কথায় কথায় খেতে হবে না ট্যাবলেট-ক্যাপসুল! এই গাছ বাড়িতে থাকলেই বাজিমাত!

কলকাতা: মাল্টি ভিটামিন নাম শুনলে আমাদের মথায় যেটে প্রথমে আসে সেটে হল কোন মেডিসিন কিংবা ক্যাপসুল। তবে আজ যে মাল্টি ভিটামিন নিয়ে আমাদের এই বিশেষ প্রতিবেদন তা আসলে কোন মেডিসিন কিংবা ক্যাপসুল নয়, তা আসলেই ঔষধি গুন সম্পন্ন একটি উদ্ভিদ। এই উদ্ভিদে মিলবে ভিটামিন এ, ভিটামিন বি, সি সহ একাধিক পুষ্টিগুণ। এই মাল্টিভিটামিন গাছ যা সমৃদ্ধ পাতা সহ একটি মাঝারি আকারের ঝোপ বা গুল্ম জাতীয় গাছ, পোষকি নাম থাভাসি কেরাই । একটি মাল্টিভিটামিন গাছ যা বাড়িতে চাষ করা যেতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রে, কারও ভিটামিনের ঘাটতি হলে এই মাল্টি ভিটামিন গাছের পাতা এবং বাকল ব্যবহার করা যেতে পারে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাটের কল বাড়ি এলাকায় এক সময়ের বায়ো সায়েন্সের ছাত্র অরবিন্দ মন্ডল বাড়িতেই রোপন করেছেন এই মাল্টিভিটামিন গাছ। পাশাপাশি গাছ থেকে কলম তৈরি করে বিক্রিও করছেন।