পুরনো দিনের কানামাছি খেলায় মেতেছে ছাত্র-শিক্ষক

Howrah News: কানামাছি ভোঁ ভোঁ! হারিয়ে ‌যাওয়া খেলায় মেতে উঠেছে হাওড়ার স্কুলের শিক্ষক-ছাত্ররা

হাওড়া: বিদ্যালয়ে খেলায় মেতে উঠেছে শিক্ষক ছাত্র! হারিয়ে যাওয়া খেলাতে ভরসা করেই শিশুদের মাঠে ফেরাতে উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। গ্রাম বাংলা থেকে হারিয়ে গিয়েছে কিছু লোক ক্রীড়া। একটা সময় শৈশব ও কৈশোর মেতে থাকত এই খেলাগুলিকে ঘিরে। বলা ভাল শৈশব এবং কৈশোরের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এইসব লোক ক্রীড়া। যেমন ইচিং বিচিং, ব্যাঙের বিয়ে, কানামাছি, কুমিড় ডাঙা ইত্যাদি। কালের করল গ্রাসে সেসব যেন অতীত। শৈশব এবং কৈশোর আজ গৃহবন্দী। মোবাইল, ল্যাপটপ এবং পড়াশুনা চাপ ওদের সে সময়ের শিশুদের খুশির জীবন সংকুচিত করে দিয়েছে। ওরা জানেই না এসব খেলার মধ্যে লুকিয়ে রয়েছে কী আনন্দের রসদ। কেউ কেউ মা ঠাকুমার দু-একটুকরো গল্প শুনলেও বাস্তবিক প্রয়োগ ওদের কাছে তেমন একটা হয়নি।

আরও পড়ুন:  বন্যপ্রাণ রক্ষা করে দেশের সেরা এই ‌যুবক, মিলল বিরাট সম্মান

এই সময়েও পুরানো দিনের খেলাতেই মেতে উঠেছে এক সঙ্গে বহু শিশু। এর মধ্যেও যে আনন্দ হাসি ঠাট্টার অগাধ সমুদ্রে ডুব দিচ্ছে ওরা।এবার লোক ক্রীড়াকে শৈশব ও কৈশোরের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়ে নজির সৃষ্টি করেছে হাওড়ার সিরাজবাটি চক্রের সোনামুই সাবালয় প্রাথমিক বিদ্যালয়। স্কুলে রীতিমতো নিয়ম করেই ওরা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে খেলে চলেছে কানামাছি, ব্যাঙের বিয়ে ইত্যাদি। পড়াশোনার একঘেয়েমি চাপ কাটাতে সরকারি স্কুলের এই ধরনের উদ্যোগ রীতিমতো চমকপ্রদ। আর এ কথা স্বীকার করেছে অভিভাবক মন্ডলী। এই খেলাকে কেন্দ্রে করে “খেলতে খেলতে পড়ো “-স্লোগান তৈরি হয়েছে এলাকায়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

রাকেশ মাইতি