Tag Archives: yoga expert

Purulia Yoga Expert: যোগমুদ্রায় বাজিমাত! রেকর্ড বইয়ে নাম উঠল পুরুলিয়ার ভূমিপুত্রের

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : ইচ্ছে থাকলে যে কোনও অসম্ভবকে সম্ভব করা যায়। মনের জোর, অসীম ইচ্ছা শক্তির উপর ভর করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নিজের নাম তুললেন পুরুলিয়ার এক ভূমিপুত্র। প্রথম ভারতীয় হিসেবে মাত্র ১ মিনিটে চক্রাসন যোগমুদ্রায় ৮৮ বার পুশ আপ করে বাজিমাত করে দিয়েছেন তিনি। সর্বত্র ছড়িয়ে গিয়েছে তাঁর খ্যাতি। পুরুলিয়া জেলার আদ্রার প্রত্যন্ত গ্রাম গোয়াড্ডি। এই গ্রামেরই ছেলে পরিতোষ মাহাতো। পড়াশোনার পাশাপাশি পরিতোষের ছোট থেকেই যোগ ব্যায়ামের প্রতি প্রবল আগ্রহ ছিল।

বিভিন্ন প্রান্তে যোগব্যায়াম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পরিতোষের ঝুলিতে এসেছে একাধিক পুরস্কার। আর সেই থেকেই অনুপ্রাণিত হয়ে ১ মিনিটে চক্রাসন যোগ মুদ্রায় ৮৮ বার পুশআপ করার একটি ভিডিও পরিতোষ পাঠান ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে। আর সেই ভিডিও বিশ্লেষণ করার পরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ পরিতোষের নজরকাড়া সেই প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার কথা জানান।

আরও পড়ুন : ঘাসফুল, পদ্মফুল, কাস্তে হাতুড়ি…মিষ্টির দোকান তৈরি প্রতীক স্পেশাল সন্দেশ নিয়ে

তারপরই কর্তৃপক্ষের পাঠানো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পুরস্কার হাতে আসে পরিতোষের।এ বিষয়ে পরিতোষ মাহাতো বলেন, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম আসায় খুবই ভাল লাগছে। তাঁর স্বপ্ন এরপর তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ স্থান পাবেন। সমাজের সর্বস্তরের মানুষের কাছে শরীরচর্চার মধ্য দিয়ে শরীর ও মনকে সুস্থ রাখার বার্তা দেন তিনি।‌

পরিতোষের এমন সাফল্যে এখন গর্বিত তাঁর গ্রাম আদ্রার গোয়াড্ডি। অন্যদিকে স্বাভাবিকভাবেই পরিতোষকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর পরিবার। তার এই সাফল্য আগামীদিনে আরও অন্যান্যদের উৎসাহিত করবে বলেও মনে করছেন অন্যান্যরাও।