ফাইল ছবি

Teesta: এল ৩ বন্ধু, চিরতরে হারিয়ে গেল ২ জন! তিস্তা ক্যানেলে ভয়ঙ্কর কাণ্ড, চারিদিকে কান্নার রোল

চঞ্চল মোদক, ইসলামপুর: তিস্তা ক্যানেল স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই কিশোরের। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমলাপুর তিস্তা ক্যানেল এলাকায়। মৃত দুই কিশোরের নাম হাসেন (১০) ও রুবেল (১২)। মৃত দুই কিশোরের বাড়ি ইসলামপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আলি নগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন এই ক্যানেলে দূরদূরান্ত থেকে বহু মানুষ স্নান করতে আসে। সেই মতোই সোমবার তিন কিশোর মিলে স্নান করতে নামে। সেই সময় এক কিশোর তিস্তার জলে তলিয়ে যেতে দেখে আরেক কিশোর বাঁচাতে গিয়ে জলে ডুবে দুই জনের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর এই ক্যানেলে স্নান করতে নেমে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাই প্রশাসনের কাছে এখানে স্নান করা পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য দাবি তুলেছেন অনেকেই।

আরও পড়ুন: সন্দীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত সিবিআইয়ের! এবার পলিগ্রাফ টেস্ট? মোড় ঘুরে যাবে আরজি করে কাণ্ডের?

অন্যদিকে, এই ঘটনার দুঃখ প্রকাশ করেন স্থানীয় চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহা এবং মৃত দুই কিশোরের ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।