অবসরে রং-তুলি নিয়েই কাটে দিন, শিক্ষিকার গুণ জানলে চমকে যাবেন!

Medinipore Teacher: অবসরে রং-তুলি নিয়েই কাটে দিন, শিক্ষিকার গুণ জানলে চমকে যাবেন!

পশ্চিম মেদিনীপুর: পেশায় তিনি একজন শিক্ষিকা। সারাদিনের বেশ অনেকটা সময় কাটে বিদ্যালয়ে। বাড়িতে মেয়ে এবং সংসার সামলাতে হয়। তবে অবসরে যেটুকু সময় পান তাতে তিনি ব্যস্ত থাকেন রং তুলি নিয়ে। মনের ভাবনা থেকে ফুটিয়ে তোলেন নানান সুন্দর সুন্দর ছবি। তার হাতে রং-তুলির আঁচড়ে ফুটে ওঠে মনীষী কিংবা বিভিন্ন সামাজিকতার ছবিও। ছোট থেকে প্রথাগত তালিম পাননি, নিজের জেদ নিয়ে কঠোর পরিশ্রমে আজ তিনি পেশাগত অঙ্কনশিল্পী। বিদ্যালয়ের পর শিক্ষিকার অবসর সময় কাটে ছবি এঁকে। এখনও সংসার সামলে, বিদ্যালয়ের পর অবসরে রং তুলিতে ফুটিয়ে তোলেন একের পর এক ছবি। শুধু তাই নয়, বিদ্যালয়ে থাকলেও ছাত্র-ছাত্রীদের সঙ্গে কিংবা অবসরে তিনি ছবি আঁকেন। আসলে ছবিই তার কাছে ধ্যান জ্ঞান।