রোহিত শর্মা জানিয়েছেন, এখনই অবসরের কোনও ভাবনা নেই তাঁর। তিনি বলেছেন,"আমরা ৫টা আইপিএল জেতার পিছনে অন্যতম কারণ হল একটি ট্রফি জিতলে আমি থামতে চাইনা। আরও ট্রফি জেতার খিদে জন্মায়।"

Team India: ফিরল নস্ট‍্যালজিয়া, ফের ওয়াংখেড়েতে বিশ্বজয়ীরা! রোহিত-বিরাটদের ঘিরে জনসুনামি

মুম্বই: দেশে বিশ্বজয়ীরা। এবার টিম ইন্ডিয়াকে নিয়ে শুরু হল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। টি-২০ বিশ্বকাপে জিতে দেশা ফেরার পর ভারতীয় দলকে নিয়ে ওয়াংখেড়ে পৌঁছে গেল বাস। এখানেই সংবর্ধনা দেওয়া হবে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে। ওয়াংখেড়েতে গিয়ে জাতীয় সঙ্গীত গাইলেন ক্রিকেটররা। গলা মেলালেন দর্শকরাও। রোহিত, বিরাটদের নাচতেও দেখা গেল।

হুডখোলা বাসে উড়ছে জাতীয় পতাকা। রোহিত-বিরাটদের চাক্ষুস করতে রাস্তার দু’দিকে ছিল জনসমুদ্র। টি-২০ বিশ্বকাপে জিতে দেশা ফেরার প্রায় ১৩ ঘণ্টা পর শুরু হয় টিম ইন্ডিয়ার হুড খোলা বাসে পরিক্রমা।

আরও পড়ুন: প‍্যারা টিচার এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন‍্য সুখবর! বিরাট অঙ্ক বাড়িয়ে দেওয়া এককালীন অবসর ভাতার পরিমাণ, কত লক্ষ টাকা পাবেন? জেনে নিন

নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে শুরু হয় এই র‍্যালি। তবে প্রিয় তারকাদের বিশ্বকাপ ট্রফি হাতে ঐতিহাসিক র‍্যালির সাক্ষী হতে ফ্যানেদের উৎসাহ-উন্মাদনা-উদ্দীপনার কোনও খামতি ছিল না। মুম্বইয়ে আরব সাগরের তীরে নামে ফ্যানেদের জনসুনামি।

আরও পড়ুন: ১ মিনিটের পারিশ্রমিক ১০ কোটি! রজনীকান্তও ফেল? টাকার অঙ্কে সব সুপারস্টারদের ছাপিয়ে গেলেন কোন অভিনেতা? নাম শুনলে বিশ্বাসই হবে না

ভারতীয় ক্রিকেটারদের বিমান বৃহস্পতিবার বিকেলে মুম্বই বিমানবন্দর ছুঁতেই দেওয়া হল ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দু’টি ইঞ্জিন বিমানের দু’দিকে দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয় বিশ্বজয়ী ভারতীয় দলকে। বিমানের সামনে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বজয়ীদের বরণ করার জন্য মুম্বই বিমান বন্দরে ছিল বিশেষ ব্যবস্থা।