় প্রশাসনগুলিকে, যাতে তারাও মানুষকে বোঝাতে সচেষ্ট হন, ‘জনসভায় হাজির হওয়ার চেয়ে ঘরে বসে থাকায় এই মুহূর্তে বেশি কাজের’। রাজনীতিবিদদের চেনা ছকে পা দেননি তিনি। এবার ট্যুইটার বার্তাতেও তারই ছাপ রেখেছেন দেব। আর তাঁর সেই পোস্ট ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বাংলায় একদিকে চলছে নির্বাচনী মরশুম, আর অন্যদিকে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতেও দলের হয়ে বিভিন্ন নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল তাঁর প্রতিটি জনসভাতেই। তবে রাজনীতির মঞ্চ থেকে সব জায়গাতেই তাঁকে একই কথা বলতে শোনা গিয়েছিল, ‘জীবনে অনেক ভোট আসবে যাবে। কিন্তু আপনার জীবন ফিরে আসবে না আর। তাই মাস্ক পড়ুন, সুস্থ থাকুন’। এবার স্যোশাল মিডিয়ায় দেবের করা একটি পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে।

মানবিক দেব Photo : Collected
‘মানবিক’ দেব
Photo : Collected

পয়লা বৈশাখে দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবির টিজার মুক্তি পায়। এই টিজার দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাতেও বাদ রাখেনি ভক্তরা। ভক্তদের ভালোবাসা পেয়ে আপ্লুত দেব স্যোশাল মিডিয়ার মাধ্যমেই ধন্যবাদ জানালেন সকলকে। স্যোশাল মিডিয়ায় লিখলেন, ‘আপনাদের সকলকে অনেক ধন্যবাদ গোলন্দাজের টিজারকে এতটা ভালবাসা দেওয়ার জন্য। আমি আপ্লুত। করোনা পরিস্থিতির কথা মাথায় রাখুন, অকারণে বাইরে যাবেন না। আর গেলেও অবশ্যই মাস্ক ব্যবহার করুন, অবশ্য যদি আপনি কোন রাজনৈতিক নেতা না হয়ে থাকেন(আমাদের দেশে রাজনৈতিক নেতারাই একমাত্র নিজের ইচ্ছেমত নিয়ম ভাঙ্গতে গড়তে পারে)’।

দেবের এই মজার অথচ, বুদ্ধিদীপ্ত ট্যুইট ঘিরেই শোরগোল চারিদিকে। নিজে একজন রাজনৈতিক দলের নেতা হওয়া সত্ত্বেও কেন তিনি রাজনৈতিক নেতাদের এভাবে কটাক্ষ করলেন, তাঁর উত্তর খুঁজছেন অনেকেই। তবে দলমত নির্বিশেষে তাঁর এই ট্যুইট বার্তার প্রশংসা করেছেন নেটিজেনদের একটি বড় অংশ। তাঁদের মতে রাজনৈতিক দলের নেতা হয়েও তিনি যে একজন মানুষ ও সচেতন নাগরিক সেই বার্তায় স্পষ্ট হয়েছে তাঁর পোস্টটিতে।

অন্যদিকে রাজনৈতিক মহলেও এই নিয়ে শুরু হয়ে গিয়েছে তুমুল চর্চা। কেউ কেউ এই পোস্টকে নেহাতই অরাজনৈতিক বার্তা বলে উড়িয়ে দিতে চাইলেও এর মধ্যে রাজনীতির নতুন সুর শুনছেন অনেকেই। তাঁদের মনে ঘোরাফেরা করছে প্রশ্ন, তবে কি এই সংকটের পরিস্থিতিতেও নির্বাচনী প্রচার দেখে বিরক্ত অভিনেতা সাংসদ? নিজের প্রতিবাদটুকুই অন্যভাবে বোঝাতে চেয়েছেন দেব?

Derek o Brien: ‘নন্দীগ্রাম সহ বাংলা জয় করছে তৃণমূল’, বাবুলের ‘হার’ নিয়েও তুমুল কটাক্ষ

#কলকাতা: নন্দীগ্রামে কে জিতছেন? বাংলাই বা এবার কার দখলে? বিজেপি তথা নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহরা (Amit Shah) বারবার রাজ্যে এসে দাবি করছেন, তৃণমূলের বিদায় নিশ্চিত। এমনকী নন্দীগ্রামের (Nandigram) ভোটের দিন রাজ্যে প্রচারে এসে মোদি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করে বলেছিলেন, ‘দিদির মুখই বলে দিচ্ছে বাংলার ফল। দিদির মুখই বাংলার এক্সিট পোল।’ যদিও মোদির দাবিকে ফুৎকারে উড়িয়ে মমতার পালটা দাবি, ‘মানুষের আশীর্বাদে আমি জিতছি নন্দীগ্রামে। আর বাংলাতেও ২০০-র বেশি আসনে জিতব আমরা।’ আর রাজ্যের চতুর্থ দফা ভোটের আগের দিন সেই বিষয়টাই উসকে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien)।

শুক্রবার সকালেই ট্যুইটে ডেরেক লেখেন, ‘আমরা বাংলা জয় করছি। আমরা নন্দীগ্রামে ইতিমধ্যেই জিতে গেছি। যে কেন্দ্রীয় মন্ত্রী এখানে প্রার্থী হয়েছেন, তিনিও হারবেন।’ প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে একমাত্র বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo) প্রার্থী করেছে বিজেপি। টালিগঞ্জ কেন্দ্র থেকে বাবুলের প্রতিদ্বন্দ্বী রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবারই ভোট রয়েছে টালিগঞ্জে। তার আগেরদিনই তৃণমূল মুখপাত্রর কটাক্ষ রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অপরদিকে, মমতাকে উদ্দেশে করে শুভেন্দু অধিকারীর করা ‘সাম্প্রদায়িক’ মন্তব্যের প্রেক্ষিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়টি নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি ডেরেক। ট্যুইটে লিখেছেন, ‘বাংলার বিজেপি প্রার্থী গত ২৭ মার্চ নিজের বক্তব্যে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছিলেন। শেষমেশ দশ দিন পর তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। আমি ভুলে গিয়েছি, ইলেকশন কমিশন কোন দায়িত্বে রয়েছে।’

এদিকে, প্রথম নোটিশের পর এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। গত বুধবার কোচবিহারের নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘সিআরপিএফ (CRPF) যদি অশান্তি করে মহিলারা এগিয়ে আসুন, সিআরপিএফ-কে রুখে দিন। বিজেপির চক্রান্ত ব্যর্থ করে দিন।’ আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকেই উস্কানিমূলক বলে সরব হয়েছিল বিজেপি। এরপরই এদিন ফের ওই মন্তব্যের প্রেক্ষিতে মমতাকে নোটিশ পাঠাল কমিশন।