Tag Archives: Online Fraud

খুব সাবধান! সক্রিয় এটিএম জালিয়াতির বড় চক্র, একটু ভুলেই টাকা সাফ! পুলিশের জালে ১৫

মুর্শিদাবাদ: এটিএম কার্ড জালিয়াতি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হতো অনলাইনে। এমন অভিযোগের তদন্তে নেমে প্রথমে ছয় জনকে গ্রেফতার করে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে হ্যাকারদের র‍্যাকেটের পর্দা ফাঁস করল পুলিশ। ছয় জন হ্যাকারকে পুলিশ হেফাজতে নেওয়ার পর আরও ৯ জনকে গ্রেফতার করল হরিহরপাড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করে ঝাড়খণ্ড, কলকাতা, নদিয়া, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা ও হরিহরপাড়া থেকে মোট ন’জনকে গ্রেফতার করে পুলিশ। এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর এটিএম কার্ড ও একাধিক মোবাইল। পুলিশ জানিয়েছে, এরা সকলেই অনলাইনে এটিএম জালিয়াতি করে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিত। এদের সঙ্গে আরও অনেকেই জড়িত আছে। মূল পান্ডাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, প্রথমে ছয় জনকে গ্রেফতার করার পর তাদের কাছ থেকে ৩,৩৯,১০০ টাকা উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হয় ১৭টি এটিএম কার্ড ও সাতটি মোবাইল ফোন সহ বেশ কিছু নথিপত্র। পুলিশ এও জানিয়েছে, প্রথমে ছ’জনকে নিজেদের হেফাজতে নিয়ে আরও বাকিদের হদিশ মেলে। অভিযুক্তরা নানাভাবে প্রলোভন দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহ করত। এমনকি এটিএম কার্ডের পিন নম্বর হাতিয়ে নিত এই হ্যাকাররা।

আরও পড়ুন : T20 World Cup 2024: সুপার এইটে টিম ইন্ডিয়ায় বড় বদল! জায়গা হারাচ্ছেন বিরাট কোহলি? জেনে নিন বিস্তারিত

এছাড়া এটিএম কার্ডকে ক্লোন করে নম্বর ব্যবহার করে অন্য অ্যাকাউন্টটে সেই টাকা তুলে নিজেদের পরিচিতদের এমনকি নিজেদের খোলা অ্যাকাউন্টটে সেই টাকা পাঠাতো। পরে টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতো জালিয়াতি চক্রের সদস্যরা। ইতি মধ্যেই রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ জমা পড়েছে। তবে এই চক্র শুধু পশ্চিমবঙ্গে নয়, রাজ্যের বাইরে ঝাড়খন্ডে আঁতুর ঘর থাকতে পারে বলে অনুমান পুলিশের। মোট ১৫জনকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ প্রশাসন বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ।

কৌশিক অধিকারী

North 24 Parganas News: সাইবার প্রতারণার শিকার খোদ বিচারক! তারপর যা ঘটল, জানুন বিস্তারিত

উত্তর ২৪ পরগনা: তাঁর হাত দিয়েই হয় বড় বড় মামলার রায় ঘোষণা। এবার সাইবার প্রতারণার ফাঁদে পড়ে বোকা হতে হলেন খোদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট! হোটেল বুকিং-এর নামে ফেক ওয়েবসাইট খুলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকের সঙ্গে হল প্রতারণা। গ্রেফতার দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিধাননগর মহাকুম আদালত।

জানা যায়, বেড়াতে যাওয়ার জন্যে অনলাইনে হোটেল বুক করে প্রতারণার শিকার হন বিচারপতি সোমশুভ্র ঘোষাল। ঘটনার তদন্ত শুরু করে, রাজস্থান ও আরামবাগ থেকে মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত কয়েক বছর আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। জানান, তিনি তার পরিবার নিয়ে পুরীতে ঘুরতে যাওয়ার জন্যে অনলাইন মাধ্যমে একটি ৫ তারা হোটেল বুকিং করার চেষ্টা করেন। সেই সময় তাকে সেই হোটেলের বুকিং প্রসিডিউরের জন্যে একজন ফোন করে। সেখানে তাকে হোটেলে বুকিং করার জন্যে টাকা জমা করতে বলা হয় এবং তাকে একটি একাউন্ট ডিটেলস দেওয়া হয়। তিনি সেই একাউন্টে ৯২ হাজার টাকা ট্রান্সফার করেন।

তবে কিছুদিন পরে ওই হোটেলে খোঁজ নিলে জানতে পারেন তাঁর নামে হোটেলে কোনও বুকিং হয়নি। এরপরই তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। ঘটনার কথা পুলিশকে জানাতেই, তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী আধিকারিকেরা জানতে পারেন, ওই হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল। এরপরই টাকা কোন একাউন্টে জমা পড়েছে সেই সূত্র ধরে রাজস্থানের ভরতপুর এলাকায় হানা দেয় পুলিশের বিশেষ দল। সেখান থেকেই এই ঘটনার মূল অভিযুক্ত প্রেম চাঁদকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে, আরামবাগ থেকে আরও এক প্রতারক স্বর্ণদীপ রায়কে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ UEFA EURO 2024 Full Schedule: ইউরো কাপ ২০২৪-এর সম্পূর্ণ সূচি, কবে-কখন-কোন দেশের ম্যাচ, জেনে নিন সবকিছু

সাইবার ক্রাইম প্রতারণা বিষয়ে সচেতন করতে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নানা ভাবে সচেতন করা হয় মানুষজনকে। চোখ-কান খোলা রেখে সচেতন হয়ে তবেই করুন অনলাইন ট্রানজাকশন বলছেন বিশেষজ্ঞরা। এদিন অভিযুক্তদের বিরুদ্ধে ৪১৯, ৪২০, ৪৬৭,৪৬৮ এবং ৪৭১ ও ১২০ বি ইন্ডিয়ান পিনাল কোডে এদেরকে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের কাছে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখবেন বলেই জানান।

Rudra Narayan Roy

Cyber Crime: অনলাইনে প্রতারিত হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে “সাইবার বন্ধু”! কে তিনি জানুন

উত্তর ২৪ পরগনা: রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রতিদিনই বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন বহু সাধারণ মানুষ। কেউ প্রতারিত হচ্ছেন ব্যাঙ্কে, কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইন সামাজিক মাধ্যমে।

এই ধরনের অপরাধমূলক কাজের দ্রুত সমস্যার সমাধানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে, কমিশনারেট অঞ্চলের সমস্ত থানায় চালু করা হল “সাইবার বন্ধু”।

আরও পড়ুন: অনলাইনে Aadhaar আপডেটের জন্য গুগলে সার্চ, তারপরেই উধাও টাকা; সচেতন থাকবেন কীভাবে?

ইতিমধ্যেই ঘোলা থানায় এই সাইবার বন্ধু প্রকল্পের সূচনা করেছেন ব্যারাকপুরের নগরপাল অলক রাজরিয়া। এছাড়াও এদিনের অনুষ্ঠানে ছিলেন ডিসি সেন্ট্রাল, এসিপি ব্যারাকপুর, ঘোলা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্তারা।

আরও পড়ুন: অবসরের পর প্রতি মাসে ২০,০০০ টাকা আয়; দেখে নিন কোথায় বিনিয়োগ করতে হবে

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া জানান, যেভাবে সাইবার ক্রাইম এর মাধ্যমে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন, সে কারণেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অঞ্চলের সমস্ত থানাতে এই “সাইবার বন্ধু” মধ্যে দিয়ে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করার জন্যই এই উদ্যোগ।

আর এই সাইবার বন্ধুই প্রতারণা আটকাতে কি করা উচিত, বা প্রতারিত হলে কিভাবে সমস্যা থেকে মিলবে সমাধান তার পথ দেখাবে। ফলে, পুলিশের এই \”সাইবার বন্ধু\” অনলাইনে প্রতারণা আটকাতে বিশেষ ভূমিকা পালন করবে এমনটাই মনে করছে সমাজ সচেতন মানুষজন।

Rudra Narayan Roy

কীভাবে সুরক্ষিত রাখবেন হোয়াটস অ্যাপ, কীভাবে বাঁচবেন অনলাইন প্রতারণা থেকে, রইল টিপস

বর্তমানে মোবাইলে হোয়াটস অ্যাপ,ফেসবুক ও অনলাইন শপিং অ্যাপের নিরাপত্তা নিয়ে সকলেই কমবেশি চিন্তিত। কারণ অ্যাকাউন্ট হ্যাক থেকে শুরু করে অনলাইন প্রতারণা অনেক বেড়ে গিয়েছে। জেনে নিন এই সকল বিষয় থেকে বাঁচার উপায়।

*401# ডায়াল করবেন না, লুকিয়ে আছে বড় বিপদ, সতর্ক করে দিল সরকার

কলকাতা: কোনও অজানা নম্বর থেকে ফোন এল। আপনাকে বলা হয়, *401#  ডায়াল করুন।

সম্প্রতি একের পর এক সাইবার জালিয়াতির অভিযোগ জমা পড়েছে। ফলে নড়চড়ে বসেছে সরকার। বহু মানুষ এই সাইবার জালিয়াতির শিকার। কষ্টের জমানো টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা, এমন অনেকেই আছেন।

এবার নতুন এক জালিয়াতি শুরু হয়েছে। প্রতারকরা নিজেদের কাস্টমার কেয়ার, সার্ভিস প্রোফাইডার পরিচয় দিয়ে কল করছে। তার পর *401#  নম্বর ডায়াল করতে বলা হচ্ছে গ্রাহককে।

আরও পড়ুন- সবচেয়ে সস্তায় মিলবে iPhone 15, দাম পড়বে মাত্র ৬৮,৯৯৯ টাকা, কীভাবে কিনবেন দেখুন

*401# ডায়াল করলেই বিপদ। জানা গিয়েছে, এমন ফাঁদ পাতা হয়েছে যাতে আপনি ওই নম্বর ডায়াল করার পর প্রতারকদের নির্দেশ শুনলেই তাঁদের কাছে আপনার ফোনের সমস্ত তথ্য চলে যাবে। এমনকী আপনার ফোন কল তাদের নম্বরে ফরোয়ার্ড হবে ক্রমাগত।

আপনি ফাঁদে পা দিলেই আপনার ফোন, কলের সমস্ত তথ্য চলে যাবে প্রতারকদের হাতে। তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হতে সময় লাগবে না। অথবা আপনার নম্বর, নাম দিয়ে কোনওরকম অসামাজিক কাজ করবে কেউ বা কারা!

আরও পড়ুন- যে কোনও চার্জার ব্যবহার করেন? নিজের মোবাইলের কেমন সর্বনাশ করছেন শুনুন

প্রতারকরা আপনার সিম কার্ডে সমস্যা রয়েছে বলে ফোন করতে পারে। বলতে পারে, আপনার ফোনের নেটওয়ার্ক ঠিক নেই। আপনি তাঁদের কথা বিশ্বাস করলেই বিপদ। *401# নম্বরটি তখন আপনাকে ডায়াল করতে বলবে প্রতারকরা। তার পর তারা বলবে, ওই নম্বরের পর আরও কিছু নম্বর ডায়াল করতে।

টেলিকম বিভাগের তরফে সতর্ক করা হয়েছে। কোনও পরিস্থিতিতেই ওই নম্বর ডায়াল করবেন না।