নিজেরাই ভাঙছেন নিজেদের ঘর! কেন? কোন ‘করাল গ্রাসের’ ত্রাসে এমন কাজ? জানলে অবাক হবেন

Flood: নিজেরাই ভাঙছেন নিজেদের ঘর! কেন? কোন ‘করাল গ্রাসের’ ত্রাসে এমন কাজ? জানলে অবাক হবেন

আলিপুরদুয়ার: শিশামারা নদীর ভয়াল রূপ দেখে নিজেদের বাড়ির জিনিসপত্র নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা। নদী বাড়ি ভাসিয়ে নেবে এই দেখে অনেকেই নিজের বাড়ি ভেঙে দিচ্ছে।

এই ছবি দেখা যাচ্ছে শিশামারা তীরবর্তী জলদাপাড়ার নতুন পাড়া এলাকায়। ক্রমাগত ভাঙ্গন হয়ে চলেছে জলদাপাড়া নতুনপাড়া এলাকায়। শিশামারা নদীর ভাঙ্গনে আতঙ্কিত এলাকাবাসী। নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিজেরাই নিজেদের ঘর ভেঙ্গে অন্যত্র চলে যাচ্ছেন । কেননা যেকোনও মুহুর্তে নদী গর্ভে চলে যেত পারে গোটা এলাকা। অসুস্থ হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: বলুন তো কোন প্রাণী জল, খাবার কোনও কিছু না খেয়েই ৩০ বছর দিব‍্যি বেঁচে থাকতে পারে? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

এমনকী নদী ভাঙ্গনের কবলে পড়েছে জলদাপাড়ার বনাঞ্চল। ভুটানের শিশামারা নদীর জল ঢুকে পড়ছে জলদাপাড়া জঙ্গল ও সংলগ্ন গ্রামে।পাঁচ দিন ধরে টানা বৃষ্টির কারণে এই পরিস্থিতি।

এক কথায় ভয়ানক পরিস্থিতি শিশামারা নদীর। নদীর বাঁধ ভেঙ্গে গিয়েছে অনেক আগেই।গ্রামে ঢুকে পড়েছে শিশামারা নদীর জল। ভুটান থেকে ধেয়ে আসা নদী শিসামারা। এই নদী এলাকার ত্রাসে পরিনত হয়েছে। জঙ্গল থেকে অনেক গাছ ভেসে আসছে নদীর জলে। ভয়াবহ রূপ নিয়েছে নদী। আতঙ্কিত রয়েছে গোটা জলদাপাড়ার মানুষজন।

আরও পড়ুন: বাড়ির ইনভার্টারই হয়ে যাবে ‘বোমা’! দাউ দাউ করে জ্বলবে আগুন, কখনও করবেন না এই ৫ ভুল

রীতিমতো ফুঁসছে নদীর জল। রাতে দু’চোখের পাতা এক করতে পারেন না এলাকাবাসীরা। স্থানীয় নেতারা এসে পরিস্থিতি দেখছেন, তবে যা অবস্থা তাতে কেউ আর কিছু করতে পারবে না বলে জানিয়েছে এলাকার বাসিন্দারা।
Annanya Dey