Tag Archives: Yuvraj Singh

যুবরাজ সিং-এর জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে

পুরো নাম: যুবরাজ সিং

জন্ম: ১২ ডিসেম্বর, ১৯৮১

উচ্চতা: ৬ ফুট

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: অল রাউন্ডার / বাম-হাতি ব্যাটসম্যান এবং স্লো লেফট-আর্ম অর্থোডক্স

পরিবার

পিতা: যোগরাজ সিং

মাতা: শবনম সিং

স্ত্রী: হ্যাজেল কিচ

সন্তান: ওরিয়ন কিচ সিং (পুত্র)

যুবরাজ সিং হলেন এক জন ভারতীয় ক্রিকেটার, যিনি ১৯৮১ সালের ১২ ডিসেম্বর এক পঞ্জাবি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা যোগরাজ সিং হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ফলে বাবার কাছে খুব ছোট বয়স থেকেই কঠোর অনুশীলন এবং অধ্যবসায়ের মধ্যে দিয়েই শুরু হয় তাঁর প্রশিক্ষণ। মাত্র ১৩ বছর বয়সে তিনি পঞ্জাব অনূর্ধ্ব-১৬ দলে যোগ দেন এবং পরে পঞ্জাব অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সুযোগ পান। ১৯৯৭ সালে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে। মূলত হার্ড-হিটিং ব্যাটিংয়ের জন্যই বিখ্যাত যুবরাজ সিং। এক সময় ভারতীয় দলের অন্যতম মূল স্তম্ভ ছিলেন তিনি। ব্যাটিং থেকে শুরু করে বোলিং – সবেতেই পারদর্শী ছিলেন যুবরাজ। তাঁর কেরিয়ার ছবির চিত্রনাট্যের চেয়ে কিছু কম নয়। ২০১১ সালের বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড, ক্যানসার এবং মারণ রোগকে হারিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে ফের মাঠে নামা – এ যেন এক কিংবদন্তী আখ্যান।

কেরিয়ারের সূচনা:

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯-এর বিপক্ষে ৫৫ বলে ৮৯ রান করে যুবরাজের কেরিয়ারের প্রথম সাফল্য আসে। ২০০০ সালে তিনি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলার সুযোগ পান। এই টুর্নামেন্টে ভারত জয়ী হয় এবং যুবরাজ সিং তাঁর দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যান অফ দ্য টুর্নামেন্টের শিরোপা লাভ করেন।

আন্তর্জাতিক মঞ্চে যুবরাজ:

অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের পরেই তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে খেলার সুযোগ পান। ২০০১ এবং ২০০২ সালে রান কম করার কারণে দল থেকে বাদ পড়ার পর যুবরাজ একই বছরে জিম্বাবোয়ের বিরুদ্ধে দুটি দুর্দান্ত ইনিংস খেলে ফের দলে জায়গা করে নেন।

২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজে বৃষ্টিতে ভেসে যাওয়া খেলায় তিনি মাত্র ১৯ বলে ৪০ রান করেন। এই সিরিজের ফাইনালে ভারত ১৪৬ রানে ৫ উইকেট হারায়। এর পর মহম্মদ কাইফের সঙ্গে পার্টনারশিপে রান হাঁকাতে শুরু করেন যুবরাজ। এই জুটি ১২১ রান করে। যার ফলে ফাইনালে ভারতের জয় নিশ্চিত হয়। পল কলিংউডের হাতে ক্যাচ দিয়ে যুবরাজ ৬৯ (৬৩) রানে আউট হন। এই ফাইনালকে এখনও পর্যন্ত ভারতের অন্যতম সেরা ওয়ান-ডে বলে মনে করা হয়। 

চূড়ান্ত সাফল্য:

তাঁর বহুমুখী পারফরমেন্সের পর ২০০৭ সালের বিশ্বকাপের জন্য এমএস ধোনির ডেপুটি অর্থাৎ ভাইস-ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করা হয়। এই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ৬টি ছক্কা মেরে রেকর্ড গড়ার পাশাপাশি দেশ-সহ গোটা বিশ্বকে চমকে দেন যুবরাজ। শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৩০ বলে ৭০ রান করে ভারতকে ফাইনালের দোরগাোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছিলেন। এই টুর্নামেন্টের পর ২০১১ সালের বিশ্বকাপে ৩০০ রান করে এবং ১৫টি উইকেট নিয়ে ভারতের জয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁকে ম্যান অফ দ্য টুর্নামেন্টের শিরোপা দেওয়া হয়। 

কেরিয়ারের পতন:

যুবরাজ সিংয়ের ক্যানসার টিউমার ধরা পড়ে। ২০১১ সালের বিশ্বকাপ চালকালীনই আচমকা তাঁর রক্তবমি শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে কেমোথেরাপি নিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। ফের ব্লু জার্সিতে মাঠে নামলেও আগের সেই যুবরাজকে আর দেখা যায়নি।

পুরস্কার:

২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন পুরস্কার পেয়েছিলেন তিনি।

২০১৪ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন যুবরাজ সিং।

ICC women World Cup, Yuvraj Singh : দুই ভারতীয় কন্যার দুর্ধর্ষ ব্যাটিং দেখে মুগ্ধ যুবরাজ সিং! দিলেন বিশেষ বার্তা

#হামিল্টন: ভারতের ক্রিকেট ইতিহাসে বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা তিনি। শক্তি, স্টাইল এবং এক্স ফ্যাক্টর – সবই ছিল যুবরাজ সিং এর ব্যাটিং শৈলীতে। এখন মাঠে নেমে খেলা না হলেও নিজেকে ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখতে পারেন না তিনি। এদিন মহিলাদের বিশ্বকাপে স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীতের জোড়া শতরান দেখে মুগ্ধ যুবরাজ সিং। সোশ্যাল মিডিয়ায় যুবরাজ লিখেছেন, স্মৃতি এবং হরমনপ্রীত অসাধারণ পারফরম্যান্স।

আরও পড়ুন – Ravindra Jadeja, A+ contract : জাদেজার চুক্তি বিরাট, রোহিতদের সমান করা উচিত বোর্ডের! মত প্রাক্তন তারকার

স্টাইল এবং শক্তির অসাধারণ মিশেল। দুরন্ত স্ট্রোক প্লে এবং পরিণত ব্যাটিং দেখলাম। অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকে। এভাবেই চালিয়ে যাও। ধারাবাহিকতা বজায় রাখ। এদিন ভারত টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল৷ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে খেলা যস্তিকা ভাটিয়া এদিন ৩১ রান করেন৷

অধিনায়ক মিতালি রাজ ও দীপ্তি শর্মা এদিন ফ্লপ -দুজনে যথাক্রমে ৫ ও ১৫ রান করেন৷ এরপর ওপেনার স্মৃতি মন্ধনার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন হরমনপ্রীত কউর৷ এদিন স্মৃতি মন্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন, তাঁর ইনিংস এদিন সাজানো ১৩ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ এর পাশাপাশি হরমনপ্রীত কউর ১০৭ বলে ১০৯ রান করেন৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১০ টি চার ও ২ টি ছয় দিয়ে৷

বিশ্বকাপের মঞ্চে দুজনেই এদিন শতরানের পাশাপাশি জুটিতে তুললেন ১৮৪ রান৷ যা বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মহিলা জুটির তোলা সেরা পার্টনারশিপ৷ ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধনা। তবে পুরস্কার নিতে এসে তিনি ট্রফি ভাগ করে নিয়েছেন হরমানপ্রীতের সঙ্গে। আইসিসিকে স্মৃতি অনুরোধ করেছেন দুটো ট্রফি দিতে। কারণ তিনি মনে করেন হরমনপ্রীত ওই দুর্ধর্ষ পারফরম্যান্স না করলে, এত বড় রান তোলা সম্ভব হত না।

একে অপরের খেলার স্টাইল সম্পর্কে তারা অবগত মনে করেন স্মৃতি। যেমন হরমানপ্রীত স্পিনারদের বিরুদ্ধে বড় শট খেলতে পছন্দ করেন, তেমনই ফাস্ট বোলারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ স্মৃতি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর এই জয় আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে বললেন স্মৃতি মান্ধানা।

Virat Kohli on Yuvraj Singh: যুবরাজের বিশেষ উপহার এবং চিঠির জবাব দিলেন বিরাট, রইল বিশেষ স্মৃতিচারণা!

#নয়াদিল্লি: দুজনের সম্পর্ক চিরকালই প্রচন্ড আন্তরিক। ভারতীয় ক্রিকেটে যখন বিরাট কোহলি ভবিষ্যতের সুপারস্টার হয়ে ওঠার স্বপ্ন দেখছেন, তখন তাকে বড় দাদার মতো আগলে রেখেছিলেন যুবরাজ সিং। কিভাবে মিডিয়া সামলাতে হবে, কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে – এসব বিভিন্ন খুঁটিনাটি বিষয় বিরাটকে শিক্ষিত করে তুলেছিলেন যুবরাজ। নিজের অভিজ্ঞতা ঢেলে দিয়েছিলেন। এবার যুবরাজের পাঠানো আন্তরিক চিঠির উত্তর দিলেন বিরাট কোহলি।

আরও পড়ুন – Virat Kohli GOAT: ট্যুইটারে বিরাটের নামের পাশে ‘GOAT’ আইকন, সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ট্রেন্ড

প্রিয় যুবি পা-এর থেকে পাওয়া আন্তরিক চিঠি এবং একজোড়া জুতো উপহার পেয়ে আবেগাপ্লুত বিরাটও সোশ্যাল মিডিয়ায় খোলার চিঠির উত্তর জবাব দিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক লিখেছেন, যুবি পা তোমায় ধন্যবাদ। এমন একজনের থেকে এমন উপহার পেলাম যে কেরিয়ারের প্রথম দিন থেকে আমায় দেখেছে। এটা অনেক বড় বিষয় আমার কাছে। তোমার জীবন এবং ক্যান্সারকে জয় করে ফিরে আসা শুধু ক্রিকেটারদের জন্যই নয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে অনুপ্রেরণা ছিল, আছে এবং থাকবে।

আমি তোমায় খুব ভাল মতো জানি এবং এটাও জানি নিজের পাশের মানুষদের কতটা খেয়াল রাখ। এখন আমরা দু’জনেই অভিভাবক। এটা কতটা বড় আশীর্বাদ সেটা আমি জানি। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। ভগবান তোমার মঙ্গল করুণ যুবি পা। মঙ্গলবার খোলা চিঠিতে প্রাক্তন ভারত অধিনায়ককে উদ্দেশ্য করে যুবরাজ লিখেছিলেন, বিরাট আমি তোমাকে একজন ক্রিকেটার ও মানুষ হিসাবে বড় হতে দেখেছি। নেটের সেই তরুণ ছেলেটা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে হেঁটে এখন নিজেই কিংবদন্তি।

এক একটা গোটা প্রজন্মের কাছে কিংবদন্তি। খেলার মাঠে তোমার দায়বদ্ধতা, প্যাশান এবং শৃঙ্খলা দেশের প্রতিটা ছোট বাচ্চা অনুপ্রাণিত করে। তাঁরা স্বপ্ন দেখে ব্যাট হাতে নীল জার্সি গায়ে চাপানোর। প্রতিটা বছর তুমি নিজের খেলার স্তরকে অন্য জায়গায় নিয়ে গিয়েছ। বিরাট কোহলি এখন দলের অধিনায়ক নন।

কিন্তু অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন তার আমলে ক্রিকেটার বিরাট কোহলির কদর আগের মতই থাকবে। তিনটে ফরম্যাটেই বিরাট ভারতের সবচেয়ে নির্ভরশীল ক্রিকেটার বলেছেন রোহিত। আপাতত শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে থাকবেন বিরাট কোহলি।

৬,৬,৬,৬,৬,৬! যুবরাজকে মনে করালেন পোলার্ড, রইল ‘ধ্বংসলীলার’ ভিডিও

#অ্যান্টিগা: কায়রন পোলার্ড (Kieron Pollard), নামটাই যথেষ্ট! ক্যারিবিয়ান ‘পাওয়ারহিটার’ ফের একবার প্রমাণ করে দিলেন টি-২০ ফর্ম্যাটে কেন পোলার্ড বিপক্ষের ত্রাস৷ এবার আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসাবে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর মাইলস্টোন স্পর্শ করলেন তিনি৷ মঙ্গলবার রাতে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ অ্যাঞ্জেলো ম্যাথিউজে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের (West Indies vs Sri Lanka) প্রথম ম্যাচে নেমেছিল৷ অ্যান্টিগার কোলরিজ ক্রিকেট গ্রাউন্ড দেখল পোলার্ডের ‘ধ্বংসলীলা’

টস জিতে পোলার্ড ব্যাট করতে পাঠান ম্যাথিউজদের৷ ক্যারিবিয়ানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩১ রান তোলে স্কোরবোর্ডে৷ জবাবে ৪১ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় পোলার্ড অ্যান্ড কোং৷ পোলার্ড ব্রিগেডের জয়ের অন্যতম কারিগর পোলার্ড নিজেই৷

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১১ বলে ঝোড়ো ৩৮ রান করেন তিনি৷ মাত্র ১৮ মিনিট ক্রিজে থেকেই যা করার করে দিয়ে যান তিনি৷ শ্রীলঙ্কার স্পিনার আকিলা ধনঞ্জয় পোলার্ডকে বল করার আগের ওভারেই হ্যাটট্রিক করে আনন্দে মেতে উঠেছিলেন৷ কিন্তু ধনঞ্জয় জানতেন না যে, তাঁর জন্য অভিশপ্ত রাত অপেক্ষা করে রয়েছে৷ ধনঞ্জয়ের করা ৬টি বলই পোলার্ড পাঠালেন গ্যালারিতে৷ দলের স্কোরবোর্ড ৬২/৪ থেকে পাওয়ারপ্লে-র ওভারের পর পোলার্ড নিয়ে গেলেন ৯৮/৪-এ৷

দেখে নিন সেই ভিডিও:

পোলার্ডের আগে মাত্র ২ জন ব্যাটসম্যানই পেরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ৬টি ছয় মারতে৷ ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস (Herschelle Gibbs) নেদারল্যান্ডসের ড্যান ফান বাঞ্জির ওভারের প্রতিটা বলে ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন৷ সেবছরই টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিং (Yuvraj Singh) ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের (Stuart Broad) সঙ্গে ঠিক একই আচরণ করেছিলেন৷

চোখে কালো কাপড় বেঁধে সচিনকে কী করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যুবরাজ, দেখুন ভিডিও

#মুম্বই: করোনা ভাইরাস সংক্রান্ত সংক্রমণ রুখতে সারা দেশে লকডাউন জারি ৷ এর ফলে সকলেই গৃহবন্দি৷ ব্যতিক্রম নন সেলিব্রিটিরাও ৷ এই অবস্থায় তাঁরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নানারকম কেরামতি দেখাচ্ছেন ৷ যাতে তাঁদের ফ্যান ফলোয়াররাও বেশ আনন্দ পাচ্ছেন ৷

যুবরাজ সিং এই পর্বে সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ ৷ নিজের সাম্প্রতিকতম পোস্টে বিভিন্ন লোককে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি ৷ এবার তিনি চ্যালেঞ্জ করলেন সচিন তেন্ডুলকরকে ৷

ভিডিওতে দেখা যাচ্ছে যুবির চোখ বাঁধা রয়েছে ৷ এক হাতে বেলন নিয়ে তিনি বল জাগল করছেন ৷ এইটা করার পর তিনি সচিনকে ঠিক এভাবেই ১০০ টি জাগল করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ৷ দেখে নিন সেই ভিডিও ৷

নিজের ভিডিওতে যুবরাজ বলেছেন, ‘মাস্টার আপনি এত রেকর্ড ভেঙেছেন ৷ এবার রান্নাঘরে গিয়ে আমার রেকর্ড ভাঙুন ৷ পুরো ভিডিও দিতে পারলাম না কারণ এভাবে ১০০ টা জাগল করার ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছিল৷ আবার আপনার কাছে ফিরি পাজি, আশা করি রেকর্ড ভাঙতে গিয়ে আপনি রান্না ঘরের জিনিস ভেঙে দেবেন না ৷ ’

এর আগে এই মাসে যুবির ছোঁড়া চ্যালেঞ্জ মেনে করেছিলেন সচিন আবার সেই চ্যালেঞ্জ ফিরিয়ে দিয়েছিলেন যুবিকেই ৷

অনুষ্কার জন্মদিনে বিশেষ নামে ডেকে শুভেচ্ছা জানালেন যুবি, শুভেচ্ছার ঢল বলিউড থেকে

#মুম্বই: বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার জন্মদিন ৷ ৩২ বছরের অনুষ্কা যেহেতু বিরাট ঘরণী তাই তাঁর জন্মদিনে বিনোদন ও ক্রিকেট দুনিয়া দু দিক থেকেই আসে শুভেচ্ছা বার্তা ৷ এবারের লকডাউন স্পেশাল জন্মদিনেও তার ব্যতিক্রম নেই৷ প্রচুর সাধারণ মানুষ যেমন তাঁদের পছন্দের অভিনেত্রীকে উইশ করছেন ঠিক তেমনিই প্রচুর সেলেবও অনুষ্কাকে শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন ৷

অনুষ্কার বড় ভাই কার্নেশ শর্মা বিভিন্ন বয়সের অনুষ্কার ছবির একটি কোলাজ করে বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ ছবিতে ভাই বোনের মিষ্টি খুনসুটি দেখা যাচ্ছে দারুণ ভাবে ৷

 

View this post on Instagram

 

Happy Happy Birthday.. Keep the kid in you alive always ❤️❤️❤️❤️

A post shared by Karnesh (@kans26) on

এছাড়াও যুবরাজ সিং, মাধুরী দীক্ষিত, সোনম কাপুররা অনুষ্কার জন্মদিনে জানিয়েছেন শুভেচ্ছা ৷

 

এদিকে যুবরাজ সিং নিজের দেওয়া বিশেষ নামে ডেকেই অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তাঁর শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, শুভ জন্মদিন রোজি পাভি,তোমার সাফল্যে, খুশি, স্বাস্থ্য সবকিছু যেরকম চাও সেরকম পাও ৷ সুস্থ থাক, খুশি থাক ৷