বহুরূপীর বেশে সচেতনতা বার্তা নিয়ে রাস্তায় প্রধান শিক্ষক 

Hooghly News: পরনে ঘাগড়া, মাথায় পরচুলা! বহুরূপীর বেশে সচেতনতার বার্তা দিচ্ছেন প্রধান শিক্ষক 

হুগলি: লোকসভা নির্বাচনে অংশ নিতে পথে পথে ঘুরে আবেদন গোলাপ সুন্দরীর। পায়ে ঘুঙুর, হাতে ব্যানার, পরনে ঘাগড়া, মুখে ছড়া। পথে পথে ঘুরছেন জনগণকে ভোট দেওয়ার আবেদন নিয়ে। বহুরূপী গোলাপ সুন্দরী নামেই নিজেকে পরিচয় দেন শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়। গোলাপ সুন্দরী সেজেই চুঁচুড়ার রাস্তায় প্রচারে তিনি।

খানাকুল মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ বাবু। সমাজ সচেতন মূলক কাজে নিজেকে নিযুক্ত করেছেন। তিনি করোনার সময় মানুষকে মাস্ক পরতে আবেদন করা থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা বা ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়ানোর প্রচার হোক, সব বিষয়েই উদ্যোগী তিনি। বাল্যবিবাহ রোধে তাঁর কাজ প্রশংসাযোগ্য। সচেতনতার বার্তা নিয়ে পায়ে হেঁটে তিনি হুগলি থেকে পৌঁছে গিয়েছেন কখনও অযোধ্যা, কখনও দিল্লি। তাঁর পথ চলা থামেনি। এবার লোকসভা নির্বাচনে সামিল হতে সব মানুষের কাছে আবেদন করছেন তাঁর নিজের মতো করে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পোস্টার ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন জায়গায়।বেশি বেশি করে মানুষ এই গণতন্ত্রের উৎসবে শামিল হোক এটাই চাইছে নির্বাচন কমিশন। দেবাশীষ বাবু সেই বার্তাই দিয়ে বেড়াচ্ছেন।

আরও পড়ুন: কালবৈশাখীর সঙ্গে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি! পয়লা বৈশাখে আবহাওয়ার চরম বদল, দেখুন আপডেট

আরও পড়ুন: প্রচারে বেরিয়ে এই মহিলাকে দেখে ছুটে গেলেন দেবাংশু, কী ঘটনা ঘটে গেল কোলাঘাটে

তিনি চান, দেশের সরকার তৈরির এই গণতান্ত্রিক উৎসবে সকলে অংশগ্রহণ করুক। যাঁর যাঁকে পছন্দ তাকে ভোট দিক নির্বাচিত করুক। দেবাশীষ বাবু আশা, আগামী দিনে যাঁরা সাংসদ নির্বাচিত হবেন, তাঁরা দেশের মানুষের কাজ করবেন। নির্ভয়ে নিজের ভোট নিজে দেওয়ার আবেদন জানান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়।

রাহী হালদার