*401# ডায়াল করবেন না, লুকিয়ে আছে বড় বিপদ, সতর্ক করে দিল সরকার

কলকাতা: কোনও অজানা নম্বর থেকে ফোন এল। আপনাকে বলা হয়, *401#  ডায়াল করুন।

সম্প্রতি একের পর এক সাইবার জালিয়াতির অভিযোগ জমা পড়েছে। ফলে নড়চড়ে বসেছে সরকার। বহু মানুষ এই সাইবার জালিয়াতির শিকার। কষ্টের জমানো টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা, এমন অনেকেই আছেন।

এবার নতুন এক জালিয়াতি শুরু হয়েছে। প্রতারকরা নিজেদের কাস্টমার কেয়ার, সার্ভিস প্রোফাইডার পরিচয় দিয়ে কল করছে। তার পর *401#  নম্বর ডায়াল করতে বলা হচ্ছে গ্রাহককে।

আরও পড়ুন- সবচেয়ে সস্তায় মিলবে iPhone 15, দাম পড়বে মাত্র ৬৮,৯৯৯ টাকা, কীভাবে কিনবেন দেখুন

*401# ডায়াল করলেই বিপদ। জানা গিয়েছে, এমন ফাঁদ পাতা হয়েছে যাতে আপনি ওই নম্বর ডায়াল করার পর প্রতারকদের নির্দেশ শুনলেই তাঁদের কাছে আপনার ফোনের সমস্ত তথ্য চলে যাবে। এমনকী আপনার ফোন কল তাদের নম্বরে ফরোয়ার্ড হবে ক্রমাগত।

আপনি ফাঁদে পা দিলেই আপনার ফোন, কলের সমস্ত তথ্য চলে যাবে প্রতারকদের হাতে। তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় লাগবে না। অথবা আপনার নম্বর, নাম দিয়ে কোনওরকম অসামাজিক কাজ করবে কেউ বা কারা!

আরও পড়ুন- যে কোনও চার্জার ব্যবহার করেন? নিজের মোবাইলের কেমন সর্বনাশ করছেন শুনুন

প্রতারকরা আপনার সিম কার্ডে সমস্যা রয়েছে বলে ফোন করতে পারে। বলতে পারে, আপনার ফোনের নেটওয়ার্ক ঠিক নেই। আপনি তাঁদের কথা বিশ্বাস করলেই বিপদ। *401# নম্বরটি তখন আপনাকে ডায়াল করতে বলবে প্রতারকরা। তার পর তারা বলবে, ওই নম্বরের পর আরও কিছু নম্বর ডায়াল করতে।

টেলিকম বিভাগের তরফে সতর্ক করা হয়েছে। কোনও পরিস্থিতিতেই ওই নম্বর ডায়াল করবেন না।